Entertainment – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 08:19:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Entertainment – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Tollywood: ছবির সংখ্যা কমিয়ে কীসের ইঙ্গিত নুসরতের https://ekolkata24.com/entertainment/actress-nusrat-jahan-talks-about-her-upcoming-movies Mon, 10 Jan 2022 08:19:05 +0000 https://ekolkata24.com/?p=18670  

বিতর্ক আর নুসরত, সব সময়েই যেন হাত ধরাধরি করে চলে। এই মুহূর্তে টলিপাড়ায় সবচেয়ে আলোচিত নায়িকা নুসরত জাহান। তাঁর মাতৃত্বের সিদ্ধান্তের জন্য, তাঁর বিয়ের বৈধতা সংক্রান্ত মন্তব্যের জন্য সব সময়েই তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে একটি সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, তিনি আর বেশি ফিল্মে অভিনয় করতে চান না।

টলিউডে বাংলা ফিল্ম ‘শত্রু’-তে জিতের বিপরীতে ডেবিউ করেছিলেন নুসরত। টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে এক দশক কাটিয়ে তিনি নতুন ইনিংস শুরু করেছেন একটি টক শোয়ে সঞ্চালিকার ভূমিকায়। ইস্ক এফ এম-এর এই টক শোয়ের নাম ‘ভালোবাসায় বোল্ড’। গত এক বছর ধরে দীর্ঘ ওঠাপড়ার পর এখন তিনি যশের প্রথম পক্ষের ছেলে ও ‘যশরৎ’ পুত্র ঈশান (Yishaan J.Dasgupta)-কে নিয়ে নতুন সংসার পেতেছেন।

কিন্তু এবার তিনি সময় দিতে চান পরিবারকে । তাই বেশি ফিল্মে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন নুসরত। চলতি মাসে সায়ন্তন ঘোষাল পরিচালিত নুসরতের আসন্ন ছবি ‘স্বস্তিক সংকেত’ মুক্তি পাওয়ার কথা। এছাড়াও যশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ফিল্মে অভিনয় করছেন নুসরত।

তবে, এই মুহূর্তে নুসরতের কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’ তাঁর সন্তান ঈশান। সারাদিনে সংসার ও কাজ ব্যালান্স করে কিছুটা আলাদা সময় রাখতে চান নুসরত ঈশানের জন্য । তিনি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম কথা বলা মিস করতে চান না। তার প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখেন নুসরত। এই মুহূর্তে তিনি বাছাই করা ফিল্মে অভিনয় করতে চান বলে জানিয়েছেন নুসরত।

]]>
একদিকে সাতপাকে বাঁধা পরলেন ক্যাট, অন্যদিকে আইনের জালে দীপিকা https://ekolkata24.com/entertainment/complaint-filed-against-deepika-padukone Fri, 10 Dec 2021 14:38:37 +0000 https://ekolkata24.com/?p=14349 মুম্বই:  সব্যসাচীর লেহেঙ্গা থেকে গহনা, ভিকির শেরওয়ানি টু গোল্ড প্লেটেড বেঙ্গল টাইগার বটন-টিনসেল এখন ক্যাট-ভিকির বিয়ের গল্পে মশগুল। আর এসবের মাঝেই অশনি সংকেত বলিউডের বাজিরাও-মস্তানির ঘরে। প্রতারণার মামলা ঝুলছে দীপিকার মাথায়। ডিসেম্বরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা ‘৮৩’ সিনেমাটি। আর তার ঠিক আগেই আইনি জটে ছবির অন্যতম প্রযোজক তথা নায়িকা দীপিকা পাড়ুকোন। তবে শুধু অভিনেত্রী নন, এই মুভির আরও কয়েকজন নির্মাতার বিরুদ্ধেও প্রতরণার মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, UAE-এর ব্যবসায়ী এই অভিযোগ এনেছেন। ব্যবসায়ীর দাবী, ‘ ভিব্রি মিডিয়ার তরফে দীপিকা পাড়ুকোন, সাজিদ নাদিয়াদওয়ালা ও কবীর সিং প্রযোজিত, ‘৮৩’ ছবি থেকে ভাল মুনাফার আশ্বাস দেওয়া হয়েছিল তাঁকে। লাভের আশায় ছবিটিতে ১৬ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। যা মুভির প্রয়োজনে একাধিক খাতে ব্যায় করা হয়। এমনকি যার অংশ পান দীপিকা পাড়ুকোন, কবীর খানও। কিন্তু সেই অর্থের কোনও হিসেব দেওয়া হয়নি ব্যবসায়ীকে। যে কারণে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরশাহীর ওই ব্যবসায়ীর হয়ে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। যদিও এখনও পর্যন্ত পর্যন্ত ছবির নির্মাতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

