French Open – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 29 Oct 2021 08:42:23 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png French Open – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালে, ছিটকে গেলেন সৌরভ ভার্মা https://ekolkata24.com/sports-news/sourav-varma-knocked-out-in-pv-sindhu-quarterfinals-of-french-open-badminton Fri, 29 Oct 2021 08:41:30 +0000 https://www.ekolkata24.com/?p=9595 Sports Desk: ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পিভি সিন্ধু ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং পঞ্চম বাছাই চিরাগ শেঠিও পুরুষদের ডাবলস ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন।

ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে ২১-১৯, ২১-৯ সোজা গেমে জয়লাভ করেন সিন্ধু। বৃহস্পতিবার রাতে মাত্র 37 মিনিটের মধ্যে সিন্ধু ডেনমার্কের শাটলারের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। ভারতীয় শাটলার পিভি সিন্ধু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থাইল্যান্ডের অষ্টম বাছাই বুসানান ওংবামরুংফানের মুখোমুখি হবে, আগামী শুক্রবার।

গত সপ্তাহে ডেনমার্ক ওপেনে বুসানানকে হারিয়েছিলেন সিন্ধু। পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি পঞ্চম বাছাই জুটি, এছাড়াও এমআর অর্জুন এবং ধ্রুব কপিলাকে ১৫-২১, ২১-১০, ২১-১৯’এ সর্বভারতীয় লড়াইয়ে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই জুটি পরবর্তীতে চতুর্থ বাছাই মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং সোহ উই ইকের মুখোমুখি হবে।

পুরুষদের সিঙ্গলসে ভারতীয় শাটলার সৌরভ ভার্মা দ্বিতীয় রাউন্ডে জাপানের কেনতা নিশিমোতোর কাছে ১২-২১, ৯-২১ গেমে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার, তরুণ শাটলার লক্ষ্য সেন সুপার ৭৫০ ইভেন্টের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের লোহ কেন ইউ-এর বিরুদ্ধে স্বস্তিদায়ক জয়ের মাধ্যমে টুর্নামেন্টে অভিযান শুরু করেছেন।

]]>
ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে সমীর ভার্মা দ্বিতীয় রাউন্ডে https://ekolkata24.com/sports-news/samir-verma-in-the-second-round-of-the-french-open-badminton Wed, 27 Oct 2021 15:45:05 +0000 https://www.ekolkata24.com/?p=9395 Sports Desk: মঙ্গলবার প্যারিসের স্টেড পিয়েরে দে কুবার্টিনে ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্ট টুর্নামেন্টে ভারতের শাটলার সমীর ভার্মা পুরুষদের সিঙ্গলসে সরাসরি গেমে লি ডং কিউনকে পরাজিত করেছেন। এই জয়ের ফলে সমীর ভার্মা রাউন্ড অফ ১৬’র যোগ্যতা অর্জন করেছেন।

২১ নম্বর ব়্যাঙ্কধারী সমীর ভার্মা প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার লি ডং কেউনকে ২১-১৪, ২১-১২’এ মাত্র ৫৫ মিনিটে হারিয়েছেন। পরের ম্যাচে সমীর ভার্মা ইন্দোনেশিয়ার শেসার হিরেন রুস্তাভিটোর মুখোমুখি হবেন। তিনি ভারতীয়দের চেয়ে র‍্যাঙ্কিং’এ এক ধাপ ওপড়ে।

অন্যদিকে, ভারতীয় শাটলার জুটি ধ্রুব কপিলা এবং এন সিক্কি রেড্ডির মিক্সড ডাবলসে রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে গিয়েছে। ধ্রুব কপিলা এবং এন সিক্কি রেড্ডি জুটি কঠিন লড়াই করেছিলেন, কিন্তু মালয়েশিয়ার পঞ্চম বাছাই চ্যান পেং সূন এবং গোহ লিউ ইং’র কাছে ২১-১৯, ৩১-১৯’এ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

মালয়েশিয়ান জুটি ২০১৬ রিও অলিম্পিকে রুপোর পদক বিজয়ী এবং কমনওয়েলথ গেমস ২০১০’এ মিক্সড ডাবলসের ইভেন্টে সোনা জিতেছিল।

]]>