encounter case – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 31 Dec 2021 09:19:52 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png encounter case – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 J&K: জঙ্গি খতম অভিযানে নিকেশ ৯, সীমান্তে কড়া নজর https://ekolkata24.com/uncategorized/jk-nikesh-9-in-the-operation-to-eliminate-militants-keep-a-close-eye-on-the-border Fri, 31 Dec 2021 09:19:52 +0000 https://ekolkata24.com/?p=17348 প্রতিবেদন, বছরের শেষ লগ্নে এসেও জম্মু ও কাশ্মীরে শান্তি অধরাই রয়ে গেল। বৃহস্পতিবার রাতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে। যার মধ্যে একজন জইশ-ই- মহম্মদের সদস্য। চলতি মাসের ১৩ তারিখে সিআরপিএফ বাহিনীর বাসে যে হামলা হয়েছিল মৃত জঙ্গিদের মধ্যে একজন সেই হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতের এই সংঘর্ষে এক সিআরপিএফ জওয়ান ও তিন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে শ্রীনগরের শহরের বাইরে পাঠানচক এলাকায় এই সংঘর্ষ ঘটে। পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছে। ৩ জঙ্গির মৃত্যুর সঙ্গে শেষ ৩৬ ঘন্টায় ভূস্বর্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জঙ্গির মৃত্যু হল।
পুলিশ জানিয়েছে, মৃত ৩ জঙ্গির মধ্যে সুহেল আহমেদ রাঠের হল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।

চলতি মাসের প্রথম দিকে সিআরপিএফ বাহিনীর বাসে হামলায় জড়িত ছিল সুহেল। তবে অপর দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, সিআরপিএফ বাহিনীর বাসে যে সমস্ত জঙ্গিরা হামলা চালিয়েছিল সুহেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সকলকেই খতম করা হল। গত ৩৬ ঘণ্টায় কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জনের মৃত্যু হল। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।

বৃহস্পতিবার অনন্তনাগ এবং কুলগাম জেলাতেও দুটি পৃথক অভিযানে ৬ জঙ্গির মৃত্যু হয়েছিল। অন্যদিকে চলতি মাসের ১৩ তারিখে সিআরপিএফ বাহিনীর বাসে হামলায় তিন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ১৫ জন।

]]>
Hyderabad encounter: ওয়েব সিরিজে হায়দরাবাদ এনকাউন্টারের গল্প https://ekolkata24.com/entertainment/hydrabad-encounter-case-in-bengali-web-series Mon, 04 Oct 2021 12:39:38 +0000 https://www.ekolkata24.com/?p=6558 অনলাইন ডেস্ক: মনে পড়ে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারের ঘটনা? সেই ঘটনার অবলম্বনেই Haalum Digital Media Pvt Ltd এর আগামী প্রযোজনায় আসতে চলেছে। বলবে সমাজের কঠিন ব্যাধির বিরুদ্ধে কথা।

একটি মেয়ে আজকের সমাজে ততটাই সাবলম্বী যতটা একটি ছেলে। তবু আজ ও প্রতিদিন শুনতে হয় মেয়েদের ওপর ঘটে যাওয়া নানাধরণের পাশবিক , নারকীয় ঘটনার কথা। সেরকমই একটি মেয়েরসাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনা তুলে ধরা হয়েছে তাদের আগামী প্রযোজনা অফিসার’স চয়েস এ। মূল গল্পে বলা হয়েছে মেয়েটির সাথে হয়ে একটি নারকীয় ধর্ষণ ও তারপর তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনা । তারপর পুলিশ কি করে? তৎপরতার সাথে পুলিশ ধরে ফেলে দোষীদের ও শাস্তি দেয় তাদের এনকাউন্টার করে ।

