good news – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jan 2022 17:29:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png good news – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Good news for bike lovers! নয়া রূপে ভারতে আসছে Yamaha FZS Fi https://ekolkata24.com/uncategorized/good-news-for-bike-lovers-yamaha-fzs-fi-is-coming-to-india-in-a-new-form Mon, 03 Jan 2022 17:29:01 +0000 https://ekolkata24.com/?p=17860 নতুন বছরের শুরুতেই Yamaha সর্বসাধারণের জন্য ভারতের বাজারে নিয়ে এল 2022 Yamaha FZS-Fi। স্ট্যান্ডার্ড (Standard) এবং ডিলাক্স (Deluxe) – এই দুটি ভ্যারিয়েন্টে ২০২২-এর মডেলটি এসেছে। জানা গিয়েছে,আপডেটেড মডেলগুলি Yamaha-র অথরাইজড ডিলারশিপগুলির কাছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পাঠানো শুরু হবে।

আসুন জেনে নিই, সদ্য লঞ্চ হওয়া 2022 Yamaha FZS-Fi-এর স্পেসিফিকেশন, ফিচার, ও দাম সম্পর্কে ।
2022 Yamaha FZS-Fi : স্পেসিফিকেশন ও ফিচার
২০২২ ইয়ামাহা এফজিএস-এফআই (2022 Yamaha FZS-Fi)-এর দুটি ভ্যারিয়েন্টেই স্ট্যান্ডার্ড ফিচারগুলির মধ্যে রয়েছে একটি এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, একটি সিঙ্গেল চ্যানেল এবিএস, একটি রিয়ার ডিস্ক ব্রেক, এলইডি টেললাইট, রিয়ার টায়ার আলিঙ্গনকারী (hugging) একটি মাডগার্ড, মাল্টিফাংশন এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি লোয়ার ইঞ্জিন গার্ড। এর ডিলাক্স ভ্যারিয়েন্টটিতে আবার অতিরিক্ত সুবিধা রয়েছে এলইডি ফ্ল্যাশার-এর। এছাড়াও, মেটালিক ব্ল্যাক, মেটালিক ডিপ রেড এবং সলিড গ্রে- এই তিনটি রঙে মিলবে ইয়ামাহা এফজিএস-এফআই ডিলাক্স ভ্যারিয়েন্টটি। এই ডিলাক্স ভ্যারিয়েন্টটিতে নানাবিধ গ্রাফিক্স, রঙিন অ্যালয় হুইল এবং ডুয়েল টোন সিট রয়েছ । প্রসঙ্গত, এই ডুয়েল টোন সিটটি কেবলমাত্র মিলবে মেটালিক ব্ল্যাক এবং মেটালিক ডিপ রেড রঙয়ের ভ্যারিয়েন্ট দুটিতেই। অন্যদিকে এর স্ট্যান্ডার্ড মডেলটি পাওয়া যাবে দুটি রঙে – ম্যাট রেড এবং ম্যাট ব্লু।

2022 Yamaha FZS-Fi : ইঞ্জিন ও হার্ডওয়্যার
দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক, একটি রিয়ার মোনো শক এতে থাকছে এবং দু’চাকাতেই একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক।

2022 Yamaha FZS-Fi : দাম
পশ্চিমবঙ্গে 2022 Yamaha FZS-Fi-এর স্ট্যান্ডার্ডের দাম ১,১৬,৭০০ টাকা ও ডিলাক্স ভ্যারিয়েন্ট কিনতে হতে আপনাকে দিতে হবে ১,১৯,৭০০ টাকা।

]]>
Mohun Bagan: রেফারিং’র মান ঘিরে ক্ষোভের মাঝেও “সুখবর” সবুজ মেরুন সমর্থকদের কাছে https://ekolkata24.com/sports-news/good-news-to-mohun-bagan-supporters-amid-outrage-over-the-quality-of-the-refereeing Thu, 02 Dec 2021 10:03:47 +0000 https://ekolkata24.com/?p=13176 Sports desk: আইএসএলে ATK মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ রয়েছে ৬ ডিসেম্বর, সোমবার জামশেদপুর এফসির বিরুদ্ধে। ওই ম্যাচের আগে সুখবর সবুজ মেরুন সমর্থকদের কাছে। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরি’র খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

