Fuel price – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 26 Dec 2021 04:20:37 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Fuel price – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Petrol- diesel price: আজ ছুটির দিনে দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম! https://ekolkata24.com/business/petrol-diesel-price Sun, 26 Dec 2021 04:15:16 +0000 https://ekolkata24.com/?p=16239 News Desk: চলছে ফেস্টিভ সিজন। সামনেই নতুন বছর, জিনিসপত্রের লাগাতার দাম লাগামছাড়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কত রয়েছে দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম? আজ কি কিছুটা কমলো না অপরিবর্তিত থাকলো জ্বালানির দাম? দেশের তিন সংস্থাগুলি তরফ থেকে আজ নতুন করে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়েছে। নতুন জারি করা দাম অনুযায়ী মেট্রো শহরগুলিতে অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম।

আজ ২৬ ডিসেম্বর নয়া দিল্লিতে পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা,‌কলকাতায় ১০৪.৬৭ টাকা, মুম্বইয়ে ১০৯.৯৮ টাকা, চেন্নাইয়ে ১০১.৫০ টাকা, গুরগাঁওয়ে ৯৫.৬৯ টাকা, নয়ডায় ৯৫.৭৩ টাকা, বেঙ্গালুরুতে ১০০.৫৮ টাকা, ভুবনেশ্বরে ১০২.১০ টাকা, চণ্ডীগড়ে ৯৪.২৩ টাকা, হায়দারাবাদে ১০৮.২০ টাকা, জয়পুরে ১০৭.০৬ টাকা, লখনউয়ে ৯৫.২৯ টাকা, পাটনায় ১০৬.২৬ টাকা, তিরুবন্তপুরমে ১০৬.৩৬ টাকা।

অন্যদিকে আজ ডিজেলের দাম, নয়া দিল্লিতে ৮৬.৬৭ টাকা, কলকাতায় ৮৯.৭৯ টাকা, মুম্বইয়ে ৯৪.১৪ টাকা, চেন্নাইয়ে ৯১.৫২ টাকা, গুরগাঁওয়ে ৮৬.৯০ টাকা, নয়ডায় ৮৭.২১ টাকা, বেঙ্গালুরুতে ৮৫.০১ টাকা, ভুবনেশ্বরে ৯১.৯১ টাকা, চণ্ডীগড়ে ৮০.৯০ টাকা, হায়দারাবাদে ৯৪.৬২ টাকা, জয়পুরে ৯০.৭০ টাকা, লখনউয়ে ৮৬.৮১ টাকা, পাটনায় ৯১.৪৩ টাকা, তিরুবন্তপুরমে ৯৩.৪৭ টাকা।

]]>
Bangldesh: জ্বালানি তেলে আগুন, পরিবহণ ধর্মঘটে অচল বাংলাদেশ https://ekolkata24.com/uncategorized/fuel-price-hike-in-bangladesh-caused-two-dayes-strike Sat, 06 Nov 2021 08:12:05 +0000 https://www.ekolkata24.com/?p=10455 News Desk : জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে টানা দু দিল বাংদেশ অচল। শুক্রবার থেকে চলছে পরিবহণ ধর্মঘট। রাস্তায় নেউ বেসরকারি বাস, মিনিবাস, ট্রাক। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বহু মানুষ হেঁটেই যাচ্ছেন।

ঢাকার প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমায় থাকা যাত্রীদের ভিড়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। ঢাকার সবকটি বাসস্ট্যান্ড বা গুরুত্বপূর্ণ মোড়ে গাবতলী, মিরপুর ও মহাখালী বাস টার্মিনালে গণপরিবহণের অমিল। ধর্মঘট অমান্য করে যে কয়েকটি গাড়ি চলছে তাতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভাড়া বাড়ানোর ঘোষণা না হলে ধর্মঘট চলবে বলেই সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি পরিবহণ সংস্থাগুলি। যদিও সরকারের তরফ থেকে শুক্রবার পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ওই আহ্বানে সাড়া না দিয়ে ধর্মঘট অব্যাহত।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি সমাধানে বিআরটিএকে চিঠি দিয়েছিলাম। বৃহস্পতিবারই এর সমাধান করলে এই অবস্থার সৃষ্টি হতো না। তারা দীর্ঘসূত্রতা করেছে। এ কারণে ভোগান্তি হচ্ছে। এর দায় মালিকদের নয়। তবুও অনিচ্ছাকৃত এ ভোগান্তির জন্য আমরা দুঃখিত

