France – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 14 Sep 2024 09:02:14 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png France – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Priyanka Chopra बीच समंदर पति संग हुई रोमांटिक https://ekolkata24.com/top-story/priyanka-chopra-gets-romantic-with-her-husband-on-the-beach Sat, 14 Sep 2024 09:02:14 +0000 https://ekolkata24.com/?p=49601 मुंबई: ग्लोबल आइकॉन प्रियंका चोपड़ा ने हाल ही में अपने परिवार के साथ फ्रांस में शानदार वेकेशन का आनंद लिया, जिसे उन्होंने सोशल मीडिया पर साझा किया। प्रियंका अपने काम के व्यस्त शेड्यूल से समय निकालकर पति निक जोनस और बेटी मालती मैरी चोपड़ा जोनस के साथ खूबसूरत पल बिता रही हैं।

बता दें, उन्होंने दिसंबर 2018 में शादी की थी। निक, प्रियंका से 10 साल छोटे हैं, और उनकी यह शादी लाखों लोगों के लिए एक प्रेरणा का स्रोत बनी हुई है। इस कपल ने जनवरी 2022 में सरोगेसी के जरिए एक बेटी का स्वागत किया, जिसका नाम मालती मैरी चोपड़ा जोनस है।

इस दौरान मां बनने के बाद प्रियंका ने अपनी बेटी के साथ अधिक से अधिक समय बिताना शुरू कर दिया है। हाल ही में उन्होंने अपनी आगामी फिल्म ‘द ब्लफ’ की शूटिंग पूरी की और अब अपने परिवार के साथ फ्रांस में वेकेशन पर निकली हैं। उन्होंने सोशल मीडिया पर इस वेकेशन की कई झलकियां साझा की हैं, जो उनके फैशन और परिवार के साथ बिताए गए खूबसूरत पलों को दर्शाती हैं।

प्रियंका की तस्वीरों में उन्हें क्रूज पर बिकिनी में पोज देते हुए, फैशनेबल हैट, शर्ट और चश्मे में स्टाइल दिखाते हुए, और समंदर के बीच बोट पर लेटकर अपनी कर्वी फिगर फ्लॉन्ट करते हुए देखा जा सकता है। उन्होंने व्हाइट ड्रेस में भी पोज देकर फैशन गोल्स सेट किए हैं।

प्रियंका की बेटी मालती भी इस वेकेशन का पूरा आनंद ले रही हैं। तस्वीरों में मालती अपनी मां की जुल्फों के साथ खेलती हुई और अपने पिता के साथ समंदर का मजा लेते हुए नजर आईं। उन्होंने इन पलों को सोशल मीडिया पर साझा करते हुए लिखा, “यह सच में किताबों में दर्ज होने वाला है। मेरी जिंदगी के प्यार के साथ एक बेहतरीन ठहराव। अब तैयार हो जाओ, चलो।”

वहीं निक जोनस ने भी इंस्टाग्राम पर फ्रांस वेकेशन की तस्वीरें शेयर की हैं। इनमें से एक तस्वीर में वह प्रियंका के साथ रोमांटिक पोज देते हुए नजर आ रहे हैं, जबकि एक अन्य तस्वीर में दोनों कंबल ओढ़कर लिप-लॉक करते दिखाई दे रहे हैं। उन्होंने इन तस्वीरों के साथ कैप्शन में लिखा, “एक सपना।” इन तस्वीरों ने सोशल मीडिया पर काफी धूम मचाई है। इन तस्वीरों को फैंस बेहद पसंद कर रहे हैं

