Dilip Kumar Death – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 07 Jul 2021 19:06:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Dilip Kumar Death – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 নিজের মৃত্যু সংবাদ নিজেই দিলেন দিলীপ কুমার, মুহূর্তে ভাইরাল পোস্ট https://ekolkata24.com/entertainment/viral-post-of-dilip-kumar-death Wed, 07 Jul 2021 06:32:30 +0000 https://ekolkata24x7.com/?p=303 বুধবার ভারতীয় চলচ্চিত্র জগতের এক শোকবিজরিত দিন। এদিন সকালেই উঠে আসে দিলীপ কুমারের মৃত্যু সংবাদ। শোকে ভাসে গোটা দেশ। কিন্তু দিলীপ কুমারের মৃত্যু সংবাদ সবার আগে সামনে আসে কীভাবে! আজব কাণ্ড, খোদ দিলীপ কুমারই দিলেন দিলীপ কুমারের মৃত্যু সংবাদ! মুহূর্তে ভাইরাল পোস্ট।

বিষয়টা ঠিক কেমন, দিলীপ কুমারের সোশ্যাল পাতায় ভক্তেদর সংখ্যা বিপুল। বেশ কিছুদিন ধরে শরীরস্বাস্থ্য ভালো ছিল না অভিনেতার। তাই সব আপডেট খবর পেতে সকলেই চোখ রেখে চলেছিল প্রবীণ স্টারের সোশ্যাল পাতায়। তবে বুধবার সকালে হঠাৎই চকমে ওঠা। দিলীপ কুমারের প্রোফাইলেই শেয়ার হল মৃত্যু সংবাদ! না, এই পোস্ট অভিনেতা প্রয়াণের বেশ কিছুটা সময় পর করা। খবর চটজলদি যাতে সকলের কাছে পৌঁছে যায় তাই পরিবারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

dilip kumar

ফইজল ফারুক এদিন সকাল আটটা নাগাদ লেখেন, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে প্রবীণ অভিনেতা দিলীপ কুমার আমাদের মধ্যে আর নেই। কয়েক মিনিট আগেই তিনি চিরনিদ্রায় মগ্ন হয়েছেন। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়।

]]>
ভারতীয় চলচ্চিত্র জগতের বড় ক্ষতি, দিলীপ কুমারের মৃত্যুতে শোকস্তব্ধ বি-টাউন https://ekolkata24.com/offbeat-news/legend-actor-dilip-kumar-passed-away Wed, 07 Jul 2021 05:15:23 +0000 https://ekolkata24x7.com/?p=291 বুধবার সকালেই নেমে আসে শোকের ছায়া। প্রয়াত বলিউডের সুপারস্টার, কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। কয়েকদিন আগেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লড়াই করেছিলেন মৃত্যুর সঙ্গে। গত কয়েকবছরে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি।

ডাক্তার ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিনের মধ্যে দিলীপ কুমারকে ছেড়ে দেওয়া হবে। তিনি ভালো আছেন। কিন্তু শেষ রক্ষা হল না। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন প্রবীন সুপারস্টার।

dilip kumar

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। খবর ছড়িয়ে পড়া মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে।
প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী। সিনেদুনিয়ায় বলিউড থেকে টলিউড, সকলেই একযোগে শোকবার্তা শেয়ার করে সোশ্যাল মিডিয়ার পাতায়। পরিবারের তরফ থেকেও জারি করা হয়েছে স্টেটমেন্ট। দিলীপ কুমারের প্রোফাইল থেকে হওয়া শেষ টুইট।

]]>