Garlic – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 15 Dec 2021 17:57:31 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Garlic – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 যৌবন ধরে রাখতে চান, তবে হাতের কাছে থাকা রসুন হতে পারে দাওয়াই https://ekolkata24.com/lifestyle/garlic-can-keep-you-young Wed, 15 Dec 2021 17:50:27 +0000 https://www.ekolkata24.com/?p=2313 হাতের নাগালেই পাওয়া যায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। সহজলভ্য এই রসুনে এমন সব গুন আছে যা শরীরের জন্য মহার্ঘ্য হিসেবে কাজ করে। বিশেষত, শারীরিক সৌন্দর্য ও যৌবন ধরে রাখতে কিংবা হারানো যৌবন ফিরে পেতে রসুনের জুড়ি মেলা ভার। এছাড়াও নানা রোগের কার্যকর ওষুধ হিসেবেও রসুন খুবই কার্যকরী।

আজকাল খবরের কাগজ খুললেই চোখে পড়ে বিবাহবিচ্ছেদের রমরমা খবর। কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই উল্লেখ করা হয় দাম্পত্য কলহের কথা। যার মূলে থাকে শারীরিক সম্পর্ক, রূপ অনেক ক্ষেত্রেই। অনেকক্ষেত্রে যার পরিণামে ডেকে আনে বিচ্ছেদ।

food

অথচ আপনি চাইলেই যৌবনে পরাতে পারেন রাজটীকা। এবং সেটা খুব সহজে। এক কোয়া রসুন আপনার হারানো যৌবন শক্তি ফিরিয়ে দিতে পারে। স্ত্রীর চোখে আপনি হতে পারেন আস্থাশীল পুরুষ।

মধু ও লেবুর রসের সঙ্গে প্রতিদিন সকালে এক কোয়া রসুন মিশিয়ে খান। দেখবেন বয়সটা তখন আপনার হাতের মুঠোয় চলে আসবে। তারুণ্য ফিরে পাবেন সকল কাজে। বাড়বে যৌবনশক্তি।

<

p style=”text-align: justify;”>রসুন আবার গ্যাসটিকের রোগী কিংবা যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্যও দারুণ কার্যকরী। ত্বকের যেকোনও দাগ মুছে ফেলতে ও ত্বককে আরও কোমল করতেও রসুনের বিকল্প মেলা কঠিন।

]]>
Good effect of Garlic: যৌবন এবং শরীরী-উত্তেজনা বাড়িয়ে তুলতে রসুনের জুড়ি মেলা ভার https://ekolkata24.com/lifestyle/good-effect-of-garlic Mon, 29 Nov 2021 20:00:35 +0000 https://ekolkata24x7.com/?p=546 অনলাইন ডেস্ক: হাতের নাগালেই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। রসুনকে (Garlic) বলা হয় গরিবের পেনিসিলিন। সহজলভ্য এই দ্রব্যটিতে এমন সব গুণ আছে যা শরীরের জন্য মহোষধি হিসেবে কাজ করে। রসুন অটুট রাখে সৌন্দর্য আর যৌবন। বিশেষত, শারীরিক সৌন্দর্য ও যৌবন ধরে রাখতে কিংবা হারানো যৌবন ফিরে পেতে  জুড়ি মেলা ভার। এছাড়াও নানা রোগের কার্যকর ওষুধ হিসেবেও রসুন খুবই কার্যকরী।

আজকাল খবরের কাগজ খুললেই চোখে পড়ে বিবাহবিচ্ছেদের রমরমা খবর। কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই উল্লেখ করা হয় দাম্পত্য কলহের কথা। কিন্তু এই দাম্পত্য কলহ কেন হয়- শুধু কি বৈষয়িক চাহিদা জন্য, শুধু কি গাড়ি-বাড়ি ধনদৌলতের জন্য? না, বরং স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক পারস্পরিক চাওয়া-পাওয়াগুলো যখন অপূর্ণ থাকে তখনও এই দাম্পত্য অশান্তি দেখা দেয়।