]]>
महिला बॉक्सर का पुरुष बॉक्सर से करवा दिया गया मैच https://ekolkata24.com/sports-news/female-boxer-was-made-to-have-a-match-with-male-boxer Thu, 01 Aug 2024 18:58:44 +0000 https://ekolkata24.com/?p=49198 फ्रांस: पेरिस में जारी ओलिंपिक खेल गलत कारणों से चर्चा में है। एक अगस्त को हुए महिलाओं की 66 किलोग्राम भारवर्ग बाउंट को लेकर विवाद शुरू हो चुका है। इटली की एंजेला कारिनी और अल्जीरिया की इमान खेलीफ आमने-सामने थीं, लेकिन एंजेला सिर्फ 46 सेकेंड में ही मैच से हट गईं। इस वजह से अल्जीरिया की मुक्केबाज इमान खेलीफ को विजेता घोषित कर दिया। पूरा विवाद इमान खेलीफ की ‘लिंग जांच’ से जुड़ा हुआ है।

दरअसल, इमान खेलीफ के शरीर में टेस्टोस्टेरोन हार्मोन की मात्रा असामान्य है। इसी वजह से उन्हें 2023 विश्व चैंपियनशिप में ‘लिंग जांच’ में विफल होने के बाद ‘डिस्क्वालीफाई’ कर दिया गया था, जिसके बाद से अब पेरिस ओलिंपिक में उनकी मौजूदगी चर्चा बनी हुई है।

कारिनी और खेलीफ के बीच थोड़े ही मुक्के चले थे, लेकिन कारिनी ने मुकाबला छोड दिया, जो ओलिंपिक मुक्केबाजी में बेहद असामान्य घटना है। कारिनी का ‘हेडगियर’ दो बार हट गया था जिसके बाद उन्होंने हटने का फैसला किया। फिर कारिनी ने खेलीफ से हाथ मिलाने से भी इनकार कर दिया और जाने से पहले वह रिंग में ही रो पड़ीं। खेलीफ एमेच्योर मुक्केबाज हैं, जिन्होंने अंतरराष्ट्रीय मुक्केबाजी संघ की 2022 विश्व चैंपियनशिप में रजत पदक जीता।

पिछले साल की विश्व चैम्पियनाशिप में उन्हें स्वर्ण पदक मैच से ठीक पहले ‘डिस्क्वालीफाई’ घोषित कर दिया था क्योंकि जांच में दावा किया गया कि उनके टेस्टोस्टेरोन का स्तर बढ़ा हुआ था। अब ओलिंपिक में इमान खेलीफ के पहला मैच जीतने के बाद सोशल मीडिया पर सवाल उठ रहे हैं कि रिंग में महिला के सामने पुरुष को क्यों उतार दिया गया।

]]>
IHU: ওমিক্রন আতঙ্কের মাঝেই সামনে এল করোনার নয়া স্ট্রেন https://ekolkata24.com/uncategorized/ihu-el-coronas-new-strain-in-front-amidst-omicron-panic Tue, 04 Jan 2022 13:56:15 +0000 https://ekolkata24.com/?p=17961 গোটা বিশ্ব সবেমাত্র ওমিক্রনের সঙ্গে পরিচিত হয়েছে। করোনা ভাইরাসের এই নয়া রূপের দাপটে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, নাজেহাল গোটা বিশ্ব। এই সময়েই ফ্রান্সের বিজ্ঞানীরা করোনার আরও একটি প্রজাতির কথা সামনে আনলেন।

নতুন এই প্রজাতির নাম আইএইচইউ, বি.১.৬৪০.২ ভেরিয়েন্ট যা প্রথম আবিষ্কার করেন মেডিটেরানি ইনফেকশন ইনস্টিটিউটের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, আইএইচইউ-তে ৪৬ টি মিউটেশন রয়েছে যা ওমিক্রনের থেকেও বেশী। বিশেষজ্ঞদের মতে, আইএইচইউ-এর দ্রুত হারে ছড়িয়ে পড়ার শক্তি রয়েছে। এমনকি ওমিক্রনের থেকেও অধিক সংক্রামক এই প্রজাতি।

ফ্রান্সে ইতিমধ্যেই ১২ জন এই প্রজাতি দ্বারা আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের একটি জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৬২.৪ শতাংশ করোনা পরীক্ষায় ওমিক্রনের সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

