Entertainment News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 15:21:28 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Entertainment News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Iman Chakraborty : গায়িকা ইমনের দুয়ারে করোনার থাবা https://ekolkata24.com/entertainment/iman-chakraborty-again-tested-covid19-positive Sun, 09 Jan 2022 15:21:28 +0000 https://ekolkata24.com/?p=18603 প্রাক্তন ছবিতে গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) গেয়েছিলেন, “আমার দরজায় খিল দিয়েছি/আমার দারুন জ্বর”…তবে, এবার গানের কথাই হুবহু মিলে গেল গায়িকার জীবনের বর্তমান অবস্থার সঙ্গে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীও রক্ষা পেলেন না কোভিডের তৃতীয় ঢেউয়ে করোনাভাইরাসের থাবা থেকে। ইতিমধ্যেই, তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ফেসবুকে পোস্ট করে ইমন লিখেছেন, ‘আমার দরজায় খিল, কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে’।

প্রসঙ্গত, গত বুধবার থেকে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী জ্বর, সর্দি-কাশি গলা ব্যথায় ভুগছেন । দেরি না করেই বৃহস্পতিবার সকাল সকাল করিয়ে এসেছিলেন কোভিড পরীক্ষাও। পরীক্ষা করানোর প্রায় চল্লিশ ঘণ্টা পরেও হাতে রিপোর্ট না মেলায় তিনি নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন । কিন্তু পরবর্তীতে জ্বর কমে গিয়ে প্রায় সুস্থ হয়ে ওঠেন ইমন। কিন্তু এর পরেও তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

এদিকে, করোনা ভাইরাস নিয়ে ত্রাহি ত্রাহি রব টলিপাড়ায়। টলিউডে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। একের পর এক তারকা এবং তাদের গোটা পরিবারকে কাবু করছে করোনা ভাইরাস। গোটা টলিপাড়াকে যেন গ্রাস করেছে করোনা ভাইরাস।কারও উপসর্গ রয়েছে তো কারও নেই।

]]>
SSR: অভিনেতা সুশান্তের মৃত্যুর পরেও ‘হ্যাপি নিউ ইয়ার’ পোস্ট! রহস্যটা কি ? https://ekolkata24.com/entertainment/ssr-social-media-post-arise-mystry Mon, 03 Jan 2022 12:34:55 +0000 https://ekolkata24.com/?p=17804 মৃত্যুর প্রায় দেড় বছর পর সুশান্তের (SSR) ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’।অনেকেই চমকে উঠেছিলেন সুশান্তের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই শুভেচ্ছাবার্তা পাওয়ার পরেই। যদিও এই রহস্যের সমাধান করেছেন যিনি পোস্ট করেছেন তিনি নিজেই। তবে, এই রহস্যের অন্তরালে ছিলেন সুশান্তের দিদি। শ্বেতা জানিয়েছিলেন, ভাইয়ের হয়ে ভাইয়ের ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন তিনিই।

কমেন্ট বক্সে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।কেউ লিখেছিলেন, “তাও তুমি ছিলে বলে সুশান্তের স্টেটাস আপডেটের নোটিফিকেশন এল”। পাল্টা আর একজনের অভিমানী বক্তব্য, “কী দরকার ছিল সবটা মনে করিয়ে দেওয়ার। কী দরকার ছিল লেখার সুশান্তের হয়ে শুভেচ্ছা জানাচ্ছ।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০-র ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় । তিনি আত্মহত্যা করেছিলেন নাকি লুকিয়েছিল অন্য কোনও রহস্য তা নিয়ে এখনও চলছে তদন্ত। ভক্তরা অবশ্য তাঁকে ভোলেননি । ভোলেননি পর্দার ‘ধোনি’কে।

]]>
Vicky Kaushal: ফের ভিকির বিরুদ্ধে থানায় অভিযোগ, কিন্তু কেন ? https://ekolkata24.com/entertainment/vicky-kaushal-again-on-trouble-after-an-allegation Sun, 02 Jan 2022 16:28:49 +0000 https://ekolkata24.com/?p=17695  বিপত্তি যেন পিছু ছাড়ছে না ভিকি কৌশলের (Vicky  kaushal )। নতুন বছরের শুরুতেই বিপাকে পড়লেন ভিকি কৌশল। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ইনদওরের বাসিন্দা জয় সিংহ যাদব।

কিন্তু কেন হঠাৎ জয় সিংহ অভিযোগ করলেন ভিকির বিরুদ্ধে ? জানা গিয়েছে, তাঁকে না জানিয়ে ভিকির ছবিতে তাঁরই বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে । দিন কয়েক আগেই নেটমাধ্যমে ঘুরপাক করছিল একটি সিনেমার শ্যুটিংয়ে বাইকে চড়ে ভিকির ঘুরে বেড়ানোর ছবি। সেখান থেকেই সেই ব্যক্তির বিষয়টি নজরে আসে ।

ইতিমধ্যেই, জয় সিংহের তরফে বলা হয়েছে যে, ভিকির বাইকে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে, তা আসলে তার বাইকের। ছবির নির্মাতা কথাটি জানেন কি না সেই ব্যাপারেও নিশ্চিতভাবে কিছু বলতে পারেন নি জয় । কিন্তু তার অনুমতি ছাড়া এ ভাবে তার বাইকের নম্বর ব্যবহার করা যেতে পারে না বলেই উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি তিনি আরও জানান,তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশাবাদী তিনি।

ইনদওরের বনগঙ্গা থানার সাব ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি জানিয়েছেন, তাঁরা খতিয়ে দেখছেন পুরো বিষয়টি । ভিকির বাইকে নম্বর প্লেট বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে। ছবির ইউনিট ইনদওরে থাকলে, তাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

