footballer – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 08 Jan 2022 13:56:48 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png footballer – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SC East Bengal: লাল-হলুদ তাবুতে যোগ দিতে পারেন বিতর্কিত ফুটবলার জবি জাস্টিন https://ekolkata24.com/sports-news/controversial-footballer-jobby-justin-can-join-sc-east-bengal Sat, 08 Jan 2022 13:56:48 +0000 https://ekolkata24.com/?p=18459 শুক্রবার চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে।১০ ম্যাচ পরেও জয় অধরা লাল হলুদ শিবিরে। এমন আবহে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে লাল হলুদ শিবির দলের আক্রমণের ঝাঝ বাড়াতে উঠে পড়ে লেগেছে।তাই চেন্নাইন এফসি’র ফরোয়ার্ড জবি জাস্টিনের ওপর এখন চোখ পড়েছে লিগের লাস্ট বয়দের।

অসমর্থিত সুত্রে খবর,গত রাতের পর থেকে জবি জাস্টিনের রেড এন্ড গোল্ড বিগ্রেডের জার্সি পরার সম্ভাবনা কয়েক ধাপ বেড়ে গিয়েছে। লোনে এসসি ইস্টবেঙ্গল আসতে পারেন চেন্নাইন এফসি’র ফুটবলার জবি জাস্টিন।

২০১৭-১৮ আই লিগ ফুটবল মরসুমে জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে ৩৯ ম্যাচে ১৬ গোল করেন। ২৮ আগস্ট ২০১৮ জাস্টিন রেলওয়ের বিরুদ্ধে ২০১৭-১৮ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ম্যাচে ক্লাবের হয়ে প্রথম মাঠে নামেন। খেলার ৩ মিনিটে তিনি গোল করে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডকে প্রথম দিকে এগিয়ে দেন এবং ওই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-০ ব্যবধানে খেলা জিতে নেয়।

২ জানুয়ারী ২০১৮’তে জবি জাস্টিন ২০১৭-১৮ আই লিগে ইন্ডিয়ান অ্যারোসের বিরুদ্ধে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হওয়ায় তার পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হয়। ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজার ইনজুরি জাস্টিনের জন্য প্রথম একাদশের দরজা খুলে দিয়েছিল। চার্চিল ব্রাদার্স এবং মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে পরের দুই ম্যাচে গোল করে জবি জাস্টিন কোচ খালিদ জামিলের আস্থাভাজন হয়ে ওঠে। মরসুমে জবি জাস্টিন মোট ৯ ম্যাচ খেলেন লাল হলুদ জার্সিতে।

২০১৮-১৯ ফুটবল মরসুমেও জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে শিলং লাজং’র বিপক্ষে জোড়া গোল করেন এবং দল ১-৩ ব্যবধানে জয় পায়।
জাস্টিন ১২টি গোল (আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট) করেন, যা মরসুমে ইস্টবেঙ্গলের মোট গোলের (২৩) ৫০ শতাংশেরও বেশি। উভয় ডার্বি ম্যাচেই জবি জাস্টিন গোল করেন।

২৬ ফেব্রুয়ারী ২০১৯ জবি জাস্টিনকে আইজল এফসি’র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ চলাকালীন আইজলের করিম নুরাইনের সাথে অন্তর্বর্তীকালীন সাসপেনশন দেওয়া হয়েছিল। জাস্টিন দ্বিতীয়ার্ধের ট্যাকলের পর নুরাইনের গায়ে থুতু ফেলার জন্য দোষী সাব্যস্ত হন, যখন নাইজেরিয়ান ইস্টবেঙ্গল ডিফেন্ডার বোর্জা গোমেজের সাথে লড়াইয়ের জন্য দোষী সাব্যস্ত হন। ৫ মার্চ ২০১৯’এ AIFF’র শৃঙ্খলারক্ষা কমিটি ৬ ম্যাচের সাসপেনশন সহ জাস্টিনকে ১ লাখ টাকা জরিমানা আরোপ করে।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গল এখনও জয় পায়নি,১১ তম রাউন্ডের শেষে।জয়ের খোঁজে নিজেদের বিশ্বস্ত সৈনিককে নিয়ে আসার একটা সম্ভাবনা উকি দিচ্ছে। এখন দেখার আইএসএলের দ্বিতীয় পর্যায়ের ফিক্সারে লাল হলুদ শিবিরের পরের ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে, ওই ম্যাচে আদৌ জবি জাস্টিনকে লাল হলুদ জার্সি পড়ে মাঠে দেখা যায় কিনা।

