Dhakeswari temple – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 14 Oct 2021 11:52:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Dhakeswari temple – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh: দুর্গামণ্ডপ ভাঙচুরের ঘটনায় দোষীরা শাস্তি পাবেই জানালেন শেখ হাসিনা https://ekolkata24.com/uncategorized/bangladesh-durga-puja-vandalism Thu, 14 Oct 2021 11:52:46 +0000 https://www.ekolkata24.com/?p=7624 নিউজ ডেস্ক: বাংলাদেশে দুর্গামণ্ডপে হামলার ঘটনায় দোষী কেউ ছাড় পাবেনা। কুমিল্লায় দুর্গামণ্ডপে হামলার কড়া নিন্দা করে জানালেন শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে ভিডিও কনফারেন্স ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা দর্শন করেন তিনি।

ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে।’

বাংলাদেশে ধর্মীয় উস্কানিমূলক বার্তা দিয়ে দুর্গাপূজা মণ্ডপে হামলা, ভাঙচুর ও সাম্প্রদায়িক বৈরি পরিবেশ তৈরিতে জড়িতদের চিহ্নিত করতে ভিডিও ও সোশ্যাল সাইটের ফুটেজের সাহায্য নিচ্ছে পুলিশ। উৎসব পরিবেষকে ষড়যন্ত্র করে নষ্ট করায় অন্তত ৪৬ জন ধৃত। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ২৪টি জেলায় বর্ডার গার্ড টহল চলছে।

Sheikh Hasina

বুধবার দিনভর দুর্গাপূজা ভণ্ডুল করে কুমিল্লা ও চাঁদপুরে হামলা চালানো হয় দুর্গামণ্ডপ ও মন্দিরে। সোশ্যাল সাইটে ছড়ানো হয় কুমিল্লায় দুর্গামণ্ডপে মূর্তির নিচে কোরান শরিফ রাখা আছে। এর জেরে হামলা শুরু হয়। হামলা রুখতে পুলিশ গুলি চালায়। কয়েকজন জখম হয়। আর চাঁদপুরে মন্দিরে হামলা রুখতে পুলিশ আরও কঠোর ভূমিকা নেয়। বিবিসি জানাচ্ছে, চার জন মৃত। তারা গুলিবিদ্ধ। গুলি চালানোর বিষয়ে নীরব পুলিশ।

দুটি জেলায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। কেউ ছাড় পাবে না। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উস্কানিমূলক।
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে‌। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, প্রয়োজন হলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার দুর্গাপূজার অষ্টমী অনুষ্ঠানের আগে সোশ্যাল সাইটের গুজব ছড়ানো হয়, কুমিল্লায় একটি পূজামণ্ডপে মূর্তির নিচে পবিত্র কোরান শরিফ গ্রন্থ রেখে মুসলমান সম্প্রদায়ের অবমাননা করা হয়েছে। কিছু ছবি দ্রুত ছড়ায় ফেসবুকে। এর পরেই কয়েকটি দুর্গামণ্ডপে হামলা হয়। হামলাকারীদের থামাতে গুলি চালায় পুলিশ। কয়েকজন জখম হন। রক্তাক্ত সেই ছবি দেখে উত্তেজনা আরও বাড়ে। এর কিছু পরেই সোশ্যাল সাইটে স্থানীয় কয়েকজন মুসলিম যুবক পোস্ট করেন, কীভাবে দুর্গামণ্ডপ কে ধর্মীয় ষড়যন্ত্রের নিশানা করা হয়। তাদের পোস্ট থেকে স্পষ্ট হয় একটি গোষ্ঠী ইচ্ছাকৃত এমন ঘটনা ঘটিয়েছে। তদন্তে নেমে কুমিল্লা জেলা পুলিশ জানতে পারে সবই ছিল ধর্মীয় উস্কানি। কুমিল্লার পরিস্থিতি শান্ত হতে না হতেই চাঁদপুর জেলায় শুরু হয় গুজব পোস্ট ঘিরে দুর্গামণ্ডপ ও মন্দিরে হামলা। হামলাকারীদের রুখতে কড়া ভূমিকা নেয় পুলিশ।

বাংলাদেশ ধর্ম মন্ত্রকের জরুরি ঘোষণায় বলা হয়েছে, “কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।”

