Germany – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 Dec 2021 06:08:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Germany – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Germany: লুধিয়ানা আদালতে বিস্ফোরণের মূল চক্রী জসবিন্দর, পাক সংযোগ https://ekolkata24.com/uncategorized/ludhiana-court-blast-main-accused-arrested-in-germany Tue, 28 Dec 2021 06:08:46 +0000 https://ekolkata24.com/?p=16920 News Desk: তদন্তের জাল যত গুটিয়ে আনছেন গোয়েন্দারা ততই চমক। লুধিয়ানা আদালতে বিস্ফোরণের পিছনে জড়িত পাকিস্তান মদতপুষ্ট শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সংযোগ স্পষ্ট হচ্ছে। বিস্ফোরণের মূল চক্রী জসবিন্দর সিং ধরা পড়ল জার্মানিতে।

ধৃত জসবিন্দর সিং শিখ ফর জাস্টিস সংগঠনের সঙ্গে জড়িত। এই সংগঠন ভারতে নিষিদ্ধ। তদন্তে উঠে এসেছে পাকিস্তান মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থীদের সঙ্গে জসবিন্দর জড়িত। লুধিয়ানার মতো দিল্লি ও মুম্বইতে হামলার ছক করেছিল সে।

লুধিয়ানা আদালতে বোমা বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হয়েছে। জার্মানিতে ধৃত জসবিন্দরের লক্ষ্য ছিল দেশজুড়ে পরপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো। পাঞ্জাবের কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়। হোসিয়ারপুর নিবাসী জসবিন্দর সিং জার্মানিতে থাকে। তার সঙ্গে সরাসরি সংযোগ শিখ ফর জাস্টিস সংগঠনের নেতা গুরনন্দন সিং পন্নুর।

জসবিন্দরকে ভারতে এনে বিচারের জন্য জার্মান সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত সরকার। এই বিষয়ে জার্মান বিদেশমন্ত্রক ও নয়াদিল্লির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভারতের বিদেশমন্ত্রক।

তদন্তে উঠে এসেছে জসবিন্দর সিং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে অস্ত্র কারবারে জড়িত। তার নজরে ছিল পাঞ্জাব বিধানসভা ভোটকে রক্তাক্ত করা।

লুধিয়ানা আদালতে বিস্ফোরণে মৃত বরখাস্ত হওয়া পুলিশকর্মী গগনদীপ সিং। তদন্তে উঠে এসেছে, গগনদীপ সিং বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল। সেই হিসেবে আদালত চলাকালীন বিস্ফোরণ ঘটায়। নাশকতায় নিহতের সংখ্যা দুই। সেই আত্মঘাতী হামলা করে বলে তদন্তে উঠে এসেছে।

]]>
Germany: দয়া করে টিকা নিন নইলে মরব সবাই, উন্নত জার্মানির হাহাকার শুরু https://ekolkata24.com/uncategorized/germany-government-warned-masive-death-for-covid-19 Tue, 23 Nov 2021 06:43:10 +0000 https://ekolkata24.com/?p=12076

News Desk: বিশ্বে সর্বনিম্ন করোনা টিকাকরণ হয়েছে যে সব দেশে তাদের মধ্যে পশ্চিম ইউরোপের ধনী ও শিল্পোন্নত দেশগুলি জ্বলজ্বল করছে। হু হু করে করোনা ছড়াতে শুরু করলেও টিকাকরণের গতি কচ্ছপকেও হার মানাবে। জার্মানিতে কোভিড ১৯ সংক্রমণের বিপদ বুঝে এবার সরকার কাতর আবেদন জানাল।

ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে কোভিড-১৯ টিকাদানের গুরুত্বারোপ করতে গিয়ে সর্বোচ্চ হুঁশিয়ারি দিলেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান। তিনি বলেছেন, ‘এই শীতের শেষ নাগাদ, জার্মানির সবাই হয় টিকা নিয়ে সুস্থ হয়ে উঠবে, নইলে মারা যাবে।’

