Exclusive – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 09 May 2024 14:57:12 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Exclusive – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 CV Ananda Bose: आख़िरकार उस दिन का राजभवन का फुटेज! वहाँ क्या है? https://ekolkata24.com/top-story/exclusive-cv-ananda-bose-footage-reveals-insights-from-raj-bhavan-incident Thu, 09 May 2024 14:56:28 +0000 https://ekolkata24.com/?p=47335 पिछले गुरुवार को राजभवन की एक अस्थायी महिला कर्मचारी ने राज्यपाल सीवी आनंद बोस (CV Ananda Bose) के खिलाफ छेड़छाड़ का आरोप लगाया था। फिर बंगाल की राजनीति में घमासान मचा हुआ है। मुख्यमंत्री ममता बनर्जी इसे लेकर काफी मुखर हैं।

हालांकि, राज्यपाल ने उसी दिन सभी आरोपों को खारिज कर दिया। उन्होंने दावा किया कि इस पूरे मामले के पीछे एक ‘साजिश’ है। इस सबके बीच, राजभवन ने पूर्व घोषणा के अनुसार उस दिन, गुरुवार का सीसीटीवी फुटेज प्रकाशित किया।

राजभवन पर जारी उस दिन की सीसीटीवी फुटेज की लंबाई करीब 1 घंटा 19 मिनट है. वहाँ क्या है?
उस दिन राजभवन के उत्तरी गेट के सामने दो कैमरों की रिकॉर्डिंग दिखाई गई थी। 1 घंटे 19 मिनट की फ़ुटेज को तीन स्तर में दिखाया गया है। पहली फुटेज का समय शाम 5:31 बजे से 5:42 बजे तक है। दूसरा फुटेज 5:32 से 6:32 तक का है। तीसरा फुटेज शाम 6:32 बजे से 6:41 बजे तक का है।

राजभवन द्वारा जारी फुटेज में महिला को राज्यपाल के खिलाफ शिकायत करते हुए दिखाया गया है। शाम करीब 5:32 बजे पहले कैमरे में महिला राजभवन से निकलकर सामने से ओसी के कमरे की ओर आती दिखी. दूसरे कैमरे में वह पीछे से ओसी के कमरे की ओर जाता दिख रहा है।

हालांकि, सीसीटीवी फुटेज में राजभवन या राज्यपाल का अंदरूनी हिस्सा नहीं दिखी। पुलिस में दर्ज शिकायत में महिला ने कहा कि राज्यपाल ने राजभवन के कॉन्फ्रेंस रूम में उनके साथ अभद्र व्यवहार किया।

तृणमूल ने दावा किया था कि राज्यपाल ने राजभवन में एक अस्थायी महिला कर्मचारी के साथ दो बार छेड़छाड़ की। उस संदर्भ में, सीसीटीवी फुटेज को सार्वजनिक करने की चुनौती दी गई थी। पुलिस ने राजभवन अधिकारियों से सीसीटीवी फुटेज भी मांगा। लेकिन कानूनी अड़चनों के कारण राज्यपाल ने पुलिस को फुटेज देने से इनकार कर दिया। राजभवन के कर्मचारियों को भी दिशानिर्देश जारी किए गए हैं।

इसके बाद राज्यपाल ने तृणमूल की चुनौती को स्वीकार करते हुए ‘सच का सामना’ की घोषणा की। राजभवन की ओर से बताया गया कि उस दिन का सीसीटीवी फुटेज राजभवन द्वारा प्रदर्शित किया जाएगा लेकिन इसे ममता बनर्जी और उनकी पुलिस को नहीं दिखाया जाएगा।

]]>
Sachin Tendulkar: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের এক্সক্লুসিভ ময়নাতদন্ত সচিনের https://ekolkata24.com/sports-news/sachin-tendulkars-exclusive-autopsy-of-indias-rate-against-new-zealand Tue, 02 Nov 2021 16:48:44 +0000 https://www.ekolkata24.com/?p=10075 Sports Desk, Kolkata24x7: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৮ উইকেটে জিতেছে। ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল,রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি, ঋষভ পহ্ন কিউইদের বিরুদ্ধে বিগ ওয়ান (বড় শট) খেলতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরে এসেছে। যা নিয়ে দেশজোড়া সমালোচনার ঝড় বয়ে চলেছে।

