Fashion – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 19:08:54 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Fashion – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 নেলপলিশের কালার নিয়ে কনফিউজ়ড? জানুন ট্রেন্ডিং কালার সম্পর্কে https://ekolkata24.com/lifestyle/the-international-organization-deloitte-is-giving-the-opportunity-to-work-abroad-this-time-2 Tue, 04 Jan 2022 19:06:03 +0000 https://ekolkata24.com/?p=18034 নেলপলিশ (Nailpolish) এমন একটি মেকআপ (Make-up), যা যে কোনও অনুষ্ঠানে পরা যায় যে কোনও পোশাকের সঙ্গেই ।আর নেলপলিশ সলিড কালারের হলে তা যে কোন বয়স বা স্কিন টোনের (Skintone) ক্ষেত্রে দিব্যি মানিয়েও যায় ।

নেল আর্টের (Nail Art) জগতে নতুন নতুন যত ট্রেন্ডই আসা যাওয়া করুক না কেন, কখনওই আউট অফ ফ্যাশন হবে না সলিড কালার নেলপলিশ ! কিন্তু সব রং সবার নখে সুন্দর দেখায় না। আবার এমন কিছু কালার আছে যা চিরকাল ট্রেন্ডেই (Trending) থাকে।

তবে, আপনি নেলপালিশপ্রেমী হলেও কোন কোন রঙ এখন নেলপলিশ ট্রেন্ডে রয়েছে, সেটা জানেন কি?
১) ডাস্টি ব্লু- এটা হলো এক্কেবারে সামার কালার। এই রং নখে লাগালে স্কিন টোন যেমনই হোক না কেন, দারুণ ভাল মানাবে।

২) নিয়ন ভাইভ- আপনি যদি ভিড়ের মাঝে নজর কাড়তে চান, তাহলে বেছে নিন নিয়ন রং। যে কোনও পোশাকের সঙ্গে নখে নিয়ন রং লাগালে আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। আর নিয়ন ভাইভ কখনও পুরনো হয় না।
৩) ন্যুড – এটা ভেবে বসবেন না, ন্যুড শুধু একধরনেরই হয়! ন্যুডের মধ্যেও একাধিক শেডে পাওয়া যায়। আপনার গায়ের যে কোন রঙের সঙ্গে ন্যুড শেড মানানসই হতে পারে।

]]>