Harbhajan Singh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 18 Jun 2024 07:57:59 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Harbhajan Singh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 हरभजन की गैरी कर्स्टन को सलाह, पाकिस्तान में अपना समय बर्बादा मत करो https://ekolkata24.com/sports-news/dont-waste-your-time-in-pakistan-harbhajan-advises-gary-kirsten Tue, 18 Jun 2024 07:57:59 +0000 https://ekolkata24.com/?p=48367 नई दिल्ली : पूर्व भारतीय क्रिकेटर हरभजन सिंह ने गैरी कर्स्टन को सलाह दी कि वे पाकिस्तान में अपना समय बर्बाद नहीं करें क्योंकि दक्षिण अफ्रीका के इस पूर्व क्रिकेटर ने दावा किया था कि बाबर आजम की अगुआई वाली टीम में एकता नहीं है।

कर्स्टन ने टी20 विश्व कप में निराशाजनक अभियान के दौरान एक-दूसरे का समर्थन नहीं करने के लिए पाकिस्तानी खिलाड़ियों की आलोचना की और कहा कि उन्होंने किसी टीम में ऐसा विषाक्त माहौल कभी नहीं देखा। कर्स्टन ने अमेरिका और वेस्टइंडीज में टूर्नामेंट से ठीक पहले पाकिस्तान के मुख्य कोच का कार्यभार संभाला था लेकिन वे निराश हो गए क्योंकि टीम अमेरिका और भारत से हारकर पहले दौर से बाहर हो गई।

हरभजन ने मजाक में कर्स्टन से भारतीय टीम के साथ कोचिंग की भूमिका वापस लेने को कहा जिसने उनके नेतृत्व में 2011 में विश्व कप जीता था। हरभजन ने ‘एक्स’ पर लिखा कि वहां अपना समय बर्बाद मत करो गैरी .. टीम इंडिया को कोचिंग देने के लिए वापस आ जाओ।

गैरी कर्स्टन दुर्लभ लोगों में से एक .. एक महान कोच, सलाहकार, ईमानदार और हमारी 2011 टीम में सभी के लिए बहुत प्यारे दोस्त .. 2011 विश्व कप के हमारे विजेता कोच। विशेष व्यक्ति गैरी कर्स्टन। पूर्व भारतीय सलामी बल्लेबाज गौतम गंभीर के भारत के अगले मुख्य कोच के रूप में राहुल द्रविड़ की जगह लेने की उम्मीद है।

इससे पहले गैरी कर्स्टन ने पाक खिलाड़ियों की पोल खोलते हुए कहा था कि इस टीम में खिलाड़ी एक-दूसरे का समर्थन नहीं करते हैं और उनमें एकता की भी कमी है। दक्षिण अफ्रीका के पूर्व क्रिकेटर ने यह भी स्पष्ट कर दिया है कि जो खिलाड़ी इन पहलुओं पर काम करेंगे वे टीम में बने रहेंगे।

जबकि ऐसा न करने वालों को बाहर कर दिया जाएगा। पाकिस्तान ने रविवार को फ्लोरिडा में आयरलैंड पर तीन विकेट से जीत के साथ अपना अभियान समाप्त किया, ग्रुप ए से भारत और अमेरिका के सुपर 8 चरण में पहुंचने के बाद यह एक बड़ी जीत थी।

]]>
অবসরের পর রাজনীতিতে, বিতর্ক জিইয়ে রাখলেন “টার্বোনেটর” https://ekolkata24.com/sports-news/in-post-retirement-politics-the-controversy-continues-with-turbonator Sun, 26 Dec 2021 13:59:37 +0000 https://ekolkata24.com/?p=16341 Sports desk: ভারতীয় ক্রিকেটে ‘টার্বোনেটর’ নামে পরিচিত অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে। ভাজ্জি তার কেরিয়ারে এমন অনেক ইতিহাস লিখেছেন যা বিশ্ব ক্রিকেটে ক্রিকেটের ময়দানে ভারতের তিরঙ্গা পতাকা তুলেছে। হরভজন ১০৩ টেস্টে ৪১৭ উইকেট নিয়েছেন এবং এই ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ১৪ তম স্থানে রয়েছেন। অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং রবিচন্দ্রন অশ্বিন (৪২৭) এর চেয়ে বেশি উইকেট নিয়ে তিনি ভারতের চতুর্থ সফল টেস্ট বোলার।

