FCRA Registration – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 01 Jan 2022 17:33:17 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png FCRA Registration – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 FCRA Registration: ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবী সংস্থার এফসিআরএ অনুমতি বাতিল https://ekolkata24.com/uncategorized/fcra-registration-cancel-for-many-ngos Sat, 01 Jan 2022 17:23:54 +0000 https://ekolkata24.com/?p=17540 News Desk: সম্প্রতি দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মাদার টেরিজার (Mother Teresa) তৈরি সংস্থা মিশনারিজ অফ চ্যারিটিজের (Missionaries of Charities) এফসিআরএ (FCRA Registration) রেজিস্ট্রেশন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মাদারের সংস্থার এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন খারিজ করে দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। নতুন বছরের প্রথম দিনেই এবার দেশের আরও ছয় হাজার স্বেচ্ছাসেবী সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সাধারণত বিদেশ থেকে কোনও অনুদান সংগ্রহ করতে গেলে এফসিআরএ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। 

বছর শুরুর প্রথম দিন অর্থাৎ শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ওই সংস্থাগুলির এফসিআরএ-এর মেয়াদ স্বাভাবিক নিয়মেই শেষ হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিষয়টি জানানো হলেও তারা পুনর্নবীকরণের জন্য আবেদন করেনি। শুক্রবার ছিল পুনর্নবীকরণের আবেদন জানানোর শেষ দিন। কিন্তু সংস্থাগুলি নতুন করে পুনর্নবীকরণের জন্য আবেদন করেনি। সে কারণেই তাদের এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রক এদিন আরও জানিয়েছে, মোট ১৬ হাজার ৮২৯টি স্বেচ্ছাসেবী সংস্থার এফসিআরএ লাইসেন্সের মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশে মোট ২২৭৬২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের এফসিআরএর আওতাভুক্ত।

অন্যদিকে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সময়মতো লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন করতে পারেনি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাজনিত পরিস্থিতিতে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। সে কারণেই তারা কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে এফসিআরএ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেনি। তাই তাদের আরও কিছু সময় দেওয়া হোক। কিন্তু শেষপর্যন্ত কেন্দ্র তাদের সেই সময়ে আর দিল না।

]]>