‘৮৩’ ছবিতে আরও একবার পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে রাম-লীলাকে। যেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় দীপিকা পাড়ুকোন। এছাড়া সুনীল গাভাস্করের চরিত্রে রয়েছেন তাহির রাজ ভাসিন। এছাড়া ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেতা যতীন সারনাকে, এই ছবিতে যশপাল শর্মার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

]]>
Srabanti Chatterjee: ‘হিন্দু ধর্মের অবমাননা!’ তীব্র কটাক্ষ শ্রাবন্তীকে https://ekolkata24.com/entertainment/srabanti-accused-of-insulting-hinduism Tue, 19 Oct 2021 11:41:53 +0000 https://www.ekolkata24.com/?p=8319 কলকাতা: ‘হিন্দু বলে আর নিজেকে পরিচয় দিও না’ সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র কটাক্ষের মুখে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সম্প্রতি নেটদুনিয়ায় ঘুর পাক খাচ্ছে নায়িকার একটি ছবি। যেখানে জুতো পরে গণেশ মূর্তির উপর বসে থাকতে দেখা যাচ্ছে নায়িকাকে। যা দেখে বেজায় খেপেছেন নেটিজেনরা। হিন্দু ধর্মের অবমাননার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি আপলোড করেন শ্রাবন্তী। ক্যাপশন ‘দু’হাত বাড়িয়ে ঈশ্বরের সৃষ্টিকে স্বাগত জানান’। ছবি গুলিতে কালো শর্টস, টি-শার্ট এবং পায়ে চপ্পল পরে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর এই তিনটি ছবির একটিতে গণেশমূর্তির উপর বসে থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এতেই কটাক্ষের পালা শুরু। একের পর এক কুমন্তব্যে ভরতে থাকে অভিনেত্রীর ছবির কমেন্টবক্স। ‘বেহায়া মহিলা! লজ্জা বোধ সব কিছু হারিয়ে গিয়েছে? জুতো পরে গণেশ ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না’-এমনই তীব্র মন্তব্যে ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত কিছুদিন আগেই মহালয়ার ভিডিও পোস্ট করে ট্রোলড হতে হয়েছিল অভিনেত্রীকে। তিনবার বিয়ের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলা হয়েছে নায়িকার চরিত্রের ওপর। ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন’ এমন সব মন্তব্যে ভরে উঠেছিল নায়িকার কমেন্টবক্স। আর এখন হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ আনা হল তাঁর বিরুদ্ধে।

]]>
‘নয়ের দশকের ফ্লেভার’ নিয়ে ফের শিরোনামে রানাঘাটের রানু https://ekolkata24.com/entertainment/ranu-mandal-biopic-miss-ranu-maria Tue, 19 Oct 2021 10:36:04 +0000 https://www.ekolkata24.com/?p=8289 কলকাতা: রানাঘাট স্টেশন থেকে সোজা স্বপ্নের নগরী মুম্বাই। লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রাণুমন্ডল। মানুষের মুখে মুখে ঘুরতে থাকে তাঁর গানের প্রশংসা। এরপর বলিউড থেকে ডাক। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাক। ব্যাম্প ওয়ার্ক-লাইমলাইটে উঠে আসেন রানুদি। ঘুরে যায় ভাগ্যের চাকা। কিন্তু বেশিদিন সুখ সহ্য হয় না রানুর। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে। কিছুটা নিজের কারণে ফিরতে হয়েছে সেই রাণা।