]]>
Leclerc Tank: রাফায়েলের পর এবার ফ্রান্স থেকে আসবে ট্যাঙ্ক! খরচ হবে প্রায় ৫০০ কোটি https://ekolkata24.com/uncategorized/leclerc-tank-may-send-to-india-by-france Tue, 04 Jan 2022 07:27:47 +0000 https://ekolkata24.com/?p=17926 ফ্রান্স থেকে এসেছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। এবার আসবে ট্যাঙ্ক! কথাবার্তা চূড়ান্ত না হলেও সম্প্রতি তৈরি হয়েছে এমন সম্ভাবনা।

ভারতে এখনো ব্যবহার করা হয় সোভিয়েত আমলের টি-৭২ ট্যাঙ্ক। সেগুলোকেই বদল করতে উদ্যত হয়েছে কেন্দ্র সরকার। সেই মতো আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যে দেওয়া হয়েছে বার্তা। প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে ‘ফিউচার রেডি কম্ব্যাট ভেহিক্যালস’ (FRCV)। উদ্যোগটি বাস্তবায়িত হলে ভারত সরকারকে খরচ করতে হতে পারে ৫ বিলিয়ন মার্কিন মুদ্রা। যা ভারতীয় অর্থে প্রায় ৫০০ কোটি টাকা। এই সুযোগকে কাজে লাগাতে চাইছে ফ্রান্স। যুদ্ধ বিমানের পর ভারতকে তারা বিক্রি করতে চাইছে ট্যাঙ্ক।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যৌথভাবে ট্যাংক তৈরি করার ভাবনা রয়েছে ভারত সরকারের। ফ্রান্সের নিম্নতর পার্লামেন্টেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত শোনা যাচ্ছে ‘লেকরাক মেইন ব্যাটল’ ট্যাঙ্কের (Leclerc Main Battle Tank) ব্যাপারে প্রস্তাব পাঠানো হবে দিল্লিতে। ফরাসি সরকারের কাছে আর্জি রেখেছে ‘নেক্সটার’ নামক সংস্থা। ফ্রান্সের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে।

ফরাসি সেনার হাতে লেকরাক মেইন ব্যাটল ট্যাঙ্ক এসেছিল ২০০০ সালের মাঝামাঝি সময়ে। ৪০৬ টি ট্যাঙ্ক ছিল তখন। পরবর্তীকালে সংযুক্ত আরব আমীরশাহি এবং জর্ডনেও এই যুদ্ধাস্ত্র পাঠানো হয়েছিল। স্থল থেকে আকাশ পথে আক্রমণ শানাতে পারদর্শী এই যান। ভারতের সঙ্গে ফ্রান্সের আলোচনা এবং চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই শুরু হবে কাজ। সেক্ষেত্রে ২০৩০-এর আগে আধুনিক লেকরাক ট্যাঙ্ক তৈরি হওয়ার সম্ভাবনা কম। ভারত সরকার চাইছে ১ হাজার ৭৭০ টি নতুন ট্যাঙ্ক সামরিকবাহিনীতে যুক্ত করতে। তথ্য চেয়ে আবেদন করা হয়েছে রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, তুর্কি-সহ ইউরোপের ১২ টি কোম্পানিকে।

]]>
Covid 19: শীতে নয় করোনায় কাঁপছে ফ্রান্স, একদিনে লক্ষাধিক সংক্রমণ https://ekolkata24.com/uncategorized/covid-19-france-covid-19-situation Wed, 29 Dec 2021 05:55:26 +0000 https://ekolkata24.com/?p=17043 News Desk: বড়দিন পার হতেই আশঙ্কা সত্যি। করোনা আক্রমণে কাবু ফরাসি জনজীবন। বিবিসি জানাচ্ছে, ফ্রান্সে একদিনে লক্ষাধিক করোনা সংক্রমণ নথিভুক্ত হয়েছে।

