Du Plessis’ – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 15 Oct 2021 16:31:21 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Du Plessis’ – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 IPL: শততম আইপিএল ম্যাচে নাইটদের বিরুদ্ধে ডুপ্লেসির ধামাকা ইনিংস https://ekolkata24.com/sports-news/du-plessis-smashing-innings-against-kolkata-knight-riders-in-the-100th-ipl-match Fri, 15 Oct 2021 16:31:21 +0000 https://www.ekolkata24.com/?p=7770 স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে’র(আইপিএল) মেগা ফাইনালে,চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসির (du Plessis) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯ বলে ৮৬ রান, সঙ্গে নিজের শততম আইপিএল ম্যাচে অর্দ্ধ শতরান। ঝড়ো ব্যাটিং দেখা গেল ডুপ্লেসির ব্যাট থেকে। 

১৯.৬ ওভারে ৮৬ রান করে শিবম মাভির বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন ফাফ। ততক্ষণে সিএসকে’র স্কোরবোর্ড ৩ উইকেট খুইয়ে ১৯২ রান জ্বলজ্বল করছে। ২০ ওভারে কেকেআরে’র কাছে টার্গেট এখন ১৯৩ রান,আইপিএল চ্যাম্পিয়ন হতে গেলে।

কেকেআরে’র সবথেকে সফল বোলার সুনীল নারিন। ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছে। সুনীলের শিকার ঋতুরাজ গায়কোয়ার ৩২,রবীন উত্থাপা ৩১ এলবি ডব্লু।

ডুপ্লেসিকে সিএসকে’র গোটা ইনিংসে প্রথমে ঋতুরাজ গায়কোয়ার,উত্থাপা এবং মঈন আলি সার্পোট করে গিয়েছে। মঈন আলি ৩৭ রানে অপরাজিত ছিলেন। সিএসকে’র উইকেটের পতন হলেও ফাফ একটা দিক ধরে খেলেছেন। ৩ টি ছয় এবং ৭ টা বাউন্ডারি ডুপ্লেসির ইনিংস সাজানো।

কেকেআর জবাবে ব্যাট করতে নেমে উইকেট না খুইয়ে ৫ রান করেছে। নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। সিএসকে’র রান রেট গোড়া থেকেই ৮ রানের ওপরে ছিল। বড় টার্গেট এখন নাইট বাহিনীর কাছে। কোভিড কালে আইপিএল চ্যাম্পিয়ন কে হতে চলেছে নজর সকলের।

]]>