farmer – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jun 2024 07:42:58 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png farmer – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 तृणमूल कांग्रेस के सांसद हरियाणा में आंदोलनकारी किसानों से मिलेंगे https://ekolkata24.com/top-story/tmc-mps-to-meet-agitating-farmers-in-haryana Mon, 10 Jun 2024 07:42:58 +0000 https://ekolkata24.com/?p=48143 कोलकाता : तृणमूल कांग्रेस के सांसदों का पांच सदस्यीय प्रतिनिधिमंडल सोमवार को हरियाणा का दौरा करेगा और किसानों से मुलाकात करेगा। ये किसान अपनी मांगों को लेकर प्रदर्शन कर रहे हैं, जिसमें फसलों के लिए न्यूनतम समर्थन मूल्य (एमएसपी) की कानूनी गारंटी शामिल है।

पार्टी ने सोमवार को एक बयान में कहा, “दीदी (टीएमसी सुप्रीमो ममता बनर्जी) का संदेश उन्हें देंगे कि हम आपके साथ हैं और केंद्र में मोदी के नेतृत्व वाली एनडीए सरकार को उनकी मांगें पूरी करनी चाहिए।”

टीएमसी के राष्ट्रीय प्रवक्ता डेरेक ओ ब्रायन, मोहम्मद नदीमुल हक, डोला सेन, सागरिका घोष और साकेत गोखले की पांच सदस्यीय टीम हरियाणा और पंजाब की सीमा पर खनौरी के पास आंदोलनकारी किसानों से मिलने की संभावना है।
सुरक्षा बलों ने 13 फरवरी को खनौरी में किसानों को उनके आंदोलन के तहत दिल्ली की ओर मार्च करने से रोक दिया था। उसके बाद यहां फिर से नए सारा से प्रदर्शन शुरू हुए हैं।

]]>
Lakhimpur : লখিমপুরের কৃষক হত্যা ছিল পূর্বপরিকল্পিত, বলছে সিটের রিপোর্টে https://ekolkata24.com/uncategorized/killing-of-a-farmer-in-lakhimpur-was-premeditated-says-the-sit-report Tue, 14 Dec 2021 09:25:10 +0000 https://ekolkata24.com/?p=14798 নিউজ ডেস্ক, লখনউ: আর মাস দু’য়েকের মধ্যেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (Assembly Election) । সেই নির্বাচনের আগে লখিমপুর (Lakhimpur) খেরির ঘটনায় বিশেষ তদন্তকারী দল (Special Investigation team) বা সিটের রিপোর্টে বড় ধাক্কা খেল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার।

অক্টোবর মাসে লখিমপুর (Lakhimpur) খেরিতে এক বিজেপি নেতার ছেলের গাড়ির চাকায় চার কৃষকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার তদন্ত করছিল সিট। মঙ্গলবার সিটের পেশ করা রিপোর্টে বলা হয়েছে, লখিমপুরের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। মঙ্গলবারই সিট লখিমপুরের ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্ট থেকেই চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। এই রিপোর্ট নিঃসন্দেহে যোগী আদিত্যনাথ সরকারকে চাপে ফেলে দিল।

উল্লেখ্য, লখিমপুরের ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস এবং তার কয়েকজন বন্ধুকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও মন্ত্রীপুত্র ও তার বন্ধুদের দাবি, লখিমপুরের ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। তবে ঘটনার দিন তাঁরা কোথায় ছিলেন সে প্রশ্নেরও সঠিক উত্তর মেলেনি। অন্যদিকে কৃষকরা পাল্টা জানিয়েছেন, লখিমপুরে যে গাড়ি কৃষকদের পিষে দিয়েছে সেই গাড়িতেই ছিলেন আশিস।

উল্লেখ্য, মোদি সরকারের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। অভিযোগ, কৃষকদের ওই নিরীহ অবস্থান বিক্ষোভে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের গাড়ি চার কৃষককে পিষে দেয়। এমনকী, গাড়ির ভিতর থেকে কয়েক রাউন্ড গুলিও