]]>
SC East Bengal: সমর্থকদের আশ্বস্ত করতে ফুটবলারদের ভিডিও বার্তা https://ekolkata24.com/sports-news/sc-east-bengal-video-message-from-footballers-to-reassure-supporters Sat, 01 Jan 2022 15:59:17 +0000 https://ekolkata24.com/?p=17511 Sports desk: চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) শনিবার দলের নতুন হেডকোচ হিসেবে স্প্যানিয়ার্ড মারিও রিভেরাকে নিযুক্ত করেছে। কোভিড-১৯ প্রটোকল মেনে কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে দলের কোচিং দেখা যাবে।ততদিন রেনেডি সিং অন্তবর্তীকালীন হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাবে। লাল হলুদের পরের ম্যাচ ৪ জানুয়ারি, বেঙ্গালুরুর এফসি’র বিরুদ্ধে। নতুন বছরে লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা একটাই প্রিয় দল জয়ে ফিরুক।

চলতি টুর্নামেন্টের ১১ তম রাউন্ডে এসসি ইস্টবেঙ্গল ৮ ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি। নতুন স্প্যানিয়ার্ড হেডকোচের জমানাতে প্রিয় দল জয়ের সরণীতে হাটবে এমন প্রত্যাশার চাপ বিষয়ে অবগত লাল হলুদ শিবিরের ফুটবলারেরা তা এসসি ইস্টবেঙ্গলের করা সংক্ষিপ্ত সময়ের টুইট ভিডিওতে পরিষ্কার।

ওই টুইট ভিডিওতে ড্যানিয়েল চিমা চুকুউ নতুন বছরে লাল হলুদ সমর্থকদের শুভেচ্ছা বার্তায় বলেন,”নতুন বছরে আরোও ভালো অর্জনের অপেক্ষায় আছি”।

গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ওই টুইট ভিডিও বার্তায় বলেন,”টিমের জন্য আমাদের সকলের একই লক্ষ্য লিগের যতটা ওপরে শেষ করতে পারি,যত ভাল পারফর্ম করতে পারি”। নিজের ইনজুরি প্রসঙ্গে এসসি ইস্টবেঙ্গলের এক নম্বর গোলকিপার বলেন,” ব্যক্তিগত ভাবে আমি চাই ইনজুরির কারণে আমাকে মাঠের বাইরে যেতে না হয় আমাকে,কেননা ওটা খুবই বাজে অভিঞ্জতা, এখান থেকে চেষ্টা করবো সব ম্যাচ খেলার”। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য লাল হলুদ সমর্থকদের আশ্বস্ত করে এও বলেন,”লিগে যত ওপরে শেষ করতে পারবো, চেষ্টা থাকবে সেমিফাইনালে যাওয়ার”।

লাল হলুদ ফুটবলার অমরজিৎ সিং ওই টুইটের ভিডিও বার্তায় বলেছেন,”এক শতাংশ নিজের যদি উন্নতি করতে পারি,তা আমার জন্যে ভাল হবে।কেননা প্রতিটি দিন আমার কাছে একটা নতুন বছর”।
লাল হলুদের আর এক ফুটবলার আদিল খান “নতুন বছরে সমর্থকদের সমর্থন প্রত্যাশা করে” ওই টুইট ভিডিওতে বলেন,”আমরা ভাল পারফরম্যান্স দিয়ে সকলকে উপহার দিতে চাই লিগ টেবিলে অনেক পয়েন্ট অর্জন করে”।
“নতুন বছরের শুভেচ্ছা” বার্তায় টুইট ভিডিওতে অ্যান্টোনিও পেরোসেভিচের কথায়,”ভাল রেজাল্ট সঙ্গে প্রথম পজিশন”।

২০২২ নতুন বছরের শুভেচ্ছা দিতে গিয়ে ওই টুইট ভিডিওতে লাল হলুদ ফুটবলার ড্যারেন সিডোল বলেন,”আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। নতুন করে শক্তি সঞ্চয় করতে হবে, যাতে দলের সমর্থকরা গর্বিত বোধ অনুভব করে”।

