Dubai – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 27 May 2024 09:31:36 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Dubai – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 डूब रहे बच्चों को बचाने गए युवक की डूबने से मौत https://ekolkata24.com/uncategorized/man-who-went-to-save-drowning-children-dies-due-to-drowning Mon, 27 May 2024 09:31:36 +0000 https://ekolkata24.com/?p=47612 पूर्वी चंपारण: बुढ़ी गंडक नदी में डूब रहे दो बच्चों को बचाने गये एक युवक की गहरे पानी में जाने से मौत हो गई। घटना के बाद मृतक के परिजन में कोहराम मचा है। मृतक पकड़ीदयाल थाना क्षेत्र के सिरहा पंचायत वार्ड नंबर 7 रामाधार पासवान के बेटे कृष्णनंदन पासवान है।

बताया जा रहा है कि कृष्णनंदन अपने दोस्तों के साथ नदी में स्नान करने के लिए गया था। इसी दौरान नदी में नहा रहे दो बच्चों को डूबता देख वह उन्हें बचाने चला गया। इस दौरान कृष्णनंदन खुद गहरे पानी में चला गया और डूबने से उसकी मौत हो गई। हालांकि डूब रहे दोनों बच्चों की जान बच गई।

मृतक के परिजन से मिली जानकारी के अनुसार कृष्णनंदन दुबई में रहकर मजदूरी करता था, जिसके लिए आगामी एक जून को दुबई जाने के लिए उसने फ्लाइट का टिकट बनवा लिया था। घटना की जानकारी मिलने के बाद मौके पर पहुंची पुलिस ने शव को पोस्टमार्टम के लिए सदर अस्पताल भेज दिया है।

]]>
UAE: ১০০ শতাংশ কাগজবিহীন প্রশাসনের প্রথম তকমা পেল দুবাই https://ekolkata24.com/uncategorized/dubai-has-become-the-worlds-first-government-to-turn-100-percent-paperless Mon, 13 Dec 2021 11:40:53 +0000 https://ekolkata24.com/?p=14668 News Desk: বিশ্বের প্রথম সম্পূর্ণ  কাগজবিহীন প্রশাসন হিসেবে আত্মপ্রকাশ করলো দুবাই। সংযুক্ত আরব আমিরশাহির এই শহর আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গুরুত্বপূর্ণ।

আমিরশাহির যুবরাজ প্রিন্স শেখ হামদান জানিয়েছেন,  বিশ্বের প্রথম সরকার হিসেবে দুবাই প্রশাসন ১০০ শতাংশ কাগজবিহীন হিসেবে ঘোষণা করেছে। এর ফলে দুবাইয়ে সঞ্চয়ের পরিমাণ বেড়েছে।

গালফ নিউজ জানাচ্ছে, দুবাই প্রশাসনের তরফে আমিরশাহির ক্রাউন প্রিন্স (যুবরাজ) শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা করেছেন, এই সিদ্ধান্তের ফলে ১.৩ বিলিয়ন দিরহাম অথবা ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সঞ্চয় করতে পেরেছে দুবাই। একইসাথে ১৪ মিলিয়ন ঘন্টা সঞ্চয় করেছে।

dubai

সংযুক্ত আরব আমিরশাহি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুবাইয়ের অভ্যন্তরীণ, বৈদেশিক লেনদেন ১০০ শতাংশ ডিজিটাল হয়ে গিয়েছে। একক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লেনদেন পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

বিবৃতিতে শেখ হামদান বলেন, দুবাই যে সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিটি মানুষের অবদান। এই সাফল্য আমিরশাহির নাগরিকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতের লক্ষ্যে দুবাইয়ের যাত্রায় নতুন পর্যায় তৈরি করবে। 

শেখ হামদান বিবৃতিতে আরও বলেন ১০০ শতাংশ কাগজহীন হিসেবে দুবাইয়ের আত্মপ্রকাশে এখানে আসা পর্যটকদের সুবিধা ও নাগরিক যাবতীয় সেবা ডিজিটাল হওয়ায় পর্যটন বাড়বে। দুবাই বিশ্বের সামনে নিজেকে ডিজিটাল রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ এবং কানাডা বৃহত্তর পরিসরে সরকারি যাবতীয় কাজকে ডিজিটালাইজড করতে চাইছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজ শুরু করেছে এই দেশগুলো। একাংশের মতে এতে সাইবার ক্রাইমের ঝুঁকি আরও বেড়ে চলেছে। 