বিবিসি জানাচ্ছে,  করোনার চতুর্থ ঢেউয়ের সম্মুখীন হতে চলেছে জার্মানি। দ্রুত সংক্রমণ বাড়ছে, অনেকগুলো হাসপাতাল এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ। সম্প্রতি একদিনে ৬৫ হাজার রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চতুর্থ ঢেউ আগেরগুলোর চেয়ে মারাত্মক হতে পারে।

covid19

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৩০ হাজার ৬৪৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে একই দিনে এই সংখ্যা সাত হাজার কম ছিল।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যাপকভাবে সংক্রামক ডেল্টা ভ্যারিয়্যান্ট সম্প্রতি এতটাই আগ্রাসী যে, আগামী কয়েক মাসের মধ্যে যারা টিকা না নিয়ে থাকবে তারা আক্রান্ত হবে এবং তাদের সুরক্ষায় ঘাটতি রয়ে যাবে।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে টিকাদানের হারে সর্বনিম্ন দেশগুলোর তালিকায় রয়েছে জার্মানির নাম। দেশটির ৬৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা নিয়েছেন। করোনা মহামারির শুরু থেকে করোনায় জার্মানিতে ৯৯ হাজারের বেশি মানুষের মৃত্যু 

 
]]>
হুড়মুড়িয়ে বাড়ছে করোনা, তরতরিয়ে কমছে তেলের দাম https://ekolkata24.com/uncategorized/world-petroleum-price-lockdown-covid-19 Sat, 20 Nov 2021 07:36:33 +0000 https://ekolkata24.com/?p=11802 News Desk: যেভাবে ইউরোপে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে আসন্ন বড়দিনের আগেই না গোটা মহাদেশটাই লকডাউনে চলে যায় এমনই আশঙ্কা প্রবল। বিশেষত শিল্পন্নোত পশ্চিম ইউরোপের দেশগুলির টিকা দানের হার সর্বনিম্ন হওয়া চরম অবৈজ্ঞানিক চিন্তাধারার কড়া বাস্তবে অট্টহাসি হাসছে কোভিড ঘাতক।

ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন শুরু করছে বেশকিছু দেশ। এর ফলে আন্তর্জাতিক অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। এমন পরিস্থিতিতে তেলের দাম স্থিতিশীল করতে বিনিয়োগকারীরা চাইছেন অপরিশোধিত তেলের বড় মজুদকারী দেশগুলো যেন নিজেদের কাছে থাকা তেল ছেড়ে দেয়।

petrol prices

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের মজুত তেল ছাড়ার সংবাদে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করছে। বিশ্ববাজারে তেলের দাম প্রায় তিন শতাংশ কমে শুক্রবার ব্যারেল প্রতি ৮০ মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। টানা চার সপ্তাহ পরিশোধিত এবং কিছুটা পরিশোধিত তে দুই ধরনের তেলেরই দর পতনের ঘটনা ঘটেছে। ২০২০ সালের মার্চের পর এমন ঘটনা এই প্রথম বলে জানাচ্ছে বিবিসি।

ভয়াবহ সংক্রমণ অবস্থা জার্মানি ও অস্ট্রিয়ায়। এদের লাগোয়া দেশগুলিতে সংক্রমণের গতি হাওয়ার বেগে ফের ছড়াতে পারে। পরিস্থিতি বুঝে লকডাউনের পথে অস্ট্রিয়া। জার্মানিতেও জনজীবন বিপর্যস্ত হতে চলেছে।

বিবিসি জানাচ্ছে, শিল্পোন্নত পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া এই প্রথম পূর্ণ লকডাউন লকডাউন জারি করতে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৯১ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার তিন ভাগের দুই অংশ। পশ্চিম ইউরোপে যে কয়েকটি দেশ বর্তমানে টিকাদান কর্মসূচিতে পিছিয়ে আছে, সেসবের মধ্যে অস্ট্রিয়া অন্যতম।

প্রতিবেশি দেশ জার্মানিতে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড সৃষ্টি হলো। একদিনে ৬৫ হাজার ৩৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে করোনা পরিস্থিতি ক্রমেই আরও অবনতি হলো।

]]>
Covid 19: শিল্পোন্নত পশ্চিম ইউরোপে টিকাদান সর্বনিম্ন, অট্টহাসি করোনার https://ekolkata24.com/uncategorized/covid-19-austria-on-the-way-to-lockdown-many-countries-worried Fri, 19 Nov 2021 15:14:12 +0000 https://ekolkata24.com/?p=11768 News Desk: শীতে কি করোনা অট্টহাসি করে? নভেম্বরেই ইউরোপ কাঁপছে করোনায়। জার্মানিতে একদিনে ৬৫ হাজার সংক্রমণ রেকর্ড হলো। প্রতিবেশি দেশ অস্ট্রিয়া লকডাউনের পথে। ইউরোপের দেশগুলির মধ্যে করোনা সংক্রমণের বিরাট ছায়া ভারতের দিকে আসার আশঙ্কা প্রবল।

করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আবারও পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে অস্ট্রিয়ায়। আগামী সোমবার থেকে এই লকডাউন কার্যকর হবে। এর আগে, ২০২০ সালে ইউরোপে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার সময় লকডাউন জারি করেছিল অস্ট্রিয়ার সরকার। কিন্তু দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় ফের লকডাউন জারি করতে হচ্ছে বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ।

covid-19-who-alert-on-europe-and-asia

বিবিসি জানাচ্ছে, শিল্পোন্নত পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া এই প্রথম পূর্ণ লকডাউন লকডাউন জারি করতে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৯১ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার তিন ভাগের দুই অংশ। পশ্চিম ইউরোপে যে কয়েকটি দেশ বর্তমানে টিকাদান কর্মসূচিতে পিছিয়ে আছে, সেসবের মধ্যে অস্ট্রিয়া অন্যতম।

প্রতিবেশি দেশ জার্মানিতে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড সৃষ্টি হলো। একদিনে ৬৫ হাজার ৩৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে করোনা পরিস্থিতি ক্রমেই আরও অবনতি হলো।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে টিকা দেওয়ার হার সবচেয়ে কম। দেশটির মোট জনসংখ্যার মাত্র ৬৭ শতাংশ মানুষ সম্পূর্ণরূপে টিকা গ্রহণ করেছেন৷ এছাড়া ৩৩ শতাংশ নাগরিক ভাইরাস প্রতিরোধে কোনো সুরক্ষাই গ্রহণ করেনি।

]]>
অ্যাঞ্জেলার ‘স্বেচ্ছা’ বিদায়, বাম দখলে যাওয়ার সম্ভাবনা জার্মানির https://ekolkata24.com/uncategorized/center-left-spd-party-progress-shows-in-pree-poll-servey-in-germany Wed, 22 Sep 2021 06:52:36 +0000 https://www.ekolkata24.com/?p=5257 নিউজ ডেস্ক: রাশিয়ায় কমিউনিস্ট পার্টি এবার জনসমর্থন ও সেদেশের সংসদ ‘ডুমা’ তে নিজেদের আসন বাড়িয়ে নিলেও বিরোধী আসনেই থাকল। পূর্বতন সোভিয়েতের শাসক গোষ্ঠীর আচমকা বড় উত্থানে ধাক্কা লেগেছে শাসক পুতিনের ঘরে।

কিন্তু জার্মানির ভোট নিয়ে বিশ্ব জোড়া বাম শিবির ফের আশাবাদী। জার্মানিতেও জাতীয় নির্বাচন আসন। প্রাক নির্বাচনী যত সমীক্ষা আসছে তাতে স্পষ্ট চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কুর্সি মেয়াদ শেষ ও তাঁর স্বেচ্ছায় সরে যাওয়ার ধাক্কা লাগছে শাসক দল খ্রিষ্টান ডেমোক্রেটিক ইউনিয়ন অফ জার্মানিতে (ইউনিয়ন শিবির )।

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী নেতৃত্বের একজন অ্যাঞ্জেলা মার্কেল। সমীক্ষায় দাবি করা হচ্ছে, জার্মানির দখল নিতে পারে ইউরোপের কথা বিশ্বের অন্যতম পুরনো বামপন্থী সমাজতান্ত্রিক দল এসপিডি।

জার্মান সংবাদ মাধ্যম ডয়েচভেল জানাচ্ছে, জনমত সমীক্ষার ফলাফল শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলে আগামী সরকারের নেতৃত্ব দিতে চলেছে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল৷ একেবারে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে চাইছে বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির৷

আসন্ন নির্বাচনে শাসক দল ইউনিয়ন শিবিরের তরফে চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট। তিনি অ্যাঞ্জেলার উত্তরসূরি হিসেবে চিহ্নিত। তাঁর প্রতিদ্বন্দ্বী এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলৎস। নির্বাচনী সমীক্ষায় শলৎস বেশ খানিকটা এগিয়ে বলেই জানাচ্ছে ডয়েচভেল।

