Good vs bad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 29 Jul 2021 07:27:08 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Good vs bad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ভালো Vs মন্দ সাংবাদিকতা: বিশ্বের ছ’টি বিখ্যাত কেলেঙ্কারি ফাঁস https://ekolkata24.com/uncategorized/good-vs-bad-journalism-six-famous-scandals-in-the-world Sat, 24 Jul 2021 03:33:48 +0000 https://www.ekolkata24.com/?p=1258 বিশেষ প্রতিবেদন: এখন বহু প্রবীণ সাংবাদিকের মুখেই শোনা যায় একটা হতাশার কথা৷ তাঁরা প্রায়শই বলে থাকেন, এখন সাংবাদিকতা হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ নির্ভর৷ এখনকার সাংবাদিকতা মানেই সোশ্যাল মিডিয়া নির্ভর৷ অধিকাংশ সাংবাদিকই আর খুঁড়ে খবর যোগার করে না৷ বরং তারা ফরোয়ার্ড মেসেজে আসা খবরেই ব্যস্ত৷

সাম্প্রতিকালে পেগাসেস ইস্যুতে সংবাদমাধ্যমের একটা বড় ভুমিকা লক্ষ্য করা যাচ্ছে৷ বিরোধী দল তো বটেই, সাংবাদিকদের ফোন হ্যাক করার পরেই সংবাদমাধ্যমের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ স্বাভাবিক কারণেই এই ইস্যুতে কার্যত কোনঠাসা শাসকদল প্রশ্ন তুলেছে, পিগাসেস কেলেঙ্কারি প্রকাশ্যে আনা সংবাদমাধ্যমটির ভুমিকা নিয়ে৷ প্রশ্ন উঠেছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে৷ অন্যদিকে, গত এক-দেড় দশক ধরে ‘গদি মিডিয়া’ বনাম ‘অগদি মিডিয়ার ঠাণ্ডা লড়াই৷ এখন কর্পোরেট হাতে চলে যাওয়া ভারতের সংবাদমাধ্যমের ভুমিকায় সংবিধানের চতুর্থ স্তম্ভের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে৷ তবে কি সংবাদমাধ্যমে ঢুকে গিয়ে ভালো-মন্দের সাংবাদিকতা? তারই নিরিখে তুলে ধরা হল ভালো-মন্দের মধ্যেই বিশ্বখ্যাত ছ’টি কেলেঙ্কারি ফাঁসে সংবাদমাধ্যমের ভুমিকা৷

media news paper online media girl

ওয়াটারগেট কেলেংকারি: সাংবাদিকতার ইতিহাসে এটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা৷ ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওয়াশিংটনের ওয়াটারগেট কমপ্লেক্সে ডেমোক্রেটদের সদরদপ্তরে আড়ি পাতার অভিযোগ উঠেছিল৷ পরবর্তীতে সেই ঘটনা আড়ালের চেষ্টা করেছিল প্রেসিডেন্ট নিক্সনের প্রশাসন৷ ওয়াশিংটন পোস্টের দুই সাংবাদিক বব উডওয়ার্ড ও কার্ল ব্যার্নস্টাইনের রিপোর্টিংয়ের কারণে কংগ্রেস ঘটনাটি তদন্ত করেছিল৷ পরে নিক্সন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন৷

ভিয়েতনাম যুদ্ধ বন্ধে সংবাদমাধ্যম: সাংবাদিক ওয়াল্টার ক্রোনকাইটকে অনেকে ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত লোক’ মনে করতেন৷ ভিয়েতনাম যুদ্ধ নিয়ে করা প্রতিবেদনে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ জিততে পারবে না৷ তাঁর বক্তব্য মার্কিনিদের বিশ্বাসে পরিবর্তন এনেছিল৷ এমনকি প্রেসিডেন্ট লিন্ডন জনসনও নাকি বলেছিলেন, ‘‘যখন আমি ক্রোনকাইটের বিশ্বাস হারাই, তখন আমি মধ্যবিত্ত মার্কিনিদের বিশ্বাস হারাই৷’’ ক্রোনকাইটের রিপোর্টিং যুদ্ধ থামাতে বড়সড় ভুমিকা নিয়েছিল৷

শিশু হত্যার ভুয়ো খবর: ১৯৯০ সালে লস অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে কুয়েতে ইরাকি সেনাদের নির্যাতনের কথা তুলে ধরা হয়েছিল৷ সেনারা নাকি ইনকিউবেটরে থাকা শিশুদের মেরে ফেলছে৷ পরে ওয়াশিংটন পোস্টও এমন তথ্য দিয়েছিল৷ এরপর মার্কিন কংগ্রেশনাল ককাসে একই বর্ণনা দেন ১৫ বছরের কুয়েতি মেয়ে নায়িরাহ৷ এসব তথ্যের ভিত্তিতে ইরাকে যুদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র৷ পরে জানা যায়, তথ্যগুলো ভুয়ো ছিল৷ আর নায়িরাহ আসলে কুয়েতি রাষ্ট্রদূতের মেয়ে ছিলেন!

ইরাকে গণবিধ্বংসী অস্ত্র: ইরাক যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সে দেশে গণবিধ্বংসী অস্ত্র আছে বলে অভিযোগ তুলেছিলেন৷ প্রথম সারির কয়েকটি পত্রিকাও এমন অভিযোগ তুলেছিল৷ নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন করেছিলেন জুডিথ মিলার৷ অবিশ্বস্ত সূত্রের উপর ভরসা করে তিনি লিখেছিলেন, ‘‘পুরো ইরাক গণবিধ্বংসী অস্ত্রের এক বড় আধার৷’’ যদিও পরে এমন অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি৷ নিউইয়র্ক টাইমস তাদের রিপোর্টগুলো মানসম্মত ছিল না বলে স্বীকার করেছিল৷

পানামা পেপার্স: পানামার ‘মোসাক ফনসেকা’ নামে আইন বিষয়ক এক প্রতিষ্ঠানের প্রাক্তন কর্মচারীর তথ্যের ভিত্তিতে কর ফাঁকি দেওয়া দুই লক্ষের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছিল ‘ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম’ আইসিআইজে৷ ২০১৬ সালে প্রকাশিত ওই তালিকায় বহু ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম উঠে এসেছিল৷ তবে আইসিআইজে বলেছে, তালিকায় যাদের নাম এসেছে তারা সকলেই যে অনিয়মে জড়িত, এমন নয়৷

এনএসএ-র নজরদারি: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ জননিরাপত্তার জন্য যাদের হুমকি মনে করত, তাদের উপর নজরদারি চালাত৷ কিন্তু ২০১৩ সালে জানা গেল ডাকঘরকর্মী, প্রাথমিক স্কুলের শিক্ষক সবার উপর নজরদারি করছে এনএসএ৷ এডওয়ার্ড স্নোডেনের সহায়তায় ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান এই তথ্য প্রকাশ করে৷ পরে জানা যায়, জার্মান চ্যান্সেলর ম্যার্কেল, ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ওঁলদের মতো যুক্তরাষ্ট্রের বন্ধুরাও নজরদারির আওতায় ছিলেন৷

]]>