]]>
Omicron: ভারতের প্রথম আক্রান্ত ব্যক্তি 27 নভেম্বর বেঙ্গালুরু থেকে পাড়ি দিয়েছেন দুবাই https://ekolkata24.com/uncategorized/indias-first-omicron-infected-person-flew-from-bangalore-to-dubai-on-november-27 Thu, 02 Dec 2021 18:17:00 +0000 https://ekolkata24.com/?p=13261 নিউজ ডেস্ক, বেঙ্গালুরু: বৃহস্পতিবার কর্নাটকের দুই ব্যক্তি করোনার নতুন ভেরিয়েন্ট (Omicron) সংক্রামিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাসিন্দা 66 বছরের এক ব্যক্তি 27 নভেম্বর ভারত থেকে চলে গিয়েছেন।

ওই ব্যক্তি অবশ্য ভারতীয় নাগরিক নন কুড়ি নভেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরু এসে পৌঁছেছিলেন তবে তার হাতে ছিল না শংসাপত্র। শুধু তাই নয় ওই ব্যক্তি করোনার টিকা নিয়েছিলেন কিন্তু বেঙ্গালুরু এক হোটেলে গিয়ে তিনি নতুন করে কোন ভাইরাসে আক্রান্ত হন।

পরে জানা যায় আক্রান্ত ব্যক্তির বেঙ্গালুরুতে সরাসরি আরো 24 জন ব্যক্তির সংস্পর্শে এসে ছিলেন তবে তাদের সকলেরই করো না রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি পরোক্ষভাবে ওই ব্যক্তি 250 জন মানুষের সংস্পর্শে এসেছিলেন তাদের রিপোর্ট ও নেগেটিভ জানা গিয়েছে ওই কর্ণাটকের ভাষা ওই ব্যক্তির প্রথমে 23  নভেম্বর করোনা পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষায় তার রিপোর্ট ছিল নেগেটিভ সে কারণেই তিনি 27 নভেম্বর হোটেল থেকে বেরিয়ে ব্যক্তিকে বিমানবন্দরে যান সেখান থেকেই তিনি দুবাই পাড়ি জমান। না মনে করা হচ্ছে রিপোর্ট আসার আগেই ওই ব্যক্তি কর্ণাটক থেকে দুবাই পাড়ি জমিয়েছেন এদিন কর্ণাটক সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা আরো পাঁচজন করনা আক্রান্ত হয়েছেন তবে তাদের নমুনায় আছে কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

ওমিক্রণিক দাপট রুখতে এদিন কেন্দ্রীয় সরকার ফের একবার মানুষকে নতুন করে কিছু রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়েছে। নীতি আয়োগ এর চেয়ারম্যান ব্রিঃ কেপল জানিয়েছেন প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কে যত শীঘ্র সম্ভব টিকাকরণের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে বুস্টার ডোজ দেওয়া এবং শিশুদের অধিকার বিষয়ক সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের প্রতিটি বিমানবন্দরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদেশ থেকে আগত কোন যাত্রী বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশ গুলি থেকে কোনো যাত্রী এলে তাদেরকে সম্পূর্ণ আলাদা ভাবে শারীরিক পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রী বিমান মূলত ঝুঁকিপূর্ণ দেশ গুলি থেকে আগত যাত্রীদের বিমান বন্দর সংলগ্ন এলাকাতেই সাতদিনের নিভৃত বাধ্যতামূলক করা হয়েছে সাতদিন পরে দ্বিতীয়বার করোনা পরীক্ষা হলে যদি রিপোর্ট নেগেটিভ হয় তবেই তারা বিমান বন্দর সংলগ্ন নির্দিষ্ট এলাকার বাইরে আসতে পারবেন।

]]>
আগামী বছরের শুরুতেই বিশ্ব এক্সপোতে যোগ দিতে দুবাই যাচ্ছেন মোদী https://ekolkata24.com/uncategorized/modi-is-going-to-dubai-to-attend-the-world-expo-early-next-year Tue, 30 Nov 2021 11:53:11 +0000 https://ekolkata24.com/?p=12877 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ২০২২- এর শুরুতেই ফের বিদেশ সফরে বের হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। দুবাইয়ে বিশ্ব এক্সপোতে (world expo) যোগ দিতেই প্রধানমন্ত্রী আগামী বছরের শুরুতেই বিদেশ যাচ্ছেন।