Ginger

অনেকক্ষেত্রে যার পরিণামে ডেকে আনে বিচ্ছেদ।  অথচ আপনি চাইলেই যৌবনে পরাতে পারেন রাজটীকা। এবং সেটা খুব সহজে। এক কোয়া রসুন আপনার হারানো যৌবন শক্তি ফিরিয়ে দিতে পারে। স্ত্রীর চোখে আপনি হতে পারেন আস্থাশীল পুরুষ। মধু ও লেবুর রসের সঙ্গে প্রতিদিন সকালে এক কোয়া রসুন মিশিয়ে খান। দেখবেন বয়সটা তখন আপনার হাতের মুঠোয় চলে আসবে।

তারুণ্য ফিরে পাবেন সকল কাজে। বাড়বে যৌবনশক্তি। রসুন আবার গ্যাসটিকের রোগী কিংবা যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্যও দারুণ কার্যকরী। ত্বকের যেকোনও দাগ মুছে ফেলতে ও ত্বককে আরও কোমল করতেও রসুনের বিকল্প মেলা কঠিন।

]]>
এবার রসুনেই করুন খুশকির সমস্যার সমাধান https://ekolkata24.com/lifestyle/get-dandruff-free-hair-by-using-garlic Fri, 24 Sep 2021 17:00:35 +0000 https://www.ekolkata24.com/?p=5482 লাইফস্টাইল ডেস্ক: শীত এলেই বেড়ে যায় খুশকির সমস্যা। চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি। তবে আজকাল আবহাওয়ার পরিবর্তন, দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে প্রায় সারা বছরই খুশকির সমস্যা লক্ষ করা যায়।

খুশকি থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়া যায়। কিন্তু সেগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে কখনও কখনও উল্টে চুলেরই ক্ষতি হয়। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব পরিচিত একটি উপাদানের ব্যবহারে, তা হল রসুন। রসুন বিভিন্ন স্বাস্থ্য এবং ত্বকের সমস্যার জন্য একটি প্রাচীন ঘরোয়া প্রতিকার।

আরও পড়ুন Health: মাথা চুলকানি মুক্তিতে ৮ সেরা ঘরোয়া প্রতিকার

১. রসুন ও জলপাই তেল: রসুনের তেল ও জলপাই তেল ব্যবহার করে দূর করতে পারেন খুশকির সমস্যা। রসুনের তেল ও জলপাই তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এর পর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিলেই পাবেন উপকার।

২. রসুনের গুঁড়ো ও দই: খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন রসুনের গুঁড়ো ও দই। দুই চামচ রসুনের গুঁড়ো ও পাঁচ চামচ দইয়ের সঙ্গে সামান্য জল ভালো করে মিশিয়ে নিন। এরপর ভালো করে নারকেল তেল মেখে তার ওপর দই-রসুনের মিশ্রনটি লাগান। ২০-৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।

আরও পড়ুন রসুনের ১০ টি স্বাস্থ্য উপকারিতা যা আপনার রোজকার জীবনের সঙ্গী হয়ে উঠবে

৩. রসুন ও নারকেল তেল: দুই চামচ রসুনের তেল ও চার চামচ নারকেল তেল মিশিয়ে গরম করে নিন। এর পর সেটি ঠাণ্ডা হয়ে এলে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিলে মিলবে সমাধান।

৪. রসুন, মধু ও লেবু: একটি পাত্রে রসুনের তেল , মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মাথায় ভালো করে নারকেল তেল ম্যাসাজ করে তার ওপরে মিশ্রণটি লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।

]]>
রসুনের ১০ টি স্বাস্থ্য উপকারিতা যা আপনার রোজকার জীবনের সঙ্গী হয়ে উঠবে https://ekolkata24.com/lifestyle/10-amazing-ways-how-garlic-improves-your-health Wed, 01 Sep 2021 11:50:51 +0000 https://www.ekolkata24.com/?p=3586 লাইফস্টাইল ডেস্ক: বহু শতাব্দী ধরে রসুন রান্নাঘরের অংশ। অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রকৃতির কারণে রসুন এর রোগ নিরাময়কারী এবং ঔষধি গুণ রয়েছে। রসুন যৌগিক অ্যালিসিন, ফসফরাস, জিঙ্ক, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ। ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, নিয়াসিন এবং থায়ামিনও রসুনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। রসুন খাওয়ার স্বাস্থ্য উপকারিতা হল:

