devotees – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 May 2024 08:04:14 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png devotees – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 बद्रीनाथ से लौट रही श्रद्धालुओं की बस पलटी, सभी सुरक्षित https://ekolkata24.com/top-story/bus-of-devotees-returning-from-badrinath-overturned Tue, 28 May 2024 08:04:14 +0000 https://ekolkata24.com/?p=47645 देहरादून: उत्तराखंड के टिहरी जिले में बद्रीनाथ धाम से वापस आ रही श्रद्धालुओं से भरी एक बस अनियंत्रित होकर पलट गई। एसडीआरएफ ने सभी यात्रियों को सुरक्षित निकालकर प्राथमिक उपचार दिया।

एसडीआरएफ के अनुसार उन्हें मंगलवार को सूचना मिली कि श्रद्धालुओं से भरी बस बद्रीनाथ से वापस लौटते समय कौ ड़ियाला के पास ब्रेक फैल होने से रोड पर ही पलट गयी है। उनके सामान सहित ऋषिकेश भिजवाया गया।

सूचना पर एसडीआरएफ टीम एसआई नीरज चौहान के नेतृत्व में मौके पर पहुँची। बताया जा रहा है कि बस अनियंत्रित होकर रोड पर ही पलट गई थी, जिसमें तेलंगाना के 28 लोग सवार थे। एसडीआरएफ टीम ने रेस्क्यू ऑपरेशन चलाते हुए घटना में घायल हुए लोगों प्राथमिक उपन पा गया। सभी यात्रियों को अन्य वाहनों द्वारा

 

]]>
Kalighat : কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা https://ekolkata24.com/uncategorized/kolkata-devotees-prohibited-from-entering-sanctum-sanctorum-at-kalighat-temple-amid-corona Fri, 07 Jan 2022 06:54:05 +0000 https://ekolkata24.com/?p=18242 করোনার (Coronavirus) দাপট বাড়ায় কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। আগামী ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে কালীঘাট মন্দির খোলা থাকবে। বাইরে থেকে দর্শনের ব্যবস্থা থাকছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন। এর আগে ১ জানুয়ারিও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতিরিক্ত ভিড় হতে পারে, এই অনুমানের পরিপ্রেক্ষিতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

উল্লেখ্য, দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৫,৪২১ জন, করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭,৩৪৩ জন। রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪১,১০১ জন। সরকারি হিসেবে বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০%। 

]]>
Puri temple: সেবাইতদের জন্য চালু হল নয়া পোশাক বিধি https://ekolkata24.com/uncategorized/the-dress-code-was-introduced-for-the-devotees-at-the-puri-temple Sun, 24 Oct 2021 10:56:07 +0000 https://www.ekolkata24.com/?p=8970 News Desk: পুরীর মন্দিরের (Puri temple) সেবাইত বা পুরোহিতদের জন্য চালু হল পোশাক বিধি। যে সমস্ত পুরোহিত বা সেবাইত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন বা ভক্তদের পুজো দেওয়ার কাজ করবেন তাঁদের জন্যই এই পোশাক বিধি চালু করা হল। রবিবার মন্দির কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পূজারীদের চিরাচরিত সনাতন ঐতিহ্যবাহী পোশাকেই জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকতে হবে।

চিরাচরিত সনাতনী পোশাক বলতে কি বলা হচ্ছে সে বিষয়টিও মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোহিতরা শুধুমাত্র ঐতিহ্যশালী ধুতি, পট্টবস্ত্র এবং গলায় গামছা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। ধুতি ও পট্টবস্ত্র ছাড়া অন্য পোশাকে কোনও পূজারীকে মন্দিরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরে ঢুকতে হলে পুরোহিতদের সনাতন ঐতিহ্যবাহী পোশাক পরেই প্রবেশ করতে হবে।

কী কারণে এই পোশাক বিধি? সে বিষয়টিও মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছেন। তাঁরা বলেছেন, আজকাল অনেক পুরোহিত ও সেবাইত আধুনিক পোশাক পরে মন্দিরের ভিতরে ঢুকে পড়েন। পাজামা-পাঞ্জাবী, ছাড়াও অনেক পুরোহিতকে জিন্স পরেও পুজো করতে দেখা গিয়েছে। এটা ঠিক নয়। ভক্তরা অনেকেই পুরোহিতদের এই পোশাক নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

তাছাড়া মন্দিরের ভিতরে এধরনের আধুনিক পোশাকে সজ্জিত পুরোহিতকে সাধারণ মানুষের থেকে আলাদা করে চেনা যায় না। ফলে পুরোহিতদের ভক্তরা ঠিকমতো চিনতে পারেন না। এছাড়াও পুরোহিতদের একাংশও এ ধরনের আধুনিক পোশাকের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন, জগন্নাথের কাছে কখনোই এ ধরনের আধুনিক পোশাক পরে যাওয়া ঠিক নয়। এই সমস্ত কথা বিবেচনা করেই মন্দিরের পুরোহিত বা সেবাইতদের জন্য পোশাক বিধি চালু করা হল।

যে সমস্ত পুরোহিত বা সেবাইত মন্দিরে প্রবেশ করবেন তাঁদের অবশ্যই এই পোশাক বিধি মেনে চলতে হবে। পোশাক বিধি না মানলে কোন পুরোহিতকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।

]]>