festival holiday – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 22 Dec 2021 07:05:38 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png festival holiday – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 X Mass: আসছে স্যান্টা, ওর সঙ্গেই বড়দিনে ঘুরুন https://ekolkata24.com/uncategorized/x-mass-santa-is-coming-hang-out-with-him-at-christmas Wed, 22 Dec 2021 07:05:38 +0000 https://ekolkata24.com/?p=15811 News Desk: বড়দিন এলেই উৎসবের আমেজে মেতে ওঠে সকলে। ওই দিনটি কীভাবে কাটানো হবে তা আগে থেকেই প্ল্যান করা হয়। এই বছর ২৫ ডিসেম্বর পড়েছে শনিবার। সেক্ষেত্রে পরের দিন আবার রবিবার। ফলে উৎসবের আমেজ কাটিয়ে উঠতে হাতে থাকবে আরও একটি ছুটির দিন। তাই কোনোদিকে না তাকিয়ে কাছেপিঠেই কোথাও একটি ‘শর্ট ট্রিপ’ প্ল্যান করা যেতেই পারে।

কোথায় যাওয়া যায়, একদিনের জন্য খরচ কত পড়বে, সেখানকার পরিবেশ কেমন সেই সংক্রান্ত কিছু তথ্য দেখে নিন। 

ইটাচুনা রাজবাড়ি- একটু শান্তিতে মনোরম পরিবেশে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ইটাচুনা রাজবাড়ি। হুগলীর খন্যানে রয়েছে এই রাজবাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। এখানে ৮,০০০ পর্যন্ত খরচ হতে পারে।

সুন্দরবন গেটওয়ে রিসর্ট- একদিনের ট্রিপ উপভোগ করতে অন্যতম সেরা ঠিকানা সুন্দরবনের এই রিসর্ট। একই ছাদের তলায় মিলবে সুন্দর ও নিরিবিলি পরিবেশ এবং স্বুস্বাদু খাবার। এখানে আসতে হলে অবশ্যই করাতে হবে অনলাইন বুকিং। এই রিসর্টে একদিনের জন্য ৭,০০০ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে।

ইকোপার্ক রিসর্ট- বড়দিনে কলকাতার বাইরে যেতে না চাইলে শহরের মধ্যেই রয়েছে বহু পরিচিত ঠিকানা ইকোপার্ক। ঘোরার সাথে সাথেই ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের খাবারেরও। অর্থাৎ সারাদিন মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি হয়ে যাবে ভুরিভোজ। তবে রাত্রে থাকতে হলে অবশ্যই আগে থেকে কথা বলে বুকিং করে নিতে হবে। ইকোপার্ক রিসর্টে আসতে হলে খরচ পড়বে প্রায় ৬,৫০০ টাকা।

]]>
আছে করোনা ভয়, তা থাক, সৈকত শহর দিঘার ডাকে স্পেশাল ট্রেনের বুকিং শুরু https://ekolkata24.com/uncategorized/special-train-to-digha-for-upcoming-puja-holidays Sun, 05 Sep 2021 05:08:34 +0000 https://www.ekolkata24.com/?p=3867 নিউজ ডেস্ক: করোনা ও ইয়াস ঝড়ের জোড়া ধাক্কায় দিঘা (Digha) বেসামাল। তবে উত্তাল সাগর দেখার জন্য সবাই যেতে মরিয়া। জনপ্রিয় উপকূল পর্যটন কেন্দ্রে আসন্ন শারদোৎসবে মাসে নামতে চলেছে পর্যটক স্রোত। আগামী ৭ সেপ্টেম্বর থেকে দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন চালু হচ্ছে। তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি অনুযায়ী ওই স্পেশাল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। বিজ্ঞপ্তি জারি হয়েছে রেলের তরফে।

দিঘার হোটেল মালিক সংগঠন রুম ভাড়ায় ছাড় দিচ্ছে। দীঘায় পর্যটক সমাগম বাড়ানোর লক্ষ্য এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বিশেষ পর্যটন ট্রেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত মে মাসের প্রথম সপ্তাহ থেকে দিঘাগামী সবকটি ট্রেন বন্ধ করা হয়। রেল জানিয়েছে, দীঘা-আসানসোল, দিঘা-মালদহ টাউন, দীঘা-বিশাখাপত্তনম এবং নিউ জলপাইগুড়ি-দিঘা সাপ্তাহিক ট্রেনের চলাচল শুরু হয়েছে। কিন্তু, দিঘা যাওয়ার রোজগার এক্সপ্রেস চালু নেই। এবার স্পেশাল ট্রেন চালু হলেই বুকিং বাড়বে।

করোনা ও ঘুর্ণিঝড় ইয়াসের হামালায় রাজ্যের উপকূল পর্যটনে লোকসানের ধাক্কা লেগেছে পরপর। দুর্গা পুজোর আগে স্পেশাল ট্রেন চালু হলে সেই লোকসান কিছুটা কমবে বলে মনে করছেন হোটেল মালিক ও স্থানীয় দোকানদারগণ।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, অক্টোবরে দুর্গা পুজোর সময় সংক্রমণের হাড় ফের বাড়বে। পরিস্থিতির উপর বিচার করেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।

]]>