Deucha Pachami coal block – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 10 Nov 2021 13:20:17 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Deucha Pachami coal block – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 TMC: ‘মমতার আশ্বাসে বিশ্বাস নেই’ দেউচা-পাঁচামি কয়লাখনির বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে https://ekolkata24.com/uncategorized/deucha-pachami-coal-block-land-acquisition-controversy Wed, 10 Nov 2021 13:20:17 +0000 https://www.ekolkata24.com/?p=10934 News Desk: ‘মুখ্যমন্ত্রী মমতার আশ্বাসবাণীতে আমাদের বিশ্বাস নেই। তিনি অনেক কিছু বলেন, কিন্তু হয় না।’ শাসকদল তৃণমূল কংগ্রেসে বিরাট ঘাঁটি বীরভূম থেকে ভেসে আসছে এমন ক্ষোভের বার্তা।

রাজ্য সরকার যে দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্প রূপায়ণে পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করেছে তাতে বিশ্বাস নেই এলাকার বহুলাংশ বাসিন্দাদের। তাঁদের অনেকেই অভিযোগ, যেভাবে ‘বিরোধী নেত্রী থাকার সময় মমতা সিঙ্গুর থেকে টাটা মোটরসকে তাড়িয়েছিলেন’ তার পরে তাঁর কোনও শিল্প পরিকল্পনা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

দেশের সবথেকে বড় কয়লা ব্লকগুলির একটি বীরভূমের দেউচা পাঁচামি খনি। এটি খোলামুখ খনি। এখানে সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণার পরেই ক্ষোভ পুঞ্জিভূত হতে শুরু করেছে।

সরকারিভাবে জানানো হয়েছে, বীরভূমের মহম্মদবাজার ব্লকের প্রস্তাবিত এলাকায় ৩ হাজার ৪০০ একর জমিতে ১১৯৮ মিলিয়ন টন কয়লা মজুত আছে। এই বিপুল পরিমাণ কয়লা উত্তোলন ও তার জন্য জমি অধিগ্রহণ করবে সরকার।পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সরকারিভাবে জানানো হয়, মোট ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। স্থানীয় ১০টি গ্রামের ২১ হাজারের বেশি বাসিন্দাদের পুনর্বাসন, মডেল টাউন ও চাকরি বাবদ ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পুনর্বাসন প্রকল্পের কথা স্থানীয় বাসিন্দারা শুনেছেন। তাঁদের দাবি, কলকাতা থেকে প্যকেজ ঘোষণা করলে হবে না। এলাকার প্রত্যেকের সঙ্গে সরাসরি আলোচনা করতে হবে। তাঁদের দাবি ‘ক্ষতিপূরণ কে কতটা পাবেন তার সন্তোষজনক সমাধান চাই। তবেই শিল্প হবে। না হলে আন্দোলন হবে।’

দেউচা পাঁচামি কয়লা খনি গড়তে নোডাল এজেন্সি হিসেবে দায়িত্ব পেয়েছে পিডিসিএল। প্রকল্প গড়তে জমিদাতাদের বিভিন্ন স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা তার জন্য ৯ সদস্যের কমিটি গঠন হয়েছে। এই কমিটির একজন অভিনেতা পরমব্রত। এলাকাবাসীদের অভিযোগ, কয়লা খনি কী বস্তু তার ধারণা কতটুকু অভিনেতার। সে কী করে আমাদের সমস্যা বুঝতে পারবে? 

বিক্ষোভ জমা হচ্ছে। যে জমি আন্দোলন মমতাকে কুর্সিতে বসিয়েছে। সরকারে থেকে তিনিই এখন জমি আন্দোলনের মুখে পড়ছেন। রাজনৈতিক বিতর্ক চড়তে শুরু করেছে।

]]>