film star – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 07 Jan 2022 15:38:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png film star – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ফিরে দেখা ‘ইরফান’ https://ekolkata24.com/entertainment/looking-back-irfan Fri, 07 Jan 2022 15:38:01 +0000 https://ekolkata24.com/?p=18342 তিনি নিজেই ছিলেন নিজের প্রতিযোগী। প্রতিটি চরিত্রেই নতুন ভাবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি নেই কিন্তু থেকে গিয়েছেন তাঁর কাজ, তাঁর সৃষ্টি। তিনি বলিউডের বিখ্যাত অভিনেতা ইরফান খান। আজ তাঁর জন্মদিন। ইরফান খানের সেরা ৫ ছবি বেছে নেওয়া খুব একটা সহজ নয়। তিনি অসামান্য প্রতিটি ছবিতেই। তবু জন্মদিনে রইল ইরফানের ৫ ছবির তালিকা যা এখনও পর্যন্ত আপনার দেখা না থাকলে দেখে নিন আজই

পান সিং টোমার: ২০১১ সালে মুক্তি পেয়েছিল । আর ২০১২ সালে এই ছবির জন্য অভিনেতার ঘরে এসেছিল জাতীয় পুরস্কার। তিগমাংশু ধুলিয়া ছিলেন পরিচালক। এক জাতীয় স্টিপলিচেস খেলোয়াড়ের চম্বলের অরণ্যের ডাকাত হয়ে ওঠার গল্প ফুটে উঠেছিল এই ছবির মধ্যে দিয়ে। শুধুমাত্র ইরফানকে দেখার জন্য এই ছবি আপনার দেখা উচিত।

দ্য লাঞ্চবক্স: লাঞ্চবক্সকে কেন্দ্র করে এক ভালবাসার গল্প, এক মধ্যবয়সের বন্ধুত্বের গল্প। হিন্দি সিনেমায় এই কনসেপ্টে ছবি যে ওই প্রথম। ইরফানের ইচ্ছাকৃত ‘ম্যানারিজম’, চাহনি, সব কিছু উপলব্ধি করার জন্য দেখে ফেলতেই পারেন এই ছবি।

মকবুল: শেক্সপিয়ারের উপন্যাস ম্যাকবেথের হিন্দি সংস্করণ ‘মকবুল’। পরিচালনায় ছিলেন বিশাল ভরদ্বাজ। বলিউডের একগুচ্ছ প্রথম সারির দক্ষ অভিনেতা অভিনয় করেছিলেন । ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে টাব্বু থেকে শুরু করে ওম পুরি, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর কে ছিলেন না! ম্যাকবেথ নিয়ে বিভিন্ন ভাষায় হয়েছে নানা ছবি। তবে ইরফানের অভিনয় মকবুলের ইউএসপি, ঘোর কাটতে বেশ কয়েক দিন সময় লাগবে আপনার।

লাইফ অব পাই: এই ছবিতে গোটা ছবি জুড়ে তিনি ছিলেন এমনটা নয়। ছবিতে সূরজ শর্মা যদি হন নায়ক। ইরফান ছিলেন ছবির প্রধান চালিকাশক্তি। অ্যাং লি পরিচালিত এই হলিউড সিনেমা মুক্তি পেয়েছিল ২০১২ সালে। বিশ্বের দরবারে ‘হিরো’ হয়ে উঠেছিলেন ইরফান খান।

তলোয়ার: ইরফান এই ছবির প্রাণকেন্দ্র। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি আপনাকে সরাসরি দাঁড় করাবে বেশ কিছু প্রশ্নের সম্মুখে যার উত্তর হয়তো আপনার কাছেও নেই

]]>
প্রয়াত কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার, শোকস্তদ্ধ দেশের ক্রিকেট মহল https://ekolkata24.com/entertainment/late-kannada-film-star-puneet-rajkumar Fri, 29 Oct 2021 15:20:00 +0000 https://www.ekolkata24.com/?p=9633 Sports desk: শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার (Puneet Rajkumar)। অভিনেতাকে মাত্র ৪৬ বছর বয়সে শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আম জনতার কাছে ‘আপ্পু’ নামে পরিচিত, তার মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রিয়জনেরা তাদের সমবেদনা জানাতে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করেছে।

প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং হরভজন সিং’র মত ব্যক্তিরা টুইটারে সমবেদনা জানিয়ে পোস্ট করে। কুম্বলে বলেছেন, “#পুনিতরাজকুমারের প্রয়াণে মর্মাহত এবং গভীরভাবে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি একটি রত্ন হারিয়েছে। আমার দেখা সেরা মানুষের একজন। এত প্রাণবন্ত এবং বিনয়ী। খুব শীঘ্রই চলে গেলেন। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য মানুষের ভক্তের প্রতি সমবেদনা।”

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ টুইটে লেখেন,”#পুনিতরাজকুমারের মৃত্যুর কথা শুনে দুঃখিত। উষ্ণ, এবং বিনীত, তাঁর মৃত্যু ভারতীয় সিনেমার জন্য একটি বড় আঘাত। তাঁর আত্মা সদগতি লাভ করুক। “

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্পিনার হরভজন সিং টুইট করেছেন, “শুনে হতবাক হয়েছি #পুনিতরাজকুমার আর নেই.. জীবন এতটাই অপ্রত্যাশিত। পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা .. ওয়াহেগুরু।”

প্রয়াত অভিনেতা তার স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন, প্রবীণ অভিনেতা রাজকুমারের পুত্র ছিলেন এবং পাওয়ার স্টার, রাম, মৌর্য, অঞ্জনি পুত্র ইত্যাদিতে তার ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন। পুনিত রাজকুমার একজন গায়ক, নৃত্যশিল্পী এবং টিভি উপস্থাপক হিসেবেও জনপ্রিয় ছিলেন।

]]>