এই নিয়ে ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজের অভিমত মঙ্গলবার সোশাল মিডিয়াতে তুলে ধরে বলেন, “নিউজিল্যান্ড ডিসিপ্লিন বোলিং করেছে সঙ্গে ফ্লিড সেটিং ভীষণ ভাল ছিল। ফলে সহজে স্ট্রাইক রোটেশন করা যাচ্ছিল না এবং বাউন্ডারি আসছিল না। সেই কারণে আমাদের ব্যাটসম্যানরা বিগ ওয়ান (বড় শট) খেলতে শুরু করে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম একাদশে দুই পরিবর্তন করে, দলে ইশান কিশান এবং শার্দূল ঠাকুরকে অন্তর্ভুক্ত করা হয়। দেশের ক্রিকেট মহল দ্বিধা বিভক্ত এই দুই পরিবর্তন নিয়ে। কেউ বলছেন এটা পরীক্ষামূলক পরিবর্তন ছিল, আবার কারুর মতে এটা ফোর্স চেঞ্জ ছিল। মাস্টার ব্লাস্টারের মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে দুই পরিবর্তন ‘ফোর্স চেঞ্জ’ ছিল। নিজের মতের স্বপক্ষে কারণ ব্যাখায় বলেন,”সূর্যর ব্যাক প্রবলেম ছিল। ফলে রিপ্লেসমেন্ট হিসেবে ইশান দলে আসে।ইশান ওপেনার হিসেবে ভাল। কেননা, দুটো আইপিএলের ম্যাচে এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইশান কিশান ‘এক্সক্লুসিভ স্ট্যাট’ দিয়েছিল। আমার কাছে এই পরিবর্তন প্রত্যাশিত ছিল।

ক্রিকেটের ভগবান বলেন,” কেউ আনফিট হলে ইশান আসবে এটাই স্বাভাবিক, তাই আমি মোটেও সারপ্রাইজ হইনি, প্রথম একাদশে ইশান কিশানের নাম দেখে।”

যেভাবে বিগ ওয়ান(বড় শট) নিতে গিয়ে কিউইদের বিপক্ষে কেএল রাহুল,রোহিত শর্মা,বিরাট কোহলি, ঋষভ পহ্ন আউট হয়েছে ওই আউট হওয়ার পরিবেশ এবং পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে সচিন তেন্ডুলকর বলেন,
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইশান কিশানের ব্যাটিং ছাড়াও কেএল রাহুল,রোহিত শর্মা,বিরাট কোহলি এমনকি ঋষভ পহ্নের ব্যাটিং’র দিকে নজর রাখলে দেখা যাবে কেএল রাহুল ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট, রোহিত এনং বিরাট লঙ অনে ক্যাচ আউট হয়েছিল। মুচকি হেসে সচিন এই প্রসঙ্গে বলেন,” প্রতিবার ওপর দিয়ে মারতে গেলে নির্ভুল হতে হয়, না হলে মূল্য চোকাতে হয়।”

সচিন বিষয়টাকে আরও সহজভাবে বোঝাতে গিয়ে বলেন,”এই আউটের কারণ হিসেবে আমি (সচিন) বলবো সিঙ্গলস সহজে আসছিল না।নিউজিল্যান্ড ডিসিপ্লিন বোলিং করার পাশাপাশি ফ্লিড সেটিং ভীষণ ভাল করেছিল। ফলে সহজে যেভাবে স্ট্রাইক রোটেট করা হয়ে থাকে তা হচ্ছিল না, বাউন্ডারি পাওয়া যাচ্ছিল না। সেই কারণে আমাদের ব্যাটসম্যানরা বারে বারে বড় শট নেওয়ার ঝুঁকি নিতে শুরু করে। আর বড় শট যখন ক্লিক না করে তখন, উইকেট হারিয়ে যায়।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের ময়নাতদন্ত করতে গিয়ে সচিন তেন্ডুলকর যেভাবে নিখুঁত ভাবে ম্যাচ বিশ্লেষণ করেছেন মঙ্গলবার, তা এককথায় বাইশ গজে ডানহাতে ব্যাট ছাড়াও শুধু দুরন্ত তাই’ই নয়, এক্সক্লুসিভ।