উল্লেখ্য, করোনাজনিত কারণে ২০২০ সালে দুবাই এক্সপো অনুষ্ঠিত হয়নি। সেই অনুষ্ঠানে এবার হতে চলেছে আগামী বছরের শুরুতেই। উল্লেখ্য, এর আগে নভেম্বর মাসের শুরুতেই গ্লাসগো (glasgo conference) সম্মেলনে যোগ দিতে বিদেশে গিয়েছিলেন মোদী।

উল্লেখ্য, দুবাই এক্সপোতে থাকছে ভারতীয় প্যাভিলিয়ন (indian pavilion)। ওই প্যাভিলিয়নে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে ডিজিটাল মাধ্যমে। ইতিমধ্যেই যার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। নরেন্দ্র মোদী জমানায় ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অনেকটাই ভাল হয়েছে। কূটনৈতিক মহলের ধারণা, মোদীর এই সফরের সেই সম্পর্ক আরও সুসংহত ও মজবুত হবে। দুবাইয়ে সে দেশের শীর্ষস্থানীয় সরকারি নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করবেন। দুবাইয়ে এই প্রথম বিশ্ব এক্সপো হতে চলেছে।

প্রসঙ্গত, করোনাজনিত কারণে ২০২০ সালে কোন দেশ সফরে যান মোদী। চলতি বছরের মার্চে তিনি প্রথম বাংলাদেশ গিয়েছিলেন। তার পরই গোটা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় আর বিদেশ সফরে যাওয়া হয়নি মোদীর। দীর্ঘ ছয় মাস পর সেপ্টেম্বরের আমেরিকায় রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনেও যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পর অর্থাৎ অক্টোবরে প্রধানমন্ত্রী ইতালি ও ভ্যাটিকান সফরেও গিয়েছিলেন। সেখান থেকেই গিয়েছিলেন গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে।

আগামী বছরের শুরুতেই দুবাই সফরের মধ্য দিয়ে তাঁর বিদেশ সফর শুরু করতে চলেছেন মোদী। করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের কারণে আন্তর্জাতিক উড়ান আপাতত বন্ধ রেখেছে মোদী সরকার। তবে প্রশাসনের শীর্ষ কর্তাদের আশা, আগামী বছরের শুরুতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

]]>
​দুবাই ট্রিপে বোল্ড জাহ্নবী, মরুভূমির মাঝে ডন লুকে পোজ https://ekolkata24.com/entertainment/janhvi-kapoor-dubai-trip-pictures Thu, 11 Nov 2021 12:42:29 +0000 https://www.ekolkata24.com/?p=11007 জাহ্নবী কাপুর মানেই স্টাইল স্টেটমেন্টে ঝড়। সদ্য একাধিক কারণ বশত খবরের শিরোনামে নিত্য আনাগোনা শ্রীকন্যার। সারা আলি খানের সঙ্গে ট্রিপ থেকে শুরু করে তাঁদের সমধ্যে থাকা সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুলতেই নয়া গসিপ সৃষ্টি। ছোট থেকে সারা ও জাহ্নবী একে অন্যকে চিনতেন। বন্ধুত্বও তাঁদের মধ্যে বেশ গভীর। কিন্তু বিটাউনে এই খবর খুব একটা ছড়ায়নি কয়েকদিন আগে পর্যন্ত। এবার দুই বন্ধু মিলে কেদারনাথ ট্রিপে গিয়ে ছবি দিতেই মুহূর্তে তা ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

জাহ্নবী বরাবরই ঘুরতে ভিষণ পছন্দ করেন। তিনি মাঝে মধ্যেই কাজের ফাঁকে খানিকটা ছুটি নিয়ে বেরিয়ে পড়েন বিদেশ বিভূঁইয়ে। এবার তাঁর ডেস্টিনেশন দুবাই। সেখানে গিয়েই একতের পর এক ছবি শেয়ার করছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। হাতে একাধিক কাজ, তারই মাঝে খানিক ছুটির স্বাদ নিতে বোন ও বন্ধুর সঙ্গে দুবাইতে উড়ে গেলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

 

সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন একাধিক ছবি, শেয়ার করে নিলেন ফান মোমেন্ট। মরুভূমির মাঝে বাইক নিয়ে বোল্ড ফোটোশ্যুট। দেখতে দেখতে সন্ধ্যে গড়িয়ে আসে। ঝড়ের গতীতে এই ছবি ছড়িয়ে পড়ে সকলের হাতে হাতে। কয়েকদিন আগেই জন্মদিনের পার্টিতে সেজে উঠেছিল জাহ্নবীর ইনস্টাগ্রাম, এবার সেই ছবিকে ছাপিয়ে গেল নয়া লুক। ধড়ক ছবির জাহ্নবী এখন অতীত। বিটাউনে এখন সর্বত্রই পাপরাজিৎ-দের তোলা ছবিতে তিনি বোল্ড বিউটি। জাহ্নবী কাপুর ভীষণ ঘুরতে পছন্দ করেন। আর সেই সুবাদেই একাধিক ট্রিপে তাঁদের দেখা যায় বছরভোর। 

