cracker – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 10 Nov 2021 16:59:36 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png cracker – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 হাইড্রোজেন বোমা কোথায় এত ফুলঝুরিও নয়, নবাবকে কটাক্ষ বিজেপির https://ekolkata24.com/uncategorized/nawab-maliks-hydrogen-bomb-was-not-even-a-cracker-ashish-shelar Wed, 10 Nov 2021 16:59:36 +0000 https://www.ekolkata24.com/?p=10947 News Desk, Mumbai: মঙ্গলবার হুমকি দিয়েছিলেন দেবেন্দ্রর (debendra) বিরুদ্ধে তিনি বুধবার হাইড্রোজেন বোমা ফাটাবেন। বুধবার যথারীতি মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক দেবেন্দ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। যার মধ্যে মূল অভিযোগ হল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দাউদ ইব্রাহিম (dawood ibrahim) ঘনিষ্ঠ রিয়াজ ভাট্টির (riyaj bhatti) যোগাযোগ ছিল।

এমনকী, দেবেন্দ্র জালনোট পাচারকারীদের সঙ্গেও যোগাযোগ রেখে চলতেন। কিন্তু নবাববের (nabab) করা ওই সমস্ত অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিল বিজেপি। বুধবার বিজেপির পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, নবাব বলেছিলেন হাইড্রোজেন বোমা ফাটাবেন। কিন্তু নবাবতো ফুলঝুরিও ফাটাতে পারলেন না। অন্যদিকে নবাবের ওই হাইড্রোজেন বোমার পাল্টা হিসেবে দেবেন্দ্র একটি টুইট করেছেন। দেবেন্দ্রর করা ইংরেজি টুইটের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমি অনেক আগেই শিখেছি যে শুয়োরের সঙ্গে কখনও কুস্তি লড়তে নেই। শুয়োরের সঙ্গে কুস্তি লড়তে গেলে নিজের গা নোংরা হয়ে যায়। এটা কারও পক্ষেই ভালো নয়। তবে গায়ে নোংরা লাগাতে শুয়োরের ভাল লাগতে পারে। এই টুইটে দেবেন্দ্র সরাসরি নাম উল্লেখ না করলেও তিনি নবাবকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের (maharastra) বিজেপি নেতা আশিস সেলার (ashish seller) নবাবকে লক্ষ্য করে বলেন, যারা হাইড্রোজেন বোমা ফাটাবেন বলে দাবি করেছিলেন তাঁরা তো দেখছি ফুলঝুরিও ঠিকমতো পোড়াতে পারেন না। আসলে নবাব বোধহয় জানেন না মুন্না যাদব, হায়দার আজম, হাজি আরাফাত বিজেপির কর্মী। তাদের বিরুদ্ধে কোথাও কোনও মামলা নেই। অনেক খোঁজখবর নেওয়ার পরে তাঁদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয় তাঁদের যখন দলে নেওয়া হয় সে সময়ে ফড়নবিশ ক্ষমতায় ছিলেন না।

জালনোট প্রসঙ্গে আশিস বলেন, ইমরান আলম শেখ জালনোটের কারবার ধরা পড়েছিলেন। তিনি তো সেই সময় কংগ্রেসের সচিব ছিলেন। এখন অবশ্য তিনি এনসিপি নেতা। রিয়াজের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনওরকম যোগসুত্র থাকার কথা উড়িয়ে দিয়েছেন এই বিজেপি নেতা।

]]>