Gift – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 23 Oct 2021 18:12:30 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Gift – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 সুখেশ চন্দ্রশেখর গোপনে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন নোরা ফাতেহিকে: স্বীকারোক্তি https://ekolkata24.com/entertainment/sukhesh-chandrashekhar-admits-to-gift-a-luxurious-car-to-nora-fatehi Sat, 23 Oct 2021 18:11:37 +0000 https://www.ekolkata24.com/?p=8902 বায়োস্কোপ ডেস্ক: কোটিপতি সুখেশ চন্দ্রশেখর যে কানাডিয়ান নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে গোপনে একটি বিলাসবহুল গাড়ি উপহার করেছেন, এমন জল্পনা আর সামনে আসার ঠিক দুদিনের মাথায় তিনি নিজেই স্বীকার করে নিলেন যে সংবাদ মাধ্যমের অনুমান সত্যি। তোলাবাজির টাকা থেকেই ওই বিলাসবহুল গাড়ি তিনি নোরা ফাতেহি কে উপহার দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শনিবার দিল্লির একটি আদালতে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিলেন sসুখেশ চন্দ্রশেখরকে, সেই সময় মিডিয়া সুকেশ চন্দ্রশেখরকে জিজ্ঞাসা করেছিল যে তিনি কি নোরা ফাতেহিকে একটি গাড়িটি উপহার দিয়েছেন? এর উত্তরে তিনি বললেন, ‘হ্যাঁ’। বলিউড অভিনেত্রী ও কানাডিয়ান নৃত্যশিল্পীকে তিনি কোন গাড়ী উপহার দিয়েছেন জানতে চাইলে সুকেশ বলেন, “আপনি তাকে (নোরা ফাতেহি) জিজ্ঞাসা করছেন না কেন?” সূত্র মাধ্যমে জানা গিয়েছে যে, চন্দ্রশেখর তার স্ত্রী লীনা মারিয়া পালের মাধ্যমে নোরা ফতেহিকে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ উপহার দিয়েছেন তলাবাজির টাকায়।

ইডি ১৪ অক্টোবর নোরা ফাতেহির বিবৃতি রেকর্ড করেছিল, যায় মাধ্যমে একটি বিলাসবহুল গাড়ি উপহারের প্রসঙ্গটি সামনে আসে। সুখেশ চন্দ্রশেখরকে এই মুহূর্তে প্রায় ২০০ কোটি টাকার তোলাবাজির অভিযোগে তলব করা হয়েছে। ইডি সন্দেহ করছে যে এক কোটি টাকারও বেশি দামের গাড়িটি নোকরা ফতেহিকে উপহার দিয়েছিল, যায় টাকা সুকেশ তার স্ত্রী এর সাহায্য নিয়ে এক ব্যবসায়ীর স্ত্রীর থেকে তোলাবাজি করে আদায় করিয়েছিলেন।

নোরা ফাতেহি ইডিকে বলেছিলেন যে তাকে সুকেশের স্ত্রী এবং অভিনেতা লীনা মারিয়া পল ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইতে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এদিকে, ১৪ অক্টোবর নোরা ফাতেহি দাবি করেছিলেন যে তিনি কোনও অর্থ পাচারের কার্যকলাপের অংশ নন। “নোরা ফাতেহি মামলার শিকার হয়েছেন এবং এই মামলার একজন সাক্ষী। তিনি তদন্তকারীদের সাথে সমস্ত সহযোগিতা করছেন। আমরা এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে তিনি কোনো মানি লন্ডারিং কার্যকলাপের অংশ নন, তিনি জানেন না বা অভিযুক্তের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং তদন্তে কঠোরভাবে সাহায্য করার জন্য ইডি তাকে আহ্বান জানিয়েছে,” জানানো হয়েছে ইডির তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে।

]]>
সুন্দরী গরান রোপণের বদলে গ্রামবাসীদের পুজোর জামা উপহার ‘ম্যানগ্রোভ ম্যানে’র https://ekolkata24.com/offbeat-news/mangrove-man-will-gift-puja-sharee-and-shirts-to-villagers-who-fights-to-save-mangrove Tue, 05 Oct 2021 12:48:17 +0000 https://www.ekolkata24.com/?p=6666 বিশেষ প্রতিবেদন: তিনি বাংলার ম্যানগ্রোভ ম্যান (Mangrove man)। পরিবেশবিদরা বলছেন পরিবেশ বাঁচাতে ম্যানগ্রোভ রোপন করতে। একার চেষ্টায় তা করে যাচ্ছেন বছর বিয়াল্লিশের গোসাবার বাসিন্দা উমাশঙ্কর মন্ডল ওরফে ম্যানগ্রোভ ম্যান। এবার তিনি পুজোয় এক দারুণ উদ্যোগ নিয়েছেন। যে গ্রামবাসীরা ম্যানগ্রোভ বাঁচাতে লড়াই করছেন তাঁদের পুজোর স্পেশ্যাল গিফট দেবেন তিনি।

