data – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 19 Nov 2021 15:55:30 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png data – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Delhi Pollution:পাঞ্জাব-হরিয়ানা থেকে দৈত্যের মতো এগিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী https://ekolkata24.com/uncategorized/delhi-pollution-nasa-satellite-data-shows-most-active-fire-season-in-punjab-haryana Fri, 19 Nov 2021 15:55:30 +0000 https://ekolkata24.com/?p=11776 নিউজ ডেস্ক, নয়াদিল্লি:  দিল্লির ভয়াবহ দূষণ (pollution) কমাতে গত কয়েকদিন ধরেই নানা কথাবার্তা চলছে। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতে দিল্লি (Delhi) ও কেন্দ্রীয় সরকার জানিয়েছিল মাত্রাতিরিক্ত দূষণের মূল কারণ ফসলের গোড়া পোড়ানো বা নাড়া পোড়ানো।

যদিও সুপ্রিম কোর্টের (supreme court) বেঞ্চ সহকারের ওই বক্তব্য খারিজ করে দেয়। কিন্তু শুক্রবার নাসার (NASA) উপগ্রহ চিত্রে যে ছবি দেখা গিয়েছে তা দিল্লি ও কেন্দ্রীয় সরকারের বক্তব্যকেই মান্যতা দিচ্ছে।

নাসার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, পাঞ্জাব (Punjab) ও হরিয়ানা (Haryana) থেকে নাড়া পোড়ানো বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কালো ধোঁয়া নদীর স্রোতের মতো দিল্লির দিকে এগিয়ে আসছে। চলতি মাসের ১১ তারিখে এই ছবি ধরা পড়েছে নাসার ক্যামেরায়।

NASA satellite data shows

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, রাজধানী ও তার সংলগ্ন এলাকাগুলি ধোঁয়ায় ঢেকে রয়েছে। ওই ছবিতে যে সমস্ত জায়গায় বড় মাপের আগুন জ্বলছে সেই জায়গাগুলিকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, এমনকী, পাকিস্তানের বেশ কিছু জায়গায় মাইলের পর মাইল জমিতে চাষিরা ফসলের গোড়া পোড়াচ্ছেন। ফসলের গোড়া পোড়ানোর কালো ধোঁয়া আগ্নেয়গিরির লাভা মতো এগিয়ে আসছে দিল্লির দিকে।

নাসার এক বিজ্ঞানী জানিয়েছেন, ফসলের গোড়া পোড়ানোর কারণে যে ভয়ঙ্কর দূষণের সৃষ্টি হয়েছে তাতে ওই একদিনই দু’কোটির বেশি মানুষ কমবেশি শারীরিক ক্ষতির মুখে পড়েছেন। ওই বিজ্ঞানীর দাবি, উপগ্রহ চিত্রে যেভাবে কালো ধোঁয়ার কুণ্ডলীকে দিল্লির দিকে এগিয়ে আসতে দেখা গিয়েছে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। অবিলম্বে ফসলের গোড়া পোড়ানো বন্ধ করা না গেলে দিল্লির দূষণ রোধ করা যাবে না।

উল্লেখ্য, প্রতি বছরই দেওয়ালির পর দিল্লির দূষণ মাত্রা ছাড়ায়। বাজি ফাটানোর সঙ্গে সঙ্গে নভেম্বরের শুরু থেকেই কৃষকরা ফসলের গোড়া পোড়াতে থাকেন। এই দুইয়ের যোগফলেই দিল্লির বাতাস শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে পড়ে। এই মুহূর্তে দিল্লির বাতাস ‘অতি খারাপ’ পর্যায়ে রয়েছে।

ভয়াবহ দূষণের হাত থেকে মানুষকে রক্ষা করতে ইতিমধ্যেই দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সমস্ত সরকারি-বেসরকারি অফিসে চালু করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। বন্ধ রাখা হয়েছে সব ধরনের নির্মাণকাজ ও তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সুপ্রিম কোর্ট অবশ্য এটা মেনে নিয়েছে যে, এই দূষণের অন্যতম কারণ ফসলের গোড়া পোড়ানো হলেও সেটাই একমাত্র কারণ নয়। তাছাড়া কৃষকরা যাতে এই কাজ না করেন তার জন্য সরকারকেই উদ্যোগী হতে হবে। কৃষকদের বিকল্প পথের সন্ধান দিতে হবে সরকারকেই। কিন্তু সরকার সেটা করছে না।

