gray list – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 24 Oct 2021 15:12:57 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png gray list – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 FATF: ধূসর তালিকাতেই থেকে গেল পাকিস্তান, আরও বিপাকে ইমরান সরকার https://ekolkata24.com/uncategorized/fatf-pakistan-remains-on-the-gray-list-imran-khans-government-in-more-trouble Sun, 24 Oct 2021 15:12:57 +0000 https://www.ekolkata24.com/?p=8989 News Desk: FATF- এর ধূসর তালিকা থেকে বের হতে পারল না পাকিস্তান। বরং এফএটিএফ-এর নতুন তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের বন্ধু দেশ তুরস্কের নাম। ইসলামিক স্টেট- সহ বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠীকে রীতিমতো আর্থিক সাহায্য করার অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে। সে কারণেই তুরস্ককে এফএটিএফ-এর ধূসর তালিকায় যুক্ত করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানই একমাত্র ব্যক্তি যিনি পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বের করার চেষ্টা চালাচ্ছিলেন।

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর ধূসর তালিকায় প্রায় তিন বছর ধরে রয়েছে পাকিস্তান। এফএটিএফ- এর সভাপতি মার্কাস প্লেইয়ার বলেছেন, রাষ্ট্রসঙ্ঘের নিষিদ্ধ তালিকায় থাকা আইএস ও আল কায়দা জঙ্গি গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করছে তুরস্ক। এই দুই জঙ্গি সংগঠন ছাড়াও আরও বেশ কিছু জঙ্গি সংগঠন তুরস্কের থেকে নিয়মিত আর্থিক সাহায্য পাচ্ছে।

তুরস্ক সরকারকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও তারা নিজেদের শোধরায়নি। সে কারণেই তুরস্ককে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা হল। অন্যদিকে তুরস্ক সরকার এফএটিএফ-এর এই পদক্ষেপকে সে দেশের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছে। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোলু বলেছেন, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। তুরস্ক বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ওরা আমাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিল। এটা মেনে নেওয়া যায় না।

একই কথা শোনা গিয়েছে পাকিস্তানের মুখেও। পাকিস্তান বলেছে রাষ্ট্রসঙ্ঘের নির্দেশ মতো তারা জঙ্গি দমনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কিন্তু তার পরেও এফএটিএফ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এটা দুর্ভাগ্যজনক ও অনৈতিক কাজ। এফএটিএফ-এর এই সিদ্ধান্তে পাকিস্তানের উপর আরও চাপ বাড়ল বলে মনে করছে কূটনৈতিক মহল।

সাধারণত বিভিন্ন দেশে সন্ত্রাসবাদীদের অর্থ জোগান বন্ধ করতে এবং অর্থ তছরুপ রুখতে নজরদারি চালায় ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স৷ যে সমস্ত দেশ নিয়মিত সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করে সেই সমস্ত দেশকেই প্রথমে ধূসর তালিকাভুক্ত করে এফএটিএফ। বারবার সতর্ক করার পরও সংশ্লিষ্ট দেশগুলি যদি নিজেদের ভূমিকা বদল না করে সে ক্ষেত্রে ওই দেশকে কালো তালিকায় ফেলে দেয় এফএটিএফ।

এই আন্তর্জাতিক সংগঠনের কালো তো বটেই ধূসর তালিকায় নাম থাকলেও বিশ্বের কোন দেশ থেকেই আর্থিক সাহায্য সহজে মেলে না। এফএটিএফ-এর এই তালিকায় প্রায় তিন বছর ধরে রয়েছে পাকিস্তান। যে কারণে ইতিমধ্যেই আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তান কোন সাহায্য পাচ্ছে না। বৈদেশিক সাহায্য না মেলায় পাকিস্তানের অর্থনীতি যথেষ্টই চাপের মুখে পড়েছে।

]]>