হরভজন সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সোনালী কেরিয়ারের স্মৃতি শেয়ার করে বলেন, অবসরের পর রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে ভাজ্জি বলেন, অবসরের পর রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন। তবে ওই সাক্ষাৎকারে পর্বে ভাজ্জি কথোপকথনের সময় রাজনীতিতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ভাজ্জি বলেন, রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া একটি বড় সিদ্ধান্ত হবে।এই ইস্যুতে তিনি সময় নেবেন এবং চিন্তা ভাবনা করে তবেই এই ইস্যুতে সিদ্ধান্ত নেবেন।অভিজ্ঞ এই অফ স্পিনার বলেন, একবার রাজনীতিতে গেলে পরিবারের জন্য সময় বের করা খুব কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে অবিলম্বে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না।

অবসরের পর ভাজ্জির আইপিএল দলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা চলছে। এই ইস্যুতে ভাজ্জি আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে কথা প্রসঙ্গে বলেন, আমি এখানে পৌঁছেছি শুধুমাত্র ক্রিকেটের কারণে। আমি অবশ্যই আইপিএলে আরও কাজ করব। আমি কোন দলের সাথে যাবো এখনো কিছুই ঠিক হয়নি, তবে এটা নিশ্চিত যে যখনই এটা হবে, আমি এই বিষয়ে সবাইকে জানাবো। ভাজ্জি বলেন, দুই দলের সাথে আলোচনা চলছে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

হরভজন সিং’র বর্ণময় ক্রিকেট কেরিয়ারে বিতর্ক কিছু কম হয়নি।
২০০৮ সালের আইপিএল ম্যাচ চলাকালীন হরভজন সিং শ্রীসহ্নকে চড় মেরেছিলেন। যা নিয়ে বিতর্কের জল অনেক দূর পর্যন্ত গড়ায়। ওই সাক্ষাৎকারে ভাজ্জি অনুতাপের সুরে বলেন,
শ্রীসহ্নকে চড় মারার জন্য তিনি অনুতপ্ত। প্রসঙ্গত, ভাজ্জি যখন শ্রীসহ্নকে থাপ্পড় মারেন, শ্রীসহ্ন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে, ওই ভিডিও মুহুর্তে সোশাল বেশ ভাইরাল হয়েছিল।

মাঙ্কি গেট কেলেঙ্কারি মাঠেই শেষ হওয়া উচিত ছিল এমনই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং’র। “মাঙ্কিগেট” বিতর্ক নিয়ে ভাজ্জি বলেন, ওই বিতর্ক মাঠেই শেষ হলে ভালো হতো। কেউ কেউ আগুনে ঘি মেশাতে পছন্দ করেন। লোকেরা অ্যান্ড্রু সাইমন্ডসকে অনেকে উস্কে দিয়েছিল। কিন্তু ওই বিবাদের পর আমরা ভালো বন্ধু হয়ে যাই।

বাইশ গজে স্পিনের ভেল্কিতে বিপক্ষ দলকে ধরাশায়ী করে বাজিমাৎ সঙ্গে বিতর্ক; হরভজন সিং’র ক্রিকেট কেরিয়ারে যুগপৎ। দুই’র মিশেলে ভারতীয় ক্রিকেটের “টার্বোনেটর” অবসরের পরেও বিতর্ক জিইয়ে রাখলেন, রাজনীতির উঠোনে অভিষেক ইস্যুতে।