অনেকটা ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ‘, এমন শোনাল কী? উমাচরণ বাঁচার স্বাধীনতা দেবেন। তাঁর কথায়, ‘যারা সারাবছর সুন্দরবন বাঁচানোর লড়াই করেন, আপনার আমার অক্সিজেনের যোগান দেওয়ার কাজ করে থাকে, পূজোয় কিছু উপহার দেওয়ার চিন্তাভাবনা তাদের জন্য।’ ম্যানগ্রোভ ম্যান’ উমাশঙ্কর মণ্ডল মনে করেন, সুন্দরবনের স্বার্থে আরও বেশি করে ম্যানগ্রোভ চারা লাগাতে হবে। আর পরিচর্যাও করতে হবে। ম্যানগ্রোভ চারা লাগানো আর পরিচর্যার উৎসাহ দিতেই পুজোর আগে গ্রামবাসীদের নতুন পোশাক বিতরণের ভাবনা। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই কাজের আর্থিক তহবিল গড়ার কাজ করছেন তিনি।

Mangrove man Umashankar mandal

তিনি বলেছেন, “বিভিন্ন প্রতিবন্ধকতা স্বত্বেও আমরা মেতে উঠব উৎসবের আনন্দে, সমস্ত ভয় ভীতি আতঙ্ক জয় করে। জীবনের, বেঁচে থাকার, ধনী দরিদ্র নির্বিশেষে মানুষের সাথে নিজেকে এক করে জীবন উপভোগ করার নামই হলো উৎসব। সামনেই বাঙালির অন্যতম বড় উৎসব দুর্গাপূজা।

প্রান্তিক মানুষের কাছে উৎসব এখন বাড়তি বোঝা। তাই আমরা ঠিক করেছি সুন্দরবনের একেবারেই প্রান্তিক এলাকার ২ থেকে ১০ বছরের বাচ্চাদের হাতে নতুন জামা উপহার। যাতে তাঁরাও উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়।পাশাপাশি বাঘের দ্বারা আক্রান্ত পরিবার ও একেবারেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া ৩৫০ জন মায়েদের একটি ছাপা শাড়ী দিয়ে সাহায্য করা। বিভিন্নভাবে বির্পযস্ত হয়ে যাওয়া মানসিক স্বাস্থ্যর কিছু উন্নতি ঘটানো। “

Mangrove man Umashankar mandal

একইসঙ্গে তিনি বলেন, “আপনার নিজের পরিবারের পাশাপাশি বৃহৎ পরিবারের কথা ভেবে সাধ্যমত সামান্য সাহায্যের আবেদন নিয়ে হাত পেতে দাঁড়ালাম। উৎসবের দিনগুলিতে সুন্দরবনের সেই বাচ্চাটার গায়ের নতুন জামায় আপনার ভালবাসায় ছোঁয়া থাকুক, সেই প্রত্যন্ত গ্রামের শিশুটির সারা গায়ে ভালবাসা হয়ে জড়িয়ে থাকুন উৎসবের কটা দিন। একটু চোখ বন্ধ করে ভাবুন উৎসবের দিনে একঝাঁক ফুলের মত শিশুর আনন্দ উচ্ছ্বাসে জড়িয়ে আছেন আপনি; নিজের হৃদয় নিজের সবটুকু ভালবাসা দিয়ে।”

