district – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jun 2024 12:06:51 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png district – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 कोलकाता समेत कई जिलों में आंधी-तूफान की अलर्ट https://ekolkata24.com/uncategorized/storm-alert-in-many-districts-including-kolkata Mon, 03 Jun 2024 12:06:32 +0000 https://ekolkata24.com/?p=47929 कोलकाता: शहर में आज सुबह से ही गर्मी है। उमस की वजह से बाहर निकले हुए लोगों को परेशानी हो रही है। ऐसे में मौसम विभाग ने कोलकाता समेत राज्य के सभी जिलों में आंधी-तूफान का अलर्ट जारी किया है। समुद्र में ऊंची-ऊंची लहरें उठ सकती है।

मौसम विभाग के सूत्रों के मुताबिक आज से अगले रविवार तक कोलकाता समेत दक्षिण बंगाल के सभी जिलों में हल्की बारिश हो सकती है। आज कोलकाता समेत सभी दक्षिणी जिलों में गरज के साथ 30-40 किमी प्रति घंटे की तेज हवाएं चलने की संभावना है। दक्षिण बंगाल के साथ-साथ उत्तर बंगाल के जिलों में भी रविवार तक बारिश होने की संभावना है। मौसम विभाग के मुताबिक आज उत्तर बंगाल के दार्जिलिंग, अलीपुरद्वार, जलपाईगुड़ी, कूच बिहार में भारी बारिश की संभावना है। बारिश के साथ 30-40 किलोमीटर प्रति घंटे की रफ्तार से तेज हवाएं चल सकती हैं।

मौसम विभाग ने कहा है कि अगले 2 दिनों तक पश्चिम बंगाल के तटीय जिलों में तापमान में ज्यादा बदलाव नहीं होगा। इसके बाद 3 दिनों में अधिकतम तापमान 2-3 डिग्री तक बढ़ जाएगा। उत्तर बंगाल के जिलों में तापमान में फिलहाल कोई बदलाव नहीं होगा।

मौसम विभाग के मुताबिक, आज रात 11:30 बजे तक समुद्र में ऊंची लहरें उठ सकती है। इस दौरान अधिकांश जिलों में आंधी-तूफान आएगा। मौसम विभाग के सूत्रों के मुताबिक आज सोमवार को कोलकाता का अधिकतम तापमान 35 डिग्री के करीब रह सकता है। रविवार को शहर का अधिकतम तापमान 34.4 डिग्री सेल्सियस था, जो सामान्य से 1.4 डिग्री कम था।

]]>
জেলাশাসকের দফতরে চাকরি! আবেদন করুন আজই… https://ekolkata24.com/uncategorized/job-in-the-district-governors-office-apply-today Fri, 07 Jan 2022 16:12:37 +0000 https://ekolkata24.com/?p=18355 কম্পিউটারে দক্ষতা এবং আপনার বয়স চল্লিশের মধ্যে হলে,নতুন বছরের শুরুতেই সরকারি চাকরির আবেদন করতে পারেন ।রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য। এই কর্মী নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে।

কোন পদে নিয়োগ, বেতন কত?

অ্যাকাউন্টেন্ট : এই পদে মোট শূন্য পদের সংখ্যা ৩টি। এর মধ্যে ইউআর-১টি, এসসি-১টি, এসটি-১টি। এই পদে নির্বাচিত প্রার্থীদের বাণিজ্য বিভাগে অনার্স সহ স্নাতক হতে হবে। পাশাপাশি দক্ষতা থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসে । এর পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বা বেসরকারি অফিসে সংশ্লিষ্ট বিষয়ে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ০১.০১.২০২২ তারিখের মধ্যে বয়স হতে হবে ৪০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। প্রতি মাসে বেতন হিসেবে ১৬,০০০ টাকা দেওয়া হবে এই পদে নির্বাচিত প্রার্থীদের ।

ডাটা এন্ট্রি অপারেটর : এই পদে মোট শূন্য পদের সংখ্যা ১৬টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে দক্ষ হতে হবে। তাছাড়া এই বিষয়ে এক বছরের কাজেরও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। এই পদে নির্বাচিত প্রার্থীদের বয়স ০১.০১.২০২২ এর মধ্যে ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বেতন হিসেবে ১১,০০০ টাকা পাবেন।

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের উত্তর ২৪ পরগনা জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই পদের জন্য ০৪.০১.২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ আগামী ১৮ জানুয়ারি ২০২২।

]]>
Weather update: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের https://ekolkata24.com/uncategorized/weather-update-chances-of-rain-in-south-bengal-district Sat, 02 Oct 2021 04:02:40 +0000 https://www.ekolkata24.com/?p=6271 নিউজ ডেস্ক: শনিবার সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেপে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলায়।

তবে আজ শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কয়েক বৃষ্টির সম্ভাবনা থাকছে কারণ বর্ষার বিদায় এখনও শুরু হয়নি। এদিকে আজও প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। কোথাও কোথাও সর্বোচ্চ ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। ৩ অক্টোবর ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে তবে দুর্যোগের আবহ নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে বৃষ্টি থামতে কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে তা অসহ্যকর হয়ে ওঠেনি।শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বেড়ে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় , যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৫৭ শতাংশ।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বেড়ে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় , তবে তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৭০ শতাংশ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৯১ শতাংশ।

]]>