]]>
Punjab: কংগ্রেসের ঘরে ‘উড়তা’ ভাজ্জি, সিধুর সঙ্গে ঘনিষ্ঠতা https://ekolkata24.com/sports-news/punjab-election-politics-harbhajan-singh-congress Sat, 25 Dec 2021 11:51:17 +0000 https://ekolkata24.com/?p=16193 News Desk: একজন ছিলেন ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত ওপেনার। অন্যজন ছিলেন ভারতীয় বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ। এই দুই বিখ্যাত ব্যক্তি এবার জোট বেঁধে নামতে পারেন রাজনীতির ময়দানে। এই দুইজন হলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু এবং অন্যজন হলেন সদ্য ক্রিকেটকে বিদায় জানানো স্পিনার ভজন সিং।

অবসর নিয়ে তিনি কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে হরভজন বলেছেন, আমি পাঞ্জাবের মানুষের সেবা করতে চাই। রাজনীতির মাধ্যমে হোক বা অন্য কোনওভাবে, আমি শুধু মানুষের সেবা করতে চাই। আমি এ রাজ্যের সব রাজনৈতিক দলের নেতাদের চিনি। তাই আমি যদি কোন রাজনৈতিক দলে যোগ দিই তাহলে সেটা জানিয়ে দেব। এখনই রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আমি কোনও সিদ্ধান্ত নিইনি।
সম্প্রতি হরভজনকে সিধুর সঙ্গে বেশি ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ছবিও ভাইরাল হয়েছে। হরভজনের কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে সিধু সরাসরি কোনও উত্তর দেননি। তিনি হেসে বলেন, এই ছবিটাই তো সবকিছু বলে দিচ্ছে।

রাজনৈতিক মহল মনে করছে, সিধু চাইছেন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে হরভজন যেন কংগ্রেসে যোগ দেন। কারণ হরভজন কংগ্রেসে যোগ দিলে দোয়াবা অঞ্চলে কংগ্রেসের শক্তি নিশ্চিতভাবেই বাড়বে। তাঁর বিজেপিতে যোগদানের খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছেন হরভজন।

এর আগে মহম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদের মত প্রাক্তন ক্রিকেটাররা যোগ দিয়েছেন রাজনীতিতে। সিধু প্রথমে বিজেপিতে পরে কংগ্রেসে যোগ দেন। আগামী বছরের শুরুতেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। কিন্তু নির্বাচনের আগে রাজ্যের শাসক দল কংগ্রেস অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত।

কৃষি আইনকে কেন্দ্র করে পাঞ্জাবে বিজেপি ব্যাকফুটে চলে গেলেও দলীয় কোন্দলের কারণে কংগ্রেস পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সিধু কংগ্রেসকে রাজ্যে ক্ষমতায় ফেরতে চাইছেন। সে কারণেই তিনি তড়িঘড়ি হরভজনের সঙ্গে যোগাযোগ করেছেন। কারণ পাঞ্জাবে হরভজনের বিশেষ জনপ্রিয়তা আছে।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল হরভজন বিজেপিতে যোগ দিতে পারেন। তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিছকই কল্পনা এবং গুজব।

সদ্য অবসর নেওয়া হরভজন সিং দীর্ঘ ১৮ বছর ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর হ্যাটট্রিক ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০০৭ সালে প্রথম টি-২০ টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন হরভজন। শুক্রবার তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

]]>
আন্তজার্তিক ক্রিকেটকে “অলবিদা” জানালেন হরভজন সিং https://ekolkata24.com/sports-news/harbhajan-singh-says-goodbye-to-international-cricket Fri, 24 Dec 2021 10:13:18 +0000 https://ekolkata24.com/?p=16098 Sports Desk: ভারতের জাতীয় ক্রিকেট দলের ৪১ বছর বয়সী অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিং শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কিংবদন্তি এই স্পিনারের ক্রিকেট কেরিয়ার ছিল খুবই চোখ ঝলসানো। দেশের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অংশ নিয়েছেন সকলের প্রিয় ‘ভাজ্জি’। আন্তজার্তিক ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জোরে হরভজন সিং নিজের নামের প্রতি আস্থা রেখে রেকর্ডের মাইলস্টোন গাঁথেন।

সাম্প্রতিক সময়ে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাকে দেখা যেতে পারে ভারতের হাই প্রোফাইল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি দলের সহকারী হিসেবে। তবে বর্তমানে হরভজন সিংর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা অব্যাহত।