]]>
Exclusive: কেন বোস রূপে আর প্রকাশ্যে আসেননি সুভাষ? জানতেন এই মহিয়সী https://ekolkata24.com/offbeat-news/leela-nag-roy-only-knows-why-subhas-bose-not-came-in-front-of-public-in-netaji-look Sat, 02 Oct 2021 17:20:00 +0000 https://www.ekolkata24.com/?p=6364 বিশেষ প্রতিবেদন: গুমনামি কী নেতাজী ? এ নিয়ে হাজারও প্রশ্ন তর্কবিতর্ক রয়েছে থাকবেও। সুরজিৎ দাশগুপ্ত, বিজয় নাগ, পবিত্র মোহন রায়, অতুল সেন, সুনীল গুপ্ত এরা লক্ষ বার বলেছেন ,প্রমাণ দিয়েছেন যে গুমনামিই নেতাজী। তাঁর মৃত্যুর পর ফৈজাবাদের ঘর থেকে বহু চিঠির মধ্যে পাওয়া গিয়েছিল এই দেশপ্রেমী বিপ্লবী মহিলার চিঠিও। তাঁকেই তিনি জানিয়েছিলেন কেন তিনি আর নেতাজী সুভাষচন্দ্র বোস (Subhas Bose) রূপে আর ফিরতে চান না। তিনি লীলা নাগ রায় (Leela Nag Roy)।

ষাটের দশকের লেখা এক চিঠি ও তার উত্তরে গুমনামি বাবার উত্তর সেই তথ্য দিচ্ছে। উত্তর প্রদেশে ফৈজাবাদের গুমনামী বাবার মৃত্যুর পর, তার সংগ্রহ থেকে ১৯৮৫ সালে বেশ কয়েকটি চিঠি উদ্ধার হয়। অন্যতম চিঠির প্রেরক লীলা নাগ রায়। এমনই এক চিঠিতে লীলা নাগ রায় গুমনামীকে বলছেন , “আপনার ব্যক্তিগত প্রয়োজন আমাকে জানাবেন। দাবী করছি আপনার ডেভোটেড সিস্টার হিসাবে। আমাদের কিছু করতে দিন। দেশকে আমরাও তো কিছু সামান্য ভালোবাসি। যিনি সাধ্যের অতীত গিয়ে কাজ করলেন ও করছেন তার জন্য কিছু করার আনন্দ থেকে আমাদের বঞ্চিত করার মতো নিষ্ঠুর হবেন না।” এর উত্তর গুমনামি যে উত্তর দিয়েছিলেন তার পুরোটা বোঝা যায় না। কিন্তু একটি। লাইনই স্পষ্ট করে দেয় কী পরিমাণ অভিমানের পাহাড় ওই মানুষটার মধ্যে জমেছিল, আর তা থেকেই তিনি লেখেন “আমি পাথরের মতো হয়ে গিয়েছি। আমাকে তোমরা ছেড়ে।দাও লী”। আর ঠিক এই কারণেই তিনি আর সুভাষ রূপে ফিরে আসেননি।

Leela nag roy only knows why subhas bose not came in front of public

১৯২২ থেকে ১৯৪১ সাল পর্যন্ত নেতাজীর সংগ্রামের অন্যতম সহযোগী ছিলেন এই লীলা রায়। ১৯৬৩ সালে তিনি গুমনামি বাবার সঙ্গে দেখা করেন। ১৯৭০ সালের ১১ই জুন এই মহীয়সীর পরলোক গমনের আগে পর্যন্ত তিনি নিয়মিত ভগবানজীকে টাকা ও নেতাজীর পছন্দের জিনিসপত্র পাঠিয়ে গিয়েছেন । নেতাজী যেমন লীলা রায়কে ‘লী’ বলে ডাকতেন তেমনি ভগবানজী লীলা রায়কে যে সমস্ত চিঠি লিখেছেন তাতেও তাকে ‘লী’ বলেই উল্লেখ করেছেন । আজ সেই লী এর জন্মদিন ছিল। মহাত্মার জন্মদিনের আড়ালে ঢাকা পড়ে তাঁর জন্মদিবস। মেঘে ঢাকা তারা। তাই দিন শেষেই এই বিশেষ প্রতিবেদন।

