covid rules – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 02 Jan 2022 11:41:38 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png covid rules – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Covid 19: সন্ধের পর লোকাল ট্রেন বন্ধ, বিমানে নিষেধাজ্ঞা, করোনা রুখতে কড়াকড়ি https://ekolkata24.com/uncategorized/covid-19-rules-in-west-bengal Sun, 02 Jan 2022 10:05:02 +0000 https://ekolkata24.com/?p=17632 রাজ্যে ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ রুখতে আংশিক লকডাউন ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩ জানুয়ারি থেকে বাংলায় আংশিক লকডাউন কার্যকর হবে। তার আগে শনিবার রাজ্যের মুখ্যসচিব মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এক সাংবাদিক বৈঠকের বিধিনিষেধের শর্তাবলী জানিয়ে দেন।

নবান্নের নির্দেশ অনুযায়ী, আগামীকাল থেকে বন্ধ থাকছে স্কুল-কলেজ, সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন। শপিং মল, রেস্তোরাঁ, পানশালা সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৫০ শতাংশের উপস্থিতি নিয়ে খোলা রাখা যাবে।

সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক থাকবে। রাত্রি ১০টার পর সিনেমা হল খোলা রাখা যাবেনা।
যেকোনও অনুষ্ঠানে ৫০ শতাংশ অতিথি এবং বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশী অতিথি থাকতে পারবে না। মৃতদেহ নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন।
লোকাল ট্রেনগুলি ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করবে এবং সন্ধ্যে ৭ টার পর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার ট্রেন চলতে পারে।
সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ চলবে।
চিড়িয়াখানা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি বন্ধ থাকছে।
ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক।

<

p style=”text-align: justify;”>আংশিক লকডাউন জারি হওয়ার ফলে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ‘দুয়ারে সরকার’। এই বিষয়টিকে কেন্দ্র করেই ফের শুরু শাসক-বিরোধী তরজা। বিজেপি কটাক্ষ করে বলে, সরকারের কাছে টাকা নেই তাই লকডাউনের অজুহাত দেখিয়ে দুয়ারে সরকার পিছিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। যদিও উত্তরে তৃণমূল জানিয়েছে, দুয়ারে সরকার শুরু হলে লম্বা লাইন হবে এবং জমায়েতের ফলে সংক্রমণের ঝুঁকি বাড়বে।

]]>