floods – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 22 Oct 2021 11:56:57 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png floods – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে উত্তরাখণ্ড ও কেরলে https://ekolkata24.com/uncategorized/death-toll-from-severe-floods-and-landslides-has-been-rising-in-uttarakhand-and-kerala Fri, 22 Oct 2021 11:55:42 +0000 https://www.ekolkata24.com/?p=8685 নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে উত্তরাখণ্ড ও কেরল মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুক্রবার দুপুর পর্যন্ত উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯। এখনো ১৭ জনের বেশি মানুষের কোনও খোঁজ মিলছে না। আহতের সংখ্যাও প্রায় ৪০। দ্রুত উদ্ধার কাজ চলছে।

পাশাপাশি কেরলেও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮। এই এ রাজ্যেও বহু ঘরবাড়ি জলের স্রোতে সম্পূর্ণ ভেসে গিয়েছে। হাজার হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এই রাজ্যে এখনও পর্যন্ত ৯ জনের কোন খোঁজ নেই।

গত কয়েক দিনের তুলনায় উত্তরাখণ্ডে অবশ্য বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আকাশপথে দেবভূমি পরিদর্শন করেন। এবারের বন্যায় উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ৭ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই রাস্তাঘাট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বেশিরভাগ জায়গাতেই বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় বহু জায়গাতেই পানীয় জলের অভাব দেখা দিয়েছে।

এরই মধ্যে উত্তরাখণ্ডে নিখোঁজ ১৭ জন পর্যটকের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার রাতে। মৃতদের মধ্যে পাঁচজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।

floods, landslides, Uttarakhand, Kerala

অন্যদিকে কেরলের ইদুক্কি, কোট্টায়াম পাত্থানমিট্টা, আলাপ্পুঝা, এর্নাকুলাম সহ ৭ জেলায় বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। এই সব জেলায় নতুন করে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সম্প্রতি এই রাজ্যে বন্যার জল কিছুটা নামতেই একাধিক স্লুইস গেট খুলে দেওয়া হয়। যে কারণে ওই সমস্ত জেলাগুলিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলি ফের জলের তলায় চলে গিয়েছে। মৌসম ভবন শুক্রবারও কেরলের জন্য কোনও আশার খবর শোনাতে পারেননি। বরং মৌসম ভবন এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেরলে।

এবারের বন্যায় উত্তরাখণ্ডে পর্যটকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এই মুহূর্তে পর্যটনের ভরা মৌসুম চলছে উত্তরাখণ্ডে। উৎসবের মরসুমে বহু মানুষ সেখানে বেড়াতে গিয়েছেন। অনেকে গিয়েছিলেন ট্রেকিংয়ের জন্য। এই সমস্ত পর্যটকরা বন্যায় সবচেয়ে বেশি নাকাল হয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন ট্রেকার প্রাণ হারিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ড ও কেরল দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই বন্যা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। বন্যা কবলিত দুই রাজ্যের পুনর্গঠনে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন মোদি। দুই রাজ্যের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও জানা যায়নি। বন্যার জল সম্পূর্ণ নেমে গেলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

]]>
Uttarakhand floods: বন্যা ও ভূমিধসে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ https://ekolkata24.com/uncategorized/uttarakhand-floods-death-toll-rises-to-67-over-150-missing Thu, 21 Oct 2021 11:19:11 +0000 https://www.ekolkata24.com/?p=8567 নিউজ ডেস্ক: কয়েকদিনের একটানা প্রবল বৃষ্টি ও ধসের কারণে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭। ব হু মানুষের এখনও কোনও খোঁজ মিলছে না। উদ্ধারকারীদের আশঙ্কা, নিখোঁজদের জীবিত অবস্থায় ফিরে পাওয়া খুব কঠিন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার সকালেই পিণ্ডারি হিমবাহ অভিযানে যাওয়ার পথে চার পর্যটকের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় ওই পর্যটকরা পিছলে গভীর খাদে গিয়ে পড়েন। উত্তরাখণ্ডের বাগেশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁদের উদ্ধার করতে হেলিকপ্টারে তল্লাশি অভিযান চলছে। ওই পর্যটক দলের ৩৪ জন পর্যটক পিন্ডারি হিমবাহের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক পরিতোষ ভার্মা জানিয়েছেন, ৩৪ জন পর্যটকের মধ্যে ১০ জন বিদেশি নাগরিক। এই পর্যটকদের মধ্যে বাগেশ্বর এলাকায় ৪ পর্যটকের মৃত্যু হয়েছে। দুজনের কোনও খোঁজ মিলছে না। একজন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তবে পর্যটক দলের বাকি সদস্যরা সকলেই খাতি গ্রামে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার বিকালেও রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার কাজ। এদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু আকাশে কালো মেঘের ঘনঘটা এখনও কাটেনি। তাই অনেকেই মনে করছেন এখনও বৃষ্টি হবে। শুধুমাত্র নৈনিতাল থেকেই ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

