Firefighters – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 29 Jul 2021 16:12:14 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Firefighters – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুন সামলাতে নাস্তানাবুদ দমকলকর্মীরা https://ekolkata24.com/uncategorized/firefighters-are-unable-to-contain-a-wildfire-in-california Thu, 29 Jul 2021 16:12:14 +0000 https://www.ekolkata24.com/?p=1493 নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে তিন সপ্তাহ ধরে চলা দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ওরেগনে ভয়াবহ দাবানলে চারশ’টিরও বেশি ভবন বিধ্বস্ত হয়েছে৷ পুড়ে গিয়েছে ৩৪০টি যানবাহন৷

তিন সপ্তাহ ধরে চলা এই দাবানল চার লক্ষ ১০ হাজার ৭৩১ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা পুরো এলাকার ৫৩ ভাগ৷ ১৬১ টি বাড়ি এবং ২৪৭টি বাণিজ্যিক ভবন বিধ্বস্ত হয়েছে৷ চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে৷

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, এই বছর যুক্তরাষ্ট্রে যত দাবানলের ঘটনা ঘটেছে তাতে ২৮ লক্ষ ২০ হাজার একর এলাকা আগুনের কবলে পড়েছে৷ এর বেশিরভাগই পশ্চিমের রাজ্যগুলোতে৷ পুড়ে গিয়েছে ১৫ লক্ষ একর এলাকা৷ ১২টি অঙ্গরাজ্যে ৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে এ বছর৷

এ সপ্তাহে উত্তর ক্যালিফোর্নিয়ায় দু’টি দাবানলের ঘটনা ঘটেছে৷ ডিক্সি এবং ফ্লাই ফায়ার্স৷ এর ফলে লাসেন এবং প্লামাস ন্যাশনাল ফরেস্টে আগুন ছড়িয়ে পড়েছে৷ রাজ্যের ইতিহাসে এটিকে ১৫তম ভয়াবহ দাবানল বলা হচ্ছে৷ দুটি কাউন্টির অন্তত আট হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে৷ দাবানলে দুই লক্ষ ৮ হাজার একর এলাকা পুড়ে গিয়েছে৷

দাবানলের প্রভাব পড়েছে বাতাসে৷ ভবন, যানবাহন পোড়ার ধোঁয়া আর ছাইয়ের কারণে বাতাস দূষিত হয়ে পড়েছে, জারি করা হয়েছে সতর্কতা৷ ৪ কোটি মানুষ ‘হিট অ্যালার্টের’ মধ্যে রয়েছেন৷

প্লামাস কাউন্টির শেরিফের অফিস থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে৷ বারবার বলা হচ্ছে, এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য৷ স্থানীয় শেরিফ বলছেন, ‘‘এই ধোঁয়া অ্যাসিডের মতো৷ আপনার ফুসফুস পুড়িয়ে দেবে৷ অক্সিজেনের মাত্রা অনেক কমে গিয়েছে এখানে৷’’

এই ফরেস্টের সুপারভাইজার ক্রিস কার্লটন জানিয়েছেন, ‘‘অনেক মানুষ ঘর-বাড়ি হারিয়েছেন৷ ডিক্সি ফায়ারের ভয়াবহতা এমন যে, ৮২ মাইল দূর থেকেও তা দেখা গিয়েছে৷ ’’

ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীদের অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে৷ একদিকে আগুনের ভয়াবহতা, অন্যদিকে গাছগুলো হঠাৎ করে পড়ে যাচ্ছে, সেগুলো সরানো এবং সেগুলোর হাত থেকে নিজেদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে দমকলকর্মীদের৷

]]>