future – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 06 Aug 2021 14:51:37 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png future – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 পাকিস্তান: গাঁজা ‘খেয়ে’ সরকার বাঁচাতে চায় ইমরান খান https://ekolkata24.com/uncategorized/pakistan-sees-a-future-in-cannabis-cultivation Thu, 05 Aug 2021 17:53:33 +0000 https://www.ekolkata24.com/?p=1901 নিউজ ডেস্ক: গত কয়েক বছর ধরেই চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তানের ইমরান খান-সরকার৷ সংকট কাটাতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে৷ কিন্তু তাতেও সরকারকে দেউলিয়াপনা থেকে উদ্ধার করতে পারছে না ইমরান খান৷ তাই এবার গাঁজা চাষে মন দিয়েছেন তিনি ও তাঁর সরকার৷

পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, শিল্পের জন্য বৃহদাকারে গাঁজা চাষের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার৷ এর মাধ্যমে আগামী তিন বছরে ১০০ কোটি ডলার আয়ের সম্ভাবনা দেখছে ইমরান খানের সরকার৷

অনেকের কাছে মাদক হিসেবে পরিচিত হলেও, চিকিৎসায় গাঁজা ব্যবহার হচ্ছে যুগ-যুগান্ত ধরে৷ ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে রয়েছে গাঁজার ব্যাপক চাহিদা৷ বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইনসাইটের গবেষণা অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ বিশ্বে গাঁজার বৈধ বাজারের আকার ৫৯ হাজার কোটি ডলার ছাড়াবে৷

Pakistan sees a future in cannabis cultivation

সম্প্রতি সদস্য দেশগুলোর এক ভোটাভুটির মাধ্যম গাঁজাকে চরম মাদকের তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘ৷ চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই নেওয়া হয় এই সিদ্ধান্ত৷ এর আগে ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এই বিষয়ে রাষ্ট্রসংঘকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিল৷

গত কয়েক বছর ধরেই মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের অর্থনীতি৷ দেশের কৃষি শিল্প পড়তির দিকে৷ রপ্তানির ৬৪ ভাগ যে তুলা থেকে আসে, ২০১৯ সালে তার উৎপাদন ২০ ভাগ কমে গিয়েছে৷ এই কারণে লোকসানে পড়ছেন কৃষকরা৷ সেই জায়গায় গাঁজা চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ইমরান খান সরকার৷

শিল্পে ব্যবহারের জন্য গাঁজা চাষের অনুমতি দেবে পাকিস্তান৷ গত সেপ্টেম্বরে এমন ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে৷ দেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারের একটি অংশ ধরতে পারলে তিন বছরে এই খাত থেকে পাকিস্তানের আয় দাঁড়াবে ১০০ কোটি ডলার৷ যেখানে গোটা আন্তর্জাতিক বাজারের আকার এখন ২৫ হাজার কোটি ডলার৷

পাকিস্তানে বসবাসরত জার্মান পরিবেশবিদ হেলগা আহমেদ একটি জার্মান সংবাদমাধ্যমকে বলেন, গাঁজা এমনকি খারাপ আবহাওয়াতেও সহজে চাষ করা সম্ভব৷ এর উৎপাদনে কোনও কীটনাশকের প্রয়োজন নেই৷ যার কারণে এটি পরিবেশবান্ধব ও নিরাপদ৷ এমনকি অল্প জমিতেও এটি যথেষ্ট জন্মে এবং তুলার চাষের চেয়ে কম জলের প্রয়োজন হয়৷

অ্যালকোহলের বিষয়ে রক্ষণশীল হলেও, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্যানাবিস বা গাঁজা উন্মুক্তভাবেই চাষ এবং বেচাকেনা হয়ে আসছে৷ বিশেষ করে আফগানিস্তানের কাছে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠী অনেক আগে থেকেই গাঁজা চাষ করছে৷ সেসব ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবেও কার্যকর৷

]]>