উত্তরাখণ্ডের চামোলি, পিথোরাগড়, শ্যামলাতাল, উত্তরকাশী, যোশীমঠ, মুসৌরির মতো একাধিক এলাকা এখনও জল বন্দি হয়ে আছে। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাতে দেরাদুনে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার আকাশপথে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে উদ্ধারকাজ ও ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন জানিয়েছেন, প্রবল বৃষ্টি, বন্যা ও ধসের কারণে উত্তরাখণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক বাড়ি জলের স্রোতে ভেসে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নৈনিতালে। রাজ্যের একাধিক জেলায় রাস্তাঘাটের বড় মাপের ক্ষয়ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, নৈনিতালে নৈনি লেকের জল গোটা শহরকে ভাসিয়ে দিয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ। প্রবল বর্ষণে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বেশ কিছু জায়গায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ। তবে সেগুলি দ্রুত চালু করার চেষ্টা চলছে। বেশ কয়েকটি জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে এখনও বিদ্যুৎ পরিষেবা চালু করা যায়নি।

পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্য থেকে আসা পর্যটকরা নৈনিতালে আটকে আছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, দুর্গত মানুষদের দ্রুত উদ্ধার করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। পাশাপাশি রাস্তাঘাট পুনরুদ্ধারের চেষ্টা চলছে। রাস্তাঘাট সম্পূর্ণ ভেসে যাওয়ায় বহু জায়গায় এখনও পৌঁছতে পারছে না উদ্ধারকারীরা। তাই জলবন্দি মানুষকে উদ্ধারের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

রাজ্যের ক্ষয়ক্ষতি জনিত পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী এদিন স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে অবহিত করেন। উত্তরাখণ্ডের পুনর্গঠনের জন্য মুখ্যমন্ত্রী শাহর কাছে আর্থিক সাহায্যের দাবিও জানিয়েছেন ধামি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে চার ধাম যাওয়ার রাস্তাগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এর ফলে আগামিদিনে পর্যটনে ভালরকম নেতিবাচক প্রভাব পড়বে।

বৃষ্টির জেরে রানিক্ষেত আলমোড়া, চামোলির মতো পর্যটকদের প্রিয় এলাকাগুলি দেরাদুন শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন জেলা থেকে উদ্ধারকারীরা দেড় হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। রাজ্যের বেশ কিছু এলাকায় গঙ্গার জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। রাস্তাঘাট জলমগ্ন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী গ্রামের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

]]>
কেরলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪, বন্ধ চারধাম যাত্রা https://ekolkata24.com/uncategorized/death-toll-rises-to-44-in-kerala-floods Tue, 19 Oct 2021 11:01:24 +0000 https://www.ekolkata24.com/?p=8306 নিউজ ডেস্ক: প্রবল বন্যায় কেরলের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। এখনও বেশ কয়েকজন মানুষের খোঁজ মিলছে না। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ ব্যক্তিরা জলের স্রোতে ভেসে গিয়েছেন। তাই তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনা খুবই কম। 

সোমবার সকাল থেকে অবশ্য কেরলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। কেরলে বৃষ্টি কমলেও উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টি ও ভূমি ধসের কারণে উত্তরাখণ্ডের পরিস্থিতিও ভয়াবহ। এখনও পর্যন্ত এই রাজ্য থেকে ১৯ জনের মৃত্যুর খবর মিলছে।

গত তিনদিনের একটানা প্রবল বর্ষণে কেরলের বেশিরভাগ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ১১ টি বাঁধের ক্ষেত্রে জারি করা হয়েছে লাল সর্তকতা। মৌসম ভবন জানিয়েছে, ২৪ অক্টোবর পর্যন্ত কেরলে বৃষ্টি চলবে। ইতিমধ্যেই কেরলে দুর্গতদের উদ্ধারকাজে সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ করছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্মীদের সব ছুটি বাতিল করে দিয়েছেন। জরুরি ভিত্তিতে দুর্গতদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেরলের ইদুক্কি, পালাক্কাদ, এর্নাকুলাম, ত্রিচূড়, আলাপ্পুঝা, মালাপ্পুরাম, পাত্থানমিঠা, কান্নুর জেলার অবস্থা অত্যন্ত খারাপ। হাজার হাজার হেক্টর জমির ফসল ভেসে গিয়েছে। বহু ঘরবাড়ি মিশে গিয়েছে নদীর গর্ভে। ভেসে গিয়েছে গবাদি পশু। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে প্রায় সবকটি জেলাতেই বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

দু’দিনের একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলাও। দু’দিনের মেঘভাঙা বৃষ্টি, প্রবল বন্যা ও ভূমিধসের কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলছে। বহু মানুষ এখনও নিখোঁজ। জলবন্দি হয়ে পড়েছে বহু এলাকা। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি ও গবাদি পশু। দুর্গতদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ড ও কেরলে বন্যায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরই মধ্যে সোমবার মৌসম ভবন জানিয়েছে, মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপ রয়েছে। যা ক্রমশ উত্তর-পশ্চিম অভিমুখে সরে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপের পাশাপাশি পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখাণ্ড, হিমাচল প্রদেশে কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, গত দুদিনের অঝোর বর্ষণে, দেরাদুন, পিথোরাগড়, চামোলি, নৈনিতাল, শ্যামলাতাল, রামগড়ের মত বহু এলাকা সম্পূর্ণ জলবন্দি হয়ে পড়েছে। পৌরি জেলার পাহাড়ি এলাকায় ধর্ষণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে আসা জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি। ঋষিকেশে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। রাস্তাঘাট জলের নিচে চলে যাওয়ায় উদ্ধার কাজেও সমস্যা তৈরি হচ্ছে। প্রবল বর্ষণের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে চারধাম যাত্রা। রবিবার রাত থেকেই দিল্লি, রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।

]]>