Griha Laxmi Card – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 11 Dec 2021 15:46:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Griha Laxmi Card – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Griha Laxmi Card: গোয়ার সাড়ে তিন লক্ষ পরিবারকে মাসে ৫০০০ টাকা সাহায্যের ঘোষণা তৃণমূলের https://ekolkata24.com/uncategorized/griha-laxmi-card-trinamool-announces-rs-5000-monthly-assistance-to-three-and-a-half-lakh-families-in-goa Sat, 11 Dec 2021 15:46:33 +0000 https://ekolkata24.com/?p=14490 নিউজ ডেস্ক: ২০২১ সালে পশ্চিমবাংলায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে (trinamul congress) ভোট বৈতরণী পার হতে সাহায্য করেছিল তাদের লক্ষী ভান্ডার (Lakhsmi bhander) প্রকল্প। এই প্রকল্পে ৬০ বছর বয়সি মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বাংলায় মাসে ৫০০ টাকা দেওয়া হলেও আগামী বছরের শুরুতেই গোয়ায় (goa) তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে মহিলাদের মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে বলে দলের পক্ষ থেকে ঘোষণা করা হল। গোয়ায় এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘গৃহলক্ষী প্রকল্প’ (Griha Laxmi Card)।

শনিবার একটি টুইটার ভিডিয়ো প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর তারা ক্ষমতায় আসলে রাজ্যের সাড়ে সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এই প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে। গোয়ায় এই নির্বাচনী প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। এই প্রকল্পের জন্য চালু করা হবে ‘গৃহলক্ষী কার্ড’। প্রতিটি পরিবারের বার্ষিক আয় নিশ্চিত করতেই গৃহলক্ষী কার্ড চালু করা হবে।

নেত্রী নিজেও টুইট করে এই আর্থিক সহায়তা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, “গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করতে পেরে আমি খুব খুশি” প্রতিটি পরিবারের মহিলাদের আর্থিক সাবলম্বী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” গোয়ায় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প চালু করতে বছরে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা খরচ হবে। যা এই ছোট্ট রাজ্যটির বার্ষিক বাজেটের ৬-৮ শতাংশ।

১৩ ডিসেম্বর অর্থাৎ সোমবার গোয়ায় যাচ্ছেন মমতা ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় গিয়ে তৃণমূল নেত্রী নিজে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন। তবে তার আগে দলের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে দেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নিজেদের শক্তি বাড়াতে বেশ কিছুদিন ধরেই সচেষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ইতিমধ্যেই নেত্রী নিজে একদফা গোয়া ঘুরে এসেছেন। তাঁর হাত ধরে কংগ্রেস থেকে বেরিয়ে এসে একাধিক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল যে মহিলাদের ভোটকেই পাখির চোখ করেছে এই প্রকল্প ঘোষণায় সেটা স্পষ্ট।

তবে রাজনৈতিক মহল এই ঘোষণার পর পাল্টা প্রশ্ন তুলেছে, পশ্চিমবঙ্গে প্রতি মাসে যেখানে ৫০০ টাকা করে মহিলাদের দেওয়া হয় সেখানে গোয়াতে কিভাবে এত বিপুল পরিমাণ টাকা দেওয়া হবে? বাংলাতে ৫০০ টাকা করে দিতে গিয়েই তো হিমসিম খাচ্ছে দল। এই অবস্থায় ৫০০০ টাকা করে কোথা থেকে আসবে তা স্পষ্ট নয়। আসলে তৃণমূল নিশ্চিত যে, গোয়ায় তাদের ক্ষমতায় আসার তেমন কোনও সম্ভাবনা নেই। তাই মানুষকে এ ধরনের স্বপ্ন দেখিয়ে ভোট কেনার একটা মরিয়া চেষ্টা করছে মমতার তৃণমূল।

]]>