defence – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 06:58:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png defence – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Defence: ভারতের হাতে ‘টর্পেডো’, চোখের নিমেষে ধ্বংস হবে সবকিছু https://ekolkata24.com/uncategorized/torpedo-missile-gets-india Mon, 10 Jan 2022 06:58:01 +0000 https://ekolkata24.com/?p=18646 সময় যত এগোচ্ছে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে সুসজ্জিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সাম্প্রতিককালে ভারতীয় নৌবাহিনীর শক্তি বেড়েছে। ভারতীয় অস্ত্রাগারে যুক্ত হয়েছে ‘টর্পেডো’ (Torpedo)। এই টর্পেডো একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য জলের নীচে ভ্রমণ করার আগে, এটি প্রথমে বাতাসের মধ্য দিয়ে উড়তে হবে। ভারত তার সামরিক বাহিনীর চলমান আধুনিকীকরণের অংশ হিসাবে সম্প্রতি একটি ক্ষেপণাস্ত্র সরবরাহকরা টর্পেডো সিস্টেম পরীক্ষা করেছে। অস্ত্রটি পরীক্ষা করা হচ্ছে তা হল ভারতের সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা স্মার্ট, অস্ত্র এবং আধুনিক নৌ যুদ্ধের জটিলতার কথা স্মরণ করিয়ে দেয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তুরফ থেকে ঘোষণার পর ১৩ ডিসেম্বর এই টর্পেডোর পরীক্ষা করা হয়। এই পরীক্ষাটি হয় কলকাতা থেকে প্রায় ১৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে হুইলার দ্বীপে। ক্ষেপণাস্ত্রটি পরিবহন করা হয়েছিল এবং তারপরে একটি বিশেষ ট্রাকের পিছন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই সিস্টেমটি সেট আপ করতে কিছুটা সময় নেয়, তবে এর অর্থ হল লঞ্চ সাইটটি বিপদের প্রত্যাশায় সরানো যেতে পারে। ভারতের হাতে এই বিধ্বংসী ক্ষেপনাস্ত্র চলে আসায় শত্রু দেশগুলির রাতের যে ঘুম উড়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, “এটি একটি টেক্সট বুক লঞ্চ ছিল, যেখানে পুরো গতিপথটি ইলেক্ট্রো অপটিক টেলিমেট্রি সিস্টেম, ডাউন রেঞ্জ ইনস্ট্রুমেন্টেশন এবং ডাউন রেঞ্জ জাহাজ সহ বিভিন্ন রেঞ্জ রাডার দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছিল। ” আরও বলা হয়েছে, টর্পেডোগুলি স্বচালিত বিস্ফোরক, সাধারণত সমুদ্রের পৃষ্ঠের নীচে বা ঠিক উপরে উৎক্ষেপণ করা হয়। একবার জলে, টর্পেডোগুলি তাদের লক্ষ্যবস্তুতে নেভিগেট করে, এবং তারপরে জলের লাইনের নীচে বিস্ফোরণ ঘটায়। ডিআরডিওর তরফ থেকে জানানো হয়েছে, প্রচলিত মিসাইলের থেকে বেশি দূরে আঘাত হানতে সক্ষম এই টর্পেডো বহনকারী মিসাইলটি। জলপথে সাবমেরিন যুদ্ধের ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বর্তমান ক্ষেপণাস্ত্রটিকে।

বলা হয়েছে, “মিশনের সময় ক্ষেপণাস্ত্রটির পূর্ণ পরিসরের ক্ষমতা সফলভাবে প্রদর্শিত হয়েছিল। এই সিস্টেমটি টর্পেডোর প্রচলিত পরিসরের চেয়ে অনেক বেশি সাবমেরিন-বিরোধী যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি নেক্সট জেনারেশন স্মার্ট টর্পেডো সিস্টেম’ মিসাইলটি মূলত ভারতীয় নৌবাহিনীর জন্যই তৈরি করা হয়েছে। “