সমাজের বিভিন্ন স্তরে পুলিশ এর বিরুদ্ধে ওঠে আওয়াজ । বসে ইনভেস্টিগেশন ? তারপর?।পুলিশের এই ভূমিকা, নাকি ধর্ষকদের শাস্তির জন্য বিচার ব্যবস্থার ওপর ভরসা ? কি চায় সমাজ? এটাই কি সত্যিকারের মেয়ের প্রতি হয়ে যাওয়া অন্যায়ের প্রতিকার? এরকম নানা প্রশ্নের উত্থাপন করে এই ৬এপিসোড এর ওয়েব সিরিজ টি। Hydrabad encounter

এই ওয়েব সিরিজ টির পরিচালনা করেছেন অয়ন মুখার্জী। সংগীত ও আবহ পরিচালনা করেছে গোগোল। অভিনয় করেছেন তরী আচার্য্য , স্পন্দন ব্যানার্জী , সুমন চক্রবর্তী, দেবলীনা মুখার্জী , অয়ন মুখার্জী, সুমনেশ জালুই, সুমৌলি বসু এবং আরও একঝাঁক থিয়েটার কর্মীর। সিরিজা টি প্রযোজনা করেছে Haalum Digital Media Pvt Ltd ওয়েব সিরিজটি মুক্তি পাবে হালুম youtube চ্যানেলে।

এদের আগের প্রযোজনা বীরেন্দ্র প্রভূত সারা ফেলেছিলো। আগামী প্রযোজনার ব্যাপারে ও সবাই ভীষণ আশাবাদী। ওয়েব সিরিজ টি মুক্তি পাবে আগামী নভেম্বরে দিওয়ালি র সময়।

এই প্রসঙ্গে পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছেন , “বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র (the voice since 1936) এর পর ভাবনা চিন্তায় ছিলাম যে কোন সাবজেক্টকে মানুষের সামনে আনা যায়। কারন ওই ছবির পর স্বাভাবিক ভাবেই মানুষের প্রত্যাশা বেশি থাকবেই। ভয় লাগছিল যদি না পারি..ঠিক সেই সময় হায়দ্রাবাদ তেলেঙ্গানা তে ঘটে যাওয়া একটি নারকীয় ঘটনা নাড়া দিয়ে গেছিলো মনকে। একজন ডাক্তারকে গনধর্ষণ করা হয়, প্রমান লোপাটের জন্যে তাকে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার নারকীয়তা হয়তো নির্ভয়া কাণ্ডের চেয়ে কম কিন্তু তাও নিউজ চ্যানেলগুলো শোনার পর সত্যি মনে হয়ে ছিল যে এর শেষ কবে? আদৌ কি সম্ভব!”

অয়ন বলেন, ” তারপর এই ঘটনা নিয়ে রিসার্চ শুরু করি। মিডিয়াতে আসা ঘটনার বিস্তারিত বিবরণ ছাড়াও কিছু কেস সম্পর্কিত ডকুমেন্ট আমার হাতে আসে।শুধু এই কেস নয় এই ধরনের রিলেটেড বেশ কিছু কেসের নথি আমার হাতে আসে। খুব অবাক হই এর মধ্যে একটি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা মেয়েও ছিল! হাতে পাই এমন কিছু ঘটনা যা গায়ে কাঁটা দিয়ে দেয়। একবার এর জন্যে ভাবতে বাধ্য করে যে আমার বাড়ির ছোট বোনটা নিজের ঘরে সুরক্ষিত তো! নাকি সেও কোনো ভয়ঙ্কর ঘটনার শিকার হচ্চে প্রতি নিয়ত.. ঠিক তার পরের মাসেই আর এক চমক লাগল। একদিন সকালে শুনলাম এই কেস এ জড়িত চার অভিযুক্তের পুলিশ একাউন্টারে মৃত্যু হয়েছে। গোটা দেশ আনন্দে উৎসবে মেতেছে। ফিল্মি কায়দায় বরণ করা হচ্ছে গোটা টিমকে। এই ঘটনার উপর এনালাইসিস এবং কিছুটা বিবেক বোধ দিয়ে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ছয় এপিসোডের এই ওয়েব সিরিজে”।

]]>