Mangrove man Umashankar mandal

প্রাথমিক ভাবে ৪০০ শিশুর মুখে হাসি ফোটানর লক্ষ্যমাত্রা তাঁর। ৫০টি মেয়েদের কুর্তি ও ৩৫০ মায়ের হৃদয়ের টুকরোর উৎসবে মেতে ওঠার আনন্দ।বর্তমান সময়ে সকলের অর্থনৈতিক সঙ্কট। তবু সাহস করে এই কাজে নেমেছেন তিনি। তাঁরমূল লক্ষ্য, ১) দশ হাজার ম্যানগ্রোভ রোপন (২) চারশ শিশুকে জামা দেওয়া। (৩) তিনশ পঞ্চাশ জন মায়েদের ছাপা সূতির শাড়ী। (৪) কুড়ি জন মেয়েকে কুর্তি। (৫) পচিঁশ জন ছেলেদের গেঞ্জি দেওয়া।(৬) দুশজন বাচ্চা ও মায়ের দুপুরের খাওয়ার ব্যাবস্হা। এরা সকলে ম্যানগ্রোভ রোপন ও পরিচর্যার সাথে ওতোপ্রতোভাবে জড়িত।

]]>
সখী ভালোবাসা এরে কয় ! স্ত্রীর জন্য চাঁদের জমি কেনা কম কথা নাকি https://ekolkata24.com/uncategorized/bangladeshi-journalist-purchased-mooon-land-for-his-wife Thu, 23 Sep 2021 12:13:18 +0000 https://www.ekolkata24.com/?p=5386 নিউজ ডেস্ক: ভালোবেসে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিতেই শোরগোল। আর উপহার পেয়ে বাংলাদেশি সাংবাদিকের ডাক্তার স্ত্রীর এখন আনন্দে মাটিতে যেন পা পড়ছে না।

বাংলাদেশি সাংবাদিক এম ডি অসীম। তিনি খুলনার বাসিন্দা। স্থানীয় বেসরকারি একটি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ডা. ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির দলিল তুলে দেন অসীম।

স্ত্রীকে ভালোবেসে আকাশের চাঁদ এনে দেওয়ারও প্রতিজ্ঞা অনেকে করেন। আমি স্ত্রীকে চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের বুকে এক টুকরো জমি কিনে দিতে পেরে আমি খুব খুশি। তিনি বলেন, স্ত্রীকে কথা দিয়েছিলাম কোনো এক বিবাহবার্ষিকীতে তাকে বিশেষ উপহার দিয়ে অবাক করব।

এম ডি অসীম জানান, গত বছর জানতে পারলাম ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন। এই ঘটনা জানতে পেরে, আমিও বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এই জমি কিনেছি। জমি কেনার পর আমাদের একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি৷ সেটি স্ত্রীর হাতে তুলে দিয়েছি।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয় অসীম ও ইসরাতের। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবন। তাঁদের এক পুত্র আছে। স্ত্রী ইসরাত টুম্পা বলেন, চাঁদে জমি পেয়ে আমি খুব খুশি। আমি ভাবতেও পারিনি স্বামী আমাকে এমন একটি বিশেষ উপহার দেবেন।

‘লুনার অ্যাম্বাসি’ দেওয়া তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার।

]]>
মাসির থেকে দারুন গিফট পেল Nusrat Jahan পুত্র https://ekolkata24.com/entertainment/nusrat-jahans-son-yishaan-got-a-great-gift-from-his-aunt-prabha-agarwal Tue, 14 Sep 2021 11:02:37 +0000 https://www.ekolkata24.com/?p=4580 বায়োস্কোপ ডেস্ক: কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বসিরহাটের সাংসদ ও অভিনেত্রীর নুসরত জাহান (Nusrat Jahan) তার পুত্র ঈশানের পিতৃত্বের ব্যাপারে বলেছিলেন,”সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্ব উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভাল সময় কাটাচ্ছি।”

ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি যশের নামটি নিয়েছিলেন তা বুঝতে হয়তো কারো অসুবিধা হবে না। তারপর তাদের দু’জনকে একসঙ্গে হাতে হাত ধরে দেখা গেছে কলকাতা পৌরসভা কোভিডের টিকা নিতে। যা দেখে স্পষ্ট বিতর্ক যতই তাকে ঘিরে থাকুক তার মনকে এ বিতর্কে এতোটুকু ছুঁতে পারেনি। বলা যায় তিনি একজন স্ট্রং মনের মানুষ।

তাই এতো সহজে নারী চরিত্রকে কালিমালিপ্ত করে দেওয়া সমাজের মুখে ঝামা ঘষে দিয়ে তিনি তোয়াক্কা না করার মানসিকতা রাখেন। নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্পষ্ট তিনি তার জীবনকে নিজের মতো বাঁচতে ভালোবাসেন। কখনো নিজের পোষ্যর সঙ্গে সময় কাটানো তো কখনো আবার সবুজের মাঝে নিজেকে খুঁজে পাওয়া মাতৃত্বের আগে এইভাবেই নিজেকে পজিটিভ রেখেছিলেন নুসরত। সমাজের দেওয়া কলঙ্কের ভয়ে কখনো তিনি কুঁকড়ে যাননি বা নিজেকে দমিয়ে রাখেননি।

