Gun fire celebration – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 25 Oct 2021 14:21:00 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Gun fire celebration – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 T20 WC: ভারতকে হারিয়ে বন্দুক নিয়ে উল্লাস, নিজেদের গুলিতেই জখম পাকিস্তানিরা https://ekolkata24.com/sports-news/after-victory-against-india-12-pakistani-injured-in-celebratory-firing-across-karachi Mon, 25 Oct 2021 14:21:00 +0000 https://www.ekolkata24.com/?p=9105 স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার আর দরকার নেই! ভারতকে হারানো গেছে বিশ্বকাপের আসরে প্রখমবার সেই আনন্দে মাতোয়ারা পাক জনগণ। আনন্দের চোটে শূন্যে গুলি ছুঁড়ে বিপত্তি ডেকে আনলেন অনেকে। গুলিবিদ্ধ হয়ে একাধিক পাকিস্তানি হাসপাতালে চিকিৎসাধীন।

বাণিজ্য রাজধানী তথা দেশটির বৃহত্তম শহর করাচিতে বন্দুকের গুলি ছুড়ে বিজয়োৎসব করতে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ জন। এই খবর জানাচ্ছে, পাক সংবাদমাধ্যম জিও টিভি।

রবিবার রাতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ জয়ের পরেই রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেছেন তারা। চিৎকার করতে করতে আত্মহারা পাকিস্তানির ঠিক কী করবেন ভেবে উঠতে পারছিলেন না।

পাক সংবাদপত্র দ্য নেশন এর রিপোর্ট বলা হয়েছে, ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ত্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তখন যে আনন্দ হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে তার বেশি উল্লসিত দেশের জনগণ। বিশ্বকাপের ম্যাচে এর আগে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্থান।

আনন্দের চোটে করাচিতে শূন্যে গুলি চালান অনেকে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে পুলিশের এক উপপরিদর্শকও রয়েছেন। তিনিও গুলি ছুঁড়ে আনন্দে সামিল হন। সোমবার সকাল থেকে গুলিবিদ্ধ জখম ব্যক্তির সংখ্যা বাড়তে থাকে। করাচির হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।

]]>