গত বুধবার আইএসেলের নিজেদের তিন নম্বর ম্যাচে ১-৫ গোলের লজ্জার হার, সঙ্গে বিক্রম প্রতান সিং’র দ্বিতীয় গোল কনসিডার করার জন্য ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ। রেফারিং’র মান নিয়ে অভিযোগ জানাতে চলেছে টিম ম্যানেজমেন্ট এমন খবরও জানা গিয়েছে। হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস এই ইস্যুতে ‘নীরব প্রতিবাদের’ পথ বেছে নিয়েছে।

কিন্তু যতই ক্ষোভ-অসন্তোষ থাকুক না কেন এমন গুরুগম্ভীর আবহে হোসে লুইস এস্পিনোসা অ্যারোয়ো যিনি তিরি নামেই সুপরিচিত নিজের টুইটার হ্যাণ্ডেলে দুদিন আগে পোস্ট করে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা,”মাঠে ফিরে যেতে পেরে খুশি!👨🏼🙏🏼 ধাপে ধাপে 👣🚶🏼‍♂️”। এরপর বৃ্হস্পতিবার অর্থাৎ আজ তিরি টুইটে বার্তায় আশ্বস্ত করে পোস্ট করেছে,”একটি নতুন দিন, একটি নতুন শুরু!👊🏻#চলুন #না থামুন#জয়মোহনবাগান।”

তিরির আজকের এই টুইট ভাইরাল হতেই সবুজ মেরুন সমর্থকেরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। রিটুইটে ভরে গিয়েছে তিরির টুইটার স্ট্যাটাস আপডেট।
Aman Maurya রিটুইট,”তুমি সুখে থাকো বা দুঃখে থাকো আমরা সবসময় তোমার সাথে আছি…..
💪💪💪💪💪💪
প্রত্যাবর্তন আরও শক্তিশালী। “
বিদ্যুত I Bidyut রিটুইটে পোস্ট “আপনার ক্লাবের আপনাকে মরিয়াভাবে দরকার…..আপনার ক্লাবকে সাহায্য করুন… এই দলের 1-5 হারের জন্য খুবই করুণ।”

চলতি আইএসএলে হাঁটুর চোট শুরু থেকেই ভোগাচ্ছিল তিরি সহ গোটা টিম ম্যানেজমেন্টকে। কিন্তু ধীরে ধীরে রিকভারির স্টেজের মধ্যে দিয়ে Atk মোহনবাগানের ডিফেন্ডার তিরি সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্যে “হাল ছেড়ো না বন্ধু ” এমনই ইঙ্গিতবহ বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।

হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস আইএসএল শুরুর সময় থেকেই তিরি’র ইনজুরি ইস্যুতে মোটেও স্বস্তি ছিলেন না। আইএসএলে ‘ব্যাক টু ব্যাক’ তিন ম্যাচ, এর মধ্যে হাইভোল্টেজ ডার্বি ম্যাচেও তিরি দলের হয়ে সার্ভিস দিতে পারেনি। এখন গোটা শিবির সহ সবুজ মেরুন সমর্থকরা তিরি’র দ্রুত রিকভারির পথ চেয়ে রয়েছে।

চলতি আইএসএলে ATK মোহনবাগান ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে, দুই ম্যাচে জয়,১ ম্যাচে হার, গোল পার্থক্যতে একে। লিগের শীর্ষে মুম্বই সিটি এফসি,দুই ওডিশা এফসি,তিনে চেন্নাইয়ন এফসি।এসসি ইস্টবেঙ্গল আইএসএলের লিগ টেবিলে ১০ নম্বরে, তিন ম্যাচ-১ ম্যাচ ড্র-২ ম্যাচে হার। গোল পার্থক্যে মাইনাস ৫, পয়েন্ট ১। টানা তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। শতযোজন দূরে এসসি ইস্টবেঙ্গল।

]]>
খুশির খবর পোস্ট করলেন সস্ত্রীক রয় কৃষ্ণা https://ekolkata24.com/sports-news/good-news-was-posted-by-his-wife-roy-krishna Wed, 10 Nov 2021 16:07:30 +0000 https://www.ekolkata24.com/?p=10943 Sports desk: আইএসএল শুরু হওয়ার আগে খুশির খবর এটিকে মোহনবাগান পরিবারের। দলের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা বাবা হতে চলেছেন। বুধবার নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে রয় কৃষ্ণা এবং তার স্ত্রী নাজিয়া দুজনে একসাথে একটি ছবি পোস্ট করেন।