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় মোট কথা লাল হলুদ বিগ্রেডের ফুটবলারেরা বুঝে গিয়েছে, আগামী দিনে ফুটবলের বাজারে নিজেদের বাজার দর ধরে রাখতে গেলে মারণ ঝাঁপটা দিতেই হবে। এমন ‘ডু অর ডাই’ সিচুয়েশনে লিগ টেবিলে যতটা ভাল পজিশনে দৌড় শেষ করা যায়, এর ওপর দাঁড়িয়েই পেশাদার ফুটবলার হিসেবে দর কষাকষির রাস্তা অনেকটাই মসৃণ হয়ে থাকবে।

]]>
Assam: মারাদোনার চুরি যাওয়া হাতঘড়ি উদ্ধার অসমে https://ekolkata24.com/uncategorized/assam-police-have-recovered-a-luxury-swiss-watch-belonging-to-the-late-footballer-diego-maradona Sat, 11 Dec 2021 11:34:22 +0000 https://ekolkata24.com/?p=14441 News Desk: প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার কয়েক কোটি টাকার হুব্লুট সংস্থার হাত ঘড়ি উদ্ধার করল অসম (Asasm) পুলিশ। দুবাইতে খোয়া গিয়েছিল প্রয়াত মারাদোনার দুর্মূল্য ঘড়ি। দুবাই পুলিশের সহযোগিতায় অসম পুলিশ অভিযান চালিয়ে ঘড়ি উদ্ধার করে।

২০১১ সালে দুবাইয়ের (dubai) একটি ক্লাবে প্রশিক্ষণ দিতে এসেছিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা (maradona)। নির্দিষ্ট সময় পর মারাদনা দুবাই থেকে তাঁর দেশে ফিরে যান। দেশে ফিরে যাওয়ার আগে মারাদোনার ব্যবহার করা বেশ কিছু জিনিস স্মারক হিসেবে রেখে দেয় দুবাইয়ের একটি সংস্থা। মারাদোনার ব্যবহার করা জিনিসগুলি তাদের সংগ্রহশালায় রেখেছিল ওই সংস্থা। সেখান থেকেই একটি দামি ‘হুবলট’ ঘড়ি (watch) খোয়া গিয়েছিল। কিছু দিন ধরেই ওই ঘড়িটির খোঁজ চলছিল। শেষ পর্যন্ত তার খোঁজ পাওয়া গেল অসমের শিবসাগরে (shibsagar in assam)। ঘড়ি চুরির এই ঘটনায় ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি দুবাইয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। ফুটবলের রাজপুত্র প্রয়াত মারাদোনার ঘড়ি চুরি নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে হইচই শুরু হয়েছে।

গত মাসেই ফুটবলের রাজপুত্রর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ঠিক পরেই অর্থাৎ ২০১১ সালে দুবাইয়ের একটি ক্লাবে প্রশিক্ষকের দায়িত্ব নিয়ে এসেছিলেন মারাদোনা। সে সময় মারাদোনার ব্যবহার করা বেশ কিছু জিনিস দুবাইয়ের একটি সংস্থার কাছে স্মারক হিসেবে থেকে যায়। সেই সমস্ত জিনিসের মধ্যেই কিছুদিন আগে একটি দামি হুবলট ঘড়ি খোয়া যায়। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় কুড়ি লাখ টাকা। ঘড়ি চুরির তদন্ত করছিল দুবাই পুলিশ। সম্প্রতি দুবাই পুলিশ বিষয়টি জানায় অসম পুলিশকে। দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই অসমের শিব সাগর থেকে ওয়াজিদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মারাদোনার ঘড়িটি। ধৃত ব্যক্তি দুবাইয়ের একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ওই সংস্থার সংগ্রহেই ছিল মারাদোনার ঘড়িটি। যা পরবর্তী ক্ষেত্রে চুরি হয়ে যায়।

বিষয়টি জানার পর প্রথম থেকেই অসমের শিবসাগরের ওই বাসিন্দার উপর সন্দেহ ছিল দুবাই পুলিশের। কারণ চুরির ঘটনার পর ওই নিরাপত্তারক্ষী দুবাই থেকে হঠাৎই শিবসাগর ফিরে আসেন। কিছুদিন আগে দুবাই পুলিশ বিষয়টি জানায় অসম সরকারকে। শেষ পর্যন্ত দুবাই ও অসম পুলিশ যৌথ অভিযান চালিয়ে শনিবার ভোর চারটে নাগাদ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি থেকেই মিলেছে মারাদোনার ওই ঘড়ি।

