Gulab cyclone – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 26 Sep 2021 15:17:23 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Gulab cyclone – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Cyclone Gulab Live Updates: ৯৫-১০০ কিমি গতি নিয়ে গুলাব ঢুকছে রাতেই https://ekolkata24.com/uncategorized/cyclone-gulab-live-updates-gulab-cyclone-hit-indian-costal-area-tonight Sun, 26 Sep 2021 15:17:23 +0000 https://www.ekolkata24.com/?p=5643 নিউজ ডেস্ক: পশ্চিম- মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম উপকূলের দিকে তীব্র গতিতে আসছে। উপকূলের মাটি ছোঁয়ার সময় এই ঘূর্নিঝড়ের গতিবেগ ঘন্টায় ৯৫ কিমি থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের উপরেই আছড়ে পড়বে গুলাব।

পিআইবি জানাচ্ছে, এই ঝড় ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার বেগে ওডিশার গোপালপুর ও অন্ধ্রের কলিঙ্গপত্তনমের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় ঝড়ের গতি ৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

গুলাবের প্রত্যক্ষ প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে না পড়লেও উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপ মহানির্দেশক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৮ তারিখ মঙ্গলবার কলকাতা, সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে বঙ্গোপসাগর উপকূলের ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দুর্যোগ মোকাবিলার বিষয়ে কথা বলেন। কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন। পিআইবি জানাচ্ছে, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

অন্যদিকে গুলাব ঝড়ের দাপটে বঙ্গোপসাগর উত্তাল। সাগরের বাংলাদেশ উপকূলে জারি হয়েছে সতর্কতা। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বিশেষ নজরদারি চলছে। চট্টগ্রাম বিভাগেও সতর্কতা আছে। তবে গুলাব ঘূর্ণিঝড়ের মুখ ভারতীয় উপকূলের দিকে থাকায় বাংলাদেশের উপকূল এলাকায় তেমন বিপদ নেই।

]]>
Cyclone Gulab: বিকেলের পর গুলাব আসছে, উপকূলে সতর্কতা https://ekolkata24.com/uncategorized/cyclone-gulab-landfall-time-in-sunday-evening-at-andhrapradesh-costal-area Sun, 26 Sep 2021 06:09:53 +0000 https://www.ekolkata24.com/?p=5604 নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া সামুদ্রিক ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) পশ্চিমবঙ্গের উপকূল পেরিয়ে নিজের গতিপথ নির্দিষ্ট করেছে ওডিশা ও অন্ধ্রপ্রদেশের দিকে। আবহাওয়া বিভাগের সতর্কতা এই ঘূর্ণিঝড় রবিবার সন্ধে নাগাদ ওডিশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে ভূমিতে আছড়ে পড়বে। গুলাব প্রথমেই আঘাত করবে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমে।

গুলাব পশ্চিমবঙ্গে না ঢুকলেও এই রাজ্যের দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সর্বত্র জারি বিশেষ সতর্কতা। একইভাবে উত্তর ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন নদী তীরবর্তী অঞ্চলেও প্রশাসনিক তৎপরতা রয়েছে।

ঘূর্ণিঝড় গুলাব ও ঘূর্ণাবর্তের জোড়া হামলা মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন তৈরি। কাকদ্বীপ, নামখানা, সাগর,পাথরপ্রতিমা, রায়দিঘি, গোসাবা, কুলতলি, ক্যানিং, বাসন্তী এলাকায় পুলিশ, মৎস্যদপ্তর, পঞ্চায়েতের পক্ষ থেকে লাগাতার মাইক প্রচার চলছে। পিআইবি সূত্রে এই খবর। শনিবার দুপুরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বেশ কিছু বাঁধ পরিদর্শন করেন। সেচ, বিদুৎ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের বিশেষভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি উলগানাথন।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের তাজপুর, মন্দারমনি, দিঘা সব বিস্তির্ণ বেলাভূমি ও সৈকত পর্যটন এলাকায় চলছে নজরদারি। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলার সুন্দরবন এলাকায় চলছে বিশেষ নজরদারি।

এদিকে বঙ্গোপসাগরে অন্যদিকে বাংলাদেশের উপকূলেও জারি সতর্কতা। তিনটি উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, খুলনা, বরিশালের সব সমুদ্র বন্দরে দেখানো হয়েছে সতর্ক চিহ্ন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, রাতেই গুলাব পূর্ণাঙ্গ আকার নিয়েছে। এর গতিপথ ভারতীয় উপকূলের দিকে। বাংলাদেশের উপকূলে সাগর ফুঁসছে। বাংলাদেশ নৌ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী প্রস্তুত উদ্ধারে।

