debt – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 07 Jan 2022 12:56:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png debt – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Holiday Tips: ছুটি উপভোগ করতে গিয়ে যেন ঋণের ফাঁদে পড়বেন না https://ekolkata24.com/lifestyle/debt-trap-in-the-name-of-holiday-now-pay-later Fri, 07 Jan 2022 12:56:05 +0000 https://ekolkata24.com/?p=18317 একটা প্রকল্প ইদানিং দেখা যাচ্ছে – এখন ছুটি (holiday) উপভোগ করুন পরে পেমেন্ট করবেন৷ এই প্রকল্প অনুসারে কেউ চাইলে এই হলিডে প্যাকেজে নিতে পারেন এবং ছুটি কাটিয়ে ফিরে আসার পর মূলত পেমেন্ট করতে হবে৷ তবে এই সুযোগ তাদেরকেই দেওয়া হবে যাদের ক্রেডিট স্কোর খুব ভাল রয়েছে ৷ ওই গ্রাহকের ক্রেডিট স্কোর নির্ধারণ করবে নন ব্যাংকি ফিনান্স কোম্পানি (এনবিএফসি) যেটি আবার ওই ট্রাভেল এজেন্সির পার্টনার।
আবেদন অনুমোদন হয়ে গেলে ওই ভ্রমণকারীকে গোটা খরচের একটা অংশ দিতে হবে প্রাথমিক পেমেন্ট হিসেবে। তার কাছে বিকল্প হিসেবে

বাকী অর্থ বেড়িয়ে আসার পর মিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোনও অতিরিক্ত অর্থ চার্জ করা হবে না। কিন্তু ওই ভ্রমণকারী চাইলে বাকী অর্থ মাসে মাসে কিস্তি হিসেবে দিতে পারবেন তবে সেক্ষেত্রে এনবিএফসি কিছুটা সুদ চার্জ করবে। এখন দেখা যাক কতটা কার্যকরী হবে এই প্রকল্পটি৷ বর্তমান পরিস্থিতিতে যখন পর্যটন শিল্প রীতিমতো বিপর্যস্ত তখন এমন একটা প্রকল্প অবশ্যই অভিনব ৷ বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ সংস্থাটি এইরকম একটি প্রকল্প এনেছে যাতে ইচ্ছুক ভ্রমণকারীদের বেড়ানোর খরচের চাপ আপাতত কিছুটা নমনীয় করে সুরাহা করা যায় কারণ তা পরে পেমেন্টে করার সুযোগ দিয়ে৷ আপাতদৃষ্টিতে প্রকল্পটি আকর্ষণীয় মনে হলেও এটাই শ্রেষ্ঠ উপায় মনে করা উচিত হবে না৷ কারণ এই প্রকল্পের সুযোগ নিলে কিছু ঝুঁকি থেকে যাচ্ছে৷

প্রথমত ঋণ খেলাপি হওয়ার একটা ঝুঁকি থাকছে৷ যেহেতু ওই ব্যক্তি এই প্রকল্পটি গ্রহণ করলেন ফলে তার বেড়িয়ে ফিরে আসার পর বাকি অর্থ পেমেন্ট করার একটা দায় থাকছে৷ এবার তিনি যদি ছুটি কাটিয়ে ফিরে এসে তা না মিটিয়ে বাকী অর্থ মাসিক কিস্তিতে পেমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে তার ঋণখেলাপি হওয়ার একটা ঝুঁকি থাকে৷ কারণ তখন যদি তিনি কোনও ভাবে মাসিক কিস্তি দিতে ব্যর্থ হন৷ তাহলে ওই ব্যক্তির ক্রেডিট স্কোর রীতিমতো ধাক্কা খাবে৷ সেক্ষেত্রে ভবিষ্যতে কোনও প্রয়োজনে ওই ব্যক্তির ঋণ পেতে অসুবিধা হবে৷

দ্বিতীয়ত যদি ওই ব্যক্তি তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করেন বাকী অর্থ পেমেন্ট করার জন্য তাহলে ঋণের ঝুঁকিতে পড়বেন৷ কারণ ওই ঋণ পরিশোধ করতে কয়েক মাস কিংবা বছর লেগে যাবে৷ তাছাড়া মাথায় রাখতে হবে এই ধরনের ভ্রমণে যাওয়ার আগে তাঁর আরও কিছু খরচ রয়েছে, যেমন- কোভিড-১৯ পরীক্ষা , বেড়াতে গেলে প্যাকেজের বাইরে কেনাকাটা বা অন্যান্য আরও কিছু খরচ থেকেই যায়৷

]]>