অসম পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মহান্তি ঘড়ি চুরির ঘটনার কথা স্বীকার করেছেন। জেলার পুলিশ সুপার রাকেশ রোশন জানিয়েছেন, ওয়াজিদ নামে ওই ব্যক্তি ২০১৬ সাল থেকে দুবাইয়ের একটি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। তিন দিন আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। সম্ভবত ঘড়ি চুরি করার কারণেই তিনি তড়িঘড়ি দেশে ফিরে আসেন। বিষয়টি আমাদের জানিয়েছিল দুবাই পুলিশ। দুবাই পুলিশের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা ওয়াজিদকে গ্রেফতার করেছি। পুলিশ সুপার আরও জানিয়েছেন, এই মুহূর্তে তাঁরা ওয়াজিদকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ধৃতকে দুবাই পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, বেঁচে থাকাকালীন মারাদোনা তিনবার ভারতে এসেছেন। যার মধ্যে দু’বার এসেছেন কলকাতায় এবং একবার কেরলে। তিনি কখনও অসমে যাননি। কিন্তু ঘড়ির সুবাদে মারাদোনা পৌঁছে গেলেন অসমেও।

]]>
প্রেমিকার উষ্ণ আলিঙ্গনে সবুজ মেরুন ফুটবলার শুভাশিস https://ekolkata24.com/sports-news/mohun-bagan-footballer-shubhashis-bose-in-the-warm-embrace-of-his-beloved-lover Sun, 21 Nov 2021 11:49:20 +0000 https://ekolkata24.com/?p=11973 Sports desk: আইএসএলে’র অষ্টম সংস্করণে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ, এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ২৭ নভেম্বর, তিলক ময়দানে। চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ গোলে কেরলা ব্লাস্টার্সকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছে।

গোটা সবুজ মেরুন শিবির খোশ মেজাজে। আর এমন আবহে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস নিজের প্রিয়তমার আলিঙ্গনে চুটিয়ে ভালোবাসার অতল সাগরে ডুব দিয়েছে। নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে সবুজ মেরুন শিবিরের ডিফেন্ডার প্রিয়তমার সঙ্গে ভালবাসার মুহুর্তকে শেয়ার করতে মোটেও ভুলে যায়নি, আর ভালবাসার ওই মুহুর্তই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

Mohun Bagan footballer Shubhashis Bose

শুভাশিস বোস এটিকে মোহনবাগানের ডিফেন্ডার নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে ভালবাসার আলিঙ্গণে প্রিয়তমাকে কাছে টেনে নিয়ে প্রিয়তমার কপালে ভালবাসার উষ্ণতা মেশানো চুম্বনের ছবির পোস্টে লিখেছেন,”জীবনের সেরা জিনিস সবসময় আপনার সাথে ভাল হয় ❤😘

যদিও প্রথম ম্যাচ জিতেও এটিকে মোহনবাগান নিজেদের ডিফেন্স নিয়ে অস্বস্তিতে রয়েছে। কোচ আন্তোনিও লোপেজ হাবাস টিমের পারফরম্যান্স নিয়ে চিন্তিত। কেননা তিরি’র হাঁটুতে চোট। চলতি আইএসএলের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে তিরি’র সার্ভিস পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা সবুজ মেরুন শিবিরে। কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিরি’র অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে এটিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক।

এখন মহাডার্বি ম্যাচ আগামী শনিবার। এসসির ইস্টবেঙ্গল চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার সন্ধেয়। সবকিছু ভুলে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস এখন প্রিয়তমার সঙ্গে আলিঙ্গনে ভালবাসার অমোঘ বন্ধনে।

]]>
Troutman: ঘৃণ্য নাৎসি থেকে বন্দিত কিংবদন্তির রূপকথা https://ekolkata24.com/offbeat-news/troutman-the-legend-of-a-legend-captured-from-the-abominable-nazis Fri, 22 Oct 2021 04:36:48 +0000 https://www.ekolkata24.com/?p=8631 বিশেষ প্রতিবেদন: ১৯৪৯ সালের ২৯ নভেম্বর। ম্যাচটা ছিল ম্যানচেস্টার সিটি ও বোল্টন ওয়ান্ডার্সের মধ্যে। ম্যাচ নিয়ে ছিল চরম উত্তেজনা। স্টেডিয়াম জুড়ে নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছিল। কারণ ম্যাচটা ছিলো ম্যানচেস্টার সিটির গোলকিপার বার্ট ট্রটম্যানের অভিষেক ম্যাচ। ম্যাচজুড়ে যাকে শুনতে হয়েছিল দুয়ো।