এবার খুদে সন্তান ঈশানের জন্য, জনসংযোগস্থাপন সংস্থা এবং ডিজাইন এজেন্সির ডিরেক্টর প্রভা আগরওয়ালের পাঠানো উপহারের ছবি শেয়ার করলেন তিনি।ঈশানের ‘প্রভা মাসি’-কে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। চকলেট খাবার জিনিস আর খেলনায় সমৃদ্ধ এই গিফটের ছবি নিজের স্টোরি শেয়ার করে অভিনেত্রী প্রভার সঙ্গে ট্যাগ করেছেন যশকেও। সন্তানকে ভালোবাসার আঁচে এই ভাবেই যেন নুসরত স্বাধীনভাবে বাঁচতে এই শুভেচ্ছাই থাকলেও আমাদের পক্ষ থেকে।

]]>
কিডনি দান করে ভাইকে রাখী পূর্ণিমায় অমূল্য উপহার বোনের https://ekolkata24.com/offbeat-news/woman-gifted-her-kidney-to-her-brother-as-raksha-bandhan-present Sat, 21 Aug 2021 17:58:08 +0000 https://www.ekolkata24.com/?p=2902 ভাই-বোনের অটুট ভালোবাসার প্রতীক হল রাখী বন্ধন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়। এদিন বোন নিজের ভাইয়ের হাতে রাখী বাঁধেন। ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধির কামনা করেন বোনেরা। পাশাপাশি ভাইরাও নিজের বোনেদের হাতে রাখি পরিয়ে দেন। গিফটও দেন একে অপরকে।

সেই রীতি মেনে ছোটবেলা থেকেই ভাইকে রাখী পরিয়ে আসছেন ডঃ সুজাতা দেব। কিন্তু চলতি বছরের রাখী তাঁর এবং তাঁর ভাই সন্দীপ কুমারের কাছে একটু বেশীই স্পেশাল। কারণ, রাখীতে ভাইকে একটি অমূল্য উপহার দিয়েছেন সুজাতা। ভাইকে উপহার হিসেবে নিজের কিডনি দান করেছেন তিনি, গত ১৪ আগস্ট তা প্রতিস্থাপনও করা হয়েছে সন্দীপের শরীরে। সন্দীপ কুমার বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন এবং খুব তাড়াতাড়িই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন দেশ অশান্ত: নিউ ইয়র্কে ক্লিনটনের পাড়ায় বিলাসবহুল জীবন কাটাচ্ছেন ঘানি-কন্যা মরিয়ম

সন্দীপ কুমার পেশায় ভারতীয় রাজস্ব পরিষেবা ( Indian Revenue Service) অফিসার। বর্তমানে লক্ষ্ণৌতে প্রধান আয়কর কমিশনারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ডঃ সুজাতা দেব একজন গাইনোকোলজিস্ট এবং লক্ষ্ণৌয়ের মেডিকেল কলেজের অধ্যাপক। আঁট বছর আগে, ২০১৩ সালেও সন্দীপের একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। সেই সময়, সুরাটের একজন রোগীর ব্রেন ডেথ হওয়ায় তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয় সন্দীপের শরীরে। তারপর থেকেই তিনি গুজরাটে ক্যাডাভার দান সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য সক্রিয়ভাবে জড়িত হন। বর্তমানে, সন্দীপ ডোনেট লাইফের ভাইস-প্রেসিডেন্ট, ডোনেট লাইফ সুরাটের একটি জনপ্রিয় এনজিও (NGO) যারা অঙ্গদান সচেতনতার জন্য কাজ করে।

২০১৭ সালে, ৪৮ বছর বয়সী বন্দনা চন্দ্র তাঁর একটি কিডনি তাঁর ভাইকে দান করেছিলেন। পরে নতুন দিল্লির অ্যাপোলো হাসপাতালে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। এবার রাখীর আগেই ভাইকে উপহার হিসেবে জীবনদান করলেন বোন, পালটা উপহার দিলেন ভাইও। সফল প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে বাড়িতে বোনের কাছে ফিরছেন তিনি।

]]>