চালানো হয়। মুহুর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করতে প্রথম থেকেই গড়িমসি করছিল বিজেপি সরকারের পুলিশ। শেষ পর্যন্ত দেশ জুড়ে প্রবল সমালোচনা এবং সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে আশিসকে গ্রেফতার করে যোগীর পুলিশ।
কৃষকদের ক্রমবর্ধমান বিক্ষোভ দমন করতে যোগী সরকার লখিমপুরের ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে।

সেই তদন্তকারী দলের রিপোর্টেই জানানো হয়েছে লখিমপুরের কৃষক মৃত্যুর ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। রীতিমতো পরিকল্পনা করেই কৃষকদের উপর আক্রমণ চালানো হয়েছিল সেদিন। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার রিপোর্টও যোগী সরকারকে চাপে ফেলেছে। কারণ ওই রিপোর্টে বলা হয়েছে, লাইসেন্সড আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালিয়েছিল অভিযুক্তরা। তবে সেদিনের ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি। কৃষকরা একাধিকবার অভিযোগ করেছিলেন, মন্ত্রীর ছেলে ও তাঁর সঙ্গীরাই গুলি চালিয়েছিল। যদিও মন্ত্রীর ছেলে ও তার বন্ধু অঙ্কিত কেউই গুলি চালানোর কথা স্বীকার করেননি। তবে ফরেনসিক রিপোর্টে এটাই প্রমাণ হল যে, কৃষকরাই সঠিক কথা বলেছেন। তদন্তকারী অফিসার দিবাকর বিদ্যারামের রিপোর্টে জানিয়ে দেওয়া হল, লখিমপুরের ঘটনা ছিল একেবারেই পূর্বপরিকল্পিত।

বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করেছিল, লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়কে বরখাস্ত করতে হবে। কিন্তু তাদের সেই দাবিতে কর্ণপাত করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু সিটের এই রিপোর্ট বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। যা বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই যোগী সরকারকে ব্যাকফুটে ঠেলে দেবে।

]]>
Big News: মোদী সরকারকে নতজানু করিয়ে আন্দোলন প্রত্যাহার করল সংযুক্ত কিষান মোর্চা https://ekolkata24.com/uncategorized/big-news-after-378-days-farmers-call-off-their-agitation Thu, 09 Dec 2021 12:34:58 +0000 https://ekolkata24.com/?p=14242 News Desk, New Delhi: Big News- ১৯ নভেম্বর গুরু নানকের জন্মদিনে (Guru Nanak) হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তিন কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন। এরপর ২৯ নভেম্বর সংসদে (parliament) সাংবিধানিকভাবে সেই আইন প্রত্যাহার করা হয়। এর পাশাপাশি কৃষক নেতাদের (farmer leader) আরও যে সমস্ত দাবি ছিল সেগুলিও মেনে নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার। সরকারের সেই আশ্বাসে শেষ পর্যন্ত দীর্ঘ ১৫ মাস ধরে চলা কৃষক আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল সংযুক্ত কিষান মোর্চা।

আন্দোলন প্রত্যাহার করা হলেও ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বছরের জানুয়ারিতে সরকারের সঙ্গে আলোচনায় বসবে কৃষকদের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়েছে, আন্দোলন প্রত্যাহার করলেও তারা সরকারের আশ্বাসের দিকে নজর রাখবেন। সরকার যে সমস্ত আশ্বাস দিয়েছে সেগুলি যদি পূরণ না করে তবে তাঁরা ফের আন্দোলন শুরু করবেন।