মঙ্গলবার ইউরোপীয় দেশ ফ্রান্স মহামারি শুরু হওয়ার পর রেকর্ড সংখ্যক আক্রান্ত দেখল। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের। ফ্রান্সে একদিনে এত সংখ্যক সংক্রমণ এবারই প্রথম। ইটালি, গ্রিস, পর্তুগাল ও ইংল্যান্ডেও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।

সোমবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, সবকিছু দেখে মনে হচ্ছে জানুয়ারির শুরুর দিকে ফ্রান্সের দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে যেতে পারে। আর ফ্রান্সের হাসপাতাল ফেডারেশন সতর্ক করে বলেছে, সবচেয়ে কঠিন সপ্তাহগুলো এখনো আসেনি।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, এক দিনের ব্যবধানে ইউরোপীয় অঞ্চলে সংক্রমণ দ্বিগুণ হয়েছে। গত সোমবার সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫৯ হাজারের বেশি। ওই দিন মারা গিয়েছিলেন প্রায় ২ হাজার ৮০০ করোনা রোগী। এর আগের দিন মৃত্যু ছিল প্রায় ২ হাজার। আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২৮ হাজার মানুষ।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল ফ্রান্সে যে সংক্রমণ শনাক্ত হয়েছে, তা ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশি। এর আগে এক দিনের ব্যবধানে কোনো দেশেই এত বেশি রোগী শনাক্ত হয়নি।

]]>
ফ্রান্স ও ব্রিটেনে একদিনে করোনা আক্রান্ত লক্ষাধিক, তীব্র আতঙ্ক https://ekolkata24.com/uncategorized/more-than-one-lakh-omicron-positive-case-in-france-and-uk Sun, 26 Dec 2021 09:48:15 +0000 https://ekolkata24.com/?p=16301 News Desk: করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ে যা দেখা যায়নি সেটাই দেখা গেল ওমিক্রনের দাপটে। ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন। যার মধ্যে অধিকাংশই ওমিক্রনের শিকার। ব্রিটেনেও একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি।

শীত পড়তেই ইউরোপ জুড়ে করোনার বাড়বাড়ন্ত । ধরা পড়ার কয়েকদিনের মধ্যেই বিশ্বের ১১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন ভেরিয়েন্ট। ইতিমধ্যেই ইউরোপের বেশিরভাগ দেশে দাপট দেখাতে শুরু করেছে ওমিক্রন।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তিনি। পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে বলেও ম্যাঁক্রো জানিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় ফ্রান্সে যতজন আক্রান্ত হয়েছেন তার অধিকাংশই ওমিক্রন আক্রান্ত বলে জানা গিয়েছে। ২৪ ঘন্টায় ফ্রান্সে মৃত্যু হয়েছে ৮৪ জনের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর নিরিখে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে ফ্রান্স রয়েছে সাত নম্বরে। শুক্রবার ফ্রান্সে ৯৪১২৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৭ জনের। তুলনায় শনিবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আক্রান্ত সংখ্যা অনেকটাই বেড়েছে।

ইতিমধ্যেই গোটা ইউরোপে শুরু হয়েছে নববর্ষ বরণ উৎসব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সে দেশের প্রত্যেক মানুষকে ঘরে থেকে উৎসব পালনের ডাক দিয়েছেন।

শনিবার যিশুর জন্মদিন উপলক্ষে পোপ ফ্রান্সিস সকলকে দ্রুত টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকান সিটির ওই অনুষ্ঠানে পোপ বলেন, গরিব মানুষের প্রতি উদাসীন আচরণ ঈশ্বরকে অসন্তুষ্ট করে তুলেছে। শুধু ধনী দেশগুলিতেই ভ্যাকসিন দিলে যে গোটা বিশ্ব করোনার হাত থেকে মুক্তি পাবে না এটা আজ স্পষ্ট হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, প্রদীপের নিচেই থাকে অন্ধকার। তাই বিশ্বের প্রতিটি মানুষ যাতে টিকা পায় সেদিকে সবার আগে নজর দিতে হবে।