ওই ইনস্ট্রাগ্রাম পোস্টে রয় কৃষ্ণা লিখেছেন,”আমার প্রিন্সেস (রাজকন্যা) আসতে চলেছে”, সঙ্গে ওই প্রিন্সেস একটি ‘কন্যা সন্তানে’ এই খবর জানিয়ে ফুটবলার রয় কৃষ্ণা ভীষণভাবে আবেগতাড়িত হয়ে পড়েছেন তা পোস্ট করা ইমোজি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে।

roy krishna with wife

<

p style=”text-align: justify;”>আইএসএল টুর্নামেন্টের জন্য এটিকে মোহনবাগান এখন গোয়াতে। ১৯ নভেম্বর থেকে আইএসএল শুরু। প্রথম দিনে এটিকে মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, ফতোদরা স্টেডিয়ামে।

]]>
EPFO সদস্যদের জন্য সুখবর, মিলবে সাড়ে ৮ শতাংশ হারে সুদ https://ekolkata24.com/uncategorized/good-news-for-epfo-members-is-that-they-will-get-6-percent-interest Fri, 29 Oct 2021 14:44:53 +0000 https://www.ekolkata24.com/?p=9626 News Desk, New Delhi: দীপাবলির আগেই ইপিএফও-র (EPFO) সাড়ে ৫ কোটি সদস্যের জন্য সুখবর শোনাল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। জানা গিয়েছে, চলতি অর্থ বর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও সাড়ে ৮ শতাংশ হারে সুদ প্রদান করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক শ্রম মন্ত্রকের এই সিদ্ধান্তে সায় দিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে ইপিএফও-র সাড়ে ৫ কোটি সদস্য উপকৃত হবেন।

সম্প্রতি ব্যাংকে সব ধরনের জমাতেই সুদের হার কমানো হয়েছে। করোনাজনিত কারণে গত দেড় বছর ধরেই দেশের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থায় ইপিএফও ২০২১-২২ অর্থ বছরে কী পরিমাণ সুদ দেয় তা নিয়ে সকলের মধ্যেই একটা কৌতুহল ছিল।

চলতি বছরের মার্চ মাসে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা ইপিএফওর অছি পরিষদ সদস্যদের সাড়ে ৮ শতাংশ হারে সুদ দেওয়ার জন্য সুপারিশ করেছিল। এই অছি পরিষদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। অছি পরিষদ শুধুমাত্র সুপারিশ করতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি অবশ্য অর্থ মন্ত্রকের ঘাড়ে। শেষ পর্যন্ত ইপিএফওর অছি পরিষদের ওই সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

নর্থ ব্লক সূত্রে খবর, সুদের হার চূড়ান্ত অনুমোদনের পরই খুব শীঘ্রই ইপিএফওর সদস্যদের অ্যাকাউন্টে সুদ বাবদ অর্থ জমা করে দেওয়া হবে। সাধারণত দেশের বিপুল পরিমাণ মানুষ ইপিএফে সারা জীবনের পুঁজি জমা রাখেন। ফলে এই প্রকল্পে সরকার কত শতাংশ হারে সুদ দেয় সে ব্যাপারে অনেকেই জানতে আগ্রহী থাকেন। দেশের আর্থিক মন্দার কারণে ইপিএফওর সুদের হারও কমেছে।

২০১৫-১৬ সালে ইপিএফ ৮.৮৮ শতাংশ হারে সুদ দিয়ে ছিল। কিন্তু পরের বছরই সুদের হার অনেকটাই কমে যায়। তাই করোনা পরিস্থিতিতে ইপিএফও ২০২১-২২ অর্থ বছরে কী পরিমাণ সুদ প্রদান করবে তা নিয়ে অনেকেই জানতে আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় সেই জল্পনার অবসান হল।

অর্থ মন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, দেশে মুদ্রাস্ফীতির হার কিছুটা কমেছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই ইপিএফওর সুদের হার নির্ধারণ করা হয়েছে।

]]>