হরভজন সিং দেশের হয়ে ১০৩ টি আন্তজার্তিক টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯০ ইনিংসে ৩২.৫ গড়ে ৪১৭ উইকেট নিয়েছেন। এই সময়ে, তিনি ১৬ বার এবং ২৫ বার ক্রিকেট মাঠে চার এবং পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও অর্জন করেন। টেস্ট ক্রিকেটে ভাজ্জির সেরা বোলিং পারফরম্যান্স হল ৮৪ রানে ৮ উইকেট।

টেস্ট ক্রিকেট ছাড়াও, হরভজন সিং দেশের হয়ে ২৩৬ টি ওয়ানডে খেলে ২২৭ ইনিংসে ৩৩.৪ গড়ে ২৬৯ টি উইকেট নিয়েছেন। টেস্ট এবং ওডিআই ক্রিকেট ছাড়াও, তিনি ভারতীয় দলের হয়ে ২৮ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। এই ফর্ম্যাটে ভাজ্জি ২৭ ইনিংসে ২৪.৫ গড়ে ২৫ টি উইকেট শিকার করেন।

টিম ইন্ডিয়ার হয়ে বোলিং ছাড়াও হরভজন সিং ব্যাট হাতে দেশের লোয়ার লেভেল অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভাজ্জি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে ১৪৫ ইনিংসে ১৮.২ গড়ে ২২২৪ রান করেছেন। এ সময় তার ব্যাট থেকে আসে ২ টি শতরান ও নয়টি হাফ সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেট ছাড়াও, তিনি দেশের হয়ে ওডিআই ফর্ম্যাটে ১৩.৩ গড়ে ১২৮ ইনিংসে ১২৩৭ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ১৩ ইনিংসে ১৩.৫ গড়ে ১০৮ রান করেন।

]]>
Harbhajan Singh on Twitter: টুইটারে ভাজ্জির পোস্ট করা ছবি ঘিরে কৌতূহল তুঙ্গে https://ekolkata24.com/sports-news/curiosity-is-rife-over-the-picture-posted-by-harbhajan-singh-on-twitter Fri, 10 Dec 2021 16:01:47 +0000 https://ekolkata24.com/?p=14373 Sports desk: শুক্রবার হরভজন সিং (Harbhajan Singh) তার কেরিয়ারের প্রথম দিন থেকে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন নিজের টুইটারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১’র সময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে শেষবার অ্যাকশনে দেখা যাওয়া ভাজ্জি তার পুরো কেরিয়ার জুড়ে একজন ম্যারাথন পুরুষ ছিলেন।

টুইটারে  হরভজন তার অনূর্ধ্ব-১৯ দিনের একটি ছবি শেয়ার করেছেন, এবং ভক্তদেরকে তার পাশাপাশি দুই খেলোয়াড়ের নাম অনুমান করতে বলেছেন পোস্ট করে “পেহচানতো তো মানে…U-19 বিশ্বকাপের দিন 1998/99।” ৪১ বছর বয়সী হরভজন সিং টুইটার পোস্ট ছবিটির এই ক্যাপশন দিয়েছেন।

ছবিতে হরভজনকে পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান হাসান রাজা এবং একটি শার্টবিহীন অবস্থায় ইমরান তাহিরের সাথে পোজ দিতে দেখা যায়। ছবিটি 1998/99 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সময় তোলা হয়েছিল, যা দক্ষিণ আফ্রিকায় খেলা হয়েছিল।

ইমরান তাহির জুনিয়র স্তরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন এবং পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে বিভিন্ন ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল। তাহির ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন।

অন্যদিকে, হাসান রাজা ১৯৯৬ থেকে ২০০৫ সালের মধ্যে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন, ৭ টেস্ট এবং ১৬টি ওয়ানডে ম্যাচে। এদিকে, হরভজন শেষবার ভারতের হয়ে ২০১৬ সালে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। ভাজ্জি ১০৩টি টেস্ট, ২৩৬ টি ওয়ানডে এবং ২৮ ম্যাচের টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।