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দিল্লির সিংঘু সীমান্ত থেকে অনশনরত কৃষকদের একাধিক তাঁবু গুটিয়ে নেওয়া হয়েছে। কৃষকদের এই আচরণ থেকেই পরিষ্কার, আন্দোলনের পথ থেকে সরে এসে এবার বাড়ি ফেরার পালা। সংযুক্ত কিষান মোর্চার নেতারা জানিয়েছেন, ১১ ডিসেম্বর সকাল ৯টায় তারা সিংঘু সীমান্তে দুটি বিজয় মিছিল করবেন। ১৩ ডিসেম্বর তাঁরা অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করবেন এবং ১৫ ডিসেম্বর পাঞ্জাব ও হরিয়ানা যে সমস্ত আন্দোলন চলছে সেগুলিও প্রত্যাহার করে নেবেন। ২০২২- এর ১৫ জানুয়ারি তাঁরা কেন্দ্রের সঙ্গে ফের আলোচনায় বসবেন। তাঁদের যে সমস্ত দাবি দাওয়া কেন্দ্রের কাছে এখনও বকেয়া রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবেন কৃষক প্রতিনিধিদের পাঁচ সদস্যের এক দল।

সূত্রের খবর কৃষক সংগঠনগুলি প্রধানমন্ত্রীর কাছে যে সমস্ত দাবি জানিয়েছিল তার বেশিরভাগই সরকার মেনে নিতে চলেছে। এমনকী, কৃষকের বিরুদ্ধে গত এক বছরে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি তুলে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। এরপরই কৃষক সংগঠনগুলি আন্দোলন প্রত্যাহার করার পথেই হাঁটে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষক নেতা অশোক ধাওয়ালে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাঁদের দাবিগুলি মেনে নেওয়ার লিখিত আশ্বাস দেওয়ার কারণেই তাঁরা আন্দোলনের পথ থেকে সরে আসেছেন। ২০২২-এর ১৫ জানুয়ারি তাঁরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে যে সমস্ত দাবি এখনও বকেয়া রয়েছে সেগুলি নিয়ে আলোচনা হবে। কেন্দ্র যদি তাঁদের সব দাবি মেনে নেয় তবে তাঁরা আন্দোলনের পথ থেকে সরে আসবেন। কিন্তু যদি কেন্দ্র তাঁদের দাবি না মানে তবে তাঁরা ফের আন্দোলনের পথে পা বাড়াবেন। একইসঙ্গে এই কৃষক নেতা জানিয়েছেন, বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা প্রতিমাসে নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন। ওই বৈঠকে কৃষকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হবে।ো

]]>
কৃষক হত্যার জের, শেষ পর্যন্ত সরানো হল লখিমপুরের পুলিশ সুপার বিজয় ধুলকে https://ekolkata24.com/uncategorized/lakhimpur-police-super-vijay-dhulke-has-been-transferred-for-killing-a-farmer Fri, 12 Nov 2021 06:50:29 +0000 https://ekolkata24.com/?p=11112 নিউজ ডেস্ক: লখিমপুর খেরিতে চার কৃষককে গাড়িচাপা দিয়ে খুনের ঘটনায় গোটা দেশজুড়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। লখিমপুরের (lakhimpur) ঘটনায় পুলিশ তার যথাযথ ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।

এমনকী, অভিযোগ ওঠে পুলিশ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে (ashish mishra) আড়াল করার চেষ্টা করছে। লখিমপুর নিয়ে ঘরে- বাইরে প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত জেলার পুলিশ সুপার বিজয় ধুলকে (vijay dhul) বদলি করল যোগী সরকার। ঘটনার ঠিক ৪০ দিনের মাথায় বিজয়কে বদলি করা হল। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিজয়কে আপাতত রাজ্য পুলিশের সদর দফতরে বদলি করা হয়েছে। তাঁকে কম্পালসারি ওয়েটিং লিস্টে রাখা হয়েছে।

অন্যদিকে লখিমপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ আইপিএস অফিসার সঞ্জীব সুমনকে, (sanjiv suman)। সঞ্জীব এতদিন লখনউ পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পদে ছিলেন। অন্যদিকে সঞ্জীবের স্থলাভিষিক্ত হয়েছেন আর এক আইপিএস অফিসার অমিত কুমার আনন্দ (amit kumar anand)।