]]>
IAC Vikrant: সমুদ্রে গর্জন তুলে এগোল ‘বিক্রান্ত’ https://ekolkata24.com/uncategorized/iac-vikrant-heads-out-for-next-set-of-sea-trial Sun, 09 Jan 2022 10:41:32 +0000 https://ekolkata24.com/?p=18563 গর্জন তুলে ফের মাঝ সমুদ্রে নামল ‘আইএসি বিক্রান্ত’ (IAC Vikrant)। এই আইএনএস বিক্রান্ত হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী। কোচিন শিপইয়ার্ডে নির্মিত ৪০ হাজার টন ওজনের এই রণতরীর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় গত ২০১৬ সালে। এরপর ২০১৮ সালে তা আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী বিক্রান্তের অগ্রগতি পর্যালোচনা করার কয়েক দিন পর তৃতীয় পর্যায়ের সমুদ্র পরীক্ষার জন্য যাত্রা শুরু করেছে।

জানা গিয়েছে যে, ভারতীয় নৌবাহিনী গোয়ায় ফরাসি বংশোদ্ভূত রাফায়েল সামুদ্রিক যুদ্ধবিমান পরীক্ষা করছে। ভারতীয় নৌবাহিনী ২০১৭ সালে তার বিমানবাহী রণতরীর জন্য ৫৭টি মাল্টি-রোল কমব্যাট জেট কেনার জন্য তথ্যেরএকটি অনুরোধ জারি করেছিল।

আইএসি বিক্রান্তের প্রথম সমুদ্র পরীক্ষা গত বছরের ৪ আগস্ট শুরু হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন যে জাহাজটি আসলে ১০ দিনের জন্য বাইরে ছিল। আইএসি বিক্রান্তকে নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, দেশীয় পদ্ধতিতে তৈরি এটি সবথেকে জটিল যুদ্ধ জাহাজ।

আইএসি বিক্রান্ত সম্পর্কে কিছু তথ্যঃ
এই বিক্রান্ত লম্বায় ২৬২ মিটার। এটির প্রস্থ ৬২ মিটার। সুপার স্ট্রাকটারসহ এটি উচ্চতায় ৫৯ মিটার। এটিতে ১৪টি ডোক রয়েছে। যার মধ্যে পাঁচটি সুপারস্ট্রাকটার। এছাড়া এই বিশাল জাহাজ ১৭০০ জন যাত্রী ও ক্রু মেম্বারদের জন্য ২৩০০ টি বগি রয়েছে। পুরুষ ও মহিলা- উভয়ের ব্যবহার যোগ্য আবাসন রয়েছে। এই ক্যারিয়ারটি আইএনএস বিক্রামাদিত্যের পরিপূরক। এটি ভারতের একমাত্র অপারেশন ক্যারিয়ার। উল্লেখ্য, ১৯৭১ সালে যুদ্ধ জয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল বিক্রিন্তের পূর্বসূরী। সেই যুদ্ধের ৫০ বছর পর আবারও একাধিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি হয়েছে বিক্রান্ত।

]]>
Rajnath Singh: সেনাবাহিনীতে মেয়েদের অবদানও অপরিহার্য https://ekolkata24.com/uncategorized/the-contribution-of-girls-to-the-army-is-also-essential Sun, 09 Jan 2022 06:20:38 +0000 https://ekolkata24.com/?p=18513 বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপন করবে সরকার। আর সরকারের এই সিদ্ধান্ত মেয়েদের সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখার সুযোগ করে দেবে।