হরভজন সিং টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী (৪১৭)। সম্প্রতি ভাজ্জিকে টপকে ক্রিকেটের অভিজাত তালিকায় রবিচন্দ্রন অশ্বিনকে (৪২৭) উইকেট সংগ্রহ করেছেন। অনিল কুম্বলে এবং কপিল দেব টেস্ট ক্রিকেটে যথাক্রমে ৬১৯ এবং ৪৩৪ স্ক্যাল্প সহ ভারতের শীর্ষ দুই উইকেট শিকারী।

]]>
Indian cricketers: কোটি টাকা আয় করা ৭ ভারতীয় ক্রিকেটার করেন সরকারি চাকরি https://ekolkata24.com/offbeat-news/7-indian-cricketers-are-earning-in-crores-but-still-do-government-jobs Mon, 06 Dec 2021 20:34:58 +0000 https://ekolkata24.com/?p=13893 স্পোর্টস ডেস্ক: ভারতের কিংবদন্তি খেলোয়াড় (Indian cricketers) সচিন তেন্ডুলকার এবং প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি তাদের খেলার জন্যে বিশ্বে যতটা বিখ্যাত,ততটাই তাদের অর্থ উপার্জনের কারণেও লাইমলাইটে রয়েছেন।

এই দুই ক্রিকেটারের আয় কোটি টাকা। কিন্তু খুব কম লোকই জানেন যে, কোটি টাকা আয় করা এই ক্রিকেটারেরা সরকারি চাকরিও (government jobs) করেন। শুধু তাইই নয়, আরও কিছু খেলোয়াড় আছে, যারা তাদের খেলার পাশাপাশি এই সরকারি কর্মী হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন। এই প্রতিবেদনে আমরা আপনাদের ওই সমস্ত খেলোয়াড়দের নিয়ে অজানা কিছু তথ্য তুলে ধরছি৷

Yuzvendra Chahal

Yuzvendra Chahal

খুব অল্প সময়েই যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বিশ্ব ক্রিকেটে নিজের একটা বড় নাম করে নিয়েছেন। নিজের স্পিনের জাদুতে চাহাল আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করেছেন। তবে খুব কম লোকই জানেন যে, এই পরিচয় ছাড়াও চাহাল আয়কর বিভাগে ইন্সপেক্টর পদে রয়েছেন।

Umesh Yadav

Umesh Yadav

উমেশ যাদব (Umesh Yadav) আন্তজার্তিক ক্রিকেটে অনেকবার টিম ইন্ডিয়াকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও ছোটবেলা থেকেই উমেশের ইচ্ছে ছিল পুলিশ অথবা আর্মিতে চাকরি করার৷ কিন্তু তা হতে পারেনি। যদিও তাকে ২০১৭ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ম্যানেজার পদ চাকরি দেওয়া হয়েছিল।

Kapil dev

Kapil Dev

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil dev)। এই অলরাউন্ডারের এতবড় অবদানের কারণে তাঁকে ২০০৮ সালে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়েছিল। এছাড়াও কপিল দেবকে ২০১৮ সালে হরিয়ানা স্পোর্টস ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবেও নিযুক্ত করা হয়েছিল।

Joginder Sharma

Joginder Sharma

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল৷ ওই চ্যাম্পিয়নশিপে যোগিন্দর শর্মা (Joginder Sharma) শেষ ওভার করেছিলেন এবং দলকে জয় এনে দিয়েছিলেন। তবে তিনি বেশি দিন ভারতীয় দলের অংশ হয়ে থাকতে পারেননি এবং বাদ পড়েছিলেন স্কোয়াড থেকে। কিন্তু এখন যোগিন্দর হরিয়ানা পুলিশের ডিএসপি পদে কর্মরত।

Harbhajan Singh

Harbhajan Singh

টিম ইন্ডিয়ার অন্যতম সফল স্পিন বোলারদের তালিকায় হরভজন সিং (Harbhajan Singh) এর নাম আসবে। ভাজ্জি টেস্টে ৭০০ টিরও বেশি উইকেট নিয়েছেন এবং এই অবদানের জন্য তাঁকে পাঞ্জাব পুলিশে ডিএসপি করা হয়েছে।

