Drug Case – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 11:57:34 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Drug Case – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 PoriMoni: দু’মাস প্রেম করেই অন্তঃসত্ত্বা হয়ে ভক্তদের বুকে দাগা দিলেন পরী https://ekolkata24.com/entertainment/bangladeshi-actress-porimoni-pregnant Mon, 10 Jan 2022 11:57:34 +0000 https://ekolkata24.com/?p=18713 চাঞ্চল্যকর মাদক মামলায় পুলিশের তল্লাশি, তারপর জেল এরপর কখন যে পরীমনি(PoriMoni) প্রেম করছেন আর কখন মা হলেন তাই বুঝতে পারছেন না ভক্তরা। তবে পরীমনি অম্ত:সত্ত্বা। তিনিই জানিয়েছেন।

বাংলাদেশের আলোচিত নায়িকা সামসুন্নাহার স্মৃতি (পরীমনি) মা হয়েছেন, এমন খবরে রুপোলি মহল টলিউডেও আলোড়ন। ঢাকাইয়া ছবি অর্থাৎ ঢালিউড নায়িকা টলিউডেও বিশেষ পরিচিত।

নায়িকা পরীমনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা বাংলাদেশেরই তরুণ অভিনেতা শরিফুল রাজ। সোমবার পরীমণি নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। 

পরীমনি বলেন,কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। সোমবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।  ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই। 

রাজের সঙ্গে বিয়ে নিয়ে পরীমনি বলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।

সোমবার দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। সোমবার দুপুরে একটি ছবি শেয়ার শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী। 

]]>
Mumbai: মুম্বইয়ের মাদক মামলার সঙ্গে বিজেপি জড়িত, অভিযোগ নবাবের https://ekolkata24.com/uncategorized/bjp-is-involved-in-a-drug-case-in-mumbai-nawab-alleged Fri, 29 Oct 2021 08:10:09 +0000 https://www.ekolkata24.com/?p=9589 News Desk, Mumbai: মুম্বইয়ের মাদক মামলায় প্রথম থেকেই এনসিবি ও বিজেপির বিরুদ্ধে একেরপর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বৃহস্পতিবার শাহরুখ পুত্র আরিয়ান জামিন পাওয়ার পর ফের একবার বিষোদগার করেছেন নবাব।

তিনি বলেছেন মুম্বইয়ের মাদক মামলার সঙ্গে বিজেপি জড়িত। এটা বিজেপির একটা চক্রান্ত। গেরুয়া দল চায়, মহারাষ্ট্র থেকে বলিউডকে সরিয়ে উত্তরপ্রদেশে নিয়ে যেতে। তাই বলিউডের গায়ে কালি ছেটাতে বিজেপি পরিকল্পিত ষড়যন্ত্র করেছে।

উল্লেখ্য, ২০২০-র মাঝামাঝি নাগাদ বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে মাদকের কথা সামনে আসে। সে সময়ে অভিযোগ ওঠে, বলিউডের অনেক তারকা এবং তাঁদের ছেলেমেয়েরা মাদকাসক্ত।

চলতি মাসের প্রথমেই শাহরুখের বড় ছেলে আরিয়ান খানকে এক প্রমোদতরী থেকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগে আরিয়ানকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ২৬ দিন জেলে কাটানোর পর বৃহস্পতিবারই জামিন পেয়েছেন আরিয়ান। আরিয়ানের জামিনের পরে বিজেপির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন এই প্রবীণ এনসিপি নেতা।

সংবাদমাধ্যমকে নবাব বলেন, সকলেরই মনে আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যে স্বপ্নের ফিল্মসিটি করার কথা ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের নয়ডায় ওই ফিল্মসিটি গড়ে তোলার পরিকল্পনা করেছেন যোগী। ওই কাজের জন্য ইতিমধ্যেই তিনি মুম্বইয়ের চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় কলাকুশলীদের সঙ্গে যোগাযোগও করেছেন।

বলিউডকে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিজেপি রীতিমতো পরিকল্পনা করে কাজে নেমেছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নবাব আরও বলেন ‘মেরে দোস্ত পিকচার আভি বাকি হ্যায়’। এই মন্তব্যের মাধ্যমে নবাব এটাই বলতে চেয়েছেন যে, আগামী দিনে আরিয়ান মামলা আরও নতুন কোনও মোড় নিতে চলেছে।