]]>
হাসির পেছনে লুকোনো কান্না, সিদ্ধার্থ নাম শুনেই প্রকাশ্যে ভেঙে পড়লেন শেহনাজ https://ekolkata24.com/entertainment/shehnaaz-gill-video-goes-viral-on-internet Tue, 16 Nov 2021 17:02:51 +0000 https://ekolkata24.com/?p=11564 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- শেহনাজ গিল, বর্তমানে এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের কেবলই আবেগ। চোখের জলে এই জুটিকে ভাঙতে দেখেছে প্রতিটা মানুষ। সিদ্ধার্থ শুক্লা, হঠাৎই জীবনের পাঠ চুকিয়ে সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন। ফেলে গিয়েছেন একরাশ ভালোবাসা, সঙ্গে শেহনাজের অসমাপ্ত প্রেম কাহিনি। এই কঠিন বাস্তব মেনে নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে শেহনাজকে।

সিদ্ধার্থ শুক্লা আর নেই, খবর পাওয়ার পর ভক্তদের প্রথম প্রশ্ন ছিল কেমন আছে শেহনাজ গিল! উত্তর মিলেছিল নাওয়া-খাওয়া বন্ধ, উত্তর মিলেছিল কেবল চোখের জলে ভাসছে বলিউডের এই সুইট লেডি। সিদ্ধার্থ শুক্লা মুখের দিকে তাকিয়ে নিজেকে আমূল বদলে তিলে তিলে তৈরি করেছিলেন এক সুন্দর পৃথিবীর জন্য। স্বপ্ন দেখেছিলেন সিদ্ধার্থের সঙ্গে বাকিটা পথ চলার। বুঝতে পারেননি কয়েক মাস পরই থেমে যাবে সেই পথ চলা।

বলিউডের সবে মাত্র পা রাখা শুরু হয়েছে শেহনাজের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার প্রথম ছবি হসলা রাখ। সিদ্ধার্থের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু ছবির প্রমোশনের স্বার্থে অবশেষে প্রকাশ্যে আসতে বাধ্য হন এই সেলেব। হাসিমুখে যতটা সম্ভব সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সমানতালে। কিন্তু সিদ্ধার্থ এই নামটা এড়িয়ে শেহনাজ যেন অসম্পূর্ণ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Memories of sidnaazz 💔💔❤ (@memoriesofsidnaazz_)

আর তাই কথার প্রসঙ্গে সিদ্ধার্থের নাম উঠলেই অঝোরে কান্নায় ভেঙ্গে পড়ছেন শেহনাজ গিল। মেনে নিতে পারছেন না সিদ্ধান্ত নেই, সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া পাতায়। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে সিদ্ধার্থের নাম উঠলেই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে সকলের সামনে অঝোরে কেঁদে ফেলেন শেহনাজ। ভিডিও দেখা মাত্রই সকলের সামনে আরো একবার স্পষ্ট হয়ে যায়, হাসি মুখের পেছনে লুকানো কষ্ট গুলো ঠিক কতটা গভীর।

]]>
‘অভিনয়টা মন দিয়ে শেখো, নইলে এর ফল পরে টের পাবে’, কাজলের উদ্দেশ্যে কিং খান https://ekolkata24.com/entertainment/shah-rukh-khan-once-advice-to-kajol-to-learn-acting Sat, 07 Aug 2021 07:34:03 +0000 https://www.ekolkata24.com/?p=1983 বলিউডের অন্যতম সেরা জুটির তালাকায় একেবারে প্রথমের দিকেই আছেন কাজল এবং শাহারুখ। বড় পর্দায় তাঁদের জুটি ম্যাজিকের মতো কাজ করে। সেই উনিশের দশক থেকে শুরু করে আজও তাঁদের জুটি হিট। অন স্ক্রিনে শাহারখ এবং কাজলের রোমান্স দেখার জন্য পাগল আট থেকে আশি। ক্যামেরার পিছনেও তাঁরা খুবই ভালো বন্ধু। তবে কাজলকে একবার শুটিং চলাকালিন ‘একেবারে গাধা তুমি’ বলে মন্তব্য করে বসেন কিং খান। এর পাশাপাশি কাজলকে মন দিয়ে অভিনয় শেখার পরামর্শও দেন শাহরুখ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজলের মুখে এই কথা শোনা যায়। কাজল জানান, ‘বাজিগর’ ছবির শুটিং-এর সময় তাঁকে ‘গাধা, উজবুক’ বলার পাশাপাশি তাঁকে নিয়ে বেশ বিরক্ত হন শাহরুখ। সেই সময় কাজলের উদ্দেশ্যে কিং খান বলেন, ‘তুমি একেবারেই বোকা। অভিনয়ের কিছুই বোঝো না তুমি। ক্যামেরার সামনে কী করছ সেই বিষয়ে কোনও ধারনাই নেই তোমার। খালি সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ’।

সেই সময় বলি-পাড়ায় অভিনেত্রী হিসেবে একেবারে নবাগতা ছিলেন কাজল। খুব ভালো অভিনয় করতে পারতেন না তিনি। এই পেশার প্রতি খুব একটা সিরিয়াসও ছিলেন না তিনি। কাজল সাক্ষাৎকারে আরও জানান, সেই সময় শাহরুখ তাঁকে পরামর্শ দিয়েছিলেন অভিনয়টা মন দিয়ে শেখার জন্য। নইলে কাজলকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে বলে জানান কিং খান। তখন শাহরুখ-এর কথায় তেমন আমল দেননি অভিনেত্রী। কিন্তু পরবর্তীতে সত্যি কা

]]>