Harbhajan Singh

Harbhajan Singh

বিশ্বের সফলতম ক্রিকেটারদের মধ্যে প্রথমেই উঠে আসে সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) নাম। সচিনকে তার সাফল্যের জন্য ভারতীয় বায়ুসেনা সম্মানিত করে এবং ২০১০ সালে সচিনকে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল।

Lt. Col. MS Dhoni

Lt. Col. MS Dhoni

টিম ইন্ডিয়ার সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি (Lt. Col. MS Dhoni) ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যেতে চেয়েছিলেন৷ ভারতীয় ক্রিকেট দলকে আন্তজার্তিক ক্রিকেটের শিখরে নিয়ে যাওয়ার পরে ধোনির স্বপ্ন পূরণ হয়েছিল। ২০১৫ সালে ধোনি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হিসাবে নিযুক্ত হন। অবসর সময়ে প্রায়শই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সময় কাটাতে এবং কমব্যাট মুভমেন্টে দেখা যায় মাহিকে।

]]>
T20 World Cup: ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত-পাকিস্তানের: হরভজন সিং https://ekolkata24.com/sports-news/india-pakistan-likely-to-face-in-t20-world-cup-final-harbhajan-singh Wed, 27 Oct 2021 10:32:41 +0000 https://www.ekolkata24.com/?p=9355 Sports Desk: ভারতের প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হওয়ার পরে সোশাল মিডিয়া জুড়ে এক্সচেঞ্জের বাধা সম্পর্কে কথা বলেছেন।

ভাজ্জি আত্মবিশ্বাসের সুরে বলেছেন,”এটা পাকিস্তানের হয়ে থাকতে পারে কিন্তু বিশ্বকাপে আমরা তাদের ১২ বার পরাজিত করেছি, এটা ভুলে গেলে চলবে না। ভারত-পাকিস্তান আবার মুখোমুখি হলে ভারত আরও ভালো খেলবে এবং জিতবে।”

এখানেই শেষ নয়। ভাজ্জির কথায়, যদি ভারত ও পাকিস্তান উভয়েই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং তাদের নিজেদের চূড়ান্ত লড়াইয়ে জয়লাভ করে, তারা ফাইনালে মুখোমুখি হবে, অনেকটা ২০০৭ সালের উদ্বোধনী সংস্করণের মতো।

পাকিস্তান স্বচ্ছন্দ্যে জয়ী হয়ে চলে গেল এবং বিশ্বকাপে ভারতের কাছে ভয়ঙ্কর হারের ধারাবাহিকতার বোঝাও শেষ করেছে। হরভজন সিং সোশাল মিডিয়ার জগতে এই ম্যাচ ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার উল্লেখ করেছেন, ক্রিকেট ভক্তরা এবং প্রাক্তন ক্রিকেটার উভয়ই ম্যাচটি নিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় হরভজন সিং পাকিস্তান দলকে তাদের জয় থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, এই টুর্নামেন্টে ভাগ্য যদি আরেকটি মিটিং লেখা থাকে তবে ভারত শীর্ষে উঠে আসবে।

এই প্রসঙ্গে হরভজনের সাফ কথা,”ভারত বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে হেরেছে, যদিও এটি টি-২০ বিশ্বকাপ ছিল, তবুও এটি ঘটেছিল। সোশাল মিডিয়ায় অনেক বিশৃঙ্খলা রয়েছে যেন তারা একটি বিশাল কাজ করেছে।” ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাবর আজমের পাকিস্তান। শাহিন আফ্রিদির ঝড়ের কবলে পড়ে ভারতের গর্বের ব্যাটিং লাইন আপ খড়কুটোর মতো উড়ে গিয়েছে। আর মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম জুটি অপরাজিত থেকে ভারতীয় বোলিং লাইন আপকে পিটিয়ে ক্লাব স্তরে নামিয়ে এনেছে। টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাকে উস্কে দিয়ে হরভজন সিং বলেছেন,ওই ম্যাচ শেষ, তাই এগিয়ে যান।

]]>