first time – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 25 Nov 2021 18:10:45 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png first time – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Number of women: দেশের ইতিহাসে এই প্রথম পুরুষের তুলনায় বাড়ল নারীর সংখ্যা https://ekolkata24.com/uncategorized/this-is-the-first-time-in-the-history-of-the-country-that-the-number-of-women-has-increased-as-compared-to-men Thu, 25 Nov 2021 18:07:20 +0000 https://ekolkata24.com/?p=12411 Number of women has increased
নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দেশের জনসংখ্যার ইতিহাসে তৈরি হল এক নতুন মাইলফলক। দেশের জনসংখ্যার ইতিহাসে এই প্রথম পুরুষের (Male) তুলনায় মহিলার (Female) সংখ্যা বেশি হল। একই সঙ্গে কমল জনসংখ্যা (Population)। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের (National family health survey) সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে ভারতে প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা ১০২০জন। যা কিছুদিন আগে পর্যন্তও ছিল ৯৯১।

কেন্দ্রীয় নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ড. বিনোদ কুমার পাল ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ এই খবর জানিয়েছেন। এই পরিসংখ্যান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। কারণ এতদিন দেশে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা ছিল অনেকটাই কম। এই প্রথম হিসাবটা পুরোপুরি উল্টে গেল। দেশের ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপর এই সমীক্ষা চালিয়ে ছিল ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। এটা ছিল তাদের পঞ্চম দফার সমীক্ষা।

দিল্লি, চণ্ডীগড়, ছত্রিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যের মোট ৭০০টি জেলায় ছয় লাখেরও বেশি পরিবারের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। কয়েক লক্ষ কর্মী এই কাজ করেছেন।

প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, জাতীয় স্তরে মহিলাদের সন্তান জন্ম দেওয়ার সংখ্যাও আগের তুলনায় কিছুটা হলেও কমেছে। ২০২০ সালে দেশের প্রতি মহিলার সন্তান সংখ্যা ছিল ২.২। চলতি বছরে যেটা কমে হয়েছে ২.০। চণ্ডীগড়ে এই হার আরও কম ১.৪। তবে উত্তরপ্রদেশে এই হার জাতীয় স্তরের তুলনায় সামান্য হলেও বেশি। উত্তরপ্রদেশে প্রতি মহিলার সন্তান সংখ্যা ২.৪। সমীক্ষা বলছে, গ্রামীণ এলাকার তুলনায় শহরে মহিলাদের সন্তান জন্ম দেওয়ার হার অনেকটাই কম। ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দেশের জনসংখ্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। জনসংখ্যা বৃদ্ধি নয় বরং কিছুটা কমেছে।

সমীক্ষা রিপোর্ট আরও বলছে, সারাদেশে হাসপাতালে শিশু জন্মের হার আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়ে ৮৯ শতাংশ হয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরির মত রাজ্যে ১০০ শতাংশ শিশু হাসপাতালেই প্রসব হয়েছে। সেই সঙ্গে অন্য সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হাসপাতালে শিশু জন্মের হার ৯০ শতাংশেরও বেশি।

]]>
Futsal Championship: ভারতের মাটিতে প্রথমবার ফুটসল চ্যাম্পিয়নশিপ, খেলবে মহামেডান এসসি https://ekolkata24.com/sports-news/for-the-first-time-in-india-futsal-championship-will-be-played-by-mohammedan-sc Thu, 14 Oct 2021 16:06:19 +0000 https://www.ekolkata24.com/?p=7654 স্পোর্টস ডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) নয়াদিল্লিতে চলতি বছরের নভেম্বরের ৫-১৩ তারিখে আয়োজিত করতে চলেছে প্রথম ফুটসল চ্যাম্পিয়নশিপ (Futsal Championship)। মোট ১৬ টি ক্লাব দল এই ফুটসল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। পশ্চিমবঙ্গের হয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে ভারতের মাটিতে প্রথমবার আয়োজিত হতে চলা এই চ্যাম্পিয়নশিপে।

এআইএফএফ’সভাপতি প্রফুল্ল প্যাটেল এই নিয়ে জানিয়েছেন, “ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণ AIFF’র খেলাধুলার সার্বিক উন্নয়নের জন্য প্রচেষ্টার একটি অংশ। আমি ১৬ টি দলকে বোর্ডে আসার জন্য অভিনন্দন জানাতে চাই এবং তাদের চ্যাম্পিয়নশিপের জন্য শুভকামনা জানাই।”

এই চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস জানিয়েছেন,”ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ AIFF’র মুকুটে আরেকটি পালক জুড়তে চলেছে। প্রথম সংস্করণ শুরু হতে চলেছে, এবং খেলোয়াড়দের প্রযুক্তিগত দক্ষতা উন্নত করতে অনেক দূর এগিয়ে যাবে। আমি সমস্ত রাজ্য সংস্থাকে স্থানীয় ক্লাবগুলির অংশগ্রহণের মধ্যে দিয়ে ফুটসল লিগ পরিচালনার আহ্বান জানাচ্ছি। অংশগ্রহণকারী সকল ক্লাবের জন্য শুভকামনা।”

চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ১৬ টি ক্লাবকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপের দলগুলি একে অপরের সাথে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে এবং গ্রুপের বিজয়ীরা সেমিফাইনালে যাবে।

১৬ দলের মধ্যে ১২ টি ক্লাব দল নিজের রাজ্যের লিগ জেতার সুবাদে চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করবে। ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল) এবং আইলিগ ক্লাবগুলিকে একই বিষয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল, এবং দুই লিগের ৪ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারী ১৬ টি ক্লাবের তালিকা: বরোদা এফসি (গুজরাট), চানমারী জোথান ফুটসল (মিজোরাম), কুপপুরাজ এফসি (পুদুচেরি), সুপার স্ট্রাইকার্স এফসি (কর্ণাটক), স্পিড ফোর্স এফসি (তেলেঙ্গানা), স্পোর্টিং ক্লাব ডি গোয়া (গোয়া), দিল্লি এফসি (দিল্লি), রিয়েল কাশ্মীর এফসি (কাশ্মীর), টেলংজেম এফসি (নাগাল্যান্ড), ক্লাসিক ফুটবল একাডেমি (মণিপুর), মঙ্গল ক্লাব (ওড়িশা), নিয়াও ওয়াসা ইউনাইটেড স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব (মেঘালয়), বেঙ্গালুরু এফসি (কর্ণাটক), ট্রাউ এফসি (মণিপুর), মোহামেডান এসসি (পশ্চিম) বাংলা), সুদেবা দিল্লি এফসি (দিল্লি)।

]]>