সরকার সশস্ত্র বাহিনীতে নারীদের ভূমিকা বাড়ানোর জন্য এবং সৈনিক বিদ্যালয়ে ভর্তির পথ পরিষ্কার করা এবং স্থায়ী কমিশন প্রদানসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, নতুন সৈনিক স্কুল স্থাপনের সিদ্ধান্ত মেয়েদের দেশের সেবা করার স্বপ্ন বাস্তবায়িত করতে উৎসাহিত করবে।কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী পরামর্শ দেন যে, প্রতিরক্ষা বিভাগ এবং সৈনিক স্কুল সোসাইটির সমস্ত সৈনিক স্কুলকে তাদের কর্মক্ষমতা এবং নিরীক্ষার ভিত্তিতে র‍্যাঙ্কিংয়ের জন্য একটি প্রক্রিয়া তৈরি করা উচিত। আর এর ফলে স্কুলগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে উঠবে, পাশাপাশি উদ্ভাবনী পদক্ষেপ চালু করার ক্ষেত্রেও উৎসাহ দেওয়া হবে। স্কুলে পাঠ্যক্রমের পাশাপাশি শিশুদের দেশপ্রেম ও জাতির প্রতি আনুগত্যের সম্মুখীন হতে হবে কারণ এটি তাদের চরিত্র গঠনে এবং দেশের উপকারের জন্য দরকার।

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ১০০টি স্কুলকে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সৈনিক স্কুল সোসাইটির সঙ্গে সরকারি ও বেসরকারি খাতে যুক্ত করার অনুমোদন দেয়। রাজনাথ সিং বলেন, ‘সৈনিক’ ঐক্য, শৃঙ্খলা এবং ভক্তিকে সূচিত করে, ‘স্কুল’ হল শিক্ষার কেন্দ্র, তাই সৈনিক স্কুলগুলি শিশুদের সক্ষম নাগরিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও করবে।

তিনি আরও বলেন, “সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের মতো বেশ কয়েকটি প্রকল্প চালানো হচ্ছে। ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপন সেই দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

]]>
ইডি, সিবিআই প্রধানের পর এবার ‘আইবি’ ও ‘র’-এর শীর্ষকর্তারও মেয়াদ বাড়ছে https://ekolkata24.com/uncategorized/govt-can-now-extend-tenure-of-home-defence-ib-raw-chiefs-up-to-5-years Mon, 15 Nov 2021 13:28:10 +0000 https://ekolkata24.com/?p=11395 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: সিবিআই (CBI), ইডি-র (ED) পরে এবার মেয়াদ বাড়তে চলেছে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, RAW র প্রধান ও আইবি (IB) প্রধানের। এই বিষয়ে রীতিমতো আইন সংশোধনের পথে হাঁটল কেন্দ্র।

নতুন আইনে দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা বিভিন্ন দফতরের কর্তাদের ২ বছর করে মেয়াদ বাড়তে চলেছে। সোমবার এ বিষযে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র। ওই নির্দেশিকায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কারণে ও নির্দিষ্ট প্রয়োজনে নতুন আইনে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের মেয়াদ বাড়ানো যেতে পারে। সেই মেয়াদ আরও ২ বছর পর্যন্ত বাড়তে পারে। এই নির্দেশিকায় এটা স্পষ্ট যে, ইডি ও সিবিআইয়ের মতোই প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন: সিবিআই ও ইডির শীর্ষ আধিকারিকদের চাকরির মেয়াদ বাড়ল

D Director Sanjay Kumar Mishra

সোমবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইডি ও সিবিআই প্রধানের কাজের মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করার প্রস্তাবে লিখিত অনুমতি দিয়েছেন। রবিবার কেন্দ্রের তরফে জারি করা অধ্যাদেশে জানানো হয়েছিল, সিবিআই এবং ইডির আধিকারিকদের নির্ধারিত দু’বছরের মেয়াদ শেষে তা আরও একবছর করে তিনবার বাড়ানো যেতে পারে। তবে, ওই দুই তদন্তকারী সংস্থার শীর্ষপদে কেউ পাঁচ বছর পূরণ করে ফেললে আর তা বাড়ানো হবে না। শুধুমাত্র জনস্বার্থে ইডি এবং সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের মেয়াদ বাড়ানো যেতে পারে। পাশাপাশি কেন মেয়াদ বাড়ানো হল, তা লিখিতভাবে জানাতে হবে।

