Fresh Covid Cases – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 06 Jan 2022 06:19:32 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Fresh Covid Cases – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 করোনা বোমা বিস্ফোরণ! দেশে একদিনে আক্রান্ত ৯০ হাজারের বেশি https://ekolkata24.com/uncategorized/india-reports-90928-fresh-covid-cases Thu, 06 Jan 2022 05:42:04 +0000 https://ekolkata24.com/?p=18151 করোনার দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছুঁল৷ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০,৯২৮ জন করোনা সংক্রামিত হয়েছেন৷ দৈনিক সংক্রমণের হার ৬.৪৩%। বুধবারের তুলনায় ৫৬.৬% করোনা সংক্রমণ বৃদ্ধি পেল। মঙ্গলবার ছিল ২২ হাজারের কিছু বেশি। আজ দৈনিক সংক্রমণ (Coronavirus Update India) একলাফে ৯০ হাজার।

গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস বাড়ল ৭০ হাজারেরও বেশি। চলতি মাসের শেষেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের মতো হয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত আগের দিনের দেড়গুণেরও বেশি। পটিজিভিটি রেট আগের দিনের থেকে প্রায় ৪০% বেশি। দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন। দিল্লিতে আক্রান্ত ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২ লক্ষ ৮৫ হাজার ১ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭১ হাজার বেশি। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১৯,২০৬ জন করোনামুক্ত হয়েছেন।

]]>
দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৮ হাজারের বেশি https://ekolkata24.com/uncategorized/india-reports-58097-fresh-covid-cases-in-the-last-24-hours Wed, 05 Jan 2022 06:09:40 +0000 https://ekolkata24.com/?p=18054 নিউজ ডেস্ক : বুধবার সাড়ে ২০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণে রাশ টানতে একাধিক রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

এদিকে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৮,০৯৭ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। দেশে করোনা পজিটিভিটি রেট বেড়ে ৪.১৮%-এ পৌঁছেছে। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৫,৩৮৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনামুক্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২ লক্ষ ১৪ হাজার ৪ জন।  

মহারাষ্ট্র, কর্নাটক, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লি সহ দেশের অধিকাংশ রাজ্যে নতুন করে করোনা উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তবুও সংক্রমণে রাশ টানতে হিমশিম দশা তৈরি হচ্ছে রাজ্যগুলির।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, ইতিমধ্যেই দেশে ১৪৭ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সীদের টিকাদান শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু করোনার বুস্টার ডোজের প্রয়োগ। ষাটোর্ধ্ব কোমর্বিডিটি থাকা প্রবীণ নাগরিক এবং ফ্রন্টলইন ওয়ার্কারদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে।

 

 

 

]]>