Ditipriya Roy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 29 Jul 2021 07:25:21 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Ditipriya Roy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ওয়েব সিরিজে অভিনয় করতে কি ভয় পাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া https://ekolkata24.com/entertainment/popular-actress-ditipriya-roy-is-afraid-to-act-in-the-web-series Wed, 28 Jul 2021 07:40:40 +0000 https://www.ekolkata24.com/?p=1380 বায়োস্কোপ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রয়া এবার ওয়েব সিরিজে আস্তে চলেছেন। এতকাল তিনি রানী রাসমণির চরিত্রে মন কেড়েছে দর্শকদের। তবে যে কনফিডেন্স নিয়ে তিনি ছোটপর্দায় কাজ করেছেন সেই আত্মবিশ্বাস একটু হলেও টলোমলো হয়েছে বড় টিমের সঙ্গে কাজ করার ক্ষেত্রে। অভিনেত্রী নিজের নিজের শৈশব সাইটে লিখেছেন “চিন্তা হচ্ছে”। পারি পোস্ট ঘিরে শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনরা ভাবছেন অভিনেত্রী কোথায় ভয় পাচ্ছেন বড় প্রজেক্টে কাজ করার বিষয়।

ফিসফাস শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। এবারে তাতে পড়ল সিলমোহর। ওয়েবে ডেবিউ করছেন ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা এবং ‘রানিমা’ দুইই ছেড়ে একেবারে নতুন অবতারে, নতুন প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন তিনি। চলতি মাসেই ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে মহাপ্রয়াণ পর্বের মাধ্যমে এই জনপ্রিয় শো-কে বিদায় জানিয়েছেন দিতিপ্রিয়া। এরপর নিজের লুক পাল্টানোর ব্যাপারেও ইচ্ছেপ্রকাশ করেছিলেন। সেইমতো নিজের একঢাল চুল ‘চপি’ স্টাইলে কাটিয়ে নিজের ভোল বদলে ফেলেছিলেন ‘রানিমা’.

ছোট করে কাটা চুলের সঙ্গে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গতে এই মর্ডান লুকে এই অভিনেত্রী নিশ্চিতভাবে বর্তমানের ‘টক অফ দ্য টাউন’. জানা গেছে, হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’র তিন নম্বর সিজনের শুটিং। এই সিরিজেই ‘রানিমা’-র ইমেজ ভেঙেচুরে একেবারে নতুন লুকে, নতুনভাবে হাজির হবেন দিতিপ্রিয়া।

‘তানসেনের তানপুরা’-র এই তিন নম্বর সিজনের নাম এখনও পাকাপাকিভাবে ঠিক না হলেও ওয়ার্কিং টাইটেল হিসেবে রাখা হয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’. নাম থেকেই স্পষ্ট এই সিজনেরও পরতে পরতে জড়িয়ে থাকবে থ্রিলার এবং অ্যাডভেঞ্চার। থাকবে ফেলে আসা ইতিহাসের গন্ধ। তবে এই সিরিজে বিক্রম চট্টোপাধ্যায় আর রূপসা চট্টোপাধ্যায়ের পাশাপাশি দিতিপ্রিয়ার চরিত্রটি ঠিক কী সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতা সংস্থা থেকে শুরু করে স্বয়ং অভিনেত্রী।
তবে ওটিটি প্ল্যাটফর্মে তাঁর এই যাত্রা যে এক্কেবারে ‘নিউ এজ গার্ল’ এর অবতারেই হতে চলেছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এতদিনের মাথায় ঘোমটা দেওয়া পরিচিত অবতারে নন, বরং ওয়েস্টার্ন এবং ইন্দো-ওয়েস্টার্ন পোশাকেই দাপিয়ে বেড়াবেন রহস্য,অ্যাডভেঞ্চারে মোড়া এই অভিযান সিরিজ। সূত্রের খবর, চলতি সিজনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন ‘রানিমা’।

]]>
রানীমার সফর শেষে, গোটা সেট কেঁদে উঠল শেষে দৃশ্যে, অবনদ্য দিতিপ্রিয়া https://ekolkata24.com/entertainment/ditipriya-roy-journey-end-as-rani-rashmani Mon, 05 Jul 2021 12:40:57 +0000 https://ekolkata24x7.com/?p=212 দিতিপ্রিয়া রায়, ছোটখাটো পাঠ দিয়ে শুরু হয়েছিল অভিনয় জগতের সফর। কিন্তু সেই দিতিপ্রিয়াই যে প্রাপ্ত বয়স্ক চরিত্রে এই ভাবে তাক লাগাবে তা হয়তো অনেকেরই জানা ছিল না। আর ছিক তাই ইউএসপি হয়ে উঠেছিল রানী রাসমণি ধারাবাহিকের ক্ষেত্রে। তবে সেটে বর্তমানে বেশ মন খারাপের আমেজ। শেষ হচ্ছে রানীমার সফর।

চানা চার বছরের যাত্রা, দিতিপ্রিয়া নিজেই জানান, প্রতিটা দিনই ছিল একটা চ্যালেঞ্জ। কীভাবে ফুঁটিয়ে তোলা যায় এই চরিত্র! নিজের সবটুকু দিয়ে ধীরে ধীরে পরিণত হয়ে উঠতে দেখা দিয়েছে দিতিপ্রিয়াকে। ছেলে মেয়ে নাতি-নাতনি সকলকে নিয়ে রাজ্যপাঠ সামলেছেন এই ছোট্ট রানীমা।

ditipriya

দর্শক তাই ভক্তিভরে মুগ্ধ হয়ে দেখেছে। আর ঠিক সেই কারণেই সাধারণের চোখে সেরার সেরা হয়ে উঠেছেন দিতিপ্রিয়া বারে বারে। পর্দায় রানীমা হয়ে রাজ্য সামলানো থেকে শুরু করে বাঘাবাঘা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যালন্স করে অভিনয় করে যাওয়া, চ্যালেঞ্জই বটে।

সেই সংসারেই শেষ দিন সমাগত, শেষ হচ্ছে রানী রাসমণিতে দিতিপ্রিয়া অর্থাৎ রানী মা-র সফর। তাঁই সেই সূত্র ধরেই এবার নয়া পর্বের সূচনা। তবে পর্দায় থাকছে না দিতিপ্রিয়া। জানালেন, তাঁর সঙ্গে থাকবে রানী মা-র স্মৃতি, এবার অনেক কিছুই বদলে যাবে, তবে বদলাবে না এর রেশ।

]]>