হিটলারের নাৎসি বাহিনি জার্মানির ক্ষমতা দখলের পর বাকি সব রাজনৈতিক দলের মতো কমিউনিস্ট পার্টি ও এসপিডি নিষিদ্ধ হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বিখণ্ডিত জার্মানির পূর্বদিকে সোভিয়েত ক্ষমতা থাকে। সেখানে এসপিডি ও কমিউনিস্ট পার্টি এক হয়। পরে জার্মানির একীকরণ হলে দুটি দল বিচ্ছিন্ন হয়। ১৫৮ বছরের পুরনো এসপিডি দল ইউরোপের অন্যতম প্রাচীন বামমনস্ক রাজনৈতিক সংগঠন।

]]>
প্রয়াত গার্ড মুলার, শোকের ছায়া ফুটবলবিশ্বে https://ekolkata24.com/sports-news/gerd-muller-bayern-munichs-german-legend-dies-aged-75 Sun, 15 Aug 2021 15:50:15 +0000 https://www.ekolkata24.com/?p=2464 স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড মুলার পরিচিত ছিলেন ‘ডের বোম্বার’ নামে। আজ সন্ধ্যায় প্রয়াত হন জার্মানির এই প্রবাদপ্রতিম ফুটবলার। তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখের তরফে টুইটে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ এফসি বার্য়ান মিউনিখ। এফসি বার্য়ানের বিশ্বটাই যেন থেমে গিয়েছে। ক্লাব এবং গোটা বিশ্বের তাঁর সমর্থকেরা গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।’

আরও পড়ুন সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে আইএসএলে এখনও অনিশ্চিত লাল-হলুদ

১৯৭২ সালে জার্মানিকে ইউরো কাপ দেওয়া মুলার ১৯৭৪ সালে দেশকে ফুটবল বিশ্বকাপ জেতান। ১৯৭০ এবং ১৯৭৪— এই দু’টি বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেছেন। মোট ১৩টি ম্যাচে তাঁর ১৪টি গোল করেছিলেন। দীর্ঘ ৩২ বছর তাঁর এই রেকর্ড বজায় ছিল। ২০০৬ বিশ্বকাপে তাঁকে টপকে যান ব্রাজিলের রোনাল্ডো। ২০১৪ বিশ্বকাপে রোনাল্ডোর রেকর্ড টপকে যান জার্মানিরই মিরোস্লাভ ক্লোজে। শুধু তাই নয়, মুলারই ছিলেন বায়ার্নের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৬০৭ ম্যাচে ৫২২টি গোল এসেছিল তাঁর পা থেকে।

৭৫ বছর বয়সে থেমে গেলেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার

বায়ার্ন মিউনিখে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পান তিনি। ক্লাবের হয়ে ৬০৭ ম্যাচে ৫৫২ গোল করেছেন। জার্মানির হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল করেছেন। গোটা কেরিয়ারে ৭৮০ ম্যাচে ৭১১ গোল রয়েছে তাঁর। ১৯৭২ সালে এক মরশুমে ৮৫টি গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ড টানা ৪০ বছর অক্ষত থাকার পর ২০১২ সালে সেটি ভাঙেন লিওনেল মেসি। দু’টি বিশ্বকাপ খেলে মুলার মোট ১৪টি গোল করেছেন। যেই রেকর্ড অক্ষত ছিল প্রায় ৩২ বছর। বুন্দেশলিগায় এক মরশুমে তাঁর করা ৪০টি গোলের রেকর্ডও টিকে ছিল দীর্ঘদিন। গত মরশুমে রবার্ট লেয়নডস্কি সেই রেকর্ড ভেঙে দেন।

৭৫-এ জীবনাবসান! প্রয়াত জার্মান ফুটবল কিংবদন্তি গার্ড মুলার - FC Bayern  munich star & Germany Footballer 1974 World Cup winner Gerd Muller dies asr  - AajTak

১৯৮২ সালে ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন গার্ড মুলার। বায়ার্ন মিউনিখের ক্লাবের তরফে রিহ্যাব করানো হয়। ২০১৫ সালে বায়ার্নের দ্বিতীয় দলের কোচ থাকাকালীন অ্যালঝাইমার্স রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সত্যি হঠাৎ করেই থমকে গিয়েছে ফুটবল বিশ্ব।

]]>