Govt job – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 24 Dec 2021 17:42:53 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Govt job – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 শীঘ্রই একাধিক পদে কর্মী নিয়োগ করবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া https://ekolkata24.com/uncategorized/union-bank-of-india-will-soon-be-hiring-more-than-one-employee-2 Fri, 24 Dec 2021 17:42:53 +0000 https://ekolkata24.com/?p=16149 News Desk: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েকটি পদে কর্মী নিয়োগের প্রক্তিয়া শুরু করেছে। প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে মোট ৩১ টি শূন্যপদ রয়েছে। স্পেশ্যালিটি অফিসারের ২৫ টি, চিফ রিস্ক অফিসারের ১ টি, চিফ ইকোনমিক অ্যাডভারটাইজারের ১ টি, চিফ ডিজিটাল অফিসারের ১ টি, হেড এপিআই ম্যানেজমেন্টের ১ টি, হেড অ্যানালিস্টের ১ টি, হেড ডিজিটাল লেন্ডিং এবং ফিন টেকের ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ ৭.১.২০২২। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ততে হবে স্নাতক পাশ। পাশাপাশি, প্রার্থীর পেরেন্ট সংস্থা কিংবা সহায়ক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং হবে ভারতের মুম্বইতে।
https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

]]>
বিজ্ঞপ্তি প্রকাশ: উচ্চশিক্ষা দফতর প্রায় ৬০০ অধ্যাপক নিয়োগ করছে https://ekolkata24.com/uncategorized/cgpsc-recruitment-2021-professor-595-post-last-date-end-tomorrow-apply-soon-here Sun, 12 Sep 2021 17:49:47 +0000 https://www.ekolkata24.com/?p=4468 CGPSC Recruitment 2021: আপনি যদি অধ্যাপক নিয়োগ সংক্রান্ত তথ্য খুঁজছেন, তাহলে আপনার জন্য একটি বড় খবর আছে। ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন (CGPSC) রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে অধ্যাপকের পদে নিয়োগ করছে৷ মোট ৫৯৫ টি পদে নিয়োগ করা হবে।

যদি আপনিও এই নিয়োগে আগ্রহী হন এবং আবেদন করার যোগ্য হন, তাহলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। কারণ আবেদনের প্রক্রিয়া ১৩ সেপ্টেম্বরের পরে শুরু হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.cg.gov.in- এ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২১। এর পর কোন প্রার্থীর ফরম গ্রহণ করা হবে না। প্রার্থীদের আবেদন করার আগে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবরণগুলি পড়ার এবং সঠিকভাবে ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে৷ কারণ, ভুলভাবে পূরণ করা ফর্ম কমিশন গ্রহণ করবে না।

আবেদন করার যোগ্যতা
অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতাসহ প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি গবেষণার রেকর্ডও থাকা আবিশ্যিক৷ এছাড়া প্রার্থীদের বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না৷
বেতন

নির্বাচিত প্রার্থীদের পেস্কেল -১৪ (পে ব্যান্ড ৩৭,৪০০-৬৭,০০০+ এজিপি ১০,০০০) এর ভিত্তিতে করা হবে।

]]>
বড় খবর, ভারতীয় স্টেট ব্যাংকে প্রায় ৬০০০ শূন্যপদে নিয়োগ করা হবে https://ekolkata24.com/uncategorized/state-bank-of-india-announce-vacancy Tue, 13 Jul 2021 10:19:41 +0000 https://ekolkata24x7.com/?p=677 ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা দেশ জুড়ে প্রায় ৬০০০ শূন্যপদে শিক্ষানবিস নিয়োগ করা হবে। প্রশিক্ষণের সময়সীমা থাকবে এক বছর। প্রশিক্ষণের সময় প্রতিমাসে শিক্ষানবিশ স্টাইপেন হিসেবে ১৫ হাজার টাকা পাবেন। দেশের প্রতিটি জেলা থেকেই এই নিয়োগ কর্মসূচি চলবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সর্বমোট ৭১৫ টি শূন্য পদে নিয়োগ করা হবে।

১. মোট শূন্যপদ – ৬১০০ টি (এসসি – ৯৭৭, এসটি – ৫৬৭, ওবিসি – ১৩৭৫, ডিডাব্লিউএস – ৬০৪, ইউআর – ২৫৭৭)।

২. আবেদনের বয়স কত যোগ্যতা – শিক্ষানবিস পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবে।

৩. আবেদনের শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীদের যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ থাকতে হবে। ৩১/১০/২০২১ তারিখের মধ্যেই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

৪. আবেদন ফি – জেনারেল/ওবিসি/ই ডাবলু এস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। এস সি/এস টি/পি ডব্লিউ ডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৬ জুলাই ২০২১।

৫. আবেদন পদ্ধতি – প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। www.bank.sbi/careers অথবা www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। আগামী ২৬ শে জুলাই ২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে http://www.bfsissc.com লিংকে ক্লিক করুন।

]]>
Job News: ভাইজ্যাগ স্টিল প্লান্টে প্রচুর নিয়োগ https://ekolkata24.com/uncategorized/vizag-steel-recruitment-2021-trade-apprentice Mon, 05 Jul 2021 04:43:46 +0000 https://ekolkata24x7.com/?p=200 ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীনে ভাইজ্যাগ স্টিল প্লান্টে “ট্রেড অ্যাপ্রেন্টিস” পদে প্রচুর নিয়োগ করা হচ্ছে৷ শূণ্যপদে প্রার্থী নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে ২৬ জুন ২০২১ থেকে আবেদনপত্র জমা নেওয়ার শেষদিন ১৭ জুলাই ২০২১৷ তাই প্রার্থীরা ১৭ জুলাই ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৭ জুলাই ২০২১ বা তার আগে www.vizagsteel.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হল।
মোট পদ – ৩১৯, কর্মস্থল – বিশাখাপত্তনম

কোন কোন পদে নিয়োগ করা হবে: ফিটার – ৭৫, টার্নার – ১০, মেশিনিস্ট – ২০, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক) – ৪০, মেকানিক মেশিন টুল মেন্টেনেন্স – ২০, ইলেকট্রিশিয়ান – ৬০, কার্পেন্টার – ২০, এসি এবং ফ্রিজ মেকানিক – ১৪, ডিসেল মেকানিক – ৩০, কম্পিউটার ওপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট – ৩০

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বয়সের হিসাব করা হবে ০১/১০/২০২০ এর হিসেবে।
আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
নির্দিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Application Fees:
জেনারেল / ই ডব্লু এস এবং ও বি সি – ২০০/-
এস সি / এস টি এবং পি ডব্লু ডি – ১০০/-
আবেদনকারীরা আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউ পি আই, ব্যাংক চালান এর মাধ্যমে প্রদান করতে পারেন।
মাসিক বেতন : ট্রেড অ্যাপ্রেন্টিস – ৭,৭০০/- থেকে ৮,৮৫০/-

]]>