ব্রিটেনেও ওমিক্রন বড় মাপের ছাপ ফেলেছে। বরিস জনসনের দেশে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার মানুষ। যার মধ্যে বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। ফলে ব্রিটেনেও করোনা নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়াচ্ছে। ব্রিটেনে প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। একদিনে এক লাখ কুড়ি হাজারের বেশি মানুষের করোনা আক্রান্ত হওয়া এক নতুন রেকর্ড।

ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। নববর্ষের উৎসব শেষ হলে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, বেশ কয়েকটি দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে। তাই প্রতি দেশকেই আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে গোটা বিশ্বকে।

]]>
French Minister: ভারতের জন্য আরও বেশি রাফাল সরবরাহ করতে প্রস্তুত ফ্রান্স https://ekolkata24.com/uncategorized/france-ready-to-support-indias-extra-requests-for-rafale-jets-french-minister Fri, 17 Dec 2021 14:55:01 +0000 https://ekolkata24.com/?p=15266 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভারতের যদি প্রয়োজন থাকে তবে ফ্রান্স (France) তাদের আরও বেশি করে রাফাল যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত আছে। শুক্রবার এই মন্তব্য করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে (Florence Parle)।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী এদিন ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার কথাও বলেন। উল্লেখ্য, ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় যোগ দিতে দিল্লিতে (Delhi) এসেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

উল্লেখ্য, মোদী সরকারের (modi government) রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়টি অবশ্য প্রথম থেকেই বিতর্কিত। কংগ্রেস-সহ সব বিরোধী দলের অভিযোগ, রাফাল চুক্তির ক্ষেত্রে বড় মাপের আর্থিক কেলেঙ্কারি করেছেন নরেন্দ্র মোদী সরকার। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস-সহ বিরোধীরা রাফাল নিয়ে মোদী সরকারকে প্রতিটি জনসভাতেই আক্রমণ করে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিরোধীদের সেই কৌশল কোনও কাজে লাগেনি।

বিতর্কিত এই ঘটনার মধ্যেই ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স বলেছেন, ভারতের যদি আরও যুদ্ধাস্ত্রের চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা ভারত সরকারকে সব ধরনের সাহায্য করব। আমরা জানি, ভারতের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার দরকার আছে। খুব শীঘ্রই আমরা ভারতকে এয়ারক্রাফট ক্যারিয়ার সরবরাহ করব। ভারতের জন্য সব সময় আমাদের দরজা খোলা আছে। ভারত যদি নিজেদের প্রতিরক্ষা ও দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার সিদ্ধান্ত নেয় তবে আমরা ভারতকে সব ধরনের সহযোগিতা করব। ভারত যদি আরও বেশি রাফাল কিনতে চায় তবে আমরা তা সরবরাহ করতে প্রস্তুত আছি।

ফ্লোরেন্স এদিন আরও জানান, শীঘ্রই মধ্যেই ভারতীয় নৌসেনার হাতে আসতে চলেছে এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত। স্বাভাবিকভাবেই ভারতের আরও যুদ্ধবিমান লাগবে। ভারতের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য কমপক্ষে আরও ৫৭টি যুদ্ধবিমান প্রয়োজন। সেই সমস্ত যুদ্ধ বিমানের মধ্যে রাফাল অন্যতম। ফ্লোরেন্স দাবি করেন, ইতিমধ্যেই তাঁদের সরবরাহ করা রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে ভারতীয় সেনারা সন্তুষ্ট। উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল কেনার জন্য ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে ইতিমধ্যেই ৩০টি রাফাল দেশে চলে এসেছে। বাকিগুলি মার্চ মাসের আগেই চলে আসবে বলে জানিয়েছেন ফ্লোরেন্স।