একইসঙ্গে আরিয়ান মামলায় এনসিবির তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও তোপ দেগেছেন নবাব। তিনি বলেছেন, সমীর একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত। এমনকী, চাকরিটিও পেয়েছেন জন্মের ভুয়ো শংসাপত্র দেখিয়ে। এ ব্যাপারে তাঁর কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। সময়মতো ঠিক জায়গাতেই তিনি তা পেশ করবেন। সমীরের বোন ইয়াসমিন ওয়াংখেড়ে অবশ্য নবাবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে জানতে

]]>
Aryan Khan: আরিয়ানের জামিন আবেদন খারিজ হতেই শাহরুখের বাড়ি পৌঁছলেন করণ জোহর https://ekolkata24.com/entertainment/karan-johar-rushes-to-mannat-after-shah-rukh-khans-son-aryan-khan-denied-bail-in-drug-case Fri, 08 Oct 2021 18:17:54 +0000 https://www.ekolkata24.com/?p=6966 বায়োস্কোপ ডেস্ক: এই মুহূর্তে শাহরুখের পরিবারের প্রতিটি গতিবিধি সম্পর্কে জানতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। শাহরুখের ছেলে আরিয়ান খান (Aryan Khan) গ্রেফতার হওয়ার পর থেকেই বলিউডের একাংশ পাশে দাঁড়িয়েছে আরিয়ানের।

বলিউড তারকাদের অনেকেই একান্তে সাক্ষাৎ করেছেন শাহরুখের সাথে। শুক্রবার মুম্বাই আদালতে আরিয়ানের জামিন আবেদন খারিজ হওয়ার পর করণ জোহর মান্নত এলেন শাহরুখের পরিবারের সাথে দেখা করতে। মান্নতের বাইরে অপেক্ষারত চিত্রসাংবাদিকরা এইদিন শাহরুখের বাড়িতে বেশ কিছু গাড়ি ঢুকতে ও বেরোতে দেখেন। তার মধ্যে একটিতে দেখা যায় কারণ জোহার বসে আছেন।

সূত্রের খবর, কঠিন সময়ে বন্ধু শাহরুখ খানের পাশে দাঁড়াতেই বন্যা তে তার পরিবারের সাথে দেখা করতে এসেছেন করণ জোহর। ইতিমধ্যেই সাংবাদিকেরা প্রবীণ আইনজীবী রুস্তম মুল্লাকে মান্নত থেকে বেরুতেও দেখেন। প্রসঙ্গত মুম্বাই আদালত এই দিন আরিয়ানের অন্তর্বর্তী জামিন আবেদন খারিজ হয়ে গেছে। জামিনের আবেদন খারিজ করা হয়েছে মুম্বাই মাদক কাণ্ডে ধৃত আরো দুই অভিযুক্ত মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের।

অভিযুক্তদের জামিন আবেদন প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, “এই মুহূর্তে জামিনের আবেদন করা কোনমতেই আমাদের পক্ষে সম্ভব নয়।” এই দিন আবেদনের শুনানির পর আরিয়ানকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আর্থার জেলে। বৃহস্পতিবার তাদের জেলে যাওয়ার কথা থাকলেও RT-PCR রিপোর্ট না থাকার কারণে এতদিন এনসিবি কর্তৃপক্ষের হেফাজতেই ছিলেন অভিযুক্তরা। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে নেওয়া হয়েছে শাহরুখ পুত্রকে।

মুম্বাই ক্রুজ কাণ্ডের প্রসঙ্গে বলিউডের এক অংশের বক্তব্য, প্রভাবশালী ব্যক্তির ছেলে বলেই আরিয়ানকে নিয়ে এতটা বাড়াবাড়ি হচ্ছে। কিছুদিন আগে আরিয়ান খান কে সোশ্যাল মিডিয়া একটি খোলা চিঠি লিখেছিলেন ঋত্বিক রোশান। তিনি কঠিন সময়ের মধ্যেও আরিয়ানকে শক্ত থাকার বার্তা জানিয়েছেন ওই চিঠিতে। ফারাহ খান থেকে রবিনা তান্ডন আরিয়ানের পক্ষে দাঁড়িয়েছেন ও তাকে সাহস যুগিয়েছেন। শুক্রবার আরিয়ানের মা গৌরী খানের জন্মদিন থাকায়, সারা খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে সিংহীর সাথে তুলনা করেছেন গৌরী খানকে এই কঠিন সময়েও অসীম সাহস ধারণ করার জন্যই।

]]>