কারণটা সেদিনের এক পুলিশের মুখেই শোনা যাক -The number of Police was doubled that day.When the team came down the tunnel there was no cheering. There was just an odd silence.I could hear mutterings behind me. “There he is, the German fella. He flew their fighter plans.”

শুরুতেই বেশ কিছু সেভ করায় এই দুয়োটা কিছুটা বন্ধ হয়।তবে আ্যাওয়ে ম্যাচগুলোতে প্রতিদিনই দুয়ো শুনতে হয়েছিল। কারণটা জানতে হলে আপনাকে কিছুটা পেছনে যেতে হবে। বার্ট ছিলেন একজন নাৎসি। মাত্র ১০ বছর বয়সে তিনি হিটলারের ইউথ সংগঠনে যোগ দিয়েছিলেন। যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সোভিয়েতের সঙ্গে যুদ্ধে বীরত্বের কারণে জিতেছিলেন ৫ টি মেডেল। পরে আটক হলে ইংল্যান্ডের কিছু কারাগারে বন্দি জীবন কাটান। সেখানেও খেলেন ফুটবল। সেই জীবন কাটিয়ে স্থানীয় একটি ক্লাবে খেলার সময় অনেক সুনাম পান যার ফলে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। একজন নাৎসিকে নিজেদের দলে মেনে নিতে পারেননি ইংল্যান্ডের এই ক্লাবের ফ্যানরাও। প্রিমিয়ার লিগের অন্যান্য দলের ফ্যানরাও তাঁকে মেনে নেয়নি।কারণ তিনি যে শত্রু দেশের কুখ্যাত হিটলার বাহিনীর যোদ্ধা।

From Nazi to football hero

তাই কোনও ইংলিশ ক্লাব ফ্যানের জন্যই তাকে মেনে নেওয়া সহজ ছিল না। তাই তিনি সিটিতে যোগ দিতেই আছড়ে পড়েছিল প্রবল বিরোধিতা।

শুধু সহায়তা পেয়েছিলেন দলের। সেটাই ছিল অক্সিজেন। যা প্রাণ ভরে নিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচের আগে সিটি ক্যাপ্টেন ওয়েস্টউড ড্রেসিংরুমে বলেন- “There is no war in the team.We welcome you as any other member of the staff.Just make yourself at home and good luck. ”

সেই যে শুরু তিনি ক্লাবের হয়ে খেলেন ৫৪৫ টি ম্যাচ।অবদান রাখেন দলে আর হয়ে যান ক্লাবের ইতিহাসের শ্রেষ্ঠ গোলকিপার।ইংলিশ ফুটবলে তৎকালীন সময়ে ছিলন সেরা গোলরক্ষক। গোলপোস্টে তিনি ছিলেন এক অভেদ্য দেয়াল।একাই জিতিয়ে দিয়েছেন অনেক ম্যাচ। আর ফ্যানদের ঘৃণা পরিণত হয় ভালোবাসায়।

তাঁর ক্লাবের প্রতি ভালোবাসার উৎকৃষ্ট প্রমাণ হলো ১৯৫৬ সালের এফএ কাপ ফাইনাল। ম্যাচজুড়ে ভালো খেলছিলেন।৭৫ মিনিটে প্রতিপক্ষ বার্মিংহামের মার্পির শট আটকতে গিয়ে ঘটে দুর্ঘটনা। ব্যাথায় মাটিতে লুটিয়ে পড়েন। মাঠ ছাড়তে হতো। কিন্তু তখন যে বদলির নিয়ম নেই। হয় খেলা ছাড়ো নয়তো এভাবেই খেলে যাও। তিনি খেলে যান। ইনজুরি নিয়েই দলকে জেতান। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায় তার ঘাড় ভেঙে যায় যা মৃত্যুর কারণও হতে পারত। খেলা ছাড়েন ১৯৬৫ সালে।