]]>
Bangladesh: ঢাকায় হয়নি কুমারীপূজা, বন্ধ হচ্ছে বিসর্জন শোভাযাত্রা https://ekolkata24.com/uncategorized/bangladesh-durga-puja-covid-19-situation Wed, 13 Oct 2021 09:20:46 +0000 https://www.ekolkata24.com/?p=7524 নিউজ ডেস্ক: দুর্গাপূজার কিছু নিয়মাচারের ব্যাতিক্রম এবারেও থাকছে বাংলাদেশে। রাজধানী ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশন সহ কোনও পূজা মন্ডপে হয়নি কুমারীপূজা।

জনসমাগম এড়াতে অষ্টমী তিথিতে ঢাকায় হচ্ছে না কুমারীপূজা। মূলত এবার উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

জানানো হয়েছে, কোনও আরতি প্রতিযোগিতা হবে না, বসবে না মেলা। দশমীতে হবে না বিজয়ার শোভাযাত্রাও। তাই এবারের দুর্গোৎসবকে দুর্গাপূজা হিসেবে অভিহিত করা হচ্ছে।

পূজা উদযাপন পরিষদ জানায়, এবার প্রতিমা অন্যান্য বছরের মতো ঢাকেশ্বরী মন্দির এলাকায় জড়ো করা হবে না। প্রত্যেক মণ্ডপ থেকেই প্রতিমা নিয়ে বিসর্জন দেওয়া হবে। আগে প্রতি মণ্ডপ থেকে ট্রাকে করে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া হতো বিসর্জনের জন্য। এবার একটি ট্রাকে করে বাড়তি লোক না নিয়ে প্রতিমা বিসর্জনের নির্দেশ থাকছে।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

]]>
Durga Puja 2021: দুর্গাপূজায় অদৃশ্য গোয়েন্দা নজরদারি, ঢাকায় অভূতপূর্ব নিরাপত্তা বলয় https://ekolkata24.com/uncategorized/invisible-intelligence-surveillance-at-durga-puja-unprecedented-security-zone-in-dhaka Sun, 10 Oct 2021 12:32:46 +0000 https://www.ekolkata24.com/?p=7159 নিউজ ডেস্ক: সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ও দেশের দ্বিতীয় বৃহত্তম উৎসব দুর্গাপূজার সময় কোনও নাশকতা বা জঙ্গি হামলার ভয় নেই। এমনই জানালেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, পূজার মণ্ডপগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

ঢাকার পুলিশ কমিশনার আরও জানান, কিছু জঙ্গি সদস্য মণ্ডপে হামলার জন্য অনলাইনে প্রচার চালাচ্ছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একথা বলেন তিনি। বাংলাদেশে সম্প্রতি অনলাইনে বিভিন্ন গোষ্ঠীর তরফে দুর্গাপূজার সময় হামলার উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে।

Invisible intelligence surveillance at Durga Puja

ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সাংবাদিক সম্মেলন

বিশেষ করে আফগানিস্তানের ক্ষমতায় দ্বিতীয়বার তালিবান আসতেই কিছু গোষ্ঠী সক্রিয়। বাংলাদেশ সরকার বিষ়যটি নিয়ে সজাগ। ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জঙ্গিরা প্রচার চালাচ্ছে। তাদের প্রচার ক্রমাগত নজরে রাখা হচ্ছে।

Invisible intelligence surveillance at Durga Puja

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রস্তুতি করেছে ঢাকা মহানগর পুলিশ। সব রকমের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আছে। বড় মন্দিরে সবসময় পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সিসি টিভির নজরদারি থাকবে। ছোট মন্দিরগুলো মোবাইল টিম দিয়ে কাজ চালানো হবে।

Invisible intelligence surveillance at Durga Puja

তিনি জানান, ডিবির টিম, এআইডির টিম, এসবি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা, সাদা পোশাক, ইউনিফর্মে ও র‍্যাবের বাহিনী মিলে পুরো শহরে নিরাপত্তার চাদর তৈরি করার চেষ্টা করব। যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়।

Invisible intelligence surveillance at Durga Puja

ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ সাইডার সেলের সর্বক্ষণের নজরদারি শুরু

ডিএমপির কমিশনার বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা আগের মতো সব মন্দিরে পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি না। কারণ, আমাদের পুলিশ ফোর্স যেহেতু ব্যারাকে থাকে সেহেতু যেকোনো একজন আক্রান্ত হলে পুরো ব্যারাকটা আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সেজন্য আমরা সব জায়গায় আমাদের ফোর্স ওইভাবে মোতায়েন করছি না। কিন্তু, নজরদারিটা প্রতিটি পূজা মণ্ডপে থাকবে।

]]>