gun battle – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 09 Nov 2021 10:08:55 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png gun battle – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 দিল্লিতে এইমসের সামনে দুষ্কৃতীদের তাণ্ডব, গুলির লড়াইয়ে জখম ৩ https://ekolkata24.com/uncategorized/violence-of-miscreants-in-front-of-aiims-in-delhi-3-injured-in-gun-battle Tue, 09 Nov 2021 10:08:55 +0000 https://www.ekolkata24.com/?p=10806 News Desk: রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে আরও একবার তার প্রমাণ মিলল। মঙ্গলবার ভোরে দিল্লির এইমসের (aims) সামনে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে জখম হয়েছেন তিনজন। যার মধ্যে দু’জন পুলিশ কর্মী। এইমসের মত জনবহুল জায়গায় গুলি চলায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রেক্ষিতে এইমস ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে গুলি ছুড়তে ছুড়তে পালাচ্ছিল। এইমসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় পুলিশ। এদিনের সংঘর্ষে জড়িত থাকার কারণে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বেনিটা মেরি জয়কার (banita mari) বলেছেন, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছিলেন কোটলা মোবারাকপুরে (mobarakpur) দুষ্কৃতীদের একটি দল লুকিয়ে আছে। তাই ওই এলাকায় তল্লাশি অভিযান যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়েই গোপন ডেরা থাকে গুলি ছুড়তে থাকে দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশও দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে। পুলিশ দেখে তারা আরও বেশি করে গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা জবাব দেয়। উভয়পক্ষের এই লড়াইয়ে দুই পুলিশকর্মী ও এক দুষ্কৃতী জখম হয়েছেন। শেষ পর্যন্ত তিন দুষ্কৃতী ধরা পড়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালক। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে দুইজনের নাম জানা গিয়েছে। এদের একজনের নাম গুরুদেব (gurudeb sing) সিং অন্যজনের নাম অভি সৌরভ (avi sourav)।

এইমসের মত একটি কড়া নিরাপত্তাবেষ্টিত এবং জনবহুল এলাকায় এইগুলির লড়াইয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। হাসপাতালের রোগী থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এমনকী, রোগীর আত্মীয় পরিজনরাও আতঙ্কিত বোধ করছেন।

এদিনের ঘটনায় রাজধানী দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন উঠল। ঘটনার জেরে এইমস ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হয়েছে। প্রসঙ্গত, গত দু’মাসের মধ্যে দিল্লির রাস্তায় এই নিয়ে তৃতীয়বার দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধল। মাস দুয়েক আগে দিল্লির রোহিনী আদালত চত্বরে গুলির লড়াইয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরের শেষ দিকেও দিল্লিতে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় এক দুষ্কৃতী জখম হয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করে। দিল্লিতে পুলিশের উপর একের পর এক দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন রাজধানীর বাসিন্দারা।

]]>