Digital administration – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 13 Dec 2021 11:40:53 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Digital administration – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 UAE: ১০০ শতাংশ কাগজবিহীন প্রশাসনের প্রথম তকমা পেল দুবাই https://ekolkata24.com/uncategorized/dubai-has-become-the-worlds-first-government-to-turn-100-percent-paperless Mon, 13 Dec 2021 11:40:53 +0000 https://ekolkata24.com/?p=14668 News Desk: বিশ্বের প্রথম সম্পূর্ণ  কাগজবিহীন প্রশাসন হিসেবে আত্মপ্রকাশ করলো দুবাই। সংযুক্ত আরব আমিরশাহির এই শহর আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গুরুত্বপূর্ণ।

আমিরশাহির যুবরাজ প্রিন্স শেখ হামদান জানিয়েছেন,  বিশ্বের প্রথম সরকার হিসেবে দুবাই প্রশাসন ১০০ শতাংশ কাগজবিহীন হিসেবে ঘোষণা করেছে। এর ফলে দুবাইয়ে সঞ্চয়ের পরিমাণ বেড়েছে।

গালফ নিউজ জানাচ্ছে, দুবাই প্রশাসনের তরফে আমিরশাহির ক্রাউন প্রিন্স (যুবরাজ) শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা করেছেন, এই সিদ্ধান্তের ফলে ১.৩ বিলিয়ন দিরহাম অথবা ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সঞ্চয় করতে পেরেছে দুবাই। একইসাথে ১৪ মিলিয়ন ঘন্টা সঞ্চয় করেছে।

dubai

সংযুক্ত আরব আমিরশাহি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুবাইয়ের অভ্যন্তরীণ, বৈদেশিক লেনদেন ১০০ শতাংশ ডিজিটাল হয়ে গিয়েছে। একক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লেনদেন পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

বিবৃতিতে শেখ হামদান বলেন, দুবাই যে সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিটি মানুষের অবদান। এই সাফল্য আমিরশাহির নাগরিকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতের লক্ষ্যে দুবাইয়ের যাত্রায় নতুন পর্যায় তৈরি করবে। 

শেখ হামদান বিবৃতিতে আরও বলেন ১০০ শতাংশ কাগজহীন হিসেবে দুবাইয়ের আত্মপ্রকাশে এখানে আসা পর্যটকদের সুবিধা ও নাগরিক যাবতীয় সেবা ডিজিটাল হওয়ায় পর্যটন বাড়বে। দুবাই বিশ্বের সামনে নিজেকে ডিজিটাল রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ এবং কানাডা বৃহত্তর পরিসরে সরকারি যাবতীয় কাজকে ডিজিটালাইজড করতে চাইছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজ শুরু করেছে এই দেশগুলো। একাংশের মতে এতে সাইবার ক্রাইমের ঝুঁকি আরও বেড়ে চলেছে। 

]]>