]]>
গুলাবের ভয় পাচ্ছেন? শিকারি বাজের মতো ‘শাহিন’ আসছে তেড়ে https://ekolkata24.com/uncategorized/are-you-afraid-of-gulab-cyclone-sheehan-is-coming-like-a-hunting-lightning Sat, 25 Sep 2021 13:33:14 +0000 https://www.ekolkata24.com/?p=5563 নিউজ ডেস্ক: ঝড়ের তালিকা বলে দিচ্ছে গুলাবের পরে শাহিন আসবে তেড়ে ফুঁড়ে। এই সাইক্লোনের গতিপথ কোনদিকে কোন উপকূলে তা নির্দিষ্ট নয়। কারণ, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, ওমান সাগরের কোথায় শাহিন জন্ম নেবে তারই ঠিক নেই। তবে ঝড় তালিকায় নাম তৈরি হয়ে গিয়েছে। শাহিন নাম রেখেছে কাতার সরকার। 

শাহিন নামের অর্থ শিকারি পাখি। মূলত বাজ, ঈগল, চিল বা শঙ্খ চিল গোত্রের তীক্ষ্ণ চঞ্চুর পাখিদের আরবি, ফারসি, উর্দুতে শাহিন বলা হয়।  বিবিসি জানাচ্ছে,বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।

এক সময় ঝড়গুলি নম্বর দিয়ে চিহ্নিত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। ফলে সেগুলোর পূর্বাভাস দিলে সাধারণ মানুষের কাছে কঠিন মনে হতো। এই কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়।

বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলের আটটি দেশের প্রস্তাব অনুসারে একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়। সেই তালিকা অনুসারে পাকিস্তান নামকরণ করেছে গুলাব। আর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম শাহিন নাম রেখেছে কাতার।

শুধু শাহিন নয় পরবর্তী আরও কয়েকটি সামুদ্রিক ঘূর্নিঝড়ের নাম মনে রাখুন। ঝড়ের নামের পাশে নামকরণকারী দেশ দেওয়া হলো।
জাওয়াদ-সৌদি আরব, অশনি-শ্রীলংকা, সিতরাং-থাইল্যান্ড, মানদৌস-সংযুক্ত আরব আমিরশাহি, মোচা-ইয়েমেন, বিপর্যয়-বাংলাদেশ, তেজ-ভারত।

]]>
ALERT: রাতেই তৈরি হবে ঘূর্ণিঝড় গুলাবের শক্তি, সতর্কতা বাংলাদেশের https://ekolkata24.com/uncategorized/cyclone-gulab-slowly-going-through-indian-costal-side Sat, 25 Sep 2021 12:31:44 +0000 https://www.ekolkata24.com/?p=5560 নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় গুলাব জন্ম নিতে চলেছে। এর মুখ ভারতীয় উপকূলের দিকে। তবে লেজের ঝাপটা লাগবে বাংলাদেশ উপকূল এলাকায়। বিবিসি জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে সতর্ক করে দিচ্ছে বাংলাদেশ সরকার।

ঢাকায় আবহাওয়া অধিদফতরের তরফে বলা হয়, তারা মোটামুটি নিশ্চিত যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। শনিবার রাতেই এর আকার ধারণ করবে। ইতিমধ্যেই বাংলাদেশের বিস্তির্ণ অংশে শুরু হয়েছে বৃষ্টিপাত। উপকূলবর্তী তিনটি বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে জারি হয়েছে সতর্কতা। কারণ, সাগর ফুঁসে উঠবে। বাংলাদেশ আবহাওয়া বিভাগের দাবি, গুলাব হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়, যার গতিবেগ হবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের গতি প্রকৃতি ভারতের দিকে।

অন্যদিকে ভারতের আবহাওয়া বিভাগ এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আগমন সম্পর্কে সতর্ক করেছে। বলা হয়েছে শনিবারের মধ্যেই নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে, রবিবার রাত নাগাদ এটি অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল এবং ওডিশার দক্ষিণাঞ্চল অতিক্রম করবে।

গভীর নিম্নচাপের কারণে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে।
এর আগে বঙ্গোপসাগরে সবশেষ যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল, সেটির নাম ইয়াস। গত মে মাসে এটি ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ভারতের উপকূলে।

]]>