উল্লেখ্য, চার কৃষক হত্যার ঘটনায় আগেই লখিমপুরের জেলাশাসক অরবিন্দ কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল যোগী সরকার তার জায়গায় নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র বাহাদুর সিং (mahendra bahadur)।

উল্লেখ্য, লক্ষীপুরের ঘটনায় যোগী আদিত্যনাথ সরকার সুপ্রিমকোর্টের তীব্র সমালোচিত হয়েছে। সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়ে যোগী সরকার শেষ পর্যন্ত ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। কিন্তু সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। লখিমপুর নিয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তা নিয়েও তীব্র কটাক্ষ করেছে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। আদালত পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে জানায় লখিমপুরের ঘটনার তদন্ত যে গতিতে এগোচ্ছে তাতে কবে এই মামলা শেষ হবে তারও কোনও নিশ্চয়তা নেই। সব দেখে শুনে মনে হচ্ছে যোগী, (yogi adityanath) সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করছে।

শুক্রবার সুপ্রিম কোর্টে লখিমপুর মামলার শুনানির কথা ছিল। কিন্তু এদিন শুনানি শুরু হলে উত্তরপ্রদেশ সরকার শুনানি স্থগিত রাখার আর্জি জানায়। সেই আরজি মেনে নিয়ে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি সোমবার পর্যন্ত স্থগিত রেখেছে।

]]>
কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র উত্তেজনা ছড়াল সিংঘু সীমান্তে https://ekolkata24.com/uncategorized/the-hanging-body-of-a-farmer-was-recovered-at-the-singhu-border Wed, 10 Nov 2021 10:33:05 +0000 https://www.ekolkata24.com/?p=10931 News Desk, New Delhi: দিল্লি-হরিয়ানা সীমান্তের সিংঘুতে বুধবার ফের উদ্ধার হল এক কৃষকের ঝুলন্ত দেহ। মৃত কৃষকের নাম গুরপ্রীত সিং (Gurpreet sing)। তিনি পাঞ্জাবের (Punjab) আমরোহ জেলার (Amroho)ফতেগড় সাহেবের (Fategarh Saheb) বাসিন্দা। গুরপ্রীতের দেহ উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। এই নিয়ে সিংঘু (Singhu) সীমান্তে এক মাসের মধ্যে দ্বিতীয় কোনও কৃষকের মৃত্যু হল।

গুরুপ্রীতের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ওই কৃষকের মৃত্যুর কারণ বোঝা যাবে। এলাকায় উপস্থিত কৃষকরা জানিয়েছেন, গুরপ্রীত সিধুপুরের ভারতীয় কিষান ইউনিয়নের জগজিৎ সিং দাল্লেওয়াল গোষ্ঠীর সদস্য ছিলেন। বেশ কয়েক মাস ধরেই তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কি কারণে গুরপ্রীতের মৃত্যু হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই আন্দোলনরত কৃষকরা দাবি করেছেন, কীভাবে এবং কেন গুরপ্রীতের মৃত্যু হল তা পুলিশকে জানাতে হবে। এই মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে কিনা তা প্রকাশ্যে আনতে হবে।

একইসঙ্গে কৃষকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, যতক্ষণ না মোদি সরকার তিন কালা কৃষি আইন বাতিল করবে ততক্ষণ তাঁদের এই আন্দোলন জারি থাকবে। মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বহু কৃষক প্রাণ হারিয়েছেন। কিন্তু তাতেও তাঁদের দমানো যাবে না। বরং মৃত কৃষকদের সম্মানে তাঁরা আরও জোরদার আন্দোলন করবেন। এরই মধ্যে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, ২৯ নভেম্বর থেকে তারা লাগাতার সংসদ ভবন অভিযান করবে। এমনকী, দিল্লি পুলিশ অনুমতি না দিলেও তারা এই অভিযান চালিয়ে যাবেন। যতক্ষণ না মোদি সরকার তিন সর্বনাশা কৃষি আইন বাতিল করছে ততক্ষণ তাঁরা কোনওভাবেই আন্দোলনের পথ থেকে সরে আসবেন না।