]]>
Bangladesh 50: পাক বিমানের অপহরণকারী চাইল বাংলাদেশের জন্য ওষুধ, কমান্ডোরা হতবাক https://ekolkata24.com/uncategorized/bangladesh-50-frenchman-who-hijacked-a-plane-in-support-of-bangladesh-liberation-war Fri, 03 Dec 2021 09:52:09 +0000 https://ekolkata24.com/?p=13355 প্রসেনজিৎ চৌধুরী: ডিসেম্বরের সকাল। শীতের প্যরিস শহর। জনচঞ্চল ফ্রান্সের রাজধানীতে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। প্যারিস বিমানবন্দর থেকে এসেছে বিপদবার্তা। ফরাসি কমান্ডোদের তৈরি হতে বলা হল। নির্দেশ এসেছে উদ্ধার করতে হবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পি আই এ) যাত্রীদের। তাঁরা পণবন্দি হয়েছেন। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকালটা এমনই ছিল ফ্রান্সে।

প্যারিস থেকে করাচি। তখন চলছে ফোনাফুনি। অপহরণকারীর কবল থেকে যাত্রীদের বাঁচাতে পাকিস্তান সরকার চাইল সাহায্য। ফরাসি কমান্ডোরা প্যারিসের অর্লি বিমান বন্দরে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরতে শুরু করলেন।

বিমানের ভিতর আরও এক কান্ড। যাত্রীরা দেখছেন এক যুবক চিৎকার করে বলছে বিমান হাইজ্যাক। বেগড়বাঁই করলে বিস্ফোরণ ঘটানো হবে। ফ্রান্স সরকারের কাছে কিছু বলতে চায় সে। পি আই এ ৭২০ বোয়িং পাইলটের গলার কাছে শক্ত করে অস্ত্র। অপহরণকারীর নির্দেশে পাইলট বার্তা পাঠালেন।

Jean Kay

অপহরণকারীর নাম জ্যঁ ক্যুয়ে। সে চায় পূর্ব পাকিস্তানের মাটিতে লড়াই করা বাঙালি মুক্তিযোদ্ধা ও ভারতে শরণার্থীদের জন্য ওষুধ। চমকে গেল ফ্রান্স সরকার। ততক্ষণে ফরাসি সংবাদ মাধ্যমে বিমান অপহরণের সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। গোটা বিশ্ব দেখছে সেই ছবি। জ্যঁ ক্যুয়ের বার্তা ছড়াতে শুরু করল।

পডুন : Bangladesh 50: ভয়ঙ্কর লালডেঙ্গার মিজো বিদ্রোহীদের টুকরো করেছিল ‘তিব্বতি ভূত’ বাহিনী

ফ্রান্স সরকার ও জ্যঁ ক্যুয়ের মধ্যে প্রায় ৫ ঘণ্টা চলল সেই টানাপোড়েন। জ্যঁ ক্যুয়ের দাবি করে, এই বিমানেই সব ওষুধ পাঠাতে হবে। তার ব্যক্তিগত কোনও চাহিদা নেই। অবশেষে ফ্রান্সের সরকার রাজি হয় সব শর্তে।

কথাবার্তায় চালানোর ফাঁকে ফরাসি কমান্ডোরা ঘিরতে শুরু করছিলেন পি আই এ বিমানটি। সংকেত আসতেই আক্রমণ শুরু হয়। ওষুধ পাঠানোর জন্য রেডক্রস কর্মীদের সঙ্গে ছদ্মবেশে দুই ফরাসি পুলিশ কমান্ডো ঢুকে পড়েন বিমানের ভিতর। অপহরণকারীকে বাগে আনতে বেশি বেগ পেতে হয়নি। তাকে কাবু করতে গিয়ে হতবাক কমান্ডোরা! তল্লাশিতে কোনও বোমা বা অস্ত্র মেলেনি। ছিল একটি বাইবেল আর বৈদ্যুতিক তার, একটি ইলেকট্রিক শেভার।

টানা ৫ ঘণ্টার সেই রুদ্ধশ্বাস বিমান অপহরণ ঘটনার জেরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিস্থিতি বিশ্বজুডে আরও আলোড়ন ফেলে দেয়। বিমান অপহরণ করার চেষ্টা অভিযোগে জ্যঁ কুয়ে হন বন্দি। তাঁকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