যখন এসেছিলেন ফ্যানদের চোখে তিনি খুনি,আর যখন যাচ্ছিলেন তখন একজন মৃত্যুঞ্জয়ী কিংবদন্তি।যখন এসেছিলেন তখন ফ্যানদের হৃদয় ভরে ছিলো ঘৃণায় আর যখন যাচ্ছিলেন তখন তা পূর্ণ হয়েছিল ভালোবাসা ও কৃতজ্ঞতায় তার শেষ ম্যাচে পুরো স্টেডিয়াম পূর্ণ ছিলো তাকে সম্মান জানানোর জন্য।ম্যাচ শেষ হওয়ার পর সিটি ফ্যানরা তার গোলপোস্ট ভেঙে ফেলে। কারণ তাদের মতে ওখানে দাড়ানোর অধিকার আর কারো নেই।যে মানুষটাকে তারা ক্লাবেই চাননি তাকে তারা এতটাই ভালোবেসেছিলেন।

ঘৃণিত ও নিন্দিত একজন মানুষ থেকে যেভাবে বার্ট নন্দিত ও অমর একজন ব্যাক্তিতে পরিণত হয়েছিলেন তা ফুটবলেরই এক রুপকথা।

প্রথম গোলকিপার ও বিদেশী খেলোয়াড় হিসেবে ইংলিশ ফুটবলে জেতেন ‘FWA award’। সঙ্গে আছে ‘OBE award’।কতটা অসাধারণ ছিলেন বার্ট? লেভ ইয়াসিনই বলেছিলেন
“There have been only two world-class goalkeepers. One was Lev Yasin and the other was the German boy who played for Manchester City.”

উল্লেখ্য ট্রটম্যানের এই অসাধারণ কাহিনী নিয়ে ‘The Keeper’ ছবিটি তৈরি হয়। ট্রটম্যানকে অনেকেই যতটা না একজন গ্রেট গোলকিপার হিসেবে মনে রেখেছে তার থেকেও বেশি মনে রেখেছে যুদ্ধে নাৎসি বাহিনি যা করেছে তা ভুল ছিল স্বীকার করার জন্য।ট্রটম্যানের প্রথম ১০০০ জনের ব্যাটেলিয়ন এর মাঝে মাত্র ৯০ জন বেঁচে ছিলেন তখন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকের মতো ট্রটম্যানকেও আনস্টেবল করে দিয়েছিল। প্রায়ই প্রচন্ড রেগে যেতেন ট্রটম্যান। পরে জানা গিয়েছিল যুদ্ধের ফ্রন্টলাইনে থাকা অবস্থায় যত নিষ্ঠুরতা দেখেছেন তা আটকাতে না পারার অনুশোচনা সারাজীবন তাকে তাড়া করেছে। ট্রটম্যানের জেনারেশনের বেশিরভাগ জার্মানই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা এড়িয়ে চলত। যেসব নির্মমতা তারা যুদ্ধে দেখেছে তা ভুলে থাকার চেষ্টা করত। অবশ্য ট্রটম্যান এখানে ব্যাতিক্রম।

ট্রটম্যান এবং তার একজন সহযোদ্ধা গোপনে একটা গনহত্যা দেখেছিলেন। যেখানে একটা গ্রামের সবাইকে একটা জঙ্গলে নিয়ে নির্বিচারে গুলি করে নাৎসি বাহিনী। ট্রটম্যান আর তার সহযোদ্ধা কোনোরকমে পালিয়ে আসেন সেই জঙ্গল থেকে কারন যেকোনো প্রত্যক্ষদর্শীকে হত্যা করার অর্ডার দেওয়া হয়েছিল। তিনি এটাও বলেছিলেন যে আরেকটু বড় হয়ে যদি এই নির্মমতা দেখতেন তাহলে তাঁকে সুইসাইড করতে হত। ট্রটম্যানের জেনারেশনের আর কোনও জার্মান নিজেদের ভুল স্বীকার করেন নি। এতটা সাহসিকতার পরিচয় খুব কম মানুষই দিতে পেরেছে।