]]>
Fuel price: উত্তরবঙ্গের কাছে জলের চেয়ে একটু বেশি দরে মিলছে পেট্রোল-ডিজেল https://ekolkata24.com/uncategorized/fuel-price-all-time-high-in-bhutan-but-it-still-cheep-for-indians Mon, 01 Nov 2021 15:47:58 +0000 https://www.ekolkata24.com/?p=9971 প্রসেনজিৎ চৌধুরী: ওপারে সস্তার জ্বালানি এপারে চলছে হা হুতাশ। এও এক জ্বালা। কিন্তু পরিস্থিতি যে আগের মতো নয়। হতচ্ছাড়া করোনা এসেই অবাধ ঢোকাঢুকি বন্ধ করে দিয়েছে। জ্বালানি তেলের সেঞ্চুরি হাঁকানো দামে প্রবল জ্বালা। ছটফট করছেন ভারতীয়রা। আর ওপারে ভুটানের বিকোচ্ছে আশি টাকার ঘরেই!

আন্তর্জাতিক ভর্তুকির সুবিধায় ভুটানে পেট্রোল ডিজেলের মূল্য ৮০ নু (Nu) ঘরে। এই নু অর্থাৎ নিউলট্রম। ভুটানি মুদ্রার নাম। ১ নু= ১ রুপি। এই মূল্যমান। সেই মান অনুসারে ভুটানে আশির চৌকাঠে রয়েছে পেট্রোল ও ডিজেল!

নেহরু আমল থেকে দুই দেশের মৈত্রী চুক্তি অনুসারে ভারত ও ভুটানের মধ্যে মুদ্রামান থাকে সমান। এই অবস্থায় ভারতীয়রা ভুটান থেকে পেট্রোল ডিজেল কিনলে অন্তত কুড়ি টাকা সাশ্রয় করতে পারবেন। কিন্তু মাঝে আছে করোনা বিধি। হুটহাট করে আর সীমান্তের বিরাট ড্রাগন আঁকা ভুটান গেট পেরিয়ে প্রতিবেশি দেশে ঢুকে পেট্রোল ডিজেল কেনার উপায় নেই।

সোমবার সন্ধ্যায় ভুটানের জাতীয় সংবাদ সংস্থা সর্বশেষ জ্বালানি মূল্য তালিকা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিটার পিছু পেট্রোল ও ডিজেল মূল্য নজিরবিহীনভাবে সর্বাধিক। এই তালিকা অনুসারে ভুটানের চুখা জেলার সীমান্ত শহর ফুন্টশোলিংয়ে ১ লিটার পেট্রোলের দাম ৮৩.৯৮ নু এবং ডিজেল মূল্য লিটার পিছু ৮০.৯৩ নু।

ভুটান সরকারের তালিকায় এই দেশের হা শহরে সর্বাধিক পেট্রোল মূল্য লিটার পিছু ৮৭.২০ নু। আর ডিজেল মূল্য প্রতি লিটার ৮৩.৭২ নু। চিন সীমান্তের হা উপত্যকা থেকে বহু নিচে ভারতের জয়গাঁ শহরে লিটার পিছু পেট্রোল ও ডিজেল ১০০ রুপি পার করেছে অনেক আগেই।

ভারত ও ভুটানের মুদ্রা বিনিময় মূল্য সমান (১=১) হওয়ায় ভারতীয়রা ভুটানের সীমান্ত শহর ফুন্টশোলিং থেকে যে করেই হোক পেট্রোল,ডিজেল কিনতে মরিয়া। অভিযোগ, এই সুযোগে সীমান্তের দু পারেই গোপনে চলছে বেআইনি লেনদেন।

ভুটানের ফুন্টশোলিংয়ের উল্টোদিকে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ। দুটি শহর দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্যিক আদান প্রদানের কেন্দ্র। গত দু বছর ধরে করোনা সংক্রমণের কারণে ভুটান অত্যন্ত কড়াকড়ি নিয়ম চালু করে। সেই কারনে আর হুট করে কেউ ভুটানের ফুন্টশোলিং শহরে ঢুকতে পারেন না।

<

p style=”text-align: justify;”>করোনা প্রদুর্ভাবের আগে জয়গাঁ ও নিকটবর্তী এলাকার বাসিন্দারা সস্তায় পেট্রোল ডিজেল কিনতে ভুটানেই ঢুকতেন। আপাতত তেমনটা হচ্ছে না।

]]>