উল্লেখ্য, মাসখানেক আগে সিংঘু সীমান্তে এক তরুণ কৃষককে হাত-পা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছিল।

]]>
লাগাতার সংসদ অভিযানের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা https://ekolkata24.com/uncategorized/sanyukt-kisan-morcha-called-for-continuous-parliamentary-campaign Tue, 09 Nov 2021 16:22:44 +0000 https://www.ekolkata24.com/?p=10863 Political correspondent: ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ২০২০-র নভেম্বরে নরেন্দ্র মোদি সরকার তৈরি করেছিল নতুন তিন কৃষি আইন। সেই আইন বাতিলের দাবিতে দীর্ঘ এক বছর ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কিন্তু কৃষকদের এই প্রতিবাদ আন্দোলনে এতটুকু টনক নড়েনি মোদি সরকারের।

ঘটনার জেরে সংযুক্ত কিষান মোর্চা মঙ্গলবার জানিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনের (winter season) প্রথম দিন থেকেই তারা লাগাতার সংসদ ভবন অভিযান চালিয়ে যাবে। পুলিশ অনুমতি দিক বা না দিক তারা এই কর্মসূচি অবশ্যই পালন করবে।

সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকায়েত (Rakesh talayot) মঙ্গলবার বলেন, ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই দিন থেকে যতদিন অধিবেশন চলবে ততদিন পর্যন্ত প্রতিদিনই সংসদ ভবন (parliament) অভিযান কর্মসূচি পালন করবেন তাঁরা। প্রতিদিন একেবারে নিয়ম করে ৫০০ জন কৃষক (farmer) সংসদ ভবন অভিযানে যাবেন। মোদি সরকার যতদিন না এই সর্বনাশা কৃষি আইন বাতিল করবে ততদিন পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। কোন অবস্থাতেই তাঁরা পিছু হটবেন না। এমনকী, দিল্লি (Delhi) পুলিশ যদি তাঁদের সংসদ ভবন অভিযানের অনুমতি না দেয়, তবে তাঁরা পুলিশের অনুমতির অপেক্ষা করবেন না। টিকায়েতের দাবি, তাঁরা কেউ চিন (chin) বা রাশিয়া (Russia) থাকেন না। তাই সংসদ ভবন অভিযানের জন্য তাঁদের আলাদা করে অনুমতি নিতে হবে তার কোনও মানে নেই।

মোদি সরকারের এই কালা কৃষি আইনের প্রতিবাদ জানাতে এক বছর ধরে আন্দোলন করছে দেশের ৪০টি কৃষক সংগঠন। আগামী বছরের গোড়াতেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হল গোবলয়ের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ (utter Pradesh)। যোগী আদিত্যনাথের রাজ্যের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। সে কারণে চলতি মাসের ২২ তারিখে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। পাশাপাশি উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলেও কৃষক আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

ওই মহাপঞ্চায়েত সম্পর্কে টিকায়েত বলেন, উত্তরপ্রদেশ সরকার পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে যদি কৃষক পঞ্চায়েত ভেস্তে দেওয়ার চেষ্টা করে তাহলে উপযুক্ত জবাব দেবেন তাঁরা। পুলিশ যদি কৃষকদের তাঁবু ভেঙে দেওয়ার চেষ্টা তবে প্রতিটি থানা ও জেলাশাসকের দফতরের সামনে তাঁরা তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।

]]>
The Traveler: সাইকেল নিয়ে লাদাখের পথে বাংলার কৃষক ঠাকুরদাস https://ekolkata24.com/offbeat-news/the-traveler-thakurdas-shasmal-a-farmer-from-bengal-was-on-his-way-to-ladakh-by-bicycle Wed, 15 Sep 2021 12:16:50 +0000 https://www.ekolkata24.com/?p=4652 বিশেষ প্রতিবেদন: রিকশা নিয়ে লাদাখ যাত্রার ঘটনা নতুন নয়। এবার কিন্তু দূর গাঁয়ের কৃষক পাযে হেঁটেই দেশভ্রমণ করেছেন। সাইকেল নিয়ে চষে বেড়িয়েছেন কলকাতা-দিল্লি-মুম্বাই-চেন্নাই। এবার তাঁর গন্তব্য স্বপ্নের শহর লাদাখ (Ladakh)। 