কেদারনাথ দর্শণের কয়েকমাস আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন মলদ্বীপ। সেখান থেকেই একাধিক বিকিনি লুকে ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। হটনেসের ঝড়ে কাবু করেছিলেন ভক্তমহলকে। খুশির সঙ্গেই এখন কাটছে সময় ফিরে এসেই পাইপলাইনে থাকা একাধিক ছবির কাজে হাত দেবেন তিনি। 

]]>
T20 WC : দুবাইতে ‘দুদুভাতু’ খেলায় মুখোমুখি AFG-PAK, তালিবান দেশ বনাম বন্ধু দেশ https://ekolkata24.com/sports-news/t20-wc-afghanistan-pakistan-match-diplomacy Fri, 29 Oct 2021 07:28:43 +0000 https://www.ekolkata24.com/?p=9577 Sports Desk: খেলা হবে আমিরশাহির দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। মুখোমুখি দুই দেশের ক্রিকেট পরিসংখ্যান যাই থাক, চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে যতই ঝলকদার খেলা খেলুক এদিনের ম্যাচ আসলে ‘দুদুভাত’। কেউ চাইবে না বন্ধুত্ব নষ্ট করতে!

কূটনৈতিক মহলের ধারণা, তালিবান জঙ্গি সরকার শাসিত আফগানিস্তানের বন্ধু দেশ পাকিস্তান ম্যাচটি ক্রিকেট কূটনীতির ছক হিসেবে তুলে ধরবে। দ্বিতীয়বার সরকার দখলের পর তালিবান আফগান পুরুষ ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়েছে। কূটনৈতিক মহলের ধারণা, এই সূত্র নিয়েই নিজেদের ছবি পাল্টাতে মরিয়া জঙ্গি গোষ্ঠীটি।

ইসলামাবাদ বারবার তালিবান জঙ্গি সরকারের হয়ে ওকালতি করছে। খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের অধিবেশনে তালিবান সরকারকে আন্তর্জাতিক সাহায্যের জন্য দাবি তুলেছেন। কার্যত তিনিই রাষ্ট্রসংঘে তালিবানের মুখপাত্রের ভূমিকা নিয়েছিলেন।

আর কবুলে চলছে তীব্র আলোচনা। গত ১৫ আগস্ট দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর রাষ্ট্রসংঘ, ইউনিসেফ, আন্তর্জাতিক অস্টভাণ্ডারের কাছে বারবার সাহায্যের দরবার করছে জঙ্গি শাসকরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, তালিবান জঙ্গি শাসকের বিশ্বজোড়া আবেদনের বার্তা তৈরি করছে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই।

তালিবান চায় স্বীকৃতি। সেই কারণে চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কিরঘিজস্তান, কাজখস্থানের মতো সীমান্ত লাগোয়া দেশগুলির সরকারের সঙ্গে বৈঠকের পাশাপাশি ভারতকেও বার্তা পাঠানো হয়েছে। মস্কোর বৈঠকে তালিবান প্রতিনিধি ও ভারতের বিদেশমন্ত্রী ছিলেন। পরের বৈঠক হবে নয়াদিল্লিতে। তবে কূটনৈতিক স্বীকৃতি না থাকায় দিল্লিতে থাকছে না তালিবান প্রতিনিধিরা।

টি টোয়েন্টি বিশ্বকাপ সেই অর্থে ক্রিকেট কূটনৈতিক কেন্দ্র। তালিবান সরকার এই মঞ্চকে ব্যবহার করবেই। দুবাইয়ের ম্যাচ তাই ‘দুদুভাতু’।

]]>
UAE: মরুদেশে ক্রিকেটে ভারত হারলেও ফুটবলে বাজিমাত https://ekolkata24.com/sports-news/afc-u-23-asian-cup-qualifiers-india-vs-oman Mon, 25 Oct 2021 09:36:49 +0000 https://www.ekolkata24.com/?p=9068 স্পোর্টস ডেস্ক:  বাইশ গজে দুবাই’তে রবিবার, ভারতের সিনিয়র ক্রিকেট টিম টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেল। বাবর আজমরা ১০ উইকেটে জিতলো, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় বোলারদের পিটিয়ে ক্লাব স্তরে নামিয়ে নামিয়ে এনে। অন্যদিকে, AFC U23 যোগ্যতা অর্জনের ম্যাচে ভারতের জুনিয়ররা ওমানকে হারালো ২-১ গোলের ব্যবধানে, দুবাইতে, সেই রবিবার রাতে,২৪ অক্টোবর।