একজন নাৎসি হওয়া, ফ্রন্টলাইনে থেকে যুদ্ধের নির্মমতা প্রত্যক্ষ করা, ফুটবল ক্যারিয়ার শেষে শান্তির জন্য কাজ করে যাওয়ার জন্য ট্রটম্যান প্রশংসিত হওয়ার মাঝে তিনি যে একজন গ্রেট কিপার ছিলেন এটা অনেকটাই চাপা পরে যায়। ক্যারিয়ারে ট্রটম্যানের ৬০% সেভ করার রেকর্ড হয়তো যথেষ্ট না ট্রটম্যানের গ্রেটনেস বোঝানোর জন্য। শট স্টপিং ছাড়াও ট্রটম্যান দ্রুত বল ডিস্ট্রিবিউট করে কাউন্টার অ্যাটাক শুরু করতেন। বর্তমান আমলে এটা ডালভাত হলেও ৭০ বছর আগে কিপারদের নিয়মই ছিল শট স্টপ করার পরে বল ক্লিয়ার করা। এই প্রথা ভাঙেন কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াসিন। ইয়াসিন ছাড়াও হাঙ্গেরির গোলকিপার গ্রোসিকস এবং তাকে দেখে ট্রটম্যান ও কাউন্টার অ্যাটাকে সাহায্য করা শুরু করেন। তখন এটা যথেষ্ট বিষ্ময়কর ছিল।

ট্রটম্যানের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপুর্নতা হল ইন্টারন্যাশনাল ফুটবল না খেলতে পারা। নিজস্ব লীগে না খেললে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে না এই নিয়মের জন্য জার্মানির জার্সি পরার সুযোগ হয়নি ট্রটম্যানের। শালকে একবার ট্রটম্যানের জন্য বিড করলেও সিটি সেই অফার ফিরিয়ে দেয়। জার্মানির হয়ে না খেলার জন্য হোক বা অন্য কারনে জার্মানিতে ট্রটম্যানের তেমন পরিচিতি নেই।

]]>
বাংলার সন্তোষ ট্রফির ট্রায়ালে ইউনাইটেড স্পোর্টসের একঝাঁক ফুটবলার https://ekolkata24.com/sports-news/united-sports-footballers-in-the-trial-of-bengals-santosh-trophy Thu, 21 Oct 2021 18:55:14 +0000 https://www.ekolkata24.com/?p=8617 স্পোর্টস ডেস্ক: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কোচ রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাংলার সন্তোষ ট্রফির ট্রায়াল। এই ট্রায়ালে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ১০ জন ফুটবলার ডাক পেয়েছে।রাজা বর্মন (গোলকিপার),ঋষিক শেট্টি,রুহুল কুদ্দুস, তন্ময় ঘোষ,তারক হেমব্রম,দিলীপ ওরাও,জগন্নাথ ওরাও,বাসুদেব মান্ডী,সুব্রত মুর্মু,করন রাই।কার্যত ইউনাইটেড স্পোর্টসের গোটা দলটাই ডাক পেয়েছে সন্তোষ ট্রফির প্রাথমিক ট্রায়ালে। এছাড়াও কলকাতা লীগের প্রতিটি দল থেকে ৩ জন করে ফুটবলার ডাকা হচ্ছে ট্রায়ালে।

২০ অক্টোবর থেকে রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে এই ট্রায়াল। ট্রায়ালের উদ্বোধনীর দিন উপস্থিত ছিলেন আই এফ এ সচিব জয়দ্বীপ মুখার্জি। আইএফএ নিযুক্ত স্পটার কমিটির কৃষ্ণেন্দু রায়,প্রশান্ত ব্যানার্জি এবং অলোক মুখার্জি সহ উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা,সার্দান কর্তা সৌরভ পাল।

আইএফএ সূত্রে খবর,রবীন্দ্র সরোবরে অনুশীলন হওয়ার পর শিবির চলে যাবে হাওড়ায়। তারপর সম্ভাব‍্য দল বাছাই করে আবাশিক শিবির হবে সোনারপুরে। এরপরে মূল দল গড়ে কল‍্যাণীতে থাকবে বাংলা দল। সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে বাংলা কল‍্যাণীতে খেলবে ৩ টি ম‍্যাচ খেলবে।

২১,২৩ ও ২৫ নভেম্বর তিনটি ম‍্যাচ খেলবে বাংলা। যোগ্যতা অর্জন করতে পারলে সন্তোষের মূল পর্বের ম‍্যাচ খেলতে যাবে কেরলে। বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা,৩২ বার। ৪৫ বার সন্তোষ ট্রফির ফাইনাল খেলছে বাংলা। ২০১৬-১৭ মরসুমে বাংলা শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়।

]]>