১৯ সেপ্টেম্বর, ১৯৮৫। তেরঙা পতাকায় মোড়া ভগবানজি বা গুমনামী বাবার দেহটি বের করে আনা হয় রাম ভবন থেকে। শবযাত্রী মাত্র ১৩ জন। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন ডা. আর পি মিশ্র, ডা. প্রিয়ব্রত বন্দ্যোপাধ্যায়, সরস্বতী দেবী শুক্লা আর রামকিশোর পান্ডা। সরযূ নদীর ধারে গুপ্তার ঘাটে হয় গুমনামি বাবা ওরফে ভগবানজির শেষকৃত্য। চিতায় আগুন লাগানো হতেই তাঁর পেয়ারের রামকিশোর কাঁদতে কাঁদতে বলেছিলেন, “যাঁকে শেষ বিদায় জানাতে ১৩ লাখ মানুষের উপস্থিত থাকার কথা তাঁর মৃত্যুর পর মাত্র ১৩ জন রয়েছি!”

Leela nag roy only knows why subhas bose not came in front of public

ফেরা যাক তিনি লীলা নাগ(রায়)-এ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনিও এক সমোজ্জ্বল নক্ষত্র। নেতাজী সুভাষ চন্দ্র বসুর খুব ঘনিষ্ঠ সহোযোগী এই বীরাঙ্গনা সিলেটের এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে ছিলেন। বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট। চাইলে হয়তো জীবনটাকে অন্য ভাবে গড়তে পাড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রীর প্রথম ছাত্রী এবং গ্র‍্যাজুয়েশনে ইংলিশে গোল্ড মেডেলিস্ট।

ছাত্রজীবনেই জড়িয়ে পড়েছিলেন সামাজিক আন্দোলনে। বিশেষত নারীদের জন্য সমাজ সংস্কারে, স্কুল চালু করায় ও তাদের স্বনির্ভরতার জন্য বিভিন্ন হাতের কাজ শেখানোর ও সেগুলো বিক্রির ব্যবস্থায়। সেই সময় দাঁড়িয়ে চালু করেন জয়শ্রী নামে শুধুমাত্র নারী লেখিকাদের জন্য পত্রিকা।

সামাজিক কাজের আড়ালে চালু করেন নারীদের স্বাধীনতা সংগ্রামে প্রস্তুত করার প্রস্তুতি। গোপনে চালু করেন নারী সশস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র “দিপালী সংঘ”। সেই সংগঠন থেকেই উঠে আসেন প্রীতিলতা ওয়াদেদারদের মতন নারী স্বাধীনতা সংগ্রামীরা। ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে পরেন নেতাজী সুভাষ চন্দ্র বোসের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে। কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে ৬ বছরের কারাদণ্ড হয় তাঁর। পরবর্তীতে নেতাজীর সাথেই তিনি ও তাঁর স্বামী অনিল চন্দ্র রায়, দুজনেই কংগ্রেস ত্যাগ করে যুক্ত হন ফরোয়ার্ড ব্লকের সাথে।

আবার ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত হয়ে ১৯৪২ থেকে ১৯৪৬ এ কারাবাস হয়ে তাঁর। ১৯৪৬ এ মুক্তি পেয়ে কনস্টিটিউট এস্যাম্বলি অফ ইন্ডিয়াতে নির্বাচীতও হন তিনি। কিন্তু এর পরেই ভারত তথা বাংলার রাজনীতি অন্য দিকে মোড় নেয়। ভাতৃঘাতী দাঙ্গায় মেতে ওঠে ভারত। ভয়াবহ রূপ নেয় নোয়াখালী। যে নোয়াখালীতে সরোজিনী নাইডু পর্যন্ত গলায় সায়ানাইডের লকেট পড়ে ভিসিট করতে গিয়েছিলেন সেখানে তিনি মাটি কামড়ে পড়ে থেকে আর্ত-পীড়িতদের বাঁচানোর লড়াই চালান।

পরবর্তীতে ১৯৪৭ এ দেশ ভাগের পর চলে আসেন ভারতে আর ১৯৬০ এ নির্বাচিত হন ফরোয়ার্ড ব্লকের চেয়ারপার্সন। শেষ নিশ্বাস ত্যাগ করেন ১৯৭০। তার আগেই ফরোয়ার্ড ব্লকের রাজনীতির উপর শ্রদ্ধা হারিয়ে নিয়ে নিয়েছিলেন রাজনৈতিক সন্যাস।

]]>