এই ঘটনার পর ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট মাইক পম্পেদু সিদ্ধান্ত নেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করবার। সেই ভুয়ো অপহরণকারী জ্যঁ কুয়েরের ইচ্ছেকে মর্যাদা দিয়ে ফরাসি সরকার ভারতে থাকা ততকালীন পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধও চিকিৎসা সামগ্রী পাঠায়। রাষ্ট্রসংঘে ফ্রান্স সরকার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়। পূর্ণ মেয়াদে জেল খেটে মুক্তি পান জ্যঁ ক্যুয়ে। তিনি একজন লেখক। ২০১২ সালে তিনি প্রয়াত হন।

জ্যঁ ক্যুয়ের যখন পাক যাত্রী বিমান অপহরণের হুমকি দিয়েছিলেন, তখন পাকিস্তান ছিল বিমান হামলায় মত্ত। ৩ ডিসেম্বর পাক বিমান বাহিনী সরাসরি আকাশ সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পরপর বোমা হামলা শুরু করে। কলকাতায় ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অনুষ্ঠানসূচি বাতিল করে দ্রুত দিল্লি ফিরে যান তিনি। সেই রাতে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল।

]]>
বছর শুরুতেই ৩৬ টি রাফালের শেষটি এসে পৌঁছবে ভারতে https://ekolkata24.com/uncategorized/last-of-the-36-contracted-rafale-jets-will-arrive-in-jan-2022 Wed, 15 Sep 2021 08:20:58 +0000 https://www.ekolkata24.com/?p=4637 নিউজ ডেস্ক: ২০১৬ সালে ফ্রান্সের ড্যাসল্ট কোম্পানি নির্মিত ৩৬ টি ফাইটার জেট রাফাল কিনেছিল ভারত সরকার। তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। ফ্রান্সে এই মামলার পুনর্তদন্ত শুরু হয়েছে ১৪ জুন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন স্বাধীন বিচারককে। এই বিতর্কেই মাঝেই ফ্রান্স থেকে রাফাল এসে পৌঁছাবে ভারতে।

আরও পড়ুন HAL-এর সঙ্গে ৭১৬ মিলিয়ন ডলারের চুক্তি করল GE Aviation

আগামী তিন মাসে ফ্রান্স থেকে প্রতি মাসে তিনটি করে রাফাল যুদ্ধবিমান পাবে আইএএফ (Indian Air Force)। ড্যাসল্ট কোম্পানির সঙ্গে চুক্তি হওয়া ৩৬ টি রাফালের শেষটি এসে পৌঁছবে আগামী বছরের জানুয়ারী মাসে। প্রাথমিকভাবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর সঙ্গে ১২৬ টি ফাইটার বিমান কেনার কথা ছিল। ভারত সরকারের পক্ষে সে চুক্তি ভেঙে ড্যাসল্ট- সঙ্গে চুক্তি করা হয়। বিজেপি সরকার আসার পর নরেন্দ্র মোদি ভারত ফ্রান্সের মধ্যে একটি আন্ত সরকার চুক্তি করেন। ৩৬ টি রাফাল মিডিয়াম মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফট কেনা হয়।

চলতি বছরের জুলাইতেই হাসিমারায় এসে পৌঁছেছে রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার পৌরহিত্যে পুনর্গঠিত ১০১ স্কোয়াড্রনে সরকারিভাবে রাফাল যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে হাসিমারায় ভীষণ ভাবনাচিন্তা করেই রাফাল বিমানকে হাসিমারায় মোতায়েন করা হয়েছে। এর ফলে, পূর্বাঞ্চলে বায়ুসেনার শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে।

