farmer leader – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 18 Dec 2021 11:54:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png farmer leader – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Punjab polls: নতুন দল গড়ে সব আসনে লড়াইয়ের ঘোষণা কৃষক নেতার https://ekolkata24.com/uncategorized/punjab-polls-farmer-leader-gurnam-singh-charuni-launches-political-party Sat, 18 Dec 2021 11:54:24 +0000 https://ekolkata24.com/?p=15339 Punjab polls
নিউজ ডেস্ক, চণ্ডিগড়: টানা এক বছর আন্দোলন চালিয়ে সরকারকে বাধ্য করেছেন তিন কৃষি আইন (farm act) বাতিল করতে। তবে কৃষক নেতারা জানিয়েছিলেন তাঁরা শুধু কৃষকদের স্বার্থেই আন্দোলন করছেন। তাঁরা শুধু কৃষকদের জন্য লড়াই করবেন। সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। কিন্তু সেই কথাকে কার্যত উড়িয়ে দিয়ে শনিবার (saturday) নতুন রাজনৈতিক দল গড়ার কথা ঘোষণা করলেন কৃষক নেতা গুরনাম সিং চাঁদুনি (gurnam sing chsnduni)। এই কৃষক নেতা তাঁর নতুন দলের নাম দিয়েছেন ‘সংযুক্ত সংঘর্ষ পার্টি'(sangukta sanghrsa party)।

শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এই কৃষক নেতা জানিয়েছেন, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তার দল রাজ্যের ১১৭টি আসনেই লড়াই করবে। যদিও তিনি নিজে ভোটে দাঁড়াবেন না বলে চাঁদুনি জানিয়েছেন।

কৃষক আন্দোলন সফল হওয়ার প্রেক্ষিতে নতুন দল তৈরি করে চাঁদুনির সংসদীয় রাজনীতিতে অংশ নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের ধারণা, শেষপর্যন্ত চাঁদুনিও ভোটে লড়বেন। সেক্ষেত্রে হয়তো তিনি দাবি করবেন, দলীয় কর্মী- সমর্থকদের আবেদনের কারণেই তিনি নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, দিল্লির সিংঘু সীমানায় এক বছর ধরে চলা কৃষক আন্দোলনে বড় ভূমিকা ছিল চাঁদুনির। তাঁর ডাকেই হরিয়ানা ও পাঞ্জাব থেকে বহু কৃষক দিল্লিতে সমবেত হয়েছিলেন। এবার সেই কৃষক নেতার সরাসরি রাজনীতিতে যোগদান যথেষ্ট উল্লেখযোগ্য ঘটনা।

পাঞ্জাবের পাশের রাজ্য হরিয়ানাতে চাঁদুনির ভাল রকম প্রভাব আছে। এক বছর পর ২০২৩ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচন। কৃষক আন্দোলনের জেরে হরিয়ানাতেও বিজেপি যথেষ্ট ব্যাকফুটে আছে। তাই চাঁদুনি হরিয়ানার নির্বাচনে অংশ নিলে বিজেপির ক্ষমতা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগামী বছরের শুরুতেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। কিন্তু এই রাজ্যে নির্বাচনের আগে ঘটনার ঘনঘটা। সেপ্টেম্বর মাসে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মাত্র তিন দিন হল নিজের নতুন দল ঘোষণা করেছেন অমরিন্দর। এমনকী, বিজেপির সঙ্গে জোট করে তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন বলেও জানিয়েছেন। এরই মধ্যে পাঞ্জাবে আত্মপ্রকাশ করল আরও একজন রাজনৈতিক দল। যে দলের নেতা হলেন চাঁদুনি। এই কৃষক নেতা বলেছেন, আসন্ন নির্বাচনে তিনি কোনও দল বা জোটের সঙ্গে হাত মেলাবেন না। এ ঘটনায় স্বাভাবিকভাবেই পাঞ্জাবে কংগ্রেসের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল

]]>
Minimum Support Price: কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ https://ekolkata24.com/uncategorized/minimum-support-price-amit-shah-called-says-farmer-leader-as-skm-forms-5-member-panel-to-talk-to-centre Sat, 04 Dec 2021 15:56:12 +0000 https://ekolkata24.com/?p=13531 News Desk: দেরিতে হলেও শেষ পর্যন্ত হুঁশ ফিরল নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Goverment)। কৃষি আইন (Farm Law) প্রত্যাহার করে নেওয়ার পর এবার আন্দোলনরত কৃষকদের (farmer) সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে সোমবার সংসদে কৃষি আইন প্রত্যাহার হওয়ার পর শনিবারই প্রথম সংযুক্ত কিষান মোর্চা আন্দোলন প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছে।

কৃষক আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে শনিবার কৃষকদের বিভিন্ন সংগঠন এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, কৃষকদের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সদস্যরাই সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। যদি আলোচনা ইতিবাচক হয় তবে তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন কৃষকরা।

উল্লেখ্য, কৃষি আইন প্রত্যাহার হওয়ার পরের দিনই কৃষক নেতাদের ফোন করেছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। ওই মন্ত্রী ফোন করে কৃষক নেতাদের আলোচনায় বসার আহ্বান জানান। শনিবার কৃষক যুধাবীর সিং জানিয়েছেন শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের ফোন করেছিলেন। শাহ আশ্বাস দিয়েছেন, কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার পর এখনও কৃষকদের যে সমস্ত দাবি-দাওয়া বকেয়া রয়েছে সেগুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে। সরকার চায়, কৃষকদের সমস্যার পাকাপাকি সমাধান করতে। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধেই আমরা শনিবার আলোচনায় বসি।

ওই কৃষক নেতা আরও জানিয়েছেন, শনিবারের বৈঠকে তারা পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। ওই কমিটি সরকারের সঙ্গে আলোচনায় বসবে। ওই আলোচনার ফলাফল নিয়ে ৭ ডিসেম্বর তাঁরা বৈঠক করবেন। কেন্দ্রের সঙ্গে আলোচনায় যদি তাঁদের সমস্যাগুলির সমাধান হয়ে যায় তবে তাঁরা আন্দোলনের পথ থেকে সরে আসবেন।

উল্লেখ্য, কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার পর এই প্রথম সংযুক্ত কিষান মোর্চা আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল।

]]>