cut-out – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 16 Sep 2021 20:32:56 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png cut-out – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 উন্মুক্ত বক্ষে দুধ-সাদা পোষাকে মুম্বইয়ের রাজপথে ‘আগুন’ ঝড়াল নোরা https://ekolkata24.com/entertainment/norafatehi-looks-sensuous-in-a-white-cut-out-dress-as-she-heads-out-in-mumbai Thu, 16 Sep 2021 20:26:32 +0000 https://www.ekolkata24.com/?p=4798 বায়োস্কোপ ডেস্ক: ডান্সার নোরা ফতেহি (Nora Fatehi) যে কোন পুরুষের কাছেই কার্যত ক্রাশ৷ যতদিন যাচ্ছে নোরার টি আর পি যেন তর তর করে বেড়েই চলেছে৷ একদিকে তার ডান্স যেমন আম জনতার মন জয় করেছে৷ অন্যদিকে, স্বপ্ল পোশাকের নোরা যেন পুরুষ মনে আগুন ঝড়াচ্ছে৷

Nora Fatehi

এবার তার আরও কিছু ছবি এবং একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে৷ আর সেই ছবিগুলো থেকে রীতিমতো আগুন ছড়িয়ে পড়ছে৷ ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোলাবার এলাকার রাজপথে নোরা৷ তার পরনে দুধ সাদা স্বল্প পোশাক৷ যে পোশাকের কাপড়ে নোরার শরীর কোনভাবেই ঢাকছে না৷ একই সঙ্গে রীতিমতো উন্মুক্ত বক্ষ৷ এই পোশাকে তিনি নানা পোজ দিয়ে একাধিক ছবি তুলেছেন৷ আর সেই দৃশ্য দেখে মুম্বইয়ের রাজপথ যেন থমকে পড়েছে৷ রাস্তার দুই ধারে মানুষের ঢল নেমে পড়ে হট নোরাকে দেখতে৷

Nora Fatehi

একই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ তার এক সহকর্মীর সঙ্গে গান করছেন৷ পরনে সেই দুধ সাদা স্বল্প পোশাক৷ তাতেও তার উন্মুক্ত বক্ষ স্পষ্ট দেখা যাচ্ছে৷ এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ারে বন্যা বইয়ে গিয়েছে৷ এই ভিডিওটি তোলা হয় মুম্বইয়ের তাজ হোটেলের সামনে৷

কেউ কেউ টুইটারে সেই ছবি পোস্ট করে লিখেছেন, কোলাবার রাস্তা গরম হয়ে উঠছে ৷ আর এরজন্য সম্পূর্ণ দায়ী নোরা ফাতেহি৷ আবার কেউ লিখেছেন, তিনি (নোরা) আজকের দিনটাতে আগুন ধরিয়ে দিয়েছেন৷ একজন ফ্যান লিখেছেন East or west #NoraFatehi is best৷ সব মিলিয়ে একদিকে যেমন তিনি ফ্যানের মনে আগুন ধরিয়েছেন৷ অন্যদিকে তাঁর এই দুধ সাদা পোশাকে ছবিও সোস্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছেন৷

]]>