ভারতের ছোটরা মরুদেশে ওমানের বিরুদ্ধে ফুটবলে জয় ছিনিয়ে আনলো। আর বিরাটের ভারত এখন টি -২০ বিশ্বকাপে নক আউটের দ্বিতীয় ম্যাচ, ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বাউন্স ব্যাক’ করতে পারবে কি না তাইই নিয়ে চলছে জোর চর্চ্চা। সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড়দের লজ্জার, হতশ্রী পারফরম্যান্সের ময়নাতদন্ত শুরু হয়ে গিয়েছে, বাবর আজমদের বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ার মূহুর্ত থেকেই।

AFC U23 যোগ্যতা অর্জন পর্বের প্রথম এনকাউন্টার ম্যাচে ভারতের হয়ে গোল করেছেন রহিম আলি(৬) এবং বিক্রম প্রতাপ সিং’র দ্বিতীয় গোলে(৩৭) ভারত লিড পায়,দুবাই ‘র ফুজাইরাহ স্টেডিয়ামে। ওমানের হয়ে ওয়ালিদ সেলিম অতিরিক্ত সময়ে একটি গোল করলেও, এই গোল ভারতের তিন পয়েন্টের ‘পথের কাটা’ হয়ে দাঁড়ায় নি।

সম্প্রতি, ইগর স্তিম্যাচ মালদ্বীপে SAFF চ্যাম্পিয়নশিপে হোঁচট খেয়ে প্রায় মুখ থুবড়ে পড়ার জায়গা থেকে প্রত্যাবর্তন করেন এবং অষ্টম বারের জন্য ভারতকে SAAF চ্যাম্পিয়ন করিয়েছেন। ২০১৩ সালে AFC U23 টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো AFC অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ উজবেকিস্তান ২০২২ যোগ্যতা অর্জনের জন্য কাজ করে চলেছেন ভারতীয় কোচ স্তিম্যাচ।

ওমান টিমের ম্যাচে ছন্দ জোগাড় হওয়ার আগেই, ইগর স্তিম্যাচের ছেলেরা উভয় উইং থেকে আক্রমণ শুরু করে এবং ম্যাচের ৫ মিনিটে বিক্রম একটি পেনাল্টি অর্জন করে যা রহিম আলী শান্তভাবে ওমানের জালে বল জড়িয়ে দেয়। ওমানি গোলরক্ষক ইব্রাহিম ইউসুফ সঠিকভাবে অনুমান করেছিলেন, কিন্তু রহিম স্পট-কিক নিখুঁতভাবে রাখার কারণে বলটি সোজা হয়ে গিয়েছিল এবং সাইড-নেটিংয়ে বাস করেছিল।

বাঁ দিক থেকে আকাশের একটি সুন্দর ক্রস ভেসে ওঠে কিন্তু ওমানি গোলরক্ষক অনিকেতের ওপরে লাফিয়ে ওঠে এবং কোনও অঘটন ঘটার আগেই বলের দখল গ্লাভসে চলে নিয়ে ফেলে। বিক্রম এবং রাহুল তাদের বিদ্যুৎ গতির ডুয়েলে, ওমানি মিডফিল্ডকে তাদের পায়ের জাদুতে জুড়ে রেখেছিল, যা ম্যাচের ৩৭ মিনিটে বিক্রম প্রতাপ সিং’র গোলে ভারতকে দ্বিতীয় গোলে লিড পেতে সাহায্য করেছিল।

রেগুলেশন টাইমের শেষ মিনিটে ওমানি ফুটবলার ওয়ালিদ সেলিম আব্দুল্লাহ মহম্মদ আল বালুশিকে ফাঁকা জায়গাতে দেখতে পেয়ে ক্রস বাড়িয়ে দেয় এবং ওমান ভারতের বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোল করে। কিন্তু ওমানের এই গোল ভারতের তিন পয়েন্ট হাসিলের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। রেফারির শেষ বাঁশি বেজে উঠতেই ভারতের ছোটরা জয়ের আনন্দে মেতে ওঠে।২৭ অক্টোবর বুধবার, ভারতের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।

]]>