]]>
কাবুল থেকে তিন বিমান ভর্তি আফগান সংক্রান্ত ‘সিক্রেট ডেটা’ নিয়ে গেল ISI https://ekolkata24.com/uncategorized/afghanistans-confidential-data-caught-by-pakistani-isi Sat, 11 Sep 2021 05:46:03 +0000 https://www.ekolkata24.com/?p=4338 নিউজ ডেস্ক: তালিবানশাসিত আফগানিস্তান (Afghanistan) এবং পাকিস্তানের (Pakistani) সম্পর্কে এক চা়ঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল৷ আফগানিস্তানের আশরফ ঘানি-সরকারের বহু গোপন নথি পাকিস্তানের হাতে এসেছে বলে জানা গিয়েছে। এই গোপন নথিগুলি নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। একদিন আগেই আফগানিস্তানের অর্থনীতির নিয়ন্ত্রণ নেওয়ার অভিপ্রায়ে পাকিস্তান কাবুলের জন্য অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছিল।

সূত্রের মতে, মানবিক সাহায্য নিয়ে কাবুলে তিনটি C-170বিমান গিয়েছিল৷ ফেরত আসার পথেই সেই তিন বিমানে আফগানিস্তানে সংক্রান্ত গোপন নথি ভর্তি করে ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছে৷ এমন একটটি সময়ে এই ঘটনা ঘটেছে, যখন আমেরিকায় সন্ত্রাসী হামলার ২০ তম বার্ষিকী পালন করছে৷ অন্যদিকে তালিবানের নতুন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের জন্য নির্ধারিত ১১ সেপ্টেম্বর তারিখ স্থগিত করেছে।

প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কাজ করা একটি সূত্র একটি সংবাদমাধ্যমকে বলেছে, যে সমস্ত গোপনীয় নথি পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এজেন্সি দখল করেছে তা অত্যন্ত চিন্তার৷ এই নথিতে প্রধানত এনডিএসের গোপনীয় নথি, হার্ডডিস্ক এবং অন্যান্য ডিজিটাল তথ্য ছিল। সূত্র জানিয়েছে, আইএসআই এই ডেটা তার ব্যবহারের জন্য কাজে লাগাবে৷ যা নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠতে পারে। সূত্রটি জানিয়েছে, এই ঘটনা তালিবান সরকারকে পাকিস্তানের উপর নির্ভরশীল করে তুলবে।

সূত্রটি আরও জানাচ্ছে, সমস্ত তথ্যটি লাইভ ছিল৷ কারণ পূর্ববর্তী আফগান সরকার এই দখল প্রত্যাশা করেনি। তবে, সামরিক গোষ্ঠীর সেই নথির উপর কোন নিয়ন্ত্রণ নেই৷ কারণ দায়িত্বরত কর্মীরা কাজে ফিরে আসেনি। নথিপত্র ফাঁসের ঘটনা ঘটেছে আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদের সহায়তায়।

প্রতিবেশি দেশগুলো দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য পাকিস্তানি রুপি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আফগানিস্তান এবং পাকিস্তানে তালিবানের দ্বিপাক্ষিক বাণিজ্য মার্কিন ডলারে হয়েছিল৷ যখন আফগান মুদ্রা শক্তিশালী। এর ফলে আফগান ব্যবসা ও ব্যবসায়ীদের উপর পাকিস্তানের মুদ্রার হোল্ড শক্তিশালী হবে।

কিছুদিন আগে আইএসআই প্রধান হামিদ ফয়েজকে কাবুলে দেখা গিয়েছিল। তখন থেকেই মনে করা হচ্ছিল, পাকিস্তান তালিবান শাসনে অংশীদারি খুঁজছিল। এর মূল উদ্দেশ্য ছিল আফগান সেনাবাহিনীতে হাক্কানিদের পরিবর্তন আনা। আইএসআইকে হাক্কানি নেটওয়ার্কের তত্ত্বাবধায়ক হিসেবে বিবেচনা করা হয়৷ যুক্তরাষ্ট্র ও রাষ্ট্রসংঘ কর্তৃক মনোনীত একটি সন্ত্রাসী গোষ্ঠী। হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

]]>