extramarital – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 29 Jul 2021 07:27:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png extramarital – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 বলিউডে সবচেয়ে জনপ্রিয় ৭ পরকীয়া প্রেম কাহিনি https://ekolkata24.com/entertainment/most-famous-extramarital-affairs-in-bollywood Sun, 25 Jul 2021 09:33:27 +0000 https://www.ekolkata24.com/?p=1300 নিউজ ডেস্ক: বলিউড তারকাদের পরকীয়ার ঘটনা সব সময় খবরের শিরোনামে থাকে।সারা বিশ্বের নজর তারকাদের ব্যক্তিগত জীবনের ওপর সব সময় থাকে। সেই কারণেই তারকাদের জীবনে যে কোন ছোট বড় ঘটনা মানুষের কাছে চর্চার বিষয় হয়ে ওঠে।

অমিতাভ বচ্চন-রেখা
অমিতাভ-রেখার প্রেম কাহিনী আজীবন রহস্যময় রয়ে গেছে। বলিউডে এই জুটি একের পর এক সুপারহিট ছবি দিয়েছে তা।র সঙ্গেই তাদের প্রেম কাহিনীর গল্পও আনাচে-কানাচে কান পাতলেই শোনা যেত। তবে অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ,রেখা কে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কোনও ভাবেই তিনি তার স্বামী অমিতাভ বচ্চনকে ছাড়বেন না। পরবর্তী সময়ে এই জুটিকে আলাদা হয়ে যেতে হয়। তবে আজও তাদের কাহিনী যেন অজানাই রয়ে গেছে।

মিঠুন চক্রবর্তী- শ্রীদেবী
মিঠুন শ্রীদেবীর সম্পর্কের কথা মানুষের কাছে অজানা ছিল না। তবে স্ত্রী যোগিতা বালির সম্মানের কথা ভেবে কোনদিনও লোক সমাজে শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি মিঠুন চক্রবর্তীর। অনেকে বলে মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী চুপিসারে বিয়ে করেছিলেন। তবে যোগিতা বালির আত্মহত্যা করার চেষ্টার ফলে তাদের এই বিয়ে এবং সম্পর্ক ভেঙ্গে দিতে হয়।

শাহরুখ খান -প্রিয়াঙ্কা চোপড়া
বি-টাউনের সবথেকে সত স্বামী হিসেবেই পরিচিত ছিলেন শাহরুখ খান ।তবে কিং খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার পরকীয়ার গুঞ্জনে তার এই ছবি ভেঙে যায়। বলা হয় ‘ডন’ ছবির শুটিংয়ের সময় তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের জেরে নাকি শাহরুখ গৌরীর সংসার ভাঙতে বসেছিল। তবে শেষ রক্ষা করতে সফল হয়েছিলেন কিং খান। অন্যদিকে গৌরি খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কোন দিন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছবি করতে পারবেন না শাহরুখ। তার পর থেকে এই জুটিকে কোন ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

গোবিন্দা -রানী মুখার্জি
‘হদ কর দি আপনে’ ছবিতে গোবিন্দা এবং রানী মুখার্জি অভিনয় করেছিলেন ।সেই সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে গুঞ্জন ছিল বলিপাড়ায়। সেই সময় গোবিন্দা বিবাহিত ছিলেন এবং দুই সন্তান ছিল তার। নিজের ভালোবাসা প্রকাশ করতে গোবিন্দা প্রায়শই দামি দামি উপহার দিতেন রানী মুখার্জিকে। শুধু তাই নয় সেই সময়ে বলিউডের নতুন অভিনেত্রী রানী মুখার্জিকে বিভিন্ন পরিচালকদের সঙ্গে কাজের জন্য দেখা করাতেন গোবিন্দা। গোবিন্দা এবং রানীর সম্পর্কের কথা গোবিন্দার স্ত্রী সুনিতা জানতে পারেন এই ঘটনার জেরে তাদের সংসারে অশান্তি শুরু হয় ।সুনিতা বাড়ি ছেড়ে চলে যাবেন বলেও প্রস্তুতি নিয়ে ফেলেন ।তবে শেষমেশ রানী এবং গোবিন্দা সম্পর্কে অজানা কিছু কারণে চিড় ধরে। গোবিন্দা নিজের সংসার ভাঙতে দেননি এবং সুনিতার সঙ্গে এখনও ঘর করছেন।

শত্রুঘ্ন সিনহা- রিনা রায়
শত্রুঘ্ন এবং রিনার সম্পর্কের কথা বলিউডের সকলেই জানতেন। তবে রিনা এই সম্পর্ককে নাম দিতে চেয়েছিলেন ।আর সেখানেই আপত্তি ছিল শত্রুঘ্ন সিনহার।তিনি তার স্ত্রী পুনমকে কোনভাবেই ছেড়ে দিতে রাজি হননি। যার জেরে শত্রুঘ্ন এবং রিনা রায় সম্পর্ক ভেঙে যায় ।অনেকে বলে থাকেন সোনাক্ষী সিনহা রিনার মুখের অদ্ভুত মিল রয়েছে। এমনকি বলা হয় শত্রুঘ্ন রিনা সন্তান সোনাক্ষী। তবে সে কথা কখনওই পরিবারের পক্ষ থেকে বলা হয়নি ।এমনকি এই ধরনের গুজব উড়িয়ে দিয়েছে সিনহা পরিবার।

হৃত্বিক রোশন-বারবারা মোরি
‘কাইট’ ছবিটি নাম না করতে পারলেও এই ছবিতে অভিনীত জুটি হৃত্বিক রোশন এবং বারবারা মোরির সম্পর্ক যথেষ্ট চর্চায় এসেছিল ।সেই সম্পর্কের জেরে সুজান এবং ঋত্বিককের সম্পর্কে চিড় ধরা শুরু করে ।এমনকি ঋত্বিক রোশনের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন সুজান। তবে সেই সময় পরিস্থিতি সামলে নেন হৃত্বিক রোশন। সুজানকে বাড়ি ছেড়ে যেতে হয়নি। তবে পরবর্তী সময়ে ২০১৪সালে ঋত্বিক এবং সুজানের বিবাহবিচ্ছেদ হয়।

আদিত্য পাঞ্চোলি- কঙ্গনা রানাওয়াত
আদিত্য পাঞ্চোলির স্ত্রী জারিনা ওয়াহাব নিজে সকলের সামনে স্বীকার করেছিলেন যে তার স্বামী আদিত্য পাঞ্চোলির সঙ্গে কঙ্গনা রানাওয়াত এর সম্পর্ক রয়েছে। ধীরে ধীরে বলিউডের সমস্ত অনুষ্ঠানে কঙ্গনা এবং আদিত্যকে একসঙ্গে দেখা গিয়েছে ।তাদের সম্পর্কের কথা আর অজানা ছিলনা ।তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং তা পরিণত হয় শত্রুতায়। আদিত্য পাঞ্চোলি এবং কঙ্গনা রানাওয়াত একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন একাধিক সময়।

]]>