রাফালের জন্য ১০১ স্কোয়াড্রন ‘ফ্যালকন্স অফ ছাম্ব অ্যান্ড আখনুর’- কে পুনর্গঠন করেছে বায়ুসেনা। ১৯৪৯ সালে পালমে এই স্কোয়াড্রনের গঠন হয়েছিল। অতীতে এই স্কোয়াড্রনের আওতায় ছিল হার্ভার্ড, স্পিটফায়ার, ভ্যাম্পায়ার, এসইউ-৭ এবং মিগ-২১এম যুদ্ধবিমানগুলি। এই স্কোয়াড্রন ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধেও অংশগ্রহণ করেছিল। ২০১১ সালে এই স্কোয়াড্রন অবসর নেয়। এখন, রাফাল আসায় এই স্কোয়াড্রনকে পুনরুজ্জীবিত করা হয়েছে। বায়ুসেনা সুত্রে জানা গিয়েছে, শেষ পর্যায়ে এসে পৌঁছানো যুদ্ধবিমানগুলি হবে সবচেয়ে মারাত্মক রাফাল, যা বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলবে।

]]>
মেসি যোগ দিতেই ভক্ত বাড়ছে পিএসজির https://ekolkata24.com/sports-news/fans-of-psg-are-increasing-as-soon-as-messi-joins Thu, 12 Aug 2021 06:56:26 +0000 https://www.ekolkata24.com/?p=2261 নিউজ ডেস্ক: এবার আর ‘এলএম১০’ নয়, লিও মেসি এবার ‘এলএম৩০’। ঠিক ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন লিয়োনেল মেসি। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি যখন প্যারিস সঁ জঁ-তে নতুন ইনিংস শুরু করলেন, তখন ফের তাঁর গায়ে উঠতে চলেছে সেই ৩০ নম্বর জার্সিই।

আরও পড়ুন বার্সার মার্কেট ভ্যালু কমিয়ে এবার প্যারিসের মাঠে ফুল ফোঁটাবেন মেসি

প্যারিসের ক্লাবের হয়ে সাংবাদিক সন্মেলনে এসে মেসি জানিয়ে দিয়েছেন ফের চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ঝাঁপাব। এই ক্লাবের এবং তাঁর একই লক্ষ্য, ক্রমশ সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। প্যারিসের সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্তাইন তারকা।

আরও পড়ুন বাংলার প্রথম অভিধান লিখতে সময় লেগেছিল ৪০ বছর

সাংবাদিকদের মেসি বলেন, “যাঁরা আমার জন্য স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছেন, তাঁদের নিয়ে আমি আপ্লুত। স্পেনের পর প্যারিসে এসেও সমর্থকদের উন্মাদনা দেখছি। এখানে আসার আগেই যে আমাকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল সেটাও জানি।”

মেসির পিএসজি-তে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে। ছবি: রয়টার্স

অবশ্য শুধু প্যারিসের সমর্থকরাই নন। লিগ ওয়ানের ক্লাবকে নিয়ে মেতেছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমিরা। মেসির যোগদানের পর মাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বেড়েছে পিএসজি-র।

আরও পড়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা

অবশ্য শুধু পিএসজি’ই নয়, সমর্থকরা উৎসাহিত মেসির নতুন জার্সি নিয়েও। হুহু করে বিকোচ্ছে মেসির জার্সি। এক একটা জার্সির দাম ১৬৫ ইউরো বা প্রায় ১৫ হাজার টাকা। মেসির জার্সি কিনতে অনেক সমর্থক প্রায় দু’ঘণ্টা লাইনেও দাঁড়িয়েছেন।

আরও পড়ুন ক্লাব ছাড়ার দুদিনের মধ্যে মেসির ছবি মুছল তাঁর সাধের বার্সা

অন্যদিকে মেসি ছাড়ার পরেই রাতারাতি ফ্যান ফলোয়িং কমতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবের। সোশ্যাল মিডিয়াতেও সাধের মেসি চলে যাওয়ায় বার্সেলোনাকে আনফলো করেছিলেন বহু সমর্থক। গত দু’দিনে কাতালান ক্লাবের ব্র্যান্ড ভ্যালু প্রায় ১১ শতাংশ কমে গিয়েছে।

]]>