প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের মেয়াদ বাড়ানোর নির্দেশিকাতেও প্রায় একই ধরনের দাবি করা হয়েছে। তথ্যভিজ্ঞ মহল মনে করছে, সিবিআই ও ইডির প্রধানের পর দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা অধিকাংশ কর্তার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে মোদি সরকারের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলার সুযোগ পাবে বিরোধীরা।

<

p style=”text-align: justify;”>বিরোধীদের দীর্ঘ দিনের অভিযোগ, ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে মোদি সরকার। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্তা করাই একমাত্র লক্ষ্য মোদি সরকারের। বিরোধীদের তোলা এই গুরুতর অভিযোগের পরেও ফের অধ্যাদেশ জারি করে প্রতিরক্ষার দায়িত্বে থাকা কর্তাদের মেয়াদ বৃদ্ধি বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে।

]]>
ভারতীয় বায়ুসেনা পেল MR-SAM সিস্টেম, চোখের পলকে ধ্বংস হবে শত্রুর বিমান https://ekolkata24.com/uncategorized/medium-range-surface-to-air-missile-defence-system-indian-airforce Thu, 09 Sep 2021 14:05:30 +0000 https://www.ekolkata24.com/?p=4231 নিউজ ডেস্ক: চিন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। তার উপর নতুন সমস্যা আফিগানিস্তানে তালিবানি জঙ্গি সরকার৷ ঠিক এই সময়কালে ভারতীয় স্থল-বিমান-নৌবাহিনী তাদের প্রস্তুতি জোরদার করছে। বৃহস্পতিবার ভারতীয় সেনার শক্তিবৃদ্ধির আরও একটি সুসংবাদ সামনে এল৷ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হল৷ এদিন আনুষ্ঠানিকভাবে রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হল৷ এই কর্মসূচিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এমআর-স্যাম প্রতিরক্ষা ব্যবস্থাটি জয়সলমিরে বিমান বাহিনীর ২২০৪ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার দিকে এটি একটি বড় পদক্ষেপ। তিনি আরও বলেন, বৈশ্বিক দৃশ্যপট দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হচ্ছে৷ যার ফলে বিভিন্ন দেশের মধ্যে সমীকরণ পরিবর্তন হচ্ছে। দক্ষিণ চীন সাগর হোক, ভারত মহাসাগর অঞ্চল হোক, ইন্দো-প্রশান্ত মহাসাগর বা মধ্য এশিয়া হোক, সর্বত্রই অনিশ্চয়তা দেখা যায়। সম্প্রতি আফগানিস্তানে যা ঘটেছে তার সর্বশেষ উদাহরণ।

Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer

বায়ুসেনার এই প্রতিরক্ষা ব্যবস্থাটির পরিসীমা ৭০ কিলোমিটার। এমন পরিস্থিতিতে এই সিস্টেম এই রেঞ্জের মধ্যে আসা সমস্ত বিমান, হেলিকপ্টার এবং মিসাইলকে চোখের নিমিষে ধ্বংস করতে পারবে৷ রাজস্থানের জয়সলমির জেলা পাকিস্তান সীমান্তে৷ যার কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে খুবই কার্যকর প্রমাণিত হবে। এটি প্রস্তুত করতে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) এবং ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) মধ্যে এক দশক আগে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

একই সময়ে ভারতীয় বিমানবাহিনী রাজস্থানের বারমেরের কাছে এনএইচ -৯২৫ এ-তে সত্তা-গান্ধব বিভাগে জরুরি অবতরণের জন্য রানওয়ে প্রস্তুত করেছে। এটি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি এবং রাজনাথ সিং যৌথভাবে উদ্বোধন করেন। IAF- এর C-১৩০ জে সুপার হারকিউলিস পরিবহণ বিমান উদ্বোধনী অনুষ্ঠানের সময় মহাসড়কে অবতরণ করেছিল। যেখানে রাজনাথ সিং, নীতিন গডকরি এবং এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া হাজির ছিলেন৷

]]>