Firhad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 24 Sep 2021 10:21:08 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Firhad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 TMC তে আসতে চলা ফিরহাদের সেই ‘বড় নেতা’ কে? সংঘ-বিজেপি কানাকানি চলছে https://ekolkata24.com/uncategorized/who-is-the-big-leader-of-firhad-who-is-coming-to-tmc-sangha-bjp-gossip-is-going-on Fri, 24 Sep 2021 10:21:08 +0000 https://www.ekolkata24.com/?p=5452 নিউজ ডেস্ক: মোটামুটি দু’ডজন যাচ্ছেনই। নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপি। বিরাট ধাক্কা লাগতে চলেছে মেনে নিচ্ছেন বিরোধী দলের রাজ্য নেতারা। কিন্তু সে কে ? কত বড় নেতা? যার কথা মেয়র ফিরহাদ হাকিম ইঙ্গিতে বলেছেন। বিরোধী দল বিজেপির অন্দর এখনও অস্পষ্ট। তবে সন্দেহ যার বা যাদের দিকে তারা এমন উচ্চস্তরের যে সরাসরি সন্দেহ করাও যাচ্ছে না।

রাজ্য আরএসএসের বড় এক নেতার দাবি, এখন আর অত নীতিবাক্য আঁকড়ে রাজনীতি করার দিন নেই। দেখছেন তো কেমন সব যাওয়া আসা চলছে।
আরএসএসের অন্যতম এই প্রচারক দীর্ঘ বাম জমানার প্রসঙ্গ টানলেন। তাঁর স্পষ্ট বক্তব্য, কমিউনিস্ট পার্টি তবুও শূন্য হলেও এভাবে নীতিহীনতা বিসর্জন দেয়নি। ভোটের আগে টিম পিকে একমাত্র বাম নেতাদের ‘ক্যাপচার’ করতেই ফেল করেছে। এই নীতি আঁকড়ে থাকার পদ্ধতি বা সাংগঠনিক শিক্ষা কমিউনিস্ট পার্টি এবং সংঘের মধ্যেই পাবেন। বাকি সব আয়ারাম গয়ারাম।

সংঘ কি নিয়ন্ত্রণ হারাচ্ছে রাজ্য বিজেপির উপর থেকে ?
দাপুটে হিন্দুত্ববাদী প্রচারকের উল্টো প্রশ্ন, নিয়ন্ত্রণ আদৌ ছিল কি? তিনি বললেন, আরএসএসের রাজনৈতিক শাখা হিসেবে বিজেপি কাজ করে। কিন্তু ভোটের আগে যাদের আনা হয়েছিল তাদের সঙ্গে নূন্যতম আদর্শের যোগ ছিল না। তার ফল এখন পেতেই হবে।

সংঘ প্রচারক জানান, একবারও দেখবেন না কমিউনিস্ট পার্টিতে এমন ঢোকার পর্ব চলছে। এখানেই আসলে সংগঠন বেঁচে থাকে। যেটা বাংলার বিজেপি নেতারা জয়ের নেশায় ভুলে গেছিলেন। জয় এলে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যেত। এখন ঠিক উল্টো দিকটা স্পষ্ট হতে শুরু করেছে।

যে বড় নেতার কথা মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন…কথা কেড়ে নিয়েই আরএসএস নেতার দাবি- বিজেপি রাজ্য সম্পাদক কী বলছেন দেখুন, উনি তো দাবিই করছেন তৃণমূলের অন্দরে আরএসএসের লোক আছে। সংঘের আদর্শ মেনেও তৃণমূল কংগ্রেসে ঢুকে থাকার পিছনে কি উদ্দেশ্য ? সংঘ প্রচারকের দাবি, থাকতেই পারে। হিন্দুত্ব প্রচার হলেই হলো। তাবলে সরাসরি বড় নেতা চলে যাবেন? হ্যাঁ, চাপের বিষয়। জানালেন এই সংঘ প্রচারক।

এতক্ষণ যিনি কথা বললেন, তিনি আরএসএসের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংগঠন করতে নেমেছেন। অনেকদিন আন্দামানেও ছিলেন। বাকি পরিচয় না দেওয়ার একান্ত ব্যক্তিগত অনুরোধ করেছেন।

]]>