আরও পড়ুন জেনে নিন হলুদের ১৩টি উপকারিতা

  • কাঁচা রসুনের কাশি এবং ঠাণ্ডা সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। দুটি রসুনের কোয়া খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। বাচ্চাদের গলায় একটি সুতোয় রসুনের লবঙ্গ ঝুলিয়ে রাখলে ভীড়ের উপসর্গগুলি থেকে উপশম পাওয়া হয়।
  • রসুন কার্ডিয়াক স্বাস্থ্যের জন্য উপকারী। অ্যালিসিন, রসুনের মধ্যে পাওয়া একটি যৌগ এলডিএল (খারাপ কোলেস্টেরল) এর জারণ বন্ধ করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। রসুনের নিয়মিত ব্যবহার রক্ত জমাট বাঁধার ঘটনা হ্রাস করে এবং এইভাবে থ্রোম্বোয়েমবোলিজম প্রতিরোধে সাহায্য করে। রসুন রক্তচাপও কমায় তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্যও ভালো।
  • রসুন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। রসুন তার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী গুণাবলীর কারণে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে। এটি আলঝেইমার এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের বিরুদ্ধে কার্যকর।

  • রসুন হজমের উন্নতি করে। এটি অন্ত্রের উপকার করে এবং প্রদাহ কমায়। কাঁচা রসুন খাওয়া অন্ত্রের কৃমি দূর করতে সাহায্য করে। সবচেয়ে ভাল উপকার হল এটি খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং অন্ত্রের ভাল ব্যাকটেরিয়াকে রক্ষা করে।
  • ব্লাড সুগার ভারসাম্য বজায় রাখে রসুন। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা তাদের রক্তে শর্করার মাত্রা কাঁচা রসুন খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন ।
  • রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: রসুন ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবং ডিএনএ -র ক্ষতি রোধ করে। রসুনে থাকা জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি চোখ এবং কানের সংক্রমণের বিরুদ্ধে খুব উপকারী কারণ এতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে।
  • রসুন ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে: রসুন ব্রণ প্রতিরোধে সাহায্য করে এবং ব্রণের দাগ হালকা করে। ঠান্ডা ঘা, সোরিয়াসিস, ফুসকুড়ি, এবং ফোসকা সব রসুনের রস প্রয়োগে উপকৃত হতে পারে। এটি অতিবেগুনি রশ্মি থেকেও রক্ষা করে এবং তাই বার্ধক্য রোধ করে।
  • ক্যান্সার এবং পেপটিক আলসার প্রতিরোধ করে: প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রসুন শরীরকে ফুসফুস, প্রোস্টেট, মূত্রাশয়, পাকস্থলী, লিভার এবং কোলন ক্যান্সার থেকে রক্ষা করে। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিয়া পেপটিক আলসার প্রতিরোধ করে কারণ এটি অন্ত্র থেকে সংক্রমণ দূর করে।
  • রসুন ওজন কমানোর জন্য ভালো কাজ করে। রসুন চর্বি সঞ্চয়কারী অ্যাডিপোজ কোষ গঠনের জন্য দায়ী জিনের অভিব্যক্তি হ্রাস করে। এটি শরীরে থার্মোজেনেসিস বাড়ায় এবং অতিরিক্ত চর্বি পোড়ায় এবং এলডিএল (খারাপ কোলেস্টেরল) কমায়।
  • রসুন ইউটিআইয়ের সাথে লড়াই করে এবং রেনাল স্বাস্থ্যের উন্নতি করে। তাজা রসুনের রসে ই-কোলি ব্যাকটেরিয়ার বৃদ্ধি হ্রাস করার সম্ভাবনা রয়েছে যা মূত্রনালীর সংক্রমণ (UTI) সৃষ্টি করে। এটি কিডনির সংক্রমণ রোধেও সাহায্য করে।

রসুন ক্ষতের সংক্রমণ কমায়, চুলের বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য এবং লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। রসুন কাঁচা খাওয়া হলেই বেশিরভাগ ঘরোয়া প্রতিকারে কার্যকর।

]]>