সাইকেল নিয়ে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লাদাখের পথে পাড়ি দিলেন বছর ষাটের ‘যুবক’ ঠাকুরদাস শাসমল (Thakurdas Shasmal)। যদিও তিনি দাসুদা নামেই তিনি অধিক পরিচিত। পরিবেশবান্ধব ভ্রমণের বার্তা নিয়েই এবার তাঁর লাদাখ যাত্রা। তবে এবার দাসুদা একা নন তাঁর এই যাত্রায় সাথী হয়েছে সৌরভ ধাড়া, নবীন পালের মতো কলেজ পড়ুয়ারা। দাসুদা দলনেতা।

Thakurdas Shasmal

এবারে পঞ্চপান্ডবের লাদাখ জার্নি-বলাই যায়।লাদাখ এক স্বপ্ন ভূমি। বাইকার্সরা সেখানে গিয়ে স্বপ্নের জগৎ কে ছুঁতে ব্যাকুল হন। কিন্তু সাইকেলে ?! হ্যাঁ-এবার ব্যাতিক্রমী একটা সাইকেল ভ্রমণে-দাসুদা এন্ড কোং-লাদাখের পথে।পেশাগত জীবনে তিনি চাষী এবং নেশায় ভ্রমণকারী । দাসুদা ভিলেজ বাইকার্স এর সভাপতিও। সারা ভারতবর্ষের পথে পথে ঘুরে বেড়ায় করে “দ্যা ট্রাভেলর”। এবার লক্ষ্য লাদাখ। তার দলের এবারের মেসেজ-“পরিবেশ বান্ধব ভ্রমণ বা ইকো ফ্রেন্ডলি ট্রাভেলিং”।

Thakurdas Shasmal

উদয়নারায়ণপুরের বকপোতা ব্রিজ থেকে শুরু হয়েছে তাদের যাত্রা। পেশায় কৃষক সকলের প্রিয় দাসুদা জানান, “যাওয়া আসা মিলিয়ে প্রায় ছ’হাজার কিলোমিটার পথ। পুরোটাই আমরা সাইকেলে অতিক্রম করব। সাইকেল দূষণহীন যান। সেই বার্তাই চলার পথে মানুষের কাছে তুলে ধরব।” তিনি আরও জানান, এর আগেও একাধিকবার তিনি ভারত ভ্রমণ করেছেন।

Thakurdas Shasmal

ছোট থেকেই ঘোরার নেশায় বুঁদ হয়ে থাকতেন ঠাকুরদাস। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও স্বপ্ন দেখতে দেশ ভ্রমণের। সেই নেশা মেটাতেই হাড়ভাঙা পরিশ্রম করে একটি বাইক কেনেন ঠাকুরদাস। তা নিয়েই মাঝেমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই বেড়িয়ে যেতেন। ২০০৩ সালে ঠাকুরদাস বাবু ‘ভিলেজ বাইকার্স’ নামক সংগঠনটি গড়ে তোলেন। তারপর থেকেই বিভিন্ন ভাবে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে পাড়ি দিয়েছেন বিভিন্ন প্রান্তে। যেমন ২০১৮ সালে মরণোত্তর চক্ষু ও দেহদানের বার্তা নিয়ে সাইকেলে কলকাতা-দিল্লি-চেন্নাই-মুম্বাই পাড়ি দিয়েছিলেন। তারপর ২০২০ সালে করোনা সচেতনতার বার্তা নিয়ে একই পথে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন। এবার পরিবেশবান্ধব ভ্রমণের বার্তা নিয়ে তাঁর গন্তব্য স্বপ্নের শহর লাদাখ।

]]>