Doctors strike – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 31 Dec 2021 11:23:31 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Doctors strike – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Delhi: রোগীদের স্বস্তি দিয়ে কাজে ফিরলেন আবাসিক চিকিৎসকরা https://ekolkata24.com/uncategorized/delhi-resident-doctors-return-to-work-with-relief-for-patients-relief-in-all-quarters Fri, 31 Dec 2021 11:01:09 +0000 https://ekolkata24.com/?p=17358 News Desk: শেষ পর্যন্ত রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বস্তি দিয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন দিল্লির আবাসিক চিকিৎসকরা। শুক্রবার দুপুরের পর থেকেই তাঁরা কাজে ফেরেন। অবিলম্বে নিট-পিজির কাউন্সেলিংয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন দিল্লির এইমস-সহ বিভিন্ন হাসপাতালের আবাসিক চিকিৎসকরা।

অভিযোগ, সে সময় পুলিশ তাঁদের উপর লাঠি চালায়। এমনকী, মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করে। পুলিশি নিগ্রহের প্রতিবাদ জানাতেই আবাসিক চিকিৎসকরা ধর্মঘটের পথে গিয়েছিলেন। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছিলেন, পুলিশ ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁদের এই বিক্ষোভ কর্মসূচিও ধর্মঘট চলবে।

চিকিৎসকদের ধর্মঘটের কারণে চরম সমস্যায় পড়েন রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনরা। কারণ বহু রোগীরই চিকিৎসা মিলছিল না বলে অভিযোগ। শেষ পর্যন্ত দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার ও আবাসিক চিকিৎসকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এই সমস্যার সমাধান হয়।

আবাসিক চিকিৎসক সংগঠনের সভাপতি চিকিৎসক মণীশ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, দিল্লি পুলিশের যুগ্ম কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওই আলোচনায় পুলিশ জানিয়েছে, চিকিৎসকদের বিরুদ্ধে জারি হওয়া এফআইআরগুলি বাতিল করা হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। সে কারণেই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসছি। শুক্রবার দুপুরের পর থেকেই ধর্মঘটী চিকিৎসকরা কাজ শুরু করবেন। 

পুলিশের পক্ষ থেকেও বিষয়টির সমাধান হওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসের নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই পরীক্ষা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলেও এখনও কাউন্সেলিং শুরু হয়নি। বছর শেষ হতে চললেও কাউন্সেলিং এখনও শুরু না হওয়ায় প্রবল ক্ষুব্ধ ছিলেন আবাসিক চিকিৎসকরা। সরকারের এই তুঘলকি আচরণের প্রতিবাদে পথে নেমেছিলেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। সে সময়ে চিকিৎসকদের বিক্ষোভ দমন করতে পুলিশ আসরে অবতীর্ণ হয় এবং আন্দোলনকারীদের উপর লাঠি চালায় বলে অভিযোগ। তবে লাঠি চার্জ বা মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের পাল্টা দাবি, চিকিৎসকরা গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ করে প্রতিবাদ করছিলেন। রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই কয়েকজনকে টানাহেঁচড়া করা হয়েছিল।

]]>