এই উত্থান-পতনের কাহিন এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। রানুদির নাম ভূমিকায় ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে । এই চরিত্রের খাতিরে সম্প্রতি রানাঘাটে এসে রানু মন্ডলের সঙ্গে দেখা করে গেলেন অভিনেত্রী। সম্প্রতি রানুদির সঙ্গে দেখা হওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে রানুদি তাঁকে জড়িয়ে ধরে আছেন। ছবি থেকেই স্পষ্ট, রানু মণ্ডলের সঙ্গে অনেকটাই সময় কাটাচ্ছেন ঈষিকা। ছবিটি মুহূর্তে ভাইরালও হয়।

তবে শুধু ছবি নয়। একটি ভিডিওটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘খেতে খেতে গান গাইছেন রানুদি। অন্যদিকে ঈষিকা মন দিয়ে শুনছেন সেই গান। ঈশিকার কথায়, ‘এই মুহূর্তে রানুদির সঙ্গে রয়েছি, খুব এনজয় করছি আমরা। অনেক কিছু জানতেও পারছি রানুদির সম্পর্কে। ছবিতে অভিনয়ের ক্ষেত্রে এই সাক্ষাৎ খুবই প্রয়োজন ছিল। সত্যি বলতে এক দারুণ অভিজ্ঞতা।’ জানা গিয়েছে রানু মণ্ডলের সঙ্গে গানের অনুশীলন করছেন ঈশিকা।

পরিচালক হৃষিকেশ মণ্ডল জানিয়েছেন, নয়ের দশকের ফ্লেভার থাকবে ছবিতে। নাম ‘মিস রানু মারিয়া’। যেখানে রানু মণ্ডলের বর্তমান এবং অতীতের লুকে দেখা যাবে ঈশিকাকে। বলাবাহুল্য ছবিতে থাকছে একাধিক গান। যার দায়িত্ব সামলাবেন সুরজিৎ, সিধু ও নীলাকাশ। নভেম্বর থেকে শুরু হবে ছবির কাজ।

]]>
Ankush-Oindrila: শোরগোল ফেলে দিল অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’-এর ভিডিও https://ekolkata24.com/entertainment/viral-ankush-andrilas-love-marriage-video Tue, 19 Oct 2021 09:46:26 +0000 https://www.ekolkata24.com/?p=8284 কলকাতা: কখনও মলদ্বীপ কখনও দুবাই ভালবাসার আকাশে পাখা মেলে উরছে টলিউডের দুই লাভবার্ডস অঙ্কুশ ও ঐন্দ্রিলা। চুটিয়ে প্রেম করলেও সহজে বিয়ের বাঁধানে বাঁধা পরছেন না তাঁরা। যদিও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে নানা ইঙ্গিত দিয়ে থাকেন, কিন্তু কবে, কখনও সেসব নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করতে একেবারেই নারাজ এই কপত-কপতি।

তবে বিয়েল না হলেও রিল লাইফে ‘লাভ ম্যারেজ’ করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আর তারই ফাস্টলুকের একটি ভিডিও ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন হিরো। যা এখন সোশ্যাল মিডিয়ার মোস্ট পপুলার ভিডিও। আর এই ভিডিও দেখে একের পর এক ছুটে আসছে অনুরাগীদের প্রশ্ন, ‘ সিনেমা তো বিয়েটা সেরে ফেললেন, বাস্তব জীবনে বিয়েটা কবে করবেন!’

পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী ছবি ‘লাভ ম্যারেজ’-এ জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এছাড়া ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, রঞ্জিত মল্লিক। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে শুটিং পর্ব।

রাজা চন্দর ‘ম্যাজিক’ ছবি থেকেই সিনেমায় পা রাখেন ঐন্দ্রিলা সেন। তার আগে অবশ্য় একের পর এক ধারাবাহিকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেছিলেন নায়িকা। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর জুটি ভীষণ মনে ধরেছিল দর্শকদের।

উল্লেখ্য কিছুদিন আগে বিয়ের ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে নজর কেড়েছিলেন অঙ্কুশ। তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়তে চলেছে এই জুটি।

]]>
Aryan Khan: ছেলে ফিরলে তবেই মন্নতে ঢুকবে মিঠাই, পণ গৌরীর https://ekolkata24.com/entertainment/no-sweet-untill-aryan-returns-home-says-gauri Tue, 19 Oct 2021 06:33:23 +0000 https://www.ekolkata24.com/?p=8233 মুম্বই: দেখতে দেখতে হপ্তা দুই। ছেলে ফেরেনি ঘরে। আরিয়ানকে (Aryan Khan) ছাড়াই নবরাত্রি কাটিয়েছে খান পরিবার। কিন্তু দীপাবলিতে নয়! শাহরুখ -গৌরীর বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে। তাইতো বাড়ির সবাই ডেকে মা গৌরি জানিয়ে দিয়েছেন, আরিয়ান না ফেরা পর্যন্ত কোনও রকম মিষ্টি তৈরি হবে না ‘মন্নত’-এ।

খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এক কর্মীকে মন্নতে ক্ষীর রান্না করতে দেখে তড়িঘড়ি তাঁকে আটকে দেন গৌরী। এর পরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনও মিষ্টি তৈরি করা হবে না। আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। সব কাজও স্থগিত রেখেছেন তিনি। জানা গিয়েছে, ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন তিনি।

বাদশা পুত্র আরিয়ান এখন আর্থার রোড জেলের ৯৫৬ নম্বর কয়েদি। গত ২ অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হওয়ার পর থেকে হাজতই এখন তার ঠিকানা। । একাধিক বার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। শাহরুখ-পুত্রের পক্ষে কোনও যুক্তিই ধোপে টেকেনি সেখানে। কিন্তু তবু আশা ছাড়তে নারাজ শাহরুখ এবং গৌরী।

অন্যদিকে, আর্থার রোড জেল সূত্রে খবর, আরিয়ান জেলের আদবকায়দা মানতে পারছেন না। খেতে পারছেন না জেলের খাবার । কথা বলা বন্ধ করে দিয়েছেন। এমনকী মাদক কাণ্ডে ধৃত কারও সঙ্গে দেখাও করতে চাইছেন সে। যে কারণে আরিয়ানকে বাকি অভিযুক্তদের থেকে আলাদা, জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। পরতে দেওয়া হয়েছে নিজের পোশাক।

প্রসঙ্গত, জেলের খাবারে অরুচি বলে ছেলেকে খাওয়াদাওয়ার খরচ বাবদ মানি অর্ডারে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছেন শাহরুখ। কেননা এই মুহূর্তে জেলে বাড়ির খাবার খাওয়ার অনুমতি পাননি তিনি। আপাতত সেখানকার ক্যান্টিনের খাবার খেয়ে দিন কাটছে আরিয়ানের।

]]>
বিতর্কে দেব, ভাইরাল কবীর সুমনের ভিডিও https://ekolkata24.com/entertainment/viral-kabir-sumons-video Mon, 18 Oct 2021 18:51:08 +0000 https://www.ekolkata24.com/?p=8204 কলকাতা: বিতর্ক পিছু ছাড়চ্ছে না ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী-র। প্রথমে শোনা গিয়েছিল ছবির পরিচালক ও প্রযোজকের মধ্যে কিছু সমস্য়া হয়েছে। কিন্তু এখন জল্পনা নয়। সরাসরি আবার সোশ্যাল মিডিয়ায় এসে ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী-র সঙ্গীত পরিচালক কবীর সুমন।

একটি ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছেন,’ হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর একটি বড় গান প্রতীক চৌধুরী গেয়েছেন। ২০১৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল গায়কের। তার দিন কয়েক আগেই তিনি হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী-র জন্য একটি গান রেকর্ড করেছিলেন। ছবির কাজ চলাকালীনই চলে যান প্রতীক চৌধুরী। অথচ ছবির টিজার, ট্রেলারে একবারও গায়কের নাম উল্লিখিত নয় বলে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন কবীর সুমন।

তিনি আরও জানিয়েছেন, তাঁর পরিচালিত এই গান প্রতীক চৌধুরী ছাড়া আর কেউ এভাবে গাইতে পারতেন না। অথচ ছবির টিজারে কোথাও প্রতীক চৌধুরীর নাম পর্যন্ত উল্লেখ করা হল না।’ শিল্পী দুঃখপ্রকাশ করে বলেছেন, যে এটি প্রতীক চৌধুরীর করা শেষ কাজ ছিল। তাঁকে ফাইনাল গানটি শোনাতেও পারেননি তিনি। কিন্তু আশা করেছিলেন এই ছবি তাঁকে উৎসর্গ করা হবে। কিন্তু ছবির টিজার বা ট্রেলার কোথাওই শ্রদ্ধা জানানো হল না কেন তা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন ছবির সঙ্গীত পরিচালক।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর টেলিভিশনে মুক্তি পেয়েছে দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’। ছবিটি মুক্তির আগের দিন প্রতীক চৌধুরীর সঙ্গে ছবি কবীর লিখেছিলেন, ‘অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর মন্তব্যমূলক পাঁচটি ছোট গান আর একটি বড় গান প্রতীক যেভাবে গেয়ে দিয়েছিলেন আর কেউ পারতেন না। আগামীকাল এই ছবিটি টেলিভিশনে প্রকাশ পাবার কথা। প্রতীক নেই। দেব এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ, যাঁরা এই ছবির প্রযোজক, প্রতীকের নাম একটিবার উল্লেখ করারও প্রয়োজন মনে করেননি।”

একইসঙ্গে একটি পোস্টে প্রযোজক দেবকেই কটাক্ষ করে কবীর সুমন লিখেছিলেন, ‘মাননীয় প্রযোজক একটিবারও প্রতীকের নাম উল্লেখ করেননি এই ছবিটির নানান টিজার প্রকাশ করার সময়। অথচ এটাই প্রতীকের জীবনের শেষ ছবি। আমি প্রতীকের চেয়ে বয়সে যথেষ্ট বড়। আমি বেঁচে থাকলাম, প্রতীক মারা গেলেন। এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। প্রযোজকের শ্রীবৃদ্ধি হোক আরও টাকা হোক তাঁর আরও নাম হোক।’

]]>
Ranveer-Deepika: তৈরি নামের লিস্ট, মা হতে চলেছেন দীপিকা! https://ekolkata24.com/entertainment/list-of-names-made-deepika-is-going-to-be-a-mother Mon, 18 Oct 2021 17:21:26 +0000 https://www.ekolkata24.com/?p=8193 মুম্বই:  লাভবার্ডস থেকে মিস্টর অ্যান্ট মিসেস আর এখন উড বি মম অ্যান্ড ড্যাড (Ranveer-Deepika)। বলিপাড়ার জোর গুঞ্জন মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরের আগস্ট মাসে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল দীপিকা ও রণবীরকে। তখন থেকেই কানাঘুযি চলছে দীপিকা নাকি অন্তঃসত্ত্বা। আর সেই জল্পনায় এবার ঘি ঢাললেন রণবীর নিজে।

সম্প্রতি অভিনেতা বলেন,’ আপনারা তো জানেনই আমার বিয়ে হয়ে গিয়েছে, আর ২ থেকে ৩ বছরের মধ্যে বাচ্চাও হয়ে যাবে। আপনাদের বউদি ছোটবেলায় এত কিউট ছিল যে আমি তো বলে দিয়েছি, আমার এমন সন্তান চাই। তাতেই লাইফ এক্কেবারে সেট হয়ে যাবে। আমি তো নামের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছি।’

রণবীরের এমন মন্তব্যের পরই সোড়গোল পড়েছে টিনসেলে। অনেকেই নিশ্চিত সন্তানের পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলিউডের ‘বাজিরাও মস্তানি’। প্রসঙ্গত, ২০১৮ সালে ইটালির লোক কোমোতে গাঁটছড়া বাঁধেন দুই তারকা।

এদিকে সদ্যই শুরু হয়েছে নতুন কুইজ শো ‘দ্য বিগ পিকচার’। এই কুইজ শো দিয়েই টেলিভিশনে সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহের। এতদিন বড় পর্দায় দর্শকদের অভিনয় দিয়ে মন জয় করার পর এবার সঞ্চালক হিসেবে তিনি কতটা মন জয় করতে পারেন, তাই এবার দেখার। ‘দ্য বিগ পিকচার’-র ঝাঁ-চকচকে সেট, উত্তেজক গেম ফর্ম্যাট তো রয়েছেই। এছাড়াও রয়েছে পাঁচ কোটি টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।

]]>
Dev-Rukmini: খুশির জোয়ার দেব-রুক্মিনীর জীবনে https://ekolkata24.com/entertainment/the-tide-of-happiness-in-dev-rukminis-life Mon, 18 Oct 2021 16:57:52 +0000 https://www.ekolkata24.com/?p=8176 কলকাতা: এবার পুজোয় এক্কেবারে জমজমাটি। এক কথায় সময়টা বেশ ভাল কাটছে-রুক্মিনীর (Dev-Rukmini)। বাংলায় ‘গোলন্দাজ’ আর মুম্বইতে ‘সনক’ দিয়ে ছক্কা হাঁকাচ্ছেন লাভ-বার্ডস।

করোনা আবহে এবার পুজোয় মানুষ কতটা হলমুখী হবে তা নিয়ে প্রথম থেকেই একটা জল্পনা চলছিল। তাছাড়া পুজোর সিনেমার লিস্টেও ছিল অনেকগুলি নাম। তবে সবাইকে পিছনে ফেলে এগিয়ে খোকাবাবু।

অনেকগুলো দিন পর ফের হলমুখী দর্শক। ‘গোলন্দাজ’ মুক্তি পাওয়ার পর থেকেই কয়েকটি প্রেক্ষাগৃহে প্রতি শো-হাউজফুল। যদিও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা হয়েছে। আর এই ব্যবস্থায় এখনও পর্যন্ত ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি ২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
এ বার পুজোয় ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন নগেন্দ্রপ্রসাদ অধিকারী। যে চরিত্রে অভিনয় করেছেন দেব। বাঙালির ফুটবল প্রেমের সূচনায় তাঁর অশেষ অবদান রয়েছে।

অন্যদিকে,মুম্বইতে কাজ করলেন রুক্মিণী। ওটিটিতে নায়িকার ‘সনক’ খুব জনপ্রিয় হয়েছে। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

নিজের ‘গোলন্দাজ’ আর বান্ধবীর ‘সনক’ নিয়ে খুব খুশি দেব। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের দু’জনের কাজের ক্ষেত্রে খুব ভাল সময় যাচ্ছে। রুক্মিণীর কাছে ‘সনক’ আছে, আমার কাছে ‘গোলন্দাজ’। একটা বাঙালি মেয়ে মুম্বইতে এত ভাল কাজ করেছে- খুব গর্ব হচ্ছে আমার। দেব এন্টারটেনমেন্ট ওকে প্রথম অভিনয়ে নিয়ে আসে। ওর সাফল্য দেখে ভাল লাগছে।’

 

]]>
জেলে আরিয়ানকে টাকা পাঠাল শাহরুখ https://ekolkata24.com/entertainment/shah-rukh-sent-money-to-aryan-in-jail Mon, 18 Oct 2021 16:26:27 +0000 https://www.ekolkata24.com/?p=8174 মুম্বই:  রং বদলেছে জীবনের। বাদশা পুত্র আরিয়ান এখন আর্থার রোড জেলের ৯৫৬ নম্বর কয়েদি। গত ২ অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হওয়ার পর থেকে হাজতই এখন তার ঠিকানা। আর সেই ঠিকানায় সাড়ে ৪ হাজার টাকা মানি অর্ডার করল শাহরুখ।

সক্কাল সক্কাল ঘুম থেকে ওঠা। সাদামাঠা খাবার। বিশেষ কোনও আয়োজন ছাড়াই পাঁচজন অভিযুক্তের মতো জেলে দিন কাটছে আরিয়ান। আর্থার রোড জেল সূত্রে খবর, আরিয়ান জেলের আদবকায়দা মানতে পারছেন না। খেতে পারছেন না জেলের খাবার । কথা বলা বন্ধ করে দিয়েছেন। এমনকী মাদক কাণ্ডে ধৃত কারও সঙ্গে দেখাও করতে চাইছেন সে। যে কারণে আরিয়ানকে বাকি অভিযুক্তদের থেকে আলাদা, জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। পরতে দেওয়া হয়েছে নিজের পোশাক।

অন্যদিকে জেলের খাবারে অরুচি বলে ছেলেকে খাওয়াদাওয়ার খরচ বাবদ মানি অর্ডারে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছেন শাহরুখ। কেননা এই মুহূর্তে জেলে বাড়ির খাবার খাওয়ার অনুমতি পাননি তিনি। আপাতত সেখানকার ক্যান্টিনের খাবার খেয়ে দিন কাটছে আরিয়ানের। যদিও বিশেষ কিছু মুখে তুলছেন না বাদশা পুত্র। আর তাই শাহরুখ-পুত্রের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ভিডিও কলে বাবা শাহরুখ এবং মা গৌরী খানের সঙ্গে কথা বলার সুযোগ পান আরিয়ান। সেখানে কেঁদে ফেলেন তিনি। বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ানের। আইনজীবী বদল করেও কোনও লাভ হয়নি। আগামী ২০ অক্টোবর ফের আদালতে তোলা হবে তাঁকে।

]]>
Shovan-Baisakhi Relationship: শোভনের ঢাকের তালে নেচে উঠলেন বৈশাখী https://ekolkata24.com/uncategorized/shovan-baisakhi-relationship-baishakhi-danced-to-the-beat-of-shovans-drum Sun, 17 Oct 2021 10:00:22 +0000 https://www.ekolkata24.com/?p=7996 অনলাইন ডেস্ক: ঢাকি শোভন, নাচেন বৈশাখী৷ বিয়ে করেছেন শোভন-বৈশাখী তবে আইনি স্বীকৃতি নেই। কিছু যায় আসে না পুজোর হিট জুটির। নিজেদের ছন্দে, ভালোবাসার আবেগে মত্ত তাঁরা। শোভনের ঢাকের তালে বৈশাখীর নাচ জমে গেল।

]]>
হাই প্রোফাইল মাদকচক্র: শাহরুখ-পুত্র আরিয়ানের বিরুদ্ধে মামলা, পাশে বলিউডের একাংশ https://ekolkata24.com/entertainment/fir-filed-against-aryan-khan-gets-support-from-bollywood Sun, 03 Oct 2021 15:02:25 +0000 https://www.ekolkata24.com/?p=6478 বায়োস্কোপ ডেস্ক: শনিবার মুম্বাইয়ের একটি বিলাসবহুল ক্রুজে পার্টিতে মাদক সেবনের অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খানকে আটক করেছিল এনসিবি। এবার আরিয়ান এর বিরুদ্ধে পাকাপাকিভাবে আইনে মামলা রুজু করল এনসিবি।

শনিবারের ওই ঘটনায় জড়িত মোট ৮ জনের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হয়েছে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর জারি করা হয় গ্রেপ্তারি ফরমান। আরিয়ান ছাড়াও এই মামলায় নাম জড়িয়ে আছে মুনমুন ধামেছা ও দুই আরবাজ মার্চেন্ট এর নামও। আটকদের বয়ান রেকর্ড করা হয়েছে এনডিপিসি আইনের ৬৭ ধারা অনুযায়ী।

Aryan Khan remanded to 1 Day NCB Custody by Mumbai Court.

শনিবার মুম্বাইয়ের সুমুদ্রতীরে বিলাসবহুল ক্রুজ থেকে শাহরুখপুত্র আরিয়ান ছাড়াও গ্রেপ্তার করা হয়েছিল ইসমিত সিংহ, বিক্রান্ত চোকর, নূপুর সারিকা, গমিত চোপড়া ও মহাক জয়সাওয়ালকে। ওই পার্টি থেকে এনসিবি দ্বারা বাজেয়াপ্ত করা হয় এসটিসি, কোকেন, মেফেড্রন জাতীয় সমস্ত নিষিদ্ধ মাদকদ্রব্য। মাদক কারোর জামার সেলাইয়ের ভেতর থেকে, তো কারোর জুতোর হিলের নীচ থেকে। সূত্র মাধ্যমে তার খবর, মাদক সরবরাহকারীদের সূত্র ধরেই এনসিবি আধিকারিকরা তল্লাশী চালায় ক্রূজে। সাধারণ পোশাকে ছদ্দবেশী সেজে এনবিসি পার্টিতে হানা দেয় বলে জানা গিয়েছে।

শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটেও মাদক অর্ডার করার নিদর্শন পেয়েছে বলে জানা গিয়েছে সূত্র মাধ্যমে। এদিকে, আরিয়ান খান গ্রেপ্তার প্রসঙ্গে শাহরুখ পুত্রের পাশে দাঁড়িয়েছে বলিউডের এক অংশ। এ প্রসঙ্গে সুনীল শেট্টি মন্তব্য করেছেন, “ছেলেটি এখনও বাচ্ছা। ওকে একটু দম নিতে দিন।”

তিনি আরো বলেছেন যে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করে দেওয়া ঠিক নয়। “যতক্ষণ না পর্যন্ত তদন্ত সম্পন্ন হচ্ছে, আরিয়ান কি মাদক আসক্ত বলে দাগিয়ে দেওয়া ঠিক হবে না”, মন্তব্য করেছেন সুনীল শেট্টি। আটক অভিযুক্তদের থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও কল রেকর্ড খতিয়ে দেখছে এনসিবি কর্তপক্ষ।

]]>
Entertainment: হইচই সিজন-৫ আসছে নতুন রূপে https://ekolkata24.com/entertainment/hoichoi-season-5-is-coming-in-a-new-form Thu, 30 Sep 2021 13:22:16 +0000 https://www.ekolkata24.com/?p=6123 বায়োস্কোপ ডেস্ক: বিশিষ্ট ওটিটি পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্ম হইচই সম্প্রতি তাদের পঞ্চম মরশুমের সূত্রপাতের ঘোষণা করেছে। দেশের বিভিন্ন জনপ্রিয় বিষয়বস্তু নির্মাতাদের সাথে একত্রিতভাবে হইচই নিয়ে আসতে চলেছে এক রাশ নতুন বিনোদন কনটেন্ট।

ওয়েব প্লাটফর্মটি ২০১৭ সালে চালু হওয়ার পর থেকেই বিভিন্ন অন্যধারার বিনোদন কনটেন্ট এর মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে এসেছে। হইচইয়ের সিজন ৪ দৃষ্টান্তমূলক কর্মক্ষমতার নিদর্শন দিয়ে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। সিজন ৪ এর সমস্ত জনপ্রিয় কন্টেন গুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সৈয়দ আহমেদ শাকির ‘তকদির’ এবং আশফাক নিকুনের ‘মহানগর’।

hichoi

হইচইয়ের আসন্ন মরশুমে থাকবে হইচই এর পূর্ববর্তী মরশুমের বেশ কতগুলি জনপ্রিয় ওয়েব সিরিজের নতুন সিজন। এছাড়াও থাকছে বাংলাদেশের কিছু স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তৈরি ওয়েব সিরিজ ও সিনেমাও। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো তামিম নূরের ‘কাইসার’, অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’, শঙ্খ দাশগুপ্তের ‘বলি’ এবং সৈয়দ আহমেদ শাকির ‘কারাগার’। প্রেস রিলিজের মাধ্যমে মোট ১২ টি নতুন কনটেন্টের প্রকাশের কথা জানানো হয়েছে ওটিটি মাধ্যমটির তরফ থেকে।

হইচই দর্শকদের জন্য নতুন মরশুমে নিয়ে আসতে চলেছে রহস্য, রোমাঞ্চ, প্রেম থেকে শুরু করে অপরাধ ও গোয়েন্দার গল্প। বাংলাদেশী অরিজিনাল ছবির পাশাপাশি থাকছে ভারতীয় পরিচালকদের কাজও। ইশা সাহা অভিনীত ইন্দু মুক্তি পেতে চলেছে হইচইয়ের নতুন মরশুমে। বনেদি বাঙালি পরিবারে বিয়ের পরম্পরার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি।

এছাড়াও থাকছে গোয়েন্দা একেনবাবুর নতুন গল্পের সমাহার। ব্যোমকেশের চোরাবালি গল্প অবলম্বনে তৈরি ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। অনির্বাণ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন চন্দন সেন, উসশি রায় ও অর্জুন চক্রবর্তী। এছাড়াও, হইচই নিয়ে আসছে রুদ্রবিনার অভিশাপ, গোরা, ক্ষ্যাপা শহর, মন্দার, রাঢ় কাহিনী এবং টিকটিকি সহ আরো অনেকগুলো নতুন ছবি। উল্লেখ্য, চার বছর আগে মহেন্দ্র সনি এবং বিষ্ণু মহতা মিলে তৈরি করেছিলেন